![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কথা বলার থাকে, কিন্তু সে সকল কথা আর ধ্বনি-বর্ণের সমন্বয়ে শব্দ হয়ে ওঠে না। কেন ওঠে না জানেন? কারণ কিছু কথা মনে ভেতর রাখলেই বেশি ভালো লাগে। প্রকাশ করার সাথে সাথেই অনুভূতি দুই ভাগে ভাগ হয়ে যাবে। একভাগ আনন্দের এক ভাগ দুঃখের। তখন কল্পনার আশ্রয় হাতড়াতে হবে অনুভূতিগুলো একত্রে জড়ো করবার জন্যে। কি প্রয়োজন... এত কষ্ট করার!! থাকুক না কথাগুলো ধ্বনি বর্ণ ছাড়াই ...
ভারতের এবারের নির্বাচনের ফলাফলে সেকুলারিজম নিয়ে চরমতম প্যারাডক্স এর উধাহরন পাওয়া গেল।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি,যেটি মূলত আদর্শের দিক থেকে হিন্দু জাতীয়তাবাদী ও মৌলবাদী বলে চিহ্নিত,তারা নির্বাচনে জয়লাভ করল সম্পূর্ণ সেকুলার একটি ইস্যু তে - অর্থনৈতিক উন্নতি। গত ৩ বার ইষ্টনাম জপ করেও যে কাঙ্ক্ষিত বিজয় বিজেপির মেলেনি,এবার সেই বিজয়ই তারা অর্জন করেছে বিগত দেড় বছর ধরে পাঁচ হাজার কোটি রুপি খরচ করে।
বিজেপির দলীয় প্রতীকে ভারতীয় রাজনৈতিক বোদ্ধা রা এখন পদ্মফুলের পরিবর্তে রুপির প্রতীকের প্রচলন চাইতেই পারেন !
মজার কথা হল মনমোহন সিং একবার বলেছিলেন, বাংলাদেশের শতকরা ২৫ ভাগ মানুষ সাম্প্রদায়িক দলকে সমর্থন করে। সেটা শুনে এদেশের অতিসেকুলারদের কেউ কেউ এদেশবাসীর ইন্ডিয়ার কাছ থেকে সেকুলারিজম শেখা উচিত বলে খুব উচ্চবাচ্য করেছিল। কোন জাতির মধে সেকুলারিজম ব্যাপারটা বেশি তা প্রমাণিত হয়ে গেল।
এই তাহলে ভারতের সেকুলারিজম(!)
২| ১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৯
ঊণ মানব বলেছেন: কট্টর হিন্দু জাতীয়তাবাদী ও মৌলবাদী দল কথাটার সাথে যে সেকুলারিজম কথাটা যায় না, এইটা বুঝতে আপনার ঘাম বের হয়ে যাচ্ছে!!!
ক্লাস ওয়ানে ভর্তি হয়ে যান আবার।
৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১:০৯
পংবাড়ী বলেছেন:
@ঊণ মানব ,
আপনাদের মত মগজহীনরা কিছু না পড়ে অনেক লিখতে চান, সেখানেই সমস্যা; ভারতীয়দের মাঝে হাজারে পিএইচডি'র সংখ্যা বাংলাদেশ থেকে ৪ গুণ; ওরা ঠিকই জানে কি হচ্ছে; ওরা ওদের সরকারকের নীতিকে সমুন্নত রাখে
৪| ১৭ ই মে, ২০১৪ রাত ২:১৯
সচেতনহ্যাপী বলেছেন: সহজ ভাষায় আমাদের দেশে যেমন হয়, তাই হচ্ছে ভারতে। মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে কংগ্রেস থেকে।
৫| ১৭ ই মে, ২০১৪ রাত ২:৪৯
কালের সময় বলেছেন: শিক্ষানীয় ভাবে রাজনীতি শিখার এখন বাকী আছে আমাদের ।
তা এবার শিখতে পারব ভারতের কাছ থেকে ।
রাখে আল্লা মারে কে
মারে আল্লা রাখে কে
পরম দয়ালু আল্লাহুই সব জানেন আমাদের দেশের অবস্থা আগামীতে কি হবে ।
৬| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:২৭
ঊণ মানব বলেছেন: @পংবাড়ি সাহেব, যান ভাই, ভারতে চলে যান। মাথায় মগজ বেশি তো!!! ভারতে যেয়ে মগজটাকে একটু ব্যবহার করে আসুন। একটা কথা মনে রাখবেন, ভারত জাতে মাতাল হলেও তালে ঠিক। নিজেদের হারারো সমস্যা থাকলেও অন্যের সমস্যা নিয়ে এদের নাক গলানোর স্বভাবটা একটু বেশিই।
যতই সেকুলারিজম সেকুলারিজম করুক না কেন আসল রাজনীতি এখনই তো দেখবো আমরা। সবে তো শুরু।
৭| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪
ঊণ মানব বলেছেন: নেহেরুর INDIA শেষ..... মোদির BHARAT শুরু
৮| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: কট্টর হিন্দু জাতীয়তাবাদী ও মৌলবাদী দল কথাটার সাথে যে সেকুলারিজম কথাটা যায় না
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ রাত ১২:৫৫
পংবাড়ী বলেছেন: 'সেকুলারিজম' মানতে হবে সরকারকে; যারা ক্ষমতায় আসবেন, তাদের ধর্মীয় কার্যকলাপ রাস্ট্রযন্ত্রের বাইরে রেকেহে আসটে হবে; এটা বুঝতে আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে?
একজন ঠাকুরও পিএম হতে পারবেন, কিন্ত সরকারের মাঝে উনার ধর্মকে মিশাতে পারবেন না, ক্লাশ সিক্সে ভর্তি হয়ে যান আবার।