![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে আমার একমাত্র ছোট ভাইটা শিক্ষা জীবনের প্রয়োজনের তাগিদে ফ্যামিলি'র সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সুদূর রাজশাহীতে চলে গিয়েছে। আগামী কাল সে রাজশাহী মেডিকেল কলেজে'র ডেন্টাল ইউনিটে ভর্তি হবে এবং তার শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করবে।
ভাইটার জন্য আমার খুব খারাপ লাগছে। ও একা একা কিভাবে থাকবে? ঠিকভাবে খেতে পারবে কিনা? হোস্টেলে নিশ্চয়ই তার কষ্ট হবে। আমার বাবা তার সাথে গিয়েছে রাজশাহী'তে তাকে ভর্তি করিয়ে তার হোস্টেলে থাকা খাওয়া সবকিছু ঠিকঠাক করে দিয়ে আসার জন্য। যদিও আমিও পড়াশুনার জন্য সেই ক্লাস সেভেন থেকে ফ্যামিলি থেকে দূরে আছি। তবুও আমার ছোট ভাইটার জন্য আমার আজকে খুব কষ্ট হচ্ছে। খুব কান্না পাচ্ছে আমার।
ছোট বেলা থেকেই দূরে থাকার জন্য তার খুব কাছাকাছি যেতে পারিনি। আজকে আমার মনে হচ্ছে, তাকে আমি ততটুকু আদর দিতে পারিনি যতটুকু একজন বড় ভাইয়ের দেবার কথা । আজকে ছোট ভাইটার জন্য আমার খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে।
আমার ছোট ভাইটার জন্য সবাই দোয়া করবেন।
২| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৭
সাদাকালোরঙিন বলেছেন: দূরে থাকলেও নিয়মিত খোঁজ খবর রাখবেন। বাসার সাথে বন্ধন যেন কমে না যায়। না হলে বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট ভাইয়ের জন্য শুভকামনা।
৩| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৯
আর.এইচ.সুমন বলেছেন: দোয়া করেন যেন সে সুস্থ থাকে ।
জীবনের প্রয়োজনে কখন যে কোথায় মানুষকে থাকতে হয় তা আর কে বা জানে .।
সেই ক্লাস নাইন থেকে মা বাবা ভাই বোন ছেড়ে দুরে থাকি । ২/৩ মাস পরপর তাদের সাথে দেখা হয় । আর বড় ভাইয়ার সাথে দেখা হয় না তাও প্রায় ৫/৬ বছর ।
কষ্ট একটু হয় আমিও বুঝি । কিন্তু সেটা প্রকাশ করলে তো সমস্যা । আপনার মতই আপনার ভাইটাও তো এসব ভাবছে !!!
তাহলে তার সামনে একটু পজিটিভ আচরণ করুন । তা না হলে ওর কষ্ট টা যে আরও বেড়ে যাবে ।
৪| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪৬
ডেইফ বলেছেন:
মনটাকে মাঝে মাঝে শক্ত করে বেঁধে রাখতে হয়।
দোয়া করুন যেন ছোট ভাইটা মানুষের মত মানুষ হয়ে উঠতে পারে।
আর আপনিও ভাল থাকবার চেষ্টা করুন। নিয়মিত যোগাযোগ রাখবেন ভাইটার সাথে।
৫| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:৫৫
সরলতা বলেছেন: ছোট ভাইটির জন্য অনেক অনেক দোয়া।
নিশ্চয়-ই সে ভাল থাকবে।
৬| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৫৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমাগো বাসা পুরা খালি। ছোট বোনটা আছিল, এইবছর মেডিকেলে ভর্তি করাইয়া দিয়া আইছে আরেক জেলায়। বাবা আর মা এহন একা একা থাকে। পুলাপান একটাও বাসায় নাই।
৭| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৫২
শায়েরী বলেছেন: Doa roilo
৮| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক দোয়া করছি, থাকুক সে সুস্থ ও সবল, পড়া লেখা করে মানুষের সেবা করুক। মানুষের মত মানুষ হোক
৯| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক দোয়া করছি, থাকুক সে সুস্থ ও সবল, পড়া লেখা করে মানুষের সেবা করুক। মানুষের মত মানুষ হোক
১০| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫২
উণ্মাদ তন্ময় বলেছেন: দোয়া করি তার শিক্ষা জীবন সুন্দর হোক
১১| ০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১৮
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: আহা.. এত মন খারাপ করতে নেই.. ভাইটা ভাল করবে ইনশাআল্লাহ...!!
১২| ০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৬
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ছোট ভাইটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৪
মানবী বলেছেন: আপনার ছোট ভাই যেনো ভালো ও নিরাপদ থাকে এই প্রার্থনা।
কিছু কষ্টতো হবেই তবে সময়ে হয়তো সব সয়ে যাবে। তিনি যদি যেকোন মূল্যে ছাত্র রাজনীতির পুঁতি দুর্গন্ধময় পাঁক থেকে নিরাপদ থাকতে পারেন, ব্যাপারটা খুব সহজ না হলেও পরবর্তীতে এর সুফল তিনি পাবেন।
আপনার এবং আপনার ভাইয়ের জন্য আন্তরিক শুভকামনা।