নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

unitedblogbd.com

unitedblogbd.com › বিস্তারিত পোস্টঃ

জানাজের নামাজের ইতিহাস জেনে নিন

০৫ ই জুন, ২০২৩ দুপুর ১:৫৫

জানাজার নামাজের ইতিহাস অনেকটা মুসলিম উম্মাহের সাথে একসাথে চলে আসা হয়েছে। এটি মুসলিমদের প্রাচীনতম এবং সাধারণতম নামায়গুলোর মধ্যে একটি।

জানাজার নামাজের আদিকাল হয়েছে আরব দেশে, মুসলিম আদিবাসীদের মধ্যে। প্রথমে এই নামায়টি এমন প্রকৃত ছিল যেন তাতে কোনো রুকু বা সিজদা থাকতেন না। প্রাচীন আরব মুসলিমদের মধ্যে জানাজার নামায়টি একটি পদ্ধতিমাত্র হতে পারে, যার সময়ে কোনো সূরা পড়া হত না।

কিন্তু জানাজার নামায়ের পদ্ধতি সাম্প্রতিক সময়ে কাফি পরিবর্তিত হয়েছে। এখন জানাজার নামায়ে সাধারণত চার রক'আত অদায় করা হয়, যেটি পড়তে দুইটি সূরা অথবা কিছু আয়াত পড়া হয় দ্বিতীয় ও তৃতীয় রক'আতে। এছাড়াও জানাজার নামায়ে কিছু দু'আ ও তাসবীহ পড়া হয়।

এটি সময়ের পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশে পরিবর্তিত হয়েছে এবং জানাজার নামাজের আদর্শ পদ্ধতি স্থাপিত হয়েছে। ইসলামিক শাস্ত্রে জানাজার নামাজের পদ্ধতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়।

এখানে উল্লেখযোগ্য যে, জানাজার নামাজের পদ্ধতি মাদ্ধমে একেক মুসলিম সম্প্রদায়ে সামান্য পরিবর্তনের সাথে বিভিন্নতা থাকতে পারে। তবে, সাধারণত জানাজার নামাজের পদ্ধতি প্রয়োজনীয় দু'আ ও আয়াতের সম্পর্কে সম্পর্কিত থাকে। জানাজার নামাজের নিয়ম হানাফি নিয়ে জানুন|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.