![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাছেনা বলেন:
আমি কাউকে ভয় করিনা। আমি বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মৃত্যুকে আমি ভয় পাইনা। আমার আর কি হারানোর আছে। আমার মা-বাবা জীবন দিয়েছেন, লাখো মানুষ দেশের জন্য জীবন দিয়েছেন। আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার জীবনের কি মূল্য আছে। (১৫ ই অগাস্ট ২০১৪)
বাস্তবতা:
শেখ মুজিব পরিবারের সদস্যদের আবাসস্থলে সুরক্ষিত ও নিরাপদ বেষ্টনী প্রস্তুত রাখা ছাড়াও আবাসস্থলের চার দিকে নিরাপত্তাকর্মীদের অবস্থান নিশ্চিত করা হবে। আশপাশের কোনো ভবন, স্থাপনা বা অবস্থান থেকে কোনো ধরনের হুমকি সৃষ্টির মতো অবস্থা থাকলে তা অপসারণ অথবা পরিবর্তন করে দেয়া যাবে। আবাসস্থলের আশপাশে সুউচ্চ ভবনে বসবাসকারীদের ওপর সার্বণিক গোয়েন্দা নজরদারি রাখতে হবে। আবাসস্থলের ভেতরে যেসব স্থানে তারা চলাফেরা করেন সেসব স্থানে সব সময় ‘সুইপিং’ নিরাপত্তা রাখতে বলা হয়েছে। আবাসস্থল সিসি ক্যামেরার আওতায় আনা ছাড়াও ভেতরে-বাইরে নিরাপত্তা এলার্ম বসানো, আবাসস্থলে প্রবেশের সময় সবাইকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষাসহ যেকোনো বস্তু, দ্রব্য বা সরঞ্জাম ঢোকানোর আগে স্ক্যান করতে হবে এবং তাৎক্ষণিক নির্গমণের (পালানোর জন্য!!) জন্য এক বা একাধিক বিশেষ পথের ব্যবস্থা রাখতে হবে। (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তায় ১৯ সুবিধা)
কার্যত:
হাছেনা ও তার পরিবার ভয়ে অস্থির। আর ভয়ে অস্থির থাকে কেবল মাত্র অন্যায়কারীরাই। মিশরের সিসি, সিরািয়ার বাশার, জিম্বাবুয়ের মুগাবে জাতীয় ডিক্টেটররাই এমন অভিনব নিরাপত্তার কথা ভাবে। ন্যায়পরায়ন শাসকরা নিজের নিরাপত্তার কথা না ভেবে জনগনের নিরাপত্তার কথা ভাবে সবার আগে।
১৪ ই জুন, ২০১৫ রাত ১২:৫৩
উপপাদ্য বলেছেন: হ্যাঁ ভাই, এটাই বাস্তবতা।
ধন্যবাদ
২| ১৩ ই জুন, ২০১৫ রাত ৩:৪৩
মোহাম্মদ জামিল বলেছেন: চরম বাস্তবতা...আচ্ছা উনাদের ভয় টা কিসের সেটাই বুঝলাম..মন্ত্রী, সন্ত্রী, সৈন্য সব তো উনাদের
১৪ ই জুন, ২০১৫ রাত ৩:০৯
উপপাদ্য বলেছেন: উনাদের ভয় সাধারন মানুষের জুতা পেটা খাওয়ার, উনাদের ভয় জনগনের প্রতি জবাবদিহিতার।
অনেক ধন্যবাদ।
৩| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা দেখে বুঝলাম যে, আইনটাকে বর্ধিত করতে হবে।
উনার নাম 'শেখ হাসিনা', অনেক কর্ণেলকে রশিতে ঝুলায়েছে।
১৬ ই জুন, ২০১৫ রাত ১১:২০
উপপাদ্য বলেছেন: ও আচ্ছা! তার মানে বুঝাতে চাচ্ছেন যে তার কাছেই আইন-আদালত সব কিছু। সে চাইলেই রশিতে ঝুলাতে পারে, সে চাইলেই খুন করে ফেলতা পারে।
চমৎকার মন্তব্য জনাব।
৪| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৬:৩১
জহুরুল কাইয়ুম বলেছেন: হযরত ওমর ভয়ে অস্থির থাকতেন এই ভেবে যে, ' আমার শাশিত এলাকায় একটি কুকুরও যদি পানি তৃষ্ণায় মারা যায় কাল রোজ কিয়ামতের দিন এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে।' আসলে জবাবদিহিতা থাকা উচিৎ এ রকম। হাসিনাই বলেন আর খালেদা কিংবা এরশাদই বলেন কেউ নিজের দোষ কখনই চোখে দেখতে পান না।
১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৩২
উপপাদ্য বলেছেন: ভাই ওমরের মতো শাসক পাওয়া কি সম্ভব??? সম্ভব নয়।
তবে ওমরের পথকে অনুসরন করতে চায় এমন শাসক পাওয়া সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও বর্তমান হাছেনারা এমনই স্বৈরশাসক যে তারা ওমর বিরোধীদের মাথায় তুলে আর ওমরপন্থিদের ফাঁসি, খুন না হয় গুম করে।
৫| ১৩ ই জুন, ২০১৫ ভোর ৬:৫১
চাঁনপুইরা বলেছেন: মন্তব্য প্রকাশে সমস্যা কেন ?
১৭ ই জুন, ২০১৫ রাত ১:৫৭
উপপাদ্য বলেছেন: আমি তো জানিনা ভাই। আমি কোন সমস্যা দেখছি না।
নোটিশ বোর্ডে জানালে ভালো হবে।
৬| ১৩ ই জুন, ২০১৫ সকাল ১০:৫২
মো কবির বলেছেন: মোহাম্মদ জামিল বলেছেন: চরম বাস্তবতা...আচ্ছা উনাদের ভয় টা কিসের সেটাই বুঝলাম..মন্ত্রী, সন্ত্রী, সৈন্য সব তো উনাদের। .।.।.।.।.।.।.।.।.।.।.।।।
২৫ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
উপপাদ্য বলেছেন: নৈতিক শক্তি না থাকলে সবকিছুতেই ভয় থাকে। উনাদের নৈতিক শক্তি নেই।
অনেক ধন্যবাদ। মো কবির ভাই......।
৭| ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৫
ডি মুন বলেছেন: ন্যায়পরায়ন শাসকরা নিজের নিরাপত্তার কথা না ভেবে জনগনের নিরাপত্তার কথা ভাবে সবার আগে।
এটাই আসল কথা।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫০
উপপাদ্য বলেছেন: ডি মুন ভাই।
দুঃখিত অনেক দেরিতে উত্তর দেয়ার জন্য।
এই আসল কথাটা কয়জন ভাবে???
তবে আমি আশাবাদি। আশাবাদি এই কারনে যে একটা জাগরন দেখতে পাচ্ছি, যুক্তরাজ্যে জেরেমি করবিন, যুক্তরাস্ট্রে বার্নি স্যান্ডারস এর মতো নেতাদের আবির্ভাব ও জনপ্রিয়তা তথাকথিত ক্যাপিটালিশ্ট এস্টাবলিশমন্টের জন্য মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়াচ্ছে। দেখা যাক বিশ্ব কোন দিকে যায়..............
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ৩:১২
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা!!