![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবেছিলাম ৪৭ বছরের পুরানো আবর্জনা পরিষ্কারে দ্বায়িত্বরতদের কোন বিরোধী নাই। কিন্তু আজ প্রতীয়মান হয়ে গেলো এদেশের কিছু মানুষ আবর্জনার সাথেই বসবাস করতে পছন্দ করে। এই নিকৃষ্ট শ্রেনীর মানুষ রূপী পশুরা আবর্জনার কীটের চেয়েও নোংরা। পরিতাপের বিষয় যে এদের সংগঠনের নামের প্রথমাংশে #ছাত্র লাগানো আছে। কিন্তু শ্রমিক নামধারী মাফিয়াদের পা-চাটা গোলাম হয়ে আজ পুলিশের সাথে ছাত্র নামধারী সংগঠনের নেতা-কর্মীরাও ন্যাক্কারজনক ভাবে কিশোর-কিশোরীদের উপর হামলা করেছে।
যেহেতু বিপক্ষ দল হামলা করে জানান দিলো তারা দেশ সংস্কার করতে চায়না, বরং নির্যাতনের মাধ্যমে এই শোভন-সুশৃংখল আন্দোলন দমন করতে চায়। তাই আগামীকাল থেকে সবাইকে রাস্থায় নামতে হবে, আপনি শিক্ষক, আপনি ছাত্র, আপনি ইমাম-পুরোহিত, আপনি ব্যবসায়ী, আপনি সংস্কৃতি-কর্মী, আপনি কবি-সাহিত্য কর্মী, আপনি সাংবাদিক, আপনি যাহাই হোন না কেনো কাল থেকে কিশোরদের সাথে নেমে পড়ুন, তাদের নেতৃত্ব মেনে নিয়ে রাস্তায় নেমে পড়ুন।
#রাস্ট্রের_মেরামত_কাজে_অংশগ্রহন_করুন
#নিরাপদ_সড়ক_চাই
#নৌমন্ত্রী_শাজাহানের_পদত্যাগ_চাই
#পুলিশ_লীগ_কোন_চ্যাটের_বাল
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৪
উপপাদ্য বলেছেন: ওদেরকে সাহায্য করতে হবে। একটি জিনিস এটলিস্ট ঠিক হোক রাস্ট্রের - রাস্তা। ধীরে ধীরে সব হবে।
২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০১
মায়াবী ঘাতক বলেছেন: আন্দোলন চলুক। তবে শব্দের ব্যাবহারে সাবধান থাকা উচিৎ। হয়তো এই অজুহাতে কোন অপশক্তি আন্দোলন নস্যাৎ করে দিতে পারে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৪
উপপাদ্য বলেছেন: ধন্যবাদ, আন্দোলনে আপনাদেরও শামিল হতে হবে। উৎসাহ দিতে এবং যাতে সুযোগ সন্ধানীরা এদের ব্যবহার করতে না পারে।
শব্দের ব্যবহার নিয়ে একটা পোস্ট দিবো ভাবতেছি।
শুধু এটা বলে রাখি শব্দ বিবর্তিত হয়, শব্দের অর্থও বিবর্তিত হয়। f**kএর অর্থ এর শাব্দিক অর্থেই সীমাবদ্ধ নেই আর।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১০
আপেক্ষিক মানুষ বলেছেন: রাস্ট্র প্রধান যেই হোক, দেশ থেকে আর্জনা দূর করতে হবে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮
উপপাদ্য বলেছেন: কিছু কিছু বিষয়ে আপনার আমার সকলের ঐক্যমত থাকা জরুরী। তা না হলে রাস্ট্র তার রাস্ট্রীয় চেহারা হারিয়ে ফেলে।
৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আমার মাথা কাজ করছে।
দেশে কি হচ্ছে এসব?
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৩
উপপাদ্য বলেছেন: ভাই অন্যায় অনিয়মই যখন স্বৈরাচারের হাতিয়ার হয় তখন হঠাৎ করেই আচমকা ঝড় তুলে এমন সব স্বত্তারা, যাদের কথা কেউ কোনদিন কল্পনায়ও আনেনি।
বিএনপি, আওয়ামীলীগ ও জামায়াত ছাড়াও যে আরো শক্তিশালী জনগোষ্ঠি এদেশে আছে তার জানান দিয়ে যাচ্ছে এই শাহবাগ, কোটা - সংস্কার ও আজকের কিশোর বিপ্লবীরা।
গর্ব হয় বাংলাদেশের জন্য।
৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আমার মাথা কাজ করছে।
দেশে কি হচ্ছে এসব?
৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪০
ফেনা বলেছেন: সংস্কার কথাটা যখন বলেই ফেলেছে তাই দেশের সব সমস্যাই এখন সামনে আনতে হবে। ঘুষখোরদেরও ছাড় দেওয়া যাবে না। পুংটা আর দুর্নীতিবাজ আমলাদেরও ছাড়া যাবে না। এমনকি চরিত্রহীন নেতাদের সামনে আনতে হবে। বিচার হবে রাজপথে। আদালত বসবে রাজপথেই। সমগ্র দেশপবাসী সরাসরি এই বিচার কার্য দেখবে। একটাকা দুইটাকা ভিক্ষা করা ঘুষখোর পুলিশদেরও এর আওতায় আনতে হবে। কোন ধরনের মাফ দেওয়া যাবে না। তাহলেই এই দেশের ৪৭ বছরের আবর্জনা পরিষ্কার হবে।
০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫
উপপাদ্য বলেছেন: দেশের সব সমস্যা এরা সমাধান করতে পারবেনা সভাবতই। কিন্তু এটা খুবই সম্ভব যদি ঘুনে ধরা মাননীয় মহান শুওরের বাচ্চা সেবকদের বিবেক জাগ্রত হয়।
৭| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাই। পাশাপাশি ভাষার প্রতিও কিছুটা নজর দেয়ার অনুরোধ জানাই। আন্দোলন, ক্ষোভ সম্পূর্নভাবে যৌক্তিক, কিন্তু তাদের কিছু প্ল্যাক্যার্ডের ভাষা অতি নিন্মমানের এবং নিন্দনীয়। অসুন্দরকে সুন্দর বলার অবকাশ নেই। আন্দোলন চলুক দুর্বার গতিতে।
০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০
উপপাদ্য বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাষা আপাতত ইগনোর করেন প্লিজ।
কারন আজকালের স্কুলের পাঠ্যপুস্তকে যে ভাষার গল্প ও নাটক দেয়া হয়েছে, তা যদি ঠিকই থাকে, সাহিত্যের বাটখারায় পরিমিত হয় তাহলে দু-একটা শ্লোগানের ভাষা নিয়ে চিন্তার কারন নাই।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
শাহারিয়ার ইমন বলেছেন: নেমে পরা দরকার