মানুষ যে যদি জীবনের নিরাপত্তা না থাকে, সামাজিক নিরাপত্তা না থাকে, তাহলে মানুষ প্রয়োজনে গণতন্ত্রের বিরুদ্ধেও আন্দোলনে নামে।
মানুষের জীবনের থেকে মূল্যবান কোন তন্ত্র নয়। মিশরের সেনাবাহিনী সময়োচিত এবং সাহসী বিচক্ষণ পদক্ষেপ এ মিশরবাসী অনেক রক্ত ক্ষয় থেকে রক্ষা পেল।
সংবিধান স্থগিত হওয়া নিয়েও বিন্দুমাত্র চিন্তিত মনে হচ্ছে না মিশর বাসীকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাহরির স্কোয়ারে জনতার বাঁধভাঙ্গা আনন্দের ঢেউ দেখা যাচ্ছে, অথচ সেনাবাহিনীর কাউকে দেখা যাচ্ছে না তাহরির স্কোয়ারে। সেনাবাহিনী এখন পর্যন্ত যা করতেছে, প্রশংসার দাবীদার তারা।
১|
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ২:২১
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: মানুষ মৌলবাদ পছন্দ করে না।
মানুষ যে যদি জীবনের নিরাপত্তা না থাকে, সামাজিক নিরাপত্তা না থাকে, তাহলে মানুষ প্রয়োজনে গণতন্ত্রের বিরুদ্ধেও আন্দোলনে নামে।
মানুষের জীবনের থেকে মূল্যবান কোন তন্ত্র নয়। মিশরের সেনাবাহিনী সময়োচিত এবং সাহসী বিচক্ষণ পদক্ষেপ এ মিশরবাসী অনেক রক্ত ক্ষয় থেকে রক্ষা পেল।
সংবিধান স্থগিত হওয়া নিয়েও বিন্দুমাত্র চিন্তিত মনে হচ্ছে না মিশর বাসীকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাহরির স্কোয়ারে জনতার বাঁধভাঙ্গা আনন্দের ঢেউ দেখা যাচ্ছে, অথচ সেনাবাহিনীর কাউকে দেখা যাচ্ছে না তাহরির স্কোয়ারে। সেনাবাহিনী এখন পর্যন্ত যা করতেছে, প্রশংসার দাবীদার তারা।