নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

কেউ পড়ে না এমন ছড়া

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬







কেউ পড়ে না,কেউ পড়ে না

এমন ছড়া লিখি,

ভাব-ভাবনা ভজঘট

সুর-তাল সব মেকি।



ছন্দে নাকি গন্ধ আছে

শব্দে আছে মাত্রা,

বাক্যে আছে বকম-বকম

আকাশ পথে যাত্রা।



ভুলের ছড়া হুল ফুটিয়ে

ঝরিয়ে দেয় ফুল,

তবু সুবাস ছড়িয়ে পড়ে

সোনা ছড়ির দুল।



সোনার মাটি রুপোর জীবন

তাম্রপত্রে লেখা,

লোহার হৃদয় মরচে পড়ে

আছাড় খেয়ে শেখা।





সুখ-সাগরে উথালপাতাল

ঢেউয়ের মত দুঃখ,

মুক্তো-ঝুনুক কুড়িয়ে ফেরা

অনুভূতি সুক্ষ্ণ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

মাইনাসমামা বলেছেন: ভালা হইসে রে!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

তুষার আহাসান বলেছেন: ধইনা ভাইজান।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

রফিকের সাইট বলেছেন: ভাল লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ ভাইজান,ভালথাকবেন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++ছবি বাঁকা কেন ? :|

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

তুষার আহাসান বলেছেন: এডিট করে ছবি সোজা করতে পারিনি,তারপর নেট সংযোগ হারিয়ে যায়।
ধন্যবাদ অপূর্ণ ভাই।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

shfikul বলেছেন: +++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

তুষার আহাসান বলেছেন: ধইনা পাতা নেন।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

নীলপথিক বলেছেন: ভালো লাগলো, কেমন আছেন?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

তুষার আহাসান বলেছেন: valo

ধইনা পাতা নেন।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

তুষার আহাসান বলেছেন: ধইনা পাতা নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.