![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের গাঁথা মালা
- উজ্জ্বল সরদার
-/-------------------------______---
জীবনের গাঁথা মালা গেছে আমার ছিড়ে
পড়িয়াছে সব টুকরো হয়ে ঝর্ণার জলে,
ভাসিতেছে সব তরি বিহীন -
অনন্ত পথ বিহীন
সব হারিয়ে
চলিতেছে তরঙ্গের পথে তোমার
ঠিকানাতে।
যানিনা,
কবে তোমার তরঙ্গের কিনারা পাবো?
আমি সেদিন আর নাহি রবো
দিবস - রজনী মুক্তির সাধনা করে হৃদয়
এখন।
সব হারিয়ে হয়েছি ঠিকানা বিহীন
এ'কূল - ঐ'কূল নেই আমার কোনো কুল
হয়েছি অপরাজিত তুহিন।
এখন,
নিত্য নতুন ঢেউয়ে ডুবিতেছি
আঁধা মরা হয়ে তোমারি নাম লয়ে
উঠিতেছি
বাঁচিবার সাধ গেছে আমার ঘুচে,
এখন আমি তোমার চরণে ঠাই পেতে চাই -
মুক্তি চাই
জীবনের গাথা মালা গেছে আমার
ছিড়ে ।undefined
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
বেলাল উদ্দীন বলেছেন: ভাল লাগল