নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখন সেফ।

আমি এখন সেফ।।

উৎস১৯৮৯

সারাদিন ঘুমাই আর সারারাত কম্পিউটারের সামনে বসে থাকি।

উৎস১৯৮৯ › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে ব্যয়বহুল ১০টি ভিডিও গেম

১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪


10.DEADPOOL(2013)
এই গেমের মোট বাজেট ছিলো ১০২ মিলিয়ন ডলার। জোক্সে ভরপুর এই গেম সম্পর্কে গেমারদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


9.HALO MMO(2007)
বাজেট ১০৩ মিলিয়ন ডলার। World of Warcraft এর সাথে প্রতিযোগিতা করার জন্য বানানো মাইক্রোসফট গেমসের একটি ব্যর্থ প্রজেক্ট। বের হবার ৩ বছর পর মূল সিরিজ থেকেই বাদ দেয়া হয় এই গেমটিকে।


8.MAX PAYENE 3(2012)
রকস্টারের এই গেমের বাজেট ছিলো ১০৮ মিলিয়ন ডলার। ২০১২ সালের ১৯ তম বেস্ট সেলিং গেম নির্বাচিত হওয়া গেমটি সারা বিশ্বে সাড়ে তিন মিলিয়নেরও বেশি বিক্রি হয়।


7.RED DEAD REDEMPTION (2010)
এই গেমও রকস্টারের, বাজেট ১০৯ মিলিয়ন ডলার। ১২ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হওয়া গেমটি তখনকার টম্ব রেইডারের রেকর্ড ভেঙ্গে ফেলে। দুঃখের কথা হলো এই গেম পিসিতে রিলিজ পায় নাই :(


6.TOO HUMAN(2010)
এই গেমের নামই শুনি নাই। বাজেট ছিলো ১১০ মিলিয়ন ডলার। ১০ বছর ধরে ডেভেলপ করা গেমটির ১ মিলিয়ন কপিও বিক্রি হয় নাই।মানে পুরাই ফ্লপ ।


5.STAR WARS THE OLD REPUBLIC (2010)
এই গেমের বাজেট একলাফে ২১১ মিলিয়নে উঠে গেছে। মুভির ৩০০০ বছর আগের কাহিনী নিয়ে বানানো গেমটি।এই গেমের স্ক্রিপ্ট বিশাল বড়। আড়াই মিলিয়ন শব্দ বিভিন্ন কথাবার্তায় ব্যবহারের জন্য রেকর্ড করা হইছিলো।


4.FINAL FANTASY VII(1997)
বাজেট ২১৪ মিলিয়ন ডলার। ওইসময় এত বাজেটের গেম! চিন্তা করা যায়?? PS1 এর জন্য বের হওয়া গেমটি প্রায় ১০ মিলিয়ন কপি বিক্রি হইছিলো। মজার ব্যাপার হলো এই সিরিজেরর নাম ফাইনাল ফ্যান্টাসি,কারন SQUARE ENIX ঠিক করছিলো এই গেমই তাদের বানানো শেষ গেম হবে(আগের গুলায় ফ্লপ খাইয়া দেউলিয়া হয়ে গেছিলো সম্ভবত :p) কিন্তু এই গেমগুলা এত জনপ্রিয় হয় যে এখনো এই নামেই এই সিরিজ চলতেছে ।


3.GTA V(2013)
টপ টেন লিস্টে রকস্টারের আরেকটা গেম। বাজেট ২৭৫ মিলিয়ন ডলার। আগের সব রেকর্ড ভেঙে দেয়া গেমটি সবচেয়ে তাড়াতাড়ি ১ বিলয়ন ডলার আয়ের রেকর্ড অর্জন করে। থাইল্যান্ড এ GTA সিরিজ ২০০৮ সালে ব্যান করা হয়। কারন ১৮ বছর বয়সী এক গেমার এক ট্যাক্সি ড্রাইভারকে GTA স্টাইলে খুন করে. মাথায় সমস্যা ছিলো নাকি!


2. CALL OD DUTY MW2 (2009)
তাজ্জব হয়ে গেলেন তো?? আমারো একই অবস্থা হইছিলো এই গেমের পেছনে খরচ হইছে ২৭৭ মিলিয়ন ডলার। মজার ব্যাপার হলো গেম ডেভেলপ করতে মাত্র ৫০ মিলিয়ন ডলার লাগছে। বাকি ২০০ মিলয়ন ডলার মার্কেটিং, ডিস্ট্রিবিউট এর পেছনে খরচ করছে এক্টিভশান ।তবে বের হবার ৫ দিনের মাথাতেই গেমটা ৫০০ মিলয়ন ডলারের উপর আয় করে ।


1.DESTINY (2014)
এই গেমের বাজেট ৫০০ মিলিয়ন ডলার। মাথা নষ্ট ব্যাপার স্যাপার। এখন পর্যন্ত বানানো সবচেয়ে দামী মুভি 'Pirates of the Caribbean at world's end' বানাতেই তো ৩০০ মিলিয়ন ডলার লাগছিলো ৫ বছর আগেই ডেভেলপাররা Destiny awaits নামে dlc টাইপের কিছু একটা halo 3 তে ছেড়ে এই গেমের কথা প্রথম প্রকাশ করে।

লেখাটি ফেসবুক থেকে সংগ্রহিত। মূল লেখক নাথিং এভেইলেবল ভাইয়ের অনুমতি নিয়ে ছবি যুক্ত করে এখানে পোষ্ট করলাম।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

আমিনুর রহমান বলেছেন:




শেয়ারের জন্য ধন্যবাদ

২| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সকাল হাসান বলেছেন: Destiny গেমটার ফুল স্পেসিফিকেশনটা দেওয়া যাবে!

এত দামী একটা গেম, না খেলতে পারলে আফসোস থেকে যাবে!

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

উৎস১৯৮৯ বলেছেন: Click This Link

৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ফয়সাল হুদা বলেছেন: দুঃখিত..
সামুর কোন ভুলের কারনে আপনার ব্লগে আপডেট করতে পেরেছি...

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭

খেলাঘর বলেছেন:
সকার খেলেন।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৭

খেলাঘর বলেছেন:

এগুলোকে বলা দরকার 'কৃত্রিম গেইম'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.