নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

কৃষক উৎপাদকদের সাথে থাকুন, একটু বেশী করে কিনুন!

০৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৫

বাজারে এখন সবজি শাক মাছ মাংশ ডিমের দাম অপেক্ষাকৃত কম, এটা আপনাদের জানালে 'আগে ভাল ছিলাম' গোষ্টিরা খুব রাগ করে ফেলে! না, আমি এই কমের দায় এই সরকারকে দিচ্ছি না, সরকার তেমন মনিটরিং করে নাই, এর পুরা কৃতিত্ব আমাদের কৃষক উৎপাদক ভাই বোনদের, আমি তাদের সালাম জানাই।

আজ সন্ধ্যায় বাজারে গিয়েছিলাম (দুইটা ভিডিও করেছি একটু আগে, টাটকা) -
- ডিম ফার্মের ডজন বড় সাইজ ১৪৫টাকা, ছোট ১৪০টাকা,
- ফার্মের মুরগী ১৮০টাকা বেশী নিলে ১৭০টাকা কেজি,
- গরু হাড্ডি মিক্স ৬৯৫টাকা (খলিল ভাইয়ের, আজ সকালেই এক বন্ধুকে কিনতে দেখলাম),
- মাছের দাম এখন আমার কাছে গত কয়েক বছরের তুলনায় সর্ব নিন্ম মনে হয়, চিংড়ি কেজি সাইজ ভেদে ৬০০/৭০০, রুই কাতলা কেজি ৩০০ থেকে ৩৮০টাকা, লইট্ট্যা পাঙ্গাস তেলাপিয়া সাইজ ভেদে কেজি ১৮০/২০০ টাকা থেকে শুরু, বাদবাকী মাছের দামও আগের তুলনায় কম।
- শাকের আঁটি ১০টাকা থেকে শুরু, প্রকার ভেদে ৩০টাকা
- সবজি ৩০/৪০টাকা থেকে শুরু



যাই হোক, জানি কামাই না থাকলে এই দামও অনেক এবং নাগালের বাইরে। তবে আগের পলায়ন সরকারের আমলে বাজারে যেতেই ভয় হত, রাতে একদাম - দিনে আরেক দাম, এই দামের বৃদ্ধির এত বেশী হত যে রাগ উঠে যেত। সেই আমলেই বাজারে যাবার অভ্যাস কমিয়ে দিয়েছিলাম, যে জিনিসের দাম বাড়তি সেটা না কেনা এবং অল্প কেনার অভ্যাস করেছিলাম, এখনো সেই অবস্থায় আছি।

ক্রেতা হিসাবে আমি মনে করি, কৃষি পন্যের দামের লাভটা যেন কৃষক উৎপাদকের হাতেই যায়, তারা যেন উৎপাদন করে স্বচ্ছলতায় জীবন কাটাতে পারেন, আনন্দে থাকেন, তারাই রিয়েল হিরো আমাদের সমাজে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: আজ তিন দিন ধরে ফ্রিজ খালি।
কিন্তু বাজারে যেতে ইচ্ছে করছে না।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

জেনারেশন৭১ বলেছেন:



কি লিখছেন, লোকজন পড়ছে না কেন?

ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে প্রস্তুত আছেন, এটা নিয়ে লেখেন। যুদ্ধে আপনার যেই অভিজ্ঞতা ভারতীয় বাহিনী টিকতে পারবে না।

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: তোর নানীরহেডা, কি লিখছি আর কি বলছিস! তোর মত ভুয়া না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.