![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিতে পার একশ ফানুশ এনে...! আজন্ম সলজ্জ সাধ , একদিন আকাশে কিছু ফানুশ উড়াই....!!
জোছনার আলোয় কেন যেন সবকিছু বড় অচেনা লাগে।
ভেবেছিলাম............,
জোছনার আলো গায়ে মেখে
লিখব একটি জোছনা কবিতা।
কেন যেন লিখতে পারিনা।
হয়তো তুমি পাশে নেই বলে,
হয়তবা জঙ্গলে বসে কখনো জোছনা দেখা হয়নি বলে।
কি জানি!
জোছনা দেখতে নাকি দু’জন লাগে।
জোছনার আলোয় ভিজতে নাকি প্রেমিকের ছোঁওয়া লাগে।
বহুদিন জোছনা দেখিনা!
শহুরে জীবনে জোছনা বড় অবহেলিত ,
তাকে নিয়ে হয়না কোন বাড়াবাড়ি।
জোছনা ভেজা রাত আমি দেখিনা বহুদিন।
বারান্দায় গিয়েছিলাম একটু আগে,
আশা ছিল একটু জোছনা দেখবো ......!
গ্রিলের ফাঁকা দিয়ে কুয়াশা মাখা আকাশটা ভেংচি কেটেছে আমায় দেখে,
বারান্দা দিয়ে আকাশ দেখা গেলেও
আমার বরাদ্দ আকাশপানে,
চাঁদটাকে খুজে পাইনি!
কি জানো......!
তোমাকে নিয়ে জোছনার দেখার ইচ্ছে ছিল খুব!
ইচ্ছেঘুড়ি সুতো ছিঁড়ে ভেসে গেছে উত্তরে হাওয়ায় ,
রেখে গেছে একটি অপূর্ণ গোপন সাধ।
সাধ আর সাধ্যের দোলায় অস্থির আমি,
জোছনাময় রাতগুলোতে তাই,
কল্পনায় তোমার উষ্ণ হাতে হাত রেখে,
চাঁদটাকে খুজে ফিরি।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৩৮
লক্ষ্মীপেঁচা বলেছেন:
বাহ ! ভালো তো। কোথায় ছিলেন এতদিন???
২| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ২:৪৭
মেহেদী হাসান মানিক বলেছেন: জোছনা দেখতে নাকি দু’জন লাগে।
কেডায় কইছে এই কু কতা
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৪২
লক্ষ্মীপেঁচা বলেছেন:
সাবধান !!! একা একা এই জিনিস দেখতে যাবেননা । দেখলেই ধরাটা খাবেন। তখন আবার বলতে পারবেননা যে আমি আগে ভাগে সাবধান করি নাই ।
৩| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:০০
মাক্স বলেছেন: আমার জানালায় পর্দা নাই। প্রায়ই আলোর কারনে ঘুম ভাইংগা যায়। ভাংলেই দেখি বিশাল চাদ। মেজাজটা কি পরিমাণ খারাপ হয় তখন বলে বুঝানো যাবে না।
কবিতা ভালো হৈছে+++++
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৪৮
লক্ষ্মীপেঁচা বলেছেন:
আমার আকাশে চাঁদটাকে কেন খুঁজে পাইনা সেটা এখন বুঝলাম।
পড়ার জন্য ধন্যবাদ।
৪| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:০২
মিনেসোটা বলেছেন: কবিতা আর প্রোফাইল পিক , দুটাই চমৎকার
৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:০৪
লক্ষ্মীপেঁচা বলেছেন:
৫| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা
জোছনা কাব্য ভালো হয়েছে +++++
৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৫:০৭
লক্ষ্মীপেঁচা বলেছেন:
ধন্যবাদ অপূর্ণ ভাই।
৬| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৩:২৬
একজন আরমান বলেছেন:
কি জানো......!
তোমাকে নিয়ে জোছনার দেখার ইচ্ছে ছিল খুব!
ইচ্ছেঘুড়ি সুতো ছিঁড়ে ভেসে গেছে উত্তরে হাওয়ায় ,
রেখে গেছে একটি অপূর্ণ গোপন সাধ।
অসাধারণ হয়েছে।
+++
৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৫:১২
লক্ষ্মীপেঁচা বলেছেন: আরমান ভাই, অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
৭| ৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:৩৯
শোশমিতা বলেছেন: সুন্দর কবিতা!
৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৫:২৭
লক্ষ্মীপেঁচা বলেছেন: অনেক ধন্যবাদ ।
৮| ৩০ শে নভেম্বর, ২০১২ ভোর ৬:১৬
স্বপনবাজ বলেছেন: জোছনা বন্দনা ভালো লাগলো! আড্ডা দিতে গিয়ে কি একটি জোছনা রাত মিস করে ফেললাম! সত্যি জোছনা ছিলো?
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৪৬
লক্ষ্মীপেঁচা বলেছেন: জোছনা ছিল । তবে দুদিন আগে ছিল পূর্ণিমা । মানে ২৮ তারিখ। তবে কাল রাতে রাস্তা দিয়ে চলতে চলতে চাঁদটার দিকে তাকিয়ে মাথা নষ্ট হয়ে গেছিলো। তখনি প্রথম লাইন টা মনে মনে লিখে ফেলছিলাম।
সামনের মাসের ২৮তারিখ আবার পাবেন। আমি আগে থেকে জানাব।
৯| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ৭:৪০
তুহিন সরকার বলেছেন: আপনার ভাবনাগুলো চমৎকার।
একই যখন অবস্থা এখন
ভেবে পাইনা জোস্না রাতে থাকব কেমন।
শুভকামনা রইল।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭
লক্ষ্মীপেঁচা বলেছেন: ধন্যবাদ তুহিন । আমার ব্লগে স্বাগতম।
১০| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:০৩
আমিনুর রহমান বলেছেন: ভালা লাগা নম্বর ৬।
সমুদ্র তীরে বা মধ্যে নদীতে নৌকায় অথবা চর থেকে জোছনা উপভোগ করা ভিন্ন রকমের ভালো লাগা থাকে।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৭
লক্ষ্মীপেঁচা বলেছেন: সমুদ্র তীরে বা মধ্যে নদীতে নৌকায় অথবা চর থেকে জোছনা উপভোগ করার ইচ্ছা আছে। বিশেষ করে চরে গিয়ে দেখার ইচ্ছা। জানিনা কখনো সম্ভব কিনা।
ধন্যবাদ আমিনুর রহমান।
১১| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৮
মামুন রশিদ বলেছেন: জোছনা ভেজা কবিতা দারুন উপভোগ্য হয়েছে ।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৪৯
লক্ষ্মীপেঁচা বলেছেন:
মামুন৬৫৩ , অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
১২| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:১০
গ্রাম্যবালিকা বলেছেন:
"কল্পনায় তোমার উষ্ণ হাতে হাত রেখে,
চাঁদটাকে খুজে ফিরি।
কল্পনায় তোমার সপ্নিল চোখে চোখ রেখে
হাঁটি কল্পলোকের সিঁড়ি।"
কবিতায় ভালো লাগা।
কাল অদ্ভুত চাঁদ উঠেছিল। একা একা ছাদে ছিলাম
রাত ১টা পর্যন্ত দরজা লক করে!!!
একা একাও ভালোলাগা এনজয় করা যায়।
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৬
লক্ষ্মীপেঁচা বলেছেন:
@ গ্রাম্যবালিকা ---- আপনার মতো আমিও একসময় ছাদে গিয়ে দরজা লক করে বসে থাকতাম। আপনার লেখা পড়ে আবার মনে পড়ে গেল সেকথা। এখন আর যেতে ইচ্ছে করেনা। আজকাল একাএকা আর সুন্দর কিছু এনজয় করতে ইচ্ছে করেনা।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
"কল্পনায় তোমার উষ্ণ হাতে হাত রেখে,
চাঁদটাকে খুজে ফিরি।
কল্পনায় তোমার সপ্নিল চোখে চোখ রেখে
হাঁটি কল্পলোকের সিঁড়ি।"
বাহ দারুন লিখেছেন। যাবো আপনার ব্লগে।
ওহ ভালো কথা ---- আজকের চাঁদটাও কিন্তু মারাত্মক ।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:২১
মেহেরুন বলেছেন: ৭ম ভালো লাগা রইলো। ++++++
সাধ আর সাধ্যের দোলায় অস্থির আমি,
জোছনাময় রাতগুলোতে তাই,
কল্পনায় তোমার উষ্ণ হাতে হাত রেখে,
চাঁদটাকে খুজে ফিরি।
দারুন
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৭
লক্ষ্মীপেঁচা বলেছেন: ধন্যবাদ মেহেরুন। কেমন আছেন আপনি???
ভালো থাকবেন।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫
দানবিক রাক্ষস বলেছেন: প্রথম ভাল লাগা দিলাম + + +
জোছনা দেখার জন্য মন লাগে, দুই জন না। আমিতো একাই জোসনা উপভোগ করি।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০০
লক্ষ্মীপেঁচা বলেছেন: খুব খুশি হলাম আপনাকে আমার ব্লগে দেখে দানবিক রাক্ষস ।
ঠিক বলছেন , মন লাগে।
বেশি বেশি জোছনা উপভোগ করুন। ভালো থাকুন।
১৫| ৩০ শে নভেম্বর, ২০১২ রাত ৮:২৯
শব্দহীন জোছনা বলেছেন: জোছনা কবিতা ভালো লাগল +++
কি জানো......!
তোমাকে নিয়ে জোছনার দেখার ইচ্ছে ছিল খুব!
ইচ্ছেঘুড়ি সুতো ছিঁড়ে ভেসে গেছে উত্তরে হাওয়ায় ,
রেখে গেছে একটি অপূর্ণ গোপন সাধ।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৩
লক্ষ্মীপেঁচা বলেছেন:
শব্দহীন জোছনা ---- কি অদ্ভুত নাম !
কেমন আছেন আপনি? আমার লেখা পড়েছেন জেনে খুশি হলাম। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালো থাকুন।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৫
দানবিক রাক্ষস বলেছেন: আপনি আপনার প্রফাইল পিক পালটাইছেন কেন !!!
ছবিটা অনেক সুন্দর ছিল, আমিতো এমনি এমনি বলেছিলাম। :#> :#>
ভালো থাকবেন।
০১ লা ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১
লক্ষ্মীপেঁচা বলেছেন:
আপনি যেই কথা বলছেন সেদিন , দিলে বড়ই দুক্কু পাইছি (
(
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:১৪
দানবিক রাক্ষস বলেছেন: দুঃখ দেবার জন্য দুঃখিত,
সেদিন ঝগড়ার খাতিরে ওটা বলেছিলাম, মনে কিছু রাখিয়েন না, আপনার আগের প্রফাইল পিক দেখতে মন চায়,
আহা .... কি দারুণ দেখতে ..... চোখ দুটো টানা টানা .... :!> :!> :!>
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:১৪
লক্ষ্মীপেঁচা বলেছেন:
দুঃখিত ভাব কাটিয়ে সুখিত হয়ে যান। আমি মনে কিছু রাখিনি। বন্ধুত্ব হয়ে গেছেনা এখন আমাদের মধ্যে
প্রোফাইল পিক দিমু না ............. হিহি...হাহা ....হোহো........
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: জোছনার আলোয় কেন যেন সবকিছু বড় অচেনা লাগে।
ভেবেছিলাম............,
জোছনার আলো গায়ে মেখে
লিখব একটি জোছনা কবিতা।
+++++++++++++++
০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:২৭
লক্ষ্মীপেঁচা বলেছেন:
সেলিম ভাই , কেমন আছেন? ফরিদী ভাইয়ের পিক দেখে প্রতিবারই মনে হয় আমি উনার সাথে কথা বলছি।
অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ফরীদি ভাইকে সবাই যেন মনে রাখে সেই জন্য আমি এই ইমেজ ইউজ করি।আই ওয়ান্ট টু কিপ হিম এলাইভ টি ল মাই ডেথ।
০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১০
লক্ষ্মীপেঁচা বলেছেন: সুন্দর চিন্তা।
ভালো থাকুন।
২০| ০২ রা ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: +
০২ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
লক্ষ্মীপেঁচা বলেছেন: ধন্যবাদ ।
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আরও নতুন কবিতা চাই ++++++++
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২০
তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন: জোছনার বিষ বাস্প
খুন করে খুনি হয়
আমি তবু চেয়ে থাকি
আজীবন দণ্ড প্রাপ্ত আসামীর মত
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
লক্ষ্মীপেঁচা বলেছেন: বাহ ...
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০২
একজন আরমান বলেছেন:
হয়তো তুমি পাশে নেই বলে,
হয়তবা জঙ্গলে বসে কখনো জোছনা দেখা হয়নি বলে।
কি জানি!
জোছনা দেখতে নাকি দু’জন লাগে।
অসাধারণ।
০৩ রা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২
লক্ষ্মীপেঁচা বলেছেন:
ধন্যবাদ আরমান ভাই । বাচ্চাটি কে??
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
একজন আরমান বলেছেন:
বাচ্চাটি হল ছোট্ট একজন আরমান।
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২৩
লক্ষ্মীপেঁচা বলেছেন:
বড় আরমানের ছবি দেখতে মুন চায়
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১০:২২
শিপু ভাই বলেছেন: ভেরি নাইস টু মিট ইউ বোনডি!!!
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৩
লক্ষ্মীপেঁচা বলেছেন:
হিহি । আমিও ভাইডি তোমার সাথে পরিচিত হইয়া বেসম্ভব খুশি হইছি।
আমি বাংলাদেশ প্রতিদিন এ একটা লেখা দিতে চাইতেছি রুশান কে নিয়ে। আমার এক বন্ধুকে বলছি। সে ওই পেপারে কাজ করে। দিমু নিউজ ?
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৭
রাইসুল সাগর বলেছেন: নাইস টু মিট ইউ আপুজি ।
আর জোৎস্না খু ব ভালোবাসি আমি....কিন্তু আপু জীবনে একলা আর কত জোৎস্না দেখা যায় কও ।
কবিতায় অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম । আর শুভকামনা জানিবে নিরন্তর । ভালো থেকো আপু তুমি আমার প্রতিটি হৃদ-স্পন্দনে ।
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:২০
লক্ষ্মীপেঁচা বলেছেন:
সেম হেয়ার ভাইডি । আমি ভাই জোৎস্না দেখাদেখি বন্ধ কইরা দিছি। চোখের ও হার্টের ক্ষতি হয় বইলা । আমি হইলাম ছ্যাকা খাওয়া কবি। কিচ্ছু লেখতে পারিনা। তারপর ও তোমার কাছে ভালো লাগছে জেনে খুশি হইলাম ।
ভালো থেকো আপু তুমি আমার প্রতিটি হৃদ-স্পন্দনে ।
:#> :#> :#>
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২১
একজন আরমান বলেছেন:
আরে আফা আপ্নে আমার আগের পোস্ট গুলান মিচাইছেন। তাই বড় আরমানের ছবিগুলানও মিচাইছেন।
আইচ্ছা এই লন আপ্নের লাইগা আবার দিলামঃ
এইখানে ক্লিকানঃ
০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:২৪
লক্ষ্মীপেঁচা বলেছেন:
ওকে। ক্লিকাইতেছি ।
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩৪
তামিম ইবনে আমান বলেছেন:
অসাধারন লাগলো পেঁচা
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
লক্ষ্মীপেঁচা বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
২৯| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কবিতা। কিছু কিছু লাইন হৃদয়কে আরো দূর্বল করে দেয়। নিজেকে পিছিয়ে দেয় বর্তমান থেকে। তবে যাই হোক, মাঝে মাঝে পিছিয়ে যাওয়াও ভালো। ++++++
৩০| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:২২
লক্ষ্মীপেঁচা বলেছেন: @ তামিম ইবনে আমান .... অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য। ভালো লাগছে ব্লগ ডে তে কথা বলে। তবে সবাই মিলে গল্প করতে পারলে আর একটু ভালো লাগত।
ভালো থাকুন।
৩১| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৬
লক্ষ্মীপেঁচা বলেছেন: @ কাল্পনিক_ভালোবাসা ............ অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। কবিতা কিভাবে লিখতে হয় আমি জানিনা। জোছনা বন্দনা একটা নির্জন একাকী সময়ের দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসা কিছু না বলা ইচ্ছের সমষ্টি মাত্র। তবু ,এ লেখা আপনার হৃদয়কে ছুঁয়ে যেতে পেরেছে জেনে ভালো লাগলো।
ভালো থাকুন সবসময়।
৩২| ২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২৪
একজন আরমান বলেছেন:
আপু দুঃখ পাইলাম.........
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭
লক্ষ্মীপেঁচা বলেছেন: ক্যান? কি সমস???
৩৩| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৭
বাংলার হাসান বলেছেন: জোছনা ভেজা রাত আমি দেখিনা বহুদিন।
বারান্দায় গিয়েছিলাম একটু আগে,
আশা ছিল একটু জোছনা দেখবো ......!
গ্রিলের ফাঁকা দিয়ে কুয়াশা মাখা আকাশটা ভেংচি কেটেছে আমায় দেখে,
বারান্দা দিয়ে আকাশ দেখা গেলেও
আমার বরাদ্দ আকাশপানে,
চাঁদটাকে খুজে পাইনি!
চমৎকার
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১৮
লক্ষ্মীপেঁচা বলেছেন: হিহি । ব্লগ ডে প্রোগ্রামে যাওয়াটা আমার সার্থক হইছে। এতো মানুষের সাথে পরিচিত হইতে পারছি । খুশি আর ধরে রাখতে পারতেছিনা। মহা উৎসাহে তাই আবার লেখালেখি শুরু করলাম।
ভালো থাকবেন।
৩৪| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৭
অতনু কুমার সেন বলেছেন: চেনা চেনা লাগে তবু অচেনা ....... !!!
লক্ষি আছো কেমন ?
আমি কিন্তু তোমারে খাইতে দিছিলাম
আমার ব্লগের দাওয়াত রইল
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪০
লক্ষ্মীপেঁচা বলেছেন: আরে , সেদিনের কথা আর কি কমু। দুঃখে বাচিনা। পুরাই ঘোরের মধ্যে গেছিলামগা। সবাইরে দেখছি নাম শুনছি মাগার বাসায় আসার পর মেমোরি দেখি পুরাই ফাকা। আপনার সেদিনের একটা পিক দেখলে ঠিক আবার মনে পরবে।
এটা পুরাই মনে আছে যে সেদিন দৌড়ায় যেয়ে আমার জন্য খাবার নিয়া আসছিলেন।কিন্তু চেহারা মনে পরতেছেনা। পিকটা পারলে দেন। চিনে ফেলব।
আমি খুবই ভালো আছি। গ্যালারী থেকে আসলাম কিছুক্ষন আগে। বেশ কয়েকজন ব্লগারের সাথে ভালোই আড্ডা দিলাম।দারুন একটা সময় কাটলো ।
আমি আপনার ব্লগে যাইতো । এখন থেকে আরও বেশি করে যাবো।
ভালো থাকবেন।
৩৫| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৮
নীলফরিং বলেছেন:
লিখব একটি জোছনা কবিতা।
কেন যেন লিখতে পারিনা।
হয়তো তুমি পাশে নেই বলে,
পাশে থাকলে কী কবিতা লেখা যায়?? শব্দেরা পুড়ে পুড়ে কয়লা হয়, পোড়া হৃদয়ের মত। অতঃপর সেই কয়লা সুঁইয়ের ডগায় উঠে সূতো গিলে কবিতা হয় বলে জানি। সাথে যুক্ত হয় বোধের পুঁতি। মালার মূল আকর্ষণ।
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৬
লক্ষ্মীপেঁচা বলেছেন: আরি সারছে। কি সাঙ্ঘাতিক কথা বলছেন নীলফড়িং । আপনার এই মন্তব্য আমার ডায়েরিতে উঠিয়ে রাখলাম। ধন্যবাদ অনেক আমার ব্লগে আসার জন্য।
৩৬| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮
একজন আরমান বলেছেন:
না ঠিক আছে। ব্লগ ডে তে পরিচিত না হইতে পারার জন্য। আজকে হয়ে গেছি।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
লক্ষ্মীপেঁচা বলেছেন: ব্যাপার নাহ ।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জ্যোৎস্নার আলোমাখা কবিতা!
বেশ সুন্দর।
সুভকামনা, কবি।।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
লক্ষ্মীপেঁচা বলেছেন: অনেক ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।
৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনার লেখা আসলেই হৃদয়স্পর্শী...আপনার নাম আমি একটা কবিতায় ব্যবহার করেছি...কবিতার নাম..পেরাই বিলে গ্রামীন ভালোবাসা......একদিন সময় করে আপনার সাথে গল্প করার ইচ্ছা থাকলো।ভালো থাকবেন সবসময়।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
লক্ষ্মীপেঁচা বলেছেন: আমার নাম কবিতায়। এখনি দেখছি দাঁড়ান। আমার সমস্যা আছে। এক একবার ডুব দেই। আবার ভেসে উঠি।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ভূমি কম্পের কোন পূর্বাভাস না্ই।এবং আমরা বড় একটা ভূমিকশ্প হওয়ার সময়ে বাস করছি।১৮৯৭ সালে এমনই একটা ভূমিকম্প হয়েছিল যা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করে দেয়।শাখা নদী যমুনা হয়ে যায় প্রশস্ত।আর একটা বড় ভূমিকশ্প ঢাকা শহরে ৬০ ভাগ বিল্ডি ং ভেঙে চূড়ে ্একাকার করে দিবে
৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৮
ইউসুফ খান বলেছেন: ++++++
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
লক্ষ্মীপেঁচা বলেছেন: ধন্যবাদ।
৪১| ২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩২
শার্লক বলেছেন: হুম পেঁচারা আজকাল ছাদে বসে চাঁদ দেখে।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
লক্ষ্মীপেঁচা বলেছেন: হি হি । ঢাকা শহরে আর গাছ পাবো কই বলেন। ছাদই ভরসা !
৪২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেমন আছেন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
লক্ষ্মীপেঁচা বলেছেন: ভালো আছি আপু। তুমি কেমন আছো? তোমাকে কি ফেসবুকে অ্যাড করতে দিবে? যদি দাও খুব খুশি হবো ।
আমার খোঁজ নেয়ার জন্য ধন্যবাদ । ভালো থাকো।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১২ রাত ২:৩৮
সামাজিক জোছনা বলেছেন: জোছনা এখন আর অসামাজিক নয়। চলে এসেছে আপনার ব্লগে দেখা দিতে!