![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন মানে উঁচু নীচু পথে অবিরাম গড়িয়ে যাওয়া। পথ চলতে ভাবনাগুলো বয়ে যায় বহতা সময়ের সাথে। কিছু হারিয়ে যায় - কিছু যায় তলিয়ে। আর কিছু লুকিয়ে থাকে নুড়ি পাথরের ফাঁকে ফাঁকে। আমি সেইসবের যা কিছু কুড়িয়ে আনতে পারি ~ তাদের কানাকানি - ফিসফিসানি আর গুঞ্জন গুলোকে শব্দবন্দী করার আন্তরিক অভিপ্রায়ে.. সাফী সৈয়দ [email protected] বিঃ দ্রঃ 'এই ব্লগের সকল নিজস্ব ছবি ও লেখা লেখক কর্তৃক সংরক্ষিত'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার একেবারে মাঝখানের টেবিলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিলো একদল স্টুডেন্ট। ওদের মাঝে যেন নক্ষত্র হয়ে বসে আছে এক যুগল তরুন-তরুনী – ‘শাফায়েত’ আর ‘মুমু’। কপালে ওঠানো রোদ চশমা; ক্যাজুয়াল আউটফিট। চোখ ভরা দুষ্টুমি আর আগাগোড়া দুরন্তপনায় মোড়ানো । বিষয়ঃ আগামী রবীন্দ্রজয়ন্তী উদযাপন। দু-বাংলা মিলিয়ে একযোগে এ উৎসব পালনের রোমাঞ্চে উন্মুখ সকলেই। একটা ব্যালেন্সড টিম তৈরী করা হলো; সাথে সাংবাদিক বন্ধু আর ক্যামেরাম্যানও রইলো।
ঐদিকে কলকাতার আরেক নামকরা কলেজের কালচারাল ক্লাবের সেক্রেটারী বাংলাদেশ যাওয়ার দল ঘোষনা করলো মাসিক সভায়। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেল চৌকস ‘দেবব্রত’। সাথে একদম নতুন আসা একটি মেয়ে – ‘কোয়েলা’; দারুন রবীন্দ্র সঙ্গীত গায় ও। বাকি যারা আছে – সবাই চটপটে আর দারুন আলাপী। সবচেয়ে বড় কথা – ইতিমধ্যে দু’দলই ফোনে, ম্যাসেঞ্জারে আর ফেসবুকে চুটিয়ে বন্ধুত্ব করে ফেলেছে। এ যেন ভৌগলিক দুরত্বকে নিকুচি করে আন্তরিক ভাবেই বাংলার জয়- জয়কার।
ঘনিয়ে এলো সেই মহেন্দ্রক্ষন। সরকারী- বেসরকারী – এমনকি ব্যক্তিগত উদ্যোগেও নানা রঙে সাজলো ঢাকা সহ সারা দেশ – Beautiful Bangladesh। । শান্তিনিকেতন থেকেও এসেছে এক বিশেষ পরিষদ। গান- কবিতা আর নাটকে টইটম্বুর সাহিত্যপ্রেমী আপামর বাঙালীরা। লাইভ ও দেখালো অনেক প্রোগ্রাম অনেক টিভি চ্যানেলে। গোটা সপ্তাহ রবীন্দ্র জ্বরে কাঁপলো গোটা শহর – প্রাণের জোয়ারে দোলা খেল দু’পাড়ের বাংলার টগবগে তারুণ্য। শব্দের খেলায় তারা বেঁধেছে পরিচয়- সময়ের স্রোতে তা ডুবে ডুবে - ভেসে ভেসে জড়িয়েছে মায়া। ...ঘরে ফেরার পালা; চলে গেলেও রয়ে গেল পিছুটান।
পিয়াসী মন বুনে চলে স্বপ্নের জাল। নিয়তি সাথী হয় প্রেমিক হৃদয়ের। শীঘ্রই সার্ক দেশগুলির মধ্যে ‘ইয়ুথ অ্যাড মেকিং কম্পিটিশন’; ভেন্যু – ভারত। আট দেশের বাছাই করা সব ক্রিয়েটিভ তারুন্য উড়ে গেল ভারতে – Incredible India। অন্যান্যদের মাঝে বাদ পড়লো না সবার প্রিয় মুখগুলি ~ শাফায়েত – মুমু কিংবা দেবব্রত- কোয়েলা। প্রতিযোগিতার ঘোড়দৌড়ে চলে মান- অভিমান; হয় ভুল বোঝাবুঝি। ...বিপদে বন্ধুরা এগিয়ে আসে – বরফ গলে। ভালবাসার মায়াজালে বিভোর হয় অতঃপর দুটি যুগল। তবে তা যেন সকল বাস্তবতাকে পাশ কাটিয়ে কৈশরের বজ্রগুনন সূত্রে গেঁথে ফেললো দু’পারের চারজন মায়াবী তরুন – তরুনীকে।
......কিন্তু – তাদের পরিবার কি মেনে নেবে ওদের এ সিদ্ধান্ত? চলে টানা পোড়েন। সামাজিক আর বিশ্বাসের আঙিনায় প্রশ্নবিদ্ধ নিরেট ভালবাসা। হাল ছাড়েনা কেউই। পাশে থাকে সেই বন্ধুরা; যারা অভিন্ন সংস্কৃতির ঝান্ডা হাতে ডাক দিয়েছিল তারুণ্যের। তাদের অবুঝ মনে সংশয় আর কাছে পেয়েও হারাবার শংকা। তবে কি কেবল ছেড়া ছেড়া মেঘের মতই উড়তে থাকবে ওদের স্বপ্নীল ভাবনাগুলো...?
এক লাইনেঃ
আগ্রহ থেকে ঘোর; ঘোর কাটতেই মোহ আর মোহের তাড়নায় নিষ্পাপ প্রেম।
©somewhere in net ltd.