নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদসঞ্চার

তুষার আহাসান

ফেসবুকে পদসঞ্চার নামে দুটি গ্রুপ চালাই। সম্পাদক পদসঞ্চার পত্রিকা ও ব্লগজিন।

তুষার আহাসান › বিস্তারিত পোস্টঃ

নিজের গাড়ির গল্প

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

{"filesize_ok":true,"image_id":146128,"success":true}



এই গাড়ির গল্পটি আমার নিজের। যেটি আজ অব্দি কেনা হয়নি।আদৌ কোনদিন কেনা হবে কিনা জানি না।

তবে কি শুধু গাড়ির স্বপ্ন নিয়েই এই গল্প? না, তা নয়,যেহেতু গল্পটি গাড়ির এবং আমার নিজের।



নিজস্ব গাড়ি না থাকলেও গল্পটি আমার নিজস্ব।

শহরের রাস্তায় যখন হাঁটি হুশ করে পাশ কেটে গাড়ি চলে যায়। ড্রাইভারকে মনে-মনে বিরক্তি প্রকাশ করি। আর একটু কাছ-ঘেঁষলেই চাপা পড়তাম বাবা,ব্লগজগৎ হারাত এক অখ্যাত গল্পকারকে। বউ হারাত তার ছা-পোষা স্বামীকে। মেয়েরা হারাত তাদের খামখেয়ালী বাবাকে,যাদের জন্যে তাদের বাবার এক পৃথিবী ভালবাসা।



ড্রাইভাররা হুশহাস চলে যায়। আমি পথ হাঁটি স্বপ্ন-জগতে।

ছোটবেলায় একটা গাড়ির স্বপ্ন দেখতাম। তিন চাকার অটো রিকশো।



একবার মামাবাড়ি গেছিলাম অটোতে চড়ে। ড্রাইভারের পাশে বসে চালানোর কৌশল লক্ষ্য করেছিলাম। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম। গাড়ি যদি কোনদিন কিনি,অটো-রিকশোই কিনব।



চালানো সোজা। চাকা গুলোই ছোট-ছোট,কেউ চাপা পড়বে না। বিশ্ব ভ্রমণকারী একজন কোন একজনকে চাপা দিলে চলবে কি করে?

হ্যাঁ, তখন থেকেই স্বপ্ন দেখতাম,একা-একা সারা পৃথিবী ঘুরবো এবং তা নিজস্ব অটো-রিকশোয়।



পৃথিবীটা বদলে গেছে,স্বপ্নগুলোও। স্বপ্নের অটোটা এখন একাকী হাসির বিষয়। তবে বিশ্ব-ভ্রমনের স্বপ্নটা এখনও মরেনি। অবসর পেলেই ছুটে যাই,দেশের এ-প্রান্ত থেকে অন্য প্রান্ত। সামর্থ যদি হয় পৃথিবীর যতটা পারি দেখব।



একদিন একটা গাড়ি এসে থামল আমার পাশে। এক সুবেশ তরুণী ডাকল আমাকে, এই উঠে এসো আমার গাড়িতে।



কবিতা লেখার স্বপ্নে বিভোর ছিলাম পথচলতি আমি। তাই ঘোর কাটতে দেরী হল।

অবশেষে চিনলাম। বললাম,আরে তুমি?

--আমার বর ট্রান্সফার নিয়ে এখানে এসেছে।

---বাহ ভাল,ভাল,আচ্ছা এসো তাহলে।

---সে-কি গাড়িতে যাবে না।

---না,আমার হাঁটতেই বেশী ভাল লাগে,সুগার,প্রেশার ঠিক থাকে।

---ঠিক আছে আসতে হবে না,তুমি দেখছি সেই খামখেয়ালী রাজাই থেকে গেলে।



আমি মৃদু হাসলাম। গাড়ি চলে গেল। গাড়ির মালকিন গোলাপের মত মিষ্টি হাসি আর সুবাস ছড়িয়ে চলে গেল। সেই হাসিটি সেই ভার্সিটি জীবনের।যখন সে আমাকে ‘খামখেয়ালী রাজা’ খেতাব দিয়েছিল।



আমি তাকে কখনোই কিছু দিতে পারিনি,এখনকার মত তখনও আমি কবিতার স্বপ্নে বিভোর থাকতাম। রক্ত-মাংসের কবিতার চেয়ে উপলব্ধির কবিতা আকাংখিত ছিল আমার।



আজ ওই হাসি দেখে মনে হল,কে বলল আমি তাকে কিছু দিইনি,বেশ বুঝছি,আমি তাকে আগেও দিয়েছি এখনও দিলাম,

উপেক্ষার আঘাত।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: অসাধারণ লিখেছেন, দাদা ;)

আমি তো প্রথমে ভেবেছিলাম, গল্প শেষ হলেও আপনার গাড়ি একটি থাকবেই?
-উপেক্ষার আঘাত পেলাম ;)

ছবির লিংক দেখলাম: ‘সাকসেসফুল’।
ছবি নেই! এখানেও আঘাত !

তবু শুভেচ্ছা :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

তুষার আহাসান বলেছেন: ধন্যবাদ মাইনুল ভাই,
বাস্তব যা তা-ই লিখেছি,

আগামী তে আরো একটা গাড়ির গল্প লিখব।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

খাটাস বলেছেন: চাকা গুলোই ছোট-ছোট,কেউ চাপা পড়বে না।
এই কথা টি আপনার সুন্দর মানসিকতার পরিচায়ক।
গল্পটি খুব ভাল হয়েছে। শুভ কামনা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

তুষার আহাসান বলেছেন: "এই কথা টি আপনার সুন্দর মানসিকতার পরিচায়ক।"

অশেষ ধন্যবাদ ভাই,
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক সবার।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

অদৃশ্য বলেছেন:




আহাসান ভাই

অত্যন্ত সুন্দর গল্প... খুবই ভালো লেগেছে আমার...

আপনার লিখা সেই প্রথম থেকেই আমার খুবই ভালো লাগে...

শুভকামনা...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই,
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক সবার।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

শায়মা বলেছেন: খুব সুন্দর!!!


উপেক্ষিতা ও গাড়ির গল্প!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

তুষার আহাসান বলেছেন:
উপেক্ষিতা ও গাড়ির গল্প

নামটি দারুন তো,এটাই দেব কিনা ভাবছি.
অশেষ ধন্যবাদ ,
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক সবার।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৬

খেয়া ঘাট বলেছেন: চমৎকার লিখেছেন ভাইজান।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

তুষার আহাসান বলেছেন: নিজের জীবনের গল্প তো,লিখেও আনন্দ পেয়েছি,একটানা লিখেছি
এটা,খুব কম সময়ে।

অশেষ ধন্যবাদ প্রিয় মোরাল গল্পকার।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: আপনি বলছেন গল্প, আমি কবিতার স্বাদ পেয়েছি ।


সুন্দর ++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

তুষার আহাসান বলেছেন: তা-ই?

অশেষ ধন্যবাদ ভাইয়া.

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

এবার তোরা মানুষ হ বলেছেন: কথা সত্য , নতুন কিছু হইলো একটা। উপেক্ষার গল্পে কাব্য ।নাইস হইছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ ,

আপনার মন্তব্যে মন ভরে গেল।
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক সবার।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

হাসান মাহবুব বলেছেন: সার্থক একটা অণুগল্প।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ , হামা ভাই।
আপনার মন্তব্যে পেলেই মন ভাল হয়ে যায়।
ভাল লেখার প্রচেষ্টা সার্থক হোক সবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.