নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
সুলতানাঃ সাহাদাত উদরাজী
জানো সুলতানা,
আমি এখন আমার নিজের সব কাজ করতে পারি,
কাপড় চোপড় পরিষ্কার, হাড়িপাতিল ধোঁয়া,বিছানা চাদর, শোফা, মেজে,
রান্না তো তোমার কাছ থেকেই শেখা ছিলো!
জানো সুলতানা,
তোমার সেই তাছিল্য কথা গুলো এখনো আমার মনে পড়্,
তুমি কত তাচ্ছিল্যের সাথে বলতে, তোমাকে দিয়ে কিছু হবে না!
জানে, সেই আমি এখন নিজের সব কাজ নিজেই করি!
জানো সুলতানা,
তোমার অতি আদরের পুত্র গত কয়েকদিন আগে,
বলে দিয়েছে, সে আর এই দেশে ফিরবে না,
এই দেশের নাকি সব কিছুই ভেজাল্, সুশাসনের বালাই নেই,
বেঁচে থাকার উপযুক্ত নয়!
তোমার মেধাবী মেয়েটাও আর তেমন খোঁজ নেয় না,
আমেরিকায় গবেষনার কাজে ওর হাতে সময় নেই,
আমি রাজী ছিলাম না, তবু তুমি তাকে পদার্থ বিজ্ঞানে পড়িয়েছিলে!
ছেলেমেয়েদের নিয়ে তোমার অনেক গর্ব ছিলো,
অথচ আমি বার বার বলতাম, ওদের মানুষ করো,
হ্যাঁ, ওরা অনেক বড় মানুষ হয়েছে দেশ ও দশের চোখে,
কিন্তু আমার কাছে 'অমানুষ'ই!
জানো সুলতানা,
বয়েস ভেদে আমার আগে চলে যাবার কথা ছিলো,
কিন্তু বিধাতা তোমাকেই আগে দেখে নিল, যৌবনের সেই দিন গুলোতে,
মনে পড়ে আমাকে কত নাজেহাল করছিলে!
জানো সুলতানা,
তোমাকে কখনো বলা হয়নি, আমি তোমাকে অনেক অনেক ভালবাসি,
তবে বার বার তোমার সেই রাগি চেহারা দেখে না বলেই ফিরে আসতাম,
অথচ আমরা একত্রিশ বছর একাত্রেই ছিলাম!
জানো সুলতানা,
গতকাল আকাশের চাঁদের রুপ ছিলো অসাধারন, বর্ননা ভাষাহীন,
তোমার কথা বার বার মনে পড়ছিলো, চাঁদের পাশে থাকা একটা তারা,
মিটিমিটি জ্বলছিলো!
এই পৃথিবীর রুপ রসে আমি এখনো তোমায় খুঁজি,
কর্কশ, বদরাগী, স্বার্থপরতার সব গুন গুলো তোমায় ফিট হলেও
কোথায় যেন একটা সুতোয় বাঁধা ছিলে আমাদের জীবন!
জানো সুলতানা,
আমি যেদিন জানতে পারলাম, তুমি ক্যান্সারে আক্রান্ত, শেষ পর্যায়ে।
আমার খুব খুশি লাগছিলো, তোমার মিষ্টি মধুর অত্যাচার গুলো মনে ভেসে উঠছিলো,
মনে হচ্ছিলো, তোমার মৃত্যুর পর আমি একা একা বেশ আনন্দেই থাকবো!
অথচ জানো, মাত্র কয়েক বছরেই আমি হাঁপিয়ে উঠেছি,
এই বৃদ্ধাশ্রম আর মোটেই ভাল লাগছে না!
সুলতানা, এই সুলতানা,
আমাকে নেবে, হাত দুটো ধরবে,
মুখের কাছে এসে বলবে,
তোমার যা ঢং!
(মালিবাগ বাগানবাড়ী, ২রা জুলাই ২০২০ইং)
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৬
বিজন রয় বলেছেন: একটি জীবন কাহিনী একটি কবিতায়।
অনেক মনকাড়া দৃশ্য।+++++
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
কখন আপনি গদ্যে লেখােন, কখন আপনি পদ্যে লেখেন?
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো। হা হা হা, পাঠক ধরার কৌশল মাত্র!
৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১১:৪০
শায়মা বলেছেন: জীবনের গল্প। কবিতায় লিখে দিলে ভাইয়ামনি। মন খারাপ করা কবিতা।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা ,ভালো লাগলো।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
৭| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:২২
ইসিয়াক বলেছেন: জীবন তো এমনই।
০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
৮| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
জীবনের কাব্য
এমন কাব্য পাঠ করাও সৌভাগ্য।
শুভেচ্ছা রইল
২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে, এমন পাঠক পেয়ে আমি ধন্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: নস্টালজিয়া। হারানোর বেদনা ।
সুন্দর।+