নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
আপনি খোলামনে চিন্তা করলে একটা উপসংহারে এসেই পড়বেন যে, পাশের দেশের নানান হেল্প ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না! কিন্তু আপনি যদি বাংলাদেশের অনেক জেলা ভ্রমন, বাংলাদেশের মানুষের নেচার বুঝতে পারেন বা বাংলাদেশের সাধারন মানুষের সাথে মিশে থাকেন, তবে আমি নিশ্চিত আপনি এটা বলতে বাধ্য বা মানতে বাধ্য হবেন যে, বাংলাদেশ স্বাধীন মানুষের দেশ, মানুষ স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এবং এই স্বাধীন দেশের অবকাঠমোর মধ্যে এমন কিছু নেই, যা আমাদের কাঁটা তারের বেড়া বা পাশের দেশের মুখোপেক্ষি করতে পারে বা এখানে যে কোন কিছু গড়ে তোলা খুব কঠিন বিষয় নয়।
নদীমাতৃক দেশ এবং উর্বর ভুমির কারনে আমাদের মানুষের পক্ষে সব কিছু করা সম্ভব, তার পরে এখন আমাদের এখন রয়েছে প্রশিক্ষিত দক্ষ নানান শ্রেণীর মানুষ, আমাদের রয়েছে নানান শিল্প স্থাপনের ও উৎপাদনের লক্ষ কোটি হাত! আমাদের রয়েছে সারা বিশ্বে বসবাসকারী নানান পেশার মানুষ। আমাদের সরকার চাইলেই মধ্যপ্রাচ্যের নানান দেশের সাথে সুসম্পর্ক গড়ে উলটা তাদের উপর চাপ তৈরী করতে পারে।
পাশের দেশের উপর আমাদের খাদ্যদ্রব্য, চিকিৎসার নির্ভরতা কমানো বা বন্ধ করা কোন ব্যপারই নয়! খাদ্যের উতপাদনে বৈজ্ঞানিক ব্যবস্থা সরকার চাইলেই গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে, তাছাড়া আমাদের খাদ্যাভাসেও পরিবর্তন সম্ভব, মশলাযুক্ত খাবার খেয়ে অসুস্থ্য না হয়ে নুতন খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করা তেমন কোন ব্যাপার না! আর চিকিৎসার কথা কি বলি, আমাদের দেশেই তো নেপাল, ভুটান, মালদ্বীপ সহ নানান দেশের ছাত্রছাত্রী ডাক্তারী পড়তে আসে, আমাদের চিকিৎসার মান নিশ্চিতভাবে উন্নতি হবেই যদি পাশের দেশে এই ভিসা দেয়াও বন্ধ করে দেয়! চিকিৎসায় উচ্চ যন্ত্রপাতি রোগ নির্নয়ে আমরা উন্নত দেশ থেকে সহজেই আনতে পারি্। এখন অনেক বড় বড় হাসপাতাল, মেডিক্যাল কলেজতো আছেই, শুধু অবকাঠামোর উন্নতি, আমাদের রয়েছে বিশ্বমানের চিকিৎসা শিক্ষক, তারা কাজ করে আরো নুতন নুতন ব্যবস্থা নিয়ে আস্তেই পারে!
পাশের দেশ আমাদের তাদের দেশে না যেতে দিলে, সীমান্তে সিল্গালা করলে, আমি নিশ্চিত আমাদের কিছুই হবে না, সাময়িক সমস্যা হবে, তবে সেটা আমাদের জনগণকে নিয়ে পার করে নিজদের উন্নতি তেমন কোন ব্যাপার না! অন্যদিকে তাদের কলকাতা, চেন্নাই সহ নানান শহরের মানুষের উপার্জন কমে যাবে, যারা অর্থের বিনিময়ে আমাদের সেবা দিত, তারা বেকার হবেই, অনেক ব্যবসা বন্ধ হবেই। সার্বিক অর্থেই ক্ষতি তাদেরই!
লেখাটা আরো নানান পয়েন্ট তুলে অনেক বড় করে ফেলা যায়, নানান যুক্তি দেয়া যায়, উপ্সম্পাদকীয় করা যায়, তারা আমাদের দেশের মানুষকে ভ্রমনে, চিকিৎসায়, খাদ্যে যত বন্ধ করবে, আমি মনে করি, আমাদের তত উন্নতি! বিদেশ বা আমেরিকা দিয়ে আমাদের চাপ দেয়ার কথাও অনেকে বলতে পারেন, তবে আমি ছোট একটা কথা বলি, মধ্যপ্রাচ্যের একটা দেশ যদি আমাদের পক্ষে কথা বলে, তবে তাদের এই চেষ্টা বাণের পানির মত ভেসেই যাবে! মাইন্ড ইট!
বাকী থাকে যুদ্ধ বা আমাদের দেশ দখল, অনেকে এই বিষয়ে ভয় পান! আমি মনে করি, আধুনিক এই প্রযুক্তির বিশ্বে এটা খুব একটা সহজ কাজ নয়, এমন কিছু তারা চিন্তা করলে তাদেরই ক্ষতি, আমাদের পক্ষেই অনেক দেশ দাঁড়াবে এবং তারা আরো সমস্যায় পড়বে! আমরা স্বাধীন দেশ হিসাবে সারা বিশ্বে জকিয়ে বসেছি, আমাদের স্থান ফেলে দেয়ার মত নয়!
(কাজেই ভয় পাইয়েন না, আবার এগ্রেসিভও হয়ে পড়বেন না, কৌশল মনে রাখেন, নিজদের তৈরী করুন যে কোন এক একটা বিষয়ে, যা শুধু নিজকে নয়, শত হাজার মানুষকে নিয়েই, কারিগরিজ্ঞান/প্রযুক্তিজ্ঞান বাড়ান সবাই)
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫১
জেনারেশন৭১ বলেছেন:
পাশের দেশটা একটা সমস্যা; ইহাকে ঠেলে একটু দুরে সরায়ে দিতে পারলে ভালো হতো; আপনি নিজেই AI দিয়ে রান্না করার শুরু করতেন, ১ কিলো মাংস দিয়ে ১ লাখ মানুষের খাওয়া হয়ে যেতো!
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৪
জেনারেশন৭১ বলেছেন:
প্রশফাঁসদের থেকে ডাক্তার তৈরি করতে পারলে, আমাদের লোকজনকে ভারতে যেতে হতো না; আপনি ওদেরকে ডাক্তারে পরিণত করার জন্য ১টা AI ম্যানুয়েল তৈরি করার চেষ্টা করেন।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: দেশ নিয়ে আপনি আশাবাদী। আমি নিজেও আশাবাদী।
কিন্তু সহজ সরল সত্য হলো- আমাদের দেশে দক্ষ ও যোগ্য লোকের বড় অভাব। ব্রীজ, রাস্তা, কারখানা, এয়ারপোর্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইত্যাদি সব কিছুর জন্য বিদেশ থেকে লোক আনতে হয়।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কাছ থেকে জ্বালাময়ী ব্লগ চাই।