নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

রাগ ইমন

রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।

রাগ ইমন › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারের প্রেস্ক্রিপশন এবং ওষুধের বিষয়ে কোন প্রশ্ন থাকলে করুন

৩০ শে অক্টোবর, ২০১১ ভোর ৬:৪১

অনেক সময়ই ডাক্তারের কাছে সব প্রশ্ন করার সময় বা সুযোগ হয়ত আপনি পান নাই। কিংবা প্রশ্ন করেও যে উত্তর পেয়েছেন তা আপনার মনপূত হয়নি।



১। আপনার রোগের ব্যাপারে আপনার কি কোন প্রশ্ন আছে ?

২। ডাক্তারের দেওয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা / ল্যাব টেস্টের ব্যাপারে কোন প্রশ্ন আছে?

৩। যে চিকিৎসা বা ঔষধ আপনার সেবনের জন্য দেওয়া হয়েছে তা নিয়ে কোন দ্বিধা বা প্রশ্ন আছে?

৪। চিকিৎসা শুরুর পরে আপনি কি কোন সাইড এফেক্টে ভুগছেন?

৫। যেই ব্রান্ডের ওষুধ ব্যবহার করছেন সেইটা কি বেশি দামী? কোন জেনেরিক কমদামী ওষুধে সুইচ করতে চান?

৬। এমন কোন ব্যাপারে অসুবিধা হচ্ছে যা মুখ ফুটে ডাক্তারকে বলতে পারছেন না?



নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে এই ব্লগ পোস্টের মন্তব্যে আপনার যে কোন প্রশ্ন রেখে যান। যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। বাংলাদেশের ডাক্তাররা ইংরেজিতে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন লিখেন। অনেকে সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করেন। অনেকের হাতের লেখা খারাপ। অনেক কারণেই ভুল বুঝা বুঝি হতে পারে। ২০০৩ সালে আমেরিকাতে একটি গবেষণা পত্র থেকে জানা যায় যে আমেরিকায় প্রতি বছর মেডিকেল এরর থেকে মারা যায় ৭৮৩,০০০ এর ও বেশি মানুষ এবং এর ভিতরে প্রেসক্রিপশন ড্রাগ এর ভুল ব্যবহার থেকে মারা যায় ১০৬,০০০ জন মানুষ ।[১]



বাংলাদেশে এই রকম কোন জনমিতি রেকর্ড করা হয় না এখনো। তারপরেও, বাংলাদেশের সংখ্যাটাও অনেক মারাত্মক হওয়ারই কথা। আপনার চিকিৎসা পদ্ধতি ও ওষুধের ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন। প্রশ্ন করে জেনে নিন।

--------------------

১। তথ্যসূত্র

মন্তব্য ১৪৭ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৪৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১১ ভোর ৬:৫৮

মজলুম বলেছেন: আপনার ডিগ্রিটা সম্পর্কে জানতে পারি কি দয়া করে? ডক্টর অফ মেডিসিন নাকি?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৯

রাগ ইমন বলেছেন: এইটা আপনার মেডিকেল সমস্যা? অবাক হইলাম।

হ্যাঁ, আমি ডাক্তার ।

২| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:০৭

তোমোদাচি বলেছেন: আপাতত নাই, তবে প্রিয়তে রাখলাম, পরে প্রয়োজন হতে পারে।
সুন্দর উদ্যোগের জন্য অভিনন্দন!

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৯

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:২৩

মজলুম বলেছেন: আচ্ছা আপু আপনাকে অনেক সিনিয়র মনে হচ্ছে, একটা উপদেশ দিয়ে বাধিত করবেন ছোট ভাই মনে করে।

আমার ইচ্ছা হলো বিয়ে করলে প্রফেশনাল ডাক্তার মেয়ে বিয়ে করবো, আপনি কি মনে করেন?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:৩৩

রাগ ইমন বলেছেন: আপনার জীবন। আপনি সিদ্ধান্ত নিন। আমার কিছু বলার নাই।

৪| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:২৯

তুিহন িড েখাকন বলেছেন: আমার বাম কানে ঘোলা ঘোলা ও কম শুনছি মাস তিনেক থেকে, সম্প্রতি ঠান্ডা লেগে অবস্থা আরো কঠিন। ডাক্তার দেখালাম, উনি বললেন ডিএনএস । নাকের হাড় বাকা। অপারেশন করা লাগবে।১৫০০০ টাকার মামলা। টাকাটা জোগার করতে একটু সময় লাগলেও অপারেশন করতে ভয় লাগছে। বিকল্প কোন চিকিৎসা জানা থাকলে একটু বলবেন দয়া করে।

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:৩৮

রাগ ইমন বলেছেন: আপনার নাকের অবস্থা এবং আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলছে তার উপর নির্ভর করছে।

আপনি নিচের সাইটটা পড়ে দেখুন।

মায়ো ক্লিনিক

৫| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:৫৯

তুিহন িড েখাকন বলেছেন: ধন্যবাদ আপনার তড়িৎ উত্তরের জন্য। বর্তমানে আমি বাম কানে কম শুনছি। বলতে ভুলে গেছি ডাক্তার আমাকে একটি নাকের এস্প্রে দিয়েছেন। নাম: Azelastine Hydrochloride & Fluticasone Propionate Nasal Spray (. কয়েকদিন ব্যবহার করেছি কিন্তু তেমন কোন লাভ হচ্ছে না দেখে আর দিচ্ছি না।

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৪৫

রাগ ইমন বলেছেন: ডাক্তারের সাথে পরামর্শ না করে হুট করে ওষুধ বন্ধ করলে খারাপ হতে পারে। আপনি সাইট এর লেখা গুলো পড়ুন। বিশেষ করে ট্রিট্মেন্ট অংশটি । তারপরও প্রশ্ন থাকলে করতে পারেন।

৬| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:০৬

মোঃ ওয়াদুদ বলেছেন: ২০০৩ সালে ১৬বছর বয়সে আমার প্রেসার লো হয়ে অসুস্থ হয়ে পড়ি,তখন থেকে আমি আমার বাম কানে শুনতে পাই না । সব সময় কানে ঝা ঝা শব্দ হয় । ডাক্তার স্পষ্ট করে কখনো বলেনি আমি বাম কানে শুনতে পারব কিনা কিংবা হেয়ারিং এইড ব্যবহার করতে হবে কিনা ! আমার প্রশ্ন হচ্ছে এ ধরনের সমস্যা ঠিক হয় কি ?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৪৬

রাগ ইমন বলেছেন: এইটা তো ভাই ব্লগে বসে বলা সম্ভব না। আপনি বিশেষজ্ঞ দেখিয়েছেন?

৭| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:১১

পাকাচুল বলেছেন: এলার্জির জন্য কিছুদিন পর পর লোরাটিন(লোরাটাডিন) দীর্ঘ সময় ধরে খেলে কি কোনো সমস্য হতে পারে`?

যেমন, একটানা ১০ টা খেলাম, তারপরখয়ত এক দেড় মাস পরে আবার এলার্জির সমস্যা হলে আবার দশটা খেলাম, এইরকম হলে কি কোনো দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে কি?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৫০

রাগ ইমন বলেছেন: তেমন সমস্যা হওয়ার কথা না। তবে যে কোন ওষুধই ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়া উচিত।

এখন কিন্তু ড্রাগের সম্পর্কে তথ্য পাওয়া খুব সহজ। লোরাটাডিন লিখে গুগুল করুন।

৮| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:১৮

ঘুমন্ত আমি বলেছেন: মজলুম ইহা কি প্রশ্ন করিল:P

৯| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর উদ্যোগের জন্য অভিনন্দন
প্রিয়তে রাখলাম ।

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৫০

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ

১০| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৭

ইয়েন বলেছেন: সমস্যা এক। আমার মুখে কিছুদিন পরপর দানা (কয়েকটা অনেক ব্যাথা করে ) উঠে ....আমি ডাক্তার দেখিয়েছিলাম (ডাক্তার আরিফ )প্রেসকিশনটা নেই এখন...উনি আমাকে পোলাও সহ তেল জাতিয় খাওয়া ৬ মাস হারাম করেছিলেন..আমি কিছুদিন মেনেছিলাম তবে এখন আর পারি না ফলে আবার উঠেছে :( ...অনেকে আমাকে হামদর্দ এর সাফি খেতে বলে এটাকি খাব? নাকি অন্য কোন উপায় আছে?
সমস্যা দুই। আমি কিছু খেলে এখন বুক কেমন জানি জ্বালাপোরা করে আমি এ বিষয়ে কোন ডাক্তার দেখাইনি...সকালে এটা বেশি করে আমি তেল জাতিয় খাওয়া না খেলেও করে আর খেলে তো করেই :( ....এটা থেকে আমাকে মুক্ত করার কোন সাজেসশন দেন...অসংখ্য ধন্যবাদ

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৫৩

রাগ ইমন বলেছেন: আপনার বয়স কিন্তু বলেন নি। ডায়াগনোসিসও বলেননি। ফলে আন্দাজে কিছু বলতে চাইছি না।

আর বুক জ্বলা পোড়ার সবচেয়ে কমন কারণ হইলো হাইপার এসিডিটি। এন্টাসিড খেলে কি কমে যায়?

১১| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:০২

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: আমি আমার মা'কে নিয়মিত একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাই।
ঐ চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা "এফসিপিএস(এফ)"। ব্রাকেটে "এফ" এক বন্ধু বললো হয়তো উনার ডিগ্রীতে কোন গোলমাল আছে। কিন্ত সাহস করে উনাকে জিজ্ঞাসা করি কীভাবে?

আসলেই কি উনি "এফিসিপএস" ডক্টর?

আপনি কি জানেন কিছু এই বিষয়ে?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০২

রাগ ইমন বলেছেন: এফ সি পি এস মানে হলো ঐ ব্যক্তি কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স এর ফেলো। কিন্তু ব্রাকেটে এফ এর মানে আমিও বুঝলাম না। উনাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। আপনার অধিকার আছে জানার।

বিসিপিএস এর সাইটে ৩০৪৮ জন ফেলোর পরিচয় দেওয়া আছে। আপনি খুঁজে দেখুন উনি আছেন কি না।
বিসিপিএস

১২| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:০৮

জহির উদদীন বলেছেন: হায় হায় সামুতো দেখি মিনি হাসপাতাল হইয়্যা গেল।
তারপরও ডাক্তার আপু/ভাইকে ধন্যাপাতা...

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০২

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ

১৩| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১৪

আমার- নাম- মেহেদী বলেছেন: লুল ডাক্তারের চেম্বারের মতো এখানেও দেখি জ্যাম লেগে গেছে /:)
আর আমি মেডিকেল এরর এর ফাঁদে পরতে মরতে চাই না :( তাই আপনি কিসের ডাক্তার ? বর্তমানে কোথায় নিয়োজিত আছেন? কত বছর ধরে ডাক্তারি করছেন? এইগুলা আগে একটু ক্লিয়ার করেন :|

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৩

রাগ ইমন বলেছেন: এইটা চেম্বার নয়।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:১৮

আমার- নাম- মেহেদী বলেছেন: *পরতের জায়গায় পড়ে হবে। :P

১৫| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩০

sumon3d বলেছেন: koyekta sex expansion tablet er naam bolen..dorkar hote pare..farmisite giye bolte lojja passi.

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৪

রাগ ইমন বলেছেন: আপনার প্রয়োজনটা আপনি গুগুল করেই পাবেন ।

১৬| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:৩৩

sumon3d বলেছেন: ar ekta kotha,erotic tilla naame ki kono medicine ache?thakle er kajta ki?

১৭| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:০৪

স্বদেশ হাসনাইন বলেছেন:
অভিনব উদ্যোগ রাগ ইমন। টেলিমেডিসিনের মত ব্লগ কে ডাক্তারী পরামর্শ দেয়া।

একটা সাধারণ প্রশ্ন করি সুযোগে অনেক সময় একই অষুধ ভিন্ন ভিন্ন কোম্পানী তৈরী করে আর তাদের দামের ভাল তফাৎ থাকে। এমন কি ওভার দা কাউন্টার ড্রাগগুলোতেও - যেমন প্যারাসিটামল। বাবা বলতেন গ্ল্যাক্সোর ব্র্যাণ্ড ভাল অথবা বেক্সিমকোর, অন্যগুলো কাজ করে কম। কেউ বলতো নাপা ভাল।

ভাল কোম্পানীর অষুধে কি অতিরিক্ত উপাদান (যেটা অন্যরা জানে না) কিছু থাকে যার জন্য ভাল কাজ করে?

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১০

রাগ ইমন বলেছেন: নাহ, এই ধরনের কোন ম্যাজিক বেশি দামের ওষুধে নেই।

এই সমস্যা তৈরী হয়েছে ড্রাগ পলিসি , যেইটা দাঃ জাফরুল্লাহ তৈরী করেছিলেন , সেইটা ফার্মা কোম্পানি গুলোর চাপে পড়ে পরিবর্তন করাতে।

আগের আইনে, প্রোডাকশন কস্টের উপরে মাত্র ২০% লাভ ধরে ফার্মা গুলো ওষুধ বাজারজাত করতে বাধ্য ছিলো অর্থাৎ দাম ঠিক করত সরকার। এতে কম দামে বাংলাদেশে খুব উন্নত মানের ওষুধ পাওয়া যেত।

এখনকার পলিসিতে, ফার্মা কোম্পানি ইচ্ছামত দাম ঠিক করে। সরকার প্রাইসিং এ হস্তক্ষেপ করে না। ফলে এই তেলেসমাতি মূল্যবিভ্রাট শুরু হয়েছে।

কোম্পানির লাভ।

মানুষের ক্ষতি।

গরীবের মাথায় ঠাডা।

৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:১১

রাগ ইমন বলেছেন: তবে মান নিয়ন্ত্রনের অভাবে অনেক কোম্পানি ওষুধের নামে আটা ময়দা বেচে। এই জন্য কাজ করে না।

১৮| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২২

মৈত্রী বলেছেন: আচ্ছা, আমার পরিচিত এক ব্যক্তি কারনে-অকারণে ট্রিপটিন খায়। ও বলে ওর নাকি ঘুম আসে না..... আসলে এইটা কিসের ওষুধ সেটা জানতে চাচ্ছি.....

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৪৫

রাগ ইমন বলেছেন: নামটা যদি ঠিক বুঝে থাকি তাহলে এইটা মাথাব্যথা (মাইগ্রেইন) এর ওষুধ।

১৯| ৩০ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২৪

পাখা বলেছেন:
আপু আমার প্রাই সময় সর্দি ও হাচি থাকে সাথে মাথা ব্যাথা থাকে ...
শীতের সময় বেড়ে যায় ..
দাক্তার PNS x-ray করেছে কোন সমস্যা পায় নাই.. একটি নোরসোল ড্রপ দিয়েছে..
কিন্তু কোন উপকার হয় নাই...

৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৪৭

রাগ ইমন বলেছেন: শুধু এইটুকু তথ্য থেকে তো কিছু বুঝা যায় না। তবে এলার্জি হতে পারে।
নোরসলে উপকার না হয়ে থাকলে আবারও দেখান।

এলার্জেন টেস্ট করতে পারেন।

২০| ৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪১

সাদা বাজ বলেছেন: ৫১/পুরুষ, ১৯৯৪ থেকে "Sarcoidosis" এ আক্রান্ত। ফুসফুসে আক্রান্ত।
স্বাস কষ্ট,এখন নতুন সমস্যা আংগুলের জয়েন্টে প্রচন্ড ব্যাথা।
সর্বশেষ চিকিৎসা-২৩-০৮-১১,Dr, Azizul Hassan, Sr. Consultant
Apollo Hospitals,Dhaka,1. Cefuroxime-500mg-1+0+1-7day, 2.Montelukast-10mg-0+0+1-60day, 3.Salbutamol Inhaler-2puffs when neecssary, 4. Salmeterol-25mg+ Fluticasone-125mg-Evohaler-2puffs twice daily to continue.. কিন্তু আরাম পাচ্ছি না। ঢাকায় "Sarcoidosis" বিশেষজ্ঞ ডা. কে আছেন ? ই-সেবার জন্য ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:০৯

রাগ ইমন বলেছেন: আপনার কষ্টের কথা জেনে খুব খারাপ লাগলো ভাই।

সারকোয়ডসিস অনেক সময় নিজে থেকে সেরে যায়। এখন সে সম্ভাবনা কম হলেও আল্লাহর দুনিয়ায় কত কিছুই তো ঘটে।

কিছু মনে করবেন না, আপনি এই রোগটি সম্পর্কে ভালো করে জেনে নিয়েছেন কি?
এটি যে কোন অঙ্গকেই আক্রান্ত করতে পারে। বর্তমানের কোন ওষুধ রোগীকে সুস্থ করতে পারে না। তাই এটির চিকিৎসাও সিম্পটমেটিক। আরাম পাচ্ছেন না - এ কারণে ডাক্তার বদলালে উপকার পাবেন -সেইটা নাও হতে পারে। হয়ত ডোজ বদলাতে হবে। কিংবা ওষুধ ।

আপনাকে মূলত শ্বাসকষ্ট কমানোর ওষুধ দেওয়া হয়েছে, সাথে এন্টিবায়োটিক (সেকেন্ডারি ইনফেকশন ঠেকানোর জন্য)। স্টেরয়েড এর সমস্যা হলো কিছুদিন পরে রেজিস্টেন্ট হয়ে যায়। তাই অদল বদলের প্রয়োজন।

আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ভুগছেন, রেজিস্টেন্ট হয়ে গেছেন কি না, চেক করুন।

এই ডাক্তার কি নতুন দেখছেন?

সারকোয়ডসিস লাইফ লং হতে পারে। কোন একজন ডাক্তারকে পছন্দ করুন যাকে সারাজীবন দেখাতে পারবেন। আপনাকে যিনি ভালো করে চিনেন, জানেন- তিনিই বুঝবেন কোন ওষুধ দিতে হবে।

স্টেরয়েড ছাড়া এর পরের ওষুধ হলো ইমুউন সাপ্রেসিভ । এগুলোর সাইড ইফেক্ট খুব বেশি। সুতরাং, ভালো করে আলোচনা করে দেখুন ডাক্তারের সাথে এখনি ঐসব ওষুধে শিফট করতে চান কি না।

আঙুলের ব্যথার জন্য ভিন্ন ওষুধ লাগতে পারে।

দুঃখিত, কোন বিশেষজ্ঞের নাম দিতে পারছি না। তবে, ইমুনোলজি ডিসঅর্ডার স্পেশালিস্ট খুঁজে দেখতে পারেন।

২১| ৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১:০৯

সাইফুলহাসানসিপাত বলেছেন: আমি ১৯ , HTN আছে , B.P. ১৩০/৯০ now ,6 feet,88kg. take Osartil 50+ ,
ওষুধ না খাইলে বাইড়া যায় ,কঞ্চাই দেহি কি করি !!! ব্যায়াম করি না কিন্তু ৩০-৪০ মিনিট হাঁটি।

অপশনালঃ
ঘুম থেকে উঠার সময় পায়ে টান লাগে, মাঝে মাঝে, মাসে অন্তত একবার । প্রচন্ড ব্যাথা পাওয়ার কিছুক্ষন পরে ব্যাথা কমে যায় । তারপর খুব সামান্য থাকে । ব্যাথাটা বাম পায়ের টিবিয়ার পোস্টেরিওর এরিয়ায়। এটার জন্য কি ডাকাতার দেখানো লাগবে। নিউরো না অরথো ,না অন্য কোন স্পেশালিস্ট ?

আর ভাইয়া, আপনার এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই । অনেকেই অনেক কিছু বলবে , সত্যিকারে উপকার করতে চাইলে কিন্তু আপনাদের এসব সহ্য করে যেতে হবে।

ভাল থাকবেন ।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:২২

রাগ ইমন বলেছেন: ওসারটিলের সাইড এফেক্টেই আছে লেগ পেইনের কথা। আপনি ওষুধের সাথে যেই কাগজ দেয়, ওইটা পড়েছেন? যদি ওষুধের সাইড ইফেক্ট হয়, তাহলে তো বুঝলেনই। আপনার ডাক্তারের সাথেই (যিনি ওসারটিল দিয়েছেন) এইটা নিয়ে কথা বলুন।

সাইড ইফেক্ট না হলে উনি রেফার করবেন নেক্সট কাকে দেখাতে হবে। ভালো করে একটা ফুল বডি ফিজিকাল এক্সাম করান। অন্যান্য সম্ভাব্য কারণ গুলো এক্সক্লুড করার জন্য।

২২| ৩০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৭

আলী প্রাণ বলেছেন: মান নিয়ন্ত্রনের অভাবে অনেক কোম্পানি ওষুধের নামে আটা ময়দা বেচে।

আপানার এই কমেন্ট দেখে অনেকগুলো প্রশ্ন মনে উকি দিচ্ছে...

১. আমার স্ত্রী আট মাসের মাথায় গতকাল আল্ট্রাসনোগ্রাফ করাতে গিয়ে দেখে তার গর্ভের সন্তানটি মৃত!

২. গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমরা ৮ বন্ধু বাংলাদেশে ছুটি কাটিয়ে ছিলাম। আমাদের সব বন্ধুদেরই গর্ভে সন্তান তিন থেকে আটমাসের মাথায় নষ্ট হয়ে গেছে।

৩. আমার স্ত্রী সহ বন্ধুর স্ত্রীরা নিয়মিত ডাক্তারের সরনাপন্ন হতেন এবং তাদের পরামর্শ মত ওষধ নিতেন।


এটাকি এই আটা ময়দা টাইপের ওষধের ফল!

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:২৮

রাগ ইমন বলেছেন: ৮ বন্ধুর সকলের বউদের একই অবস্থা? সকলেই কি একই জায়গায় একই ভাবে জীবনযাপন করেন? সেক্ষেত্রে টক্সিকোলজি স্পেশালিস্ট এর শরণাপন্ন হোন। সমস্যাটা বউদের না হয়ে স্বামীদের হওয়ার সম্ভাবনা বেশি। (যদি ৮ বন্ধু একই পরিবেশে থাকেন) । কোন কেমিকেল যাতে আপনারা সবাই এক্সপোজড , তার কারণে আপনাদের সকলের স্পার্মের সমস্যা হতে পারে।

ব্যাপারটা কোন ইন্সিডেন্স না হলে খুবই ভয়ংকর । এখনই ব্যবস্থা নিন।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:২৯

রাগ ইমন বলেছেন: কো ইন্সিডেন্স = হবে

২৩| ৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৭

চাটিকিয়াং রুমান বলেছেন: খুব সুন্দর উদ্যোগটির জন্য আপনাকে অভিনন্দন।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:২৯

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ

২৪| ৩০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

সিস্টেম বলেছেন: ও+ কি ও+ বিয়ে করতে পারে? B:-)

সেইম ব্লাড গ্রুপে কি কি সমস্যা হয়? না হলে কিসে সমস্যা করে। এই নিয়া একটা পোষ্ট দেন।
আমি আমার রোগ সমস্যা নিয়া ডাক্তারের থেকে বেশী বুঝতে চাই সবসময়।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৩

রাগ ইমন বলেছেন: হা হা হা, শেষ কথাটায় মজা পেলাম। :)

আপনি তো ভাই পজিটিভ- সুতরাং বি পজিটিভ । নির্দ্বিধায় বিয়ে করে ফেলুন।

একই ব্লাড গ্রুপ কোন সমস্যা না। একই ব্লাড গ্রুপের পজিটিভ আর নেগেটিভ হলে মাঝে মাঝে মা আর বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ-নেগেটিভ হয়। তখন একটু সমস্যা হতে পারে।

সেক্ষেত্রে ডাক্তারকে আগেই জানিয়ে রাখলে বাচ্চার রক্তের গ্রুপ পরীক্ষা করবে (গর্ভে থাকা অবস্থায়) আর ডেলিভারির সময় বিশেষ সাবধানতা অবলম্বন করবে।

এর বাইরে, মিস ক্যারি করার সম্ভাবনা বেশি হতে পারে।

২৫| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪০

সাদা বাজ বলেছেন: উত্তর পেলাম না।
ধন্যবাদ।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৪

রাগ ইমন বলেছেন: নেটে ছিলাম না। উপরে যা বলেছি তাতে উপকৃত হলে ভালো লাগবে।

আপনার জন্য অশেষ দোয়া রইলো। ভালো থাকুন।

২৬| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫৪

বুজতেশিখুন বলেছেন: ইংরেজী কম বুঝি তো তাই ডাক্তারের কাছে যাই
আর আপনি লিংক দিচ্ছেন ইংরেজী?

বাংলা লিংক থাকলে দিন প্লিজ।

ধন্যবাদ ভালো থাকবেন

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৩৯

রাগ ইমন বলেছেন: ক্লাস ওয়ান থেকে টুয়েল্ভ = প্রায় ১২ বছর বাংলাদেশের স্কুলে কলেজে ইংরেজি শিখায়। আপনি কি করছিলেন সেই সময়?

ইংরেজি না বুঝলে আগে ওইটাই "বুঝতে শিখুন" ।


" ইংরেজী কম বুঝি তো তাই ডাক্তারের কাছে যাই" - ডাক্তারের কাজ চিকিৎসা করা , ইংরেজি শেখানো বা অনুবাদ করা নয়।

২৭| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:১১

হেমায়েতপুরী বলেছেন: উদ্যোগটিকে ঠিক ভালো বলতে পারছিনা। একজন রোগীকে সামনা সামনি না দেখে, পুরো রোগের ইতিহাস, পারিবারিক ইতিহাস, রোগীর সামাজিক অবস্থান ইত্যাদি না জেনে রোগীকে সাহায্য করা বেশ কঠিন।

আমি মনে করি রোগীর উচিৎ ডাক্তারের সাথে প্রয়োজনিয় কন্সালটেন্সি সেরে নেয়া, ব্লগে এসে রোগ নিয়ে কথা বলে মানসিক শান্তি পেতে পারে কেউ, রোগের উপশম নয়! আর বিভিন্ন ক্ষেত্রে আপনি ওয়েব সইটের লিংক ধরিয়ে দিলে তাও কেমন যেন হয়ে যায়। এর কারণ প্রথমত সাধারণ একজন রোগী ওয়েবসাইট থেকে কতটুকু সাহায্য পেতে পারে? আবার ওয়েবসাইটে গুগলিং করে নিজেই ডাক্তার হয়ে বসাটা ঠিক নয়। এতে হীতে বিপরীত হতে পারে।

রোগ ও রোগের চিকিৎসা এক অর্থে জীবন-মরণ নিয়ে হাতাহাতি করা। এটা ব্লগ ভিত্তিক হতে পারেনা। অথবা এখনো আমাদের ব্লগ কালচারে সেই ইনফাস্ট্রাকচার গড়ে ওঠেনি।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৪৯

রাগ ইমন বলেছেন: আপনি এই পোস্টের উদ্দেশ্য বুঝতে একটু ভুল করেছেন।

১। এইটা ডাক্তারের বিকল্প নয়, সহায়ক। সুতরাং, ডাক্তারের কাছে আপনাকে যেতেই হবে। আমার কাছে আসবেন, ডাক্তারকে দেখানোর পরে।

২। মেডিকেল সাইটের সংখ্যা ওয়েবে লক্ষ লক্ষ । সার্চ করতে জানলেই তো হয় না, আপনি কি করে জানবেন কোন সাইটের তথ্য নির্ভরযোগ্য?

ডাক্তার হিসেবে আমি একটা লিংক দিলাম মানে আপনি লক্ষ লক্ষ ওয়েব সাইট ঘাটাঘাটি করা থেকে বেচে গেলেন।

৩। তৃতীয় প্যারায় যা বলেছেন সেইটা ভুল বুঝা থেকেই বলেছেন- তাই বিস্তারিত লিখলাম না।

তবে, আপনার সচেতনতা এবং যৌক্তিক মনভাব এবং মন্তব্যকে অনেক সাধুবাদ। বাংলাদেশে অনেক কম মানুষই এতটা সচেতন ভাবে চিন্তা করেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্রিটিকাল মন্তব্যটির জন্য।

২৮| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১২

সাইফুলহাসানসিপাত বলেছেন: @হেমায়েতপুরী ভাই , অবশ্যই ব্লগ কিংবা নেট ডাক্তারের বিকল্প হতে পারে না । কিন্তু আপনি যখন আপনার রোগ সম্পর্কে একজন প্রফেশনাল লোক থেকে জানতে পারেন তখন সেটা আপনার সচেতনতা বৃদ্ধি পেতে সাহায্য করবে ।

এমন অনেক কিছু আছে যেটা আপনার ডাক্তার সময় কিংবা ব্যস্ততার অভাবে বলবে না , কিন্তু নেটে যারা আসেন তারা নিশ্চই অবসর সময়ে আসেন । তাদের কাছ থেকে রোগ সম্পর্কে বিভিন্ন রিসোর্স এর লিংক পাওয়া যাবে ।যেটা অবশ্যই রোগ সম্পর্কে সতর্কতা , সাবধানতা সৃষ্টি করতে সাহয্য করবে।

পোস্টের হেডিং এ ই বলা আছে, আছে, ডাক্তারের প্রেস্ক্রিপশন এবং ওষুধের বিষয়ে কোন প্রশ্ন থাকলে করুন
চউনিতো চিকিৎসা দিচ্ছেন না । শুধু রোগ,ওষুধ, সাইড এফেক্ট এগুলি সম্পর্কে ধারনা দিচ্ছেন । যেটা আমাদের দেশের ডাক্তার কিংবা ফার্মাসিস্ট কেউ দেন না।
গুগলিং করে নিজেই ডাক্তার হয়ে বসাটা ঠিক নয়। এতে হীতে বিপরীত হতে পারে। আপনার এ কথার সাথে সহমত।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৪:৫০

রাগ ইমন বলেছেন: অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

গুগুল করে অনেক তথ্য পাওয়া যায়, সচেতন হওয়া যায়- ডাক্তার কখনোই হওয়া যায় না। :)

২৯| ৩০ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৫১

হেমায়েতপুরী বলেছেন: @ সিপাত, হ্যা, পোস্টের শিরোণাম আমি দেখেছি। মন্তব্যগুলোও পড়েছি। ইমনের স্বদিচ্ছা নিয়ে আমার কোন দ্বিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ইউটিলিটি।

আসুন পয়েন্ট ধরে আলোচনা করা যাক-

১। আপনার রোগের ব্যাপারে আপনার কি কোন প্রশ্ন আছে ?

দেখুন রোগ বিষয়ে একজন ডাক্তারই ভালো বলতে পারেন। ইন ডিটেইলস ইনফরমেশন ছাড়া কোন রোগ বিষয়ে মন্তব্যে যাওয়া ঠিক নয়। ধরা যাক আজ আমি ইমনকে এসে বললাম: আমার সারা শরীরে অ্যালার্জি হচ্ছে, কয়েক জায়গায় ফুলে উঠেছে।

এখান থেকে ইমন কিভাবে সাহায্য করবে! ওকে আমি আরো যোগ করলাম আমর বয়স ২৮। সেক্স: মেইল। সমস্যা দেখা দিয়েছে প্রায় সপ্তাহ তিনেক। সারা দিনরাত শরীরে চুলকানী হচ্ছে। হালকা ফুসকুরী দেখা দিয়েছে। অ্যালার্জীর সমস্যাটা বেশি হচ্ছে শরীরের নিন্মাংশে ভেতরের দিকে, হাতে, পায়ে।

কিভাবে সাহায্য আসতে পারে!

ওকে আমি আরো অ্যাড করছি সাম্প্রতিক সময়ে আমি অন্য কারো বিছানা শেয়ার করিনি, কারো পোশাক ব্যাবহার করিনি, স্নানের সাবান বা শ্যাম্পু চেন্জ করিনি।

কি মনে হচ্ছে?

এখান থেকে সিরিজ অভ রোগের সম্ভাবনা দেখা যেতে পারে। ধরুন ইমন জবাব দিল আপনার হয়ত আর্টিক্যারিয়া হয়েছে।

এই আর্টিক্যারিয়া কয়জন বুঝবে? আর ইমন নিজেও একজন ডাক্তার যেহেতু সেহুতু আমি নিশ্চিৎ তিনি একটা সময়ে এসে বলবেন: আপনি একজন ডার্মাটোলজিস্টের কাছে যান।

ধরা যাক ইমনের কথা মত আমি একজন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ডায়াগোনোসিস শেষে বললো: আপনি সিফিলিসে আক্রান্ত!

পেশেন্টের অবস্থা চিন্তা করুন!!

এক্ষেত্রে সমস্যাটা হবে ডাক্তারের উপর আস্থা কমে যাবে। মনে রাখবেন ডাক্তারের উপর আস্থা রোগ নিরাময়ে একটি গুরুত্বপূর্ন বিষয়।

২। ডাক্তারের দেওয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা / ল্যাব টেস্টের ব্যাপারে কোন প্রশ্ন আছে?

হ্যা, কাজে লাগতে পারে। কিন্তু এসব ক্ষেত্রে সমস্যা হলো ডাক্তার হয়ত এমন একটা টেস্ট দিলো যার গুরুত্ব ডাক্তার পেশেন্টকে সামনে থেকে দেখে বুঝেছে। কিন্তু পেশেন্টের মনে হলো এই ল্যাব টেস্ট না করলেওতো চলে! সেক্ষত্রে ডায়াগোনোসিসের একটি গুরুত্বপূর্ন ডেটা মিসিং হতে পারে যার জন্য ট্রিটমেন্ট ধীর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এটাকে আমি খুব একটা নেতিবাচক অর্থে নিচ্ছিনা।

৩। যে চিকিৎসা বা ঔষধ আপনার সেবনের জন্য দেওয়া হয়েছে তা নিয়ে কোন দ্বিধা বা প্রশ্ন আছে?

কি বলবো? ডাক্তারের চিকিৎসায় যদি দ্বিধা থেকেই থাকে তবে তা ব্লগ থেকে দুর করা যৌক্তিকভাবে সম্ভবপর নয়। এক্ষেত্রে অথেনটিক কোন সোর্স থেকে ইনফরমেশন প্রভাইড করলেও টেকনিক্যাল টার্মগুলো আমাদের মত সাধারণ মানুষ বুঝে উঠতে পারবে বলে মনে হয়না!

৪। চিকিৎসা শুরুর পরে আপনি কি কোন সাইড এফেক্টে ভুগছেন?

এখানেও সেম কথা! সাইডইফেক্টে ভুগলে তার প্রতিকার ব্লগে হবে কি করে! ধরুন আপনাকে ডাক্তার ডাইক্লোফেনাক প্রেসক্রাইব করেছে। ঔষধ খাওয়ার পর আপনি রোদে গেলে ত্বকে জ্বালাপোড়া হচ্ছে। এখন এখানে ইমন যেটা করতে পারে তা হলো রোগীকে আস্বস্ত্য করতে পারে এই বলে: ডাইক্লোফেনাক ট্রিটমেন্টে ফটোসেনসিটিভিটি দেখা দিতে পারে।

হ্যা এই মেন্টাল সাপোর্ট টা পেতে পারে কেউ কেউ।

৫। যেই ব্রান্ডের ওষুধ ব্যবহার করছেন সেইটা কি বেশি দামী? কোন জেনেরিক কমদামী ওষুধে সুইচ করতে চান?

এখানে বলার অনেক কিছু ছিল! সেম জেনেরিকে ব্র‌্যান্ড চেন্জ করা যেতে পারে, তবে অন্য জেনেরিকে (অপেক্ষাকৃত কম মূল্যের ) সুইচ করতে হলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। ড্রাগ-ড্রাগ ইন্টার‌্যাকশন যার অন্যতম একটা। ব্লগের মাধ্যমে সেটা করতে যাওয়ার ফলাফল ভয়ঙকর হতে পারে।

৬। এমন কোন ব্যাপারে অসুবিধা হচ্ছে যা মুখ ফুটে ডাক্তারকে বলতে পারছেন না?

হা হা। শুনেছি ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকোতে নেই। যত বড় সমস্যাই হোকনা কেন শেয়ার করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো অপশন! যদি রোগ ভালো করতে চান মুখ ফোটাতে হবেই।

চিকিৎসা-রোগ-নিরাময় খুবই সেন্সিটিভ ইস্যু। একটু এদিক-ওদিক অনেক বড় ক্ষতির কারণ হতে পারে।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:০৩

রাগ ইমন বলেছেন: পুরো মন্তব্যটা আপনি লিখেছেন দুটো অনুমিতি ধরে নিয়ে-

১। লোকে এখান থেকেই চিকিৎসা নেবে। বা আমি দেব। --- এইটা পোস্টের উদ্দেশ্য নয়।

২। ডাক্তাররা কখনোই ভুল বা অন্যায় ( কমিশন খেয়ে বাড়তি
টেস্ট দেওয়া, রোগীকে রোগ বা ওষুধ সম্পর্কে সম্পূর্ণ বুঝিয়ে না বলা) করেন না ----- আপনি জানেন সব ডাক্তার সমান দায়িত্বশীল বা সৎ না। আমার কাজটা এখানেই সাহায্য করা।


আবারো বলছি , এই পোস্ট ডাক্তারের বিকল্প নয়- সহায়ক। আপনি এইটাও জানেন, ১টা প্রশ্ন করার জন্য বাংলাদেশের কোন রোগী ভিজিট দিয়ে ডাক্তার দেখাবে না। আবার, ৫০ হাজার দিয়ে মোবাইল সেট কিনি কিন্তু ৫০০ টাকা দিয়ে ডাক্তার দেখাই না - ডাক্তার হিসেবে এমন রোগীও কম দেখিনি।

ডাক্তার এবং পেশেন্টের মাঝে যেই ইনফরমেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ রয়ে যায় - আমি শুধু সেখানেই একটু সাহায্য করার চেষ্টা করছি।

এইটা ফ্রি। সুতরাং কোন গ্রুপ বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা না করে ট্রু এন্ড ফেয়ার ইনফো দেওয়ার সুযোগ থাকছে।

৩০| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৪

বহুব্রীহি বলেছেন: সমস্যা ইনসমোনিয়া,প্রায় রাতেই ঘুমাতে যাই না। এটাকি আদেও কোন অসুখ?

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:০৪

রাগ ইমন বলেছেন: ঘুমানোর চেষ্টা করেও দিনের পর দিন ঘুমাতে না পারাটা অসুখ হতে পারে।

কিন্তু ঘুমাতে না যাওয়াটা হইলো "দুষ্টামি" । :)

৩১| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৩৭

পীরসাহেব বলেছেন: মেমরী ইরেজ করার কি উপায় আম্মা? এই ছাতার ব্রেইনে একবার কিছু রেকর্ড হৈলে মুছে না, বড়ই বিপদে আছি গো আম্মা :(

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:০৯

রাগ ইমন বলেছেন: একমাত্র উপায় হইলো,

ছেড়ে দেওয়া। সত্যিকার অর্থেই আল্লাহর উপর বা প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া। কোন প্রকার হিসাব, নিকাশ, প্রতিশোধ , প্রতিরোধের চিন্তা বাদ দিয়ে মাফ করে দেওয়া।

এই জন্য না যে তারা মাফের যোগ্য , এই জন্য যে তুমি একটা সুখী জীবন ডিসার্ভ করো। পিছন দিকে আটকায় থাকলে যেইটা সম্ভব না।

কাজটা কঠিন। টু লেট গো। খুব ই কঠিন।

এখন তো হিমালয় পর্বত যাইতেও ভিসা লাগে। নাইলে ধ্যানে বসতে বলতাম। :(

৩২| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪২

বহুব্রীহি বলেছেন: চমৎকার একটা উদ্যোগ আপা। সামুতে অনেক উলটা পালটা মানুষ, এই কারণেই এই ব্লগটা আসা কম হয়।


দুনম্বর আরো একটা প্রশ্ন আছে...অনলাইনে কাউন্সেলিং কিংবা বাংলাদেশে কোথায় কাউন্সেলিং করা হয় এই ব্যাপারে কিছুই জানিনা। কিছু তথ্য দিয়ে উপকার করলে বাধিত থাকব।

শুভকামনা রইল।

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:১২

রাগ ইমন বলেছেন: এইটা তো অতলান্তিক সামুদ্রিক প্রশ্ন হইয়া গেলো। :(

কিসের ব্যাপারে কাউন্সেলিং?

বিষয় ভেদে ভিন্ন ভিন্ন সংগঠন আছে।

৩৩| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ১:৩২

সাইফুলহাসানসিপাত বলেছেন: @হেমায়েতপুরী ভাইয়া আপনি তার এ ব্যপারটা একটু নেগেটিভলি দেখছেন। আমি পজেটিভলি দেখেছি বলে আপনার সাথে আমার মতে পার্থক্য হয়েছে।তাই বলে আমি আপনার কথাগুলোকে একেবারেই ফেলে দিচ্ছি তা কিন্তু না ।সবকিছুরই পজেটিভ নেগেটিভ দিক থাকে। নিশ্চই ব্লগার ইমন এ ব্যপারে সতর্ক থাকবেন,

আপনি বলেছেন ইমন ভাই আমাদের dermatologist এর কাছে পাঠাবে ।

কিন্তু আমি সাধারন মানুষ , আমি নিজে নিজে হয়তো ফার্মেসি থেকে ওষুধ কিনে খেতাম কিংবা কোন GP এর কাছে যেতাম।GP আমাকে কখনোই dermatologist এর কাছে রেফার করবে না,যতদিন না সে বুঝবে আমার অবস্থা সে আর কুলাতে পারবে না।কিন্তু ইমন আমাকে রেফার করবে, এবং আমার সবচেয়ে ভাল হোক সেটা চাইবে ,যেটা অন্যরা হয়তো নাও চাইতে পারে।

ডাক্তারের দেওয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা / ল্যাব টেস্টের ব্যাপারে বলব ,অনেক সময় আমার মনে হবে অমুক ডাক্তার শুধুই টেস্ট দেয় । সে ডাক্তারের প্রতি আস্থা হারিয়ে ফেলব । কিন্তু যখন ইমন ভাই বলবে এ টেস্ট টা তোমার দরকার ছিল এবং এটা এ কারনে দেয়া হয়েছে । তখন আমি সাইকোলজিকালি স্ট্রং হয়ে যাব,আস্থা ফিরে আসবে যেটা হয়তো আমার জন্য এ মানুষটির সাহায্য ছাড়া সম্ভব ছিল না। আর কোন টেস্ট কিজন্য দেয় সেটা জানতে তো কোন ক্ষতি নেই।

যে চিকিৎসা বা ঔষধ আমাকে সেবনের জন্য দেওয়া হয়েছে তা নিয়ে কোন দ্বিধা বা প্রশ্ন থাকলে কোন ডাক্তার কিংবা ফার্মাসিস্ট র উত্তর দেয় না । আর একটু পীড়াপীড়ী করলে হয়তো বলবে, আমনে আমাত্তে বেশি বুঝেন?এ টাইপের কথাবার্তা।কিন্তু এ খুচখুচানির জন্য ব্লগে যেসব ডাক্তার ভাই আছেন আমরা তাদের কাছ থেকে জেনে নিতে পারলে আমাদের এ অসস্থি দূর হবে । আমার যখন মনে হবে ঠিক রোগের ঠিক ওষুধ পড়েছে ৫০% রোগ সেখানেই সেরে যাবে।

চিকিৎসা শুরুর পরে আমি হঠাত করে সাইড এফেক্টে ভুগে নার্ভাস হয়ে গিয়ে ওষুধ বন্ধ করে ডাক্তারের ফোন মোবাইলে ট্রাই করে না পেলে নিজেকে কি পরিমান অসহায় লাগবে সেটা কি একবার ভেবেছেন । সে সময়ের একটু সহায়তা কি অনেক বেশি না?

আমি আগেই,ড্রাগ-ড্রাগ ইন্টার‌্যাকশন কিংবা গুগলিং করে নিজেই ডাক্তার হয়ে বসাটা এগুলো আপনার সাথে সহমত ছিল । এখনো আছি ।

সব কথার মূল কথা হল বিশ্বাস ,সাপোর্ট,নির্ভরযোগ্যতা। আমার আত্মীয় সজন কিংবা বন্ধু বান্ধবের মাঝে কেঊ ডাক্তার না থাকলে একটা আস্থা থাকে যে অমুক ব্লগার ভাই/আপুর কাছে সঠিক টা জানতে পারব । ওরা অন্তত প্রফেশনার ডাক্তারদের মত আমাদের দেখবে না। নিজের ভাই/বোন হিসেবেই দেখবে ।আর এ অস্থির নাগরিক জীবনে এ নির্ভরতা টাও অনেক বড় প্রাপ্তি। এতটুকু আস্থা আমাদের কয়জনেই বা দেয়?

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:১৫

রাগ ইমন বলেছেন: অনেক সুন্দর একটা মন্তব্য এবং ইতিবাচক মনভাব, সর্বোপরি পোস্টের উদ্দেশ্য বুঝতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ৩১ শে অক্টোবর, ২০১১ রাত ৩:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: এই পোস্টে হেমায়েতপুরীর মন্তব্যে বড়ই মজা পেলাম!

বিশেষ করে মন্তব্যের ধরনে :)

শুভ ব্লগিং!

৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:১৬

রাগ ইমন বলেছেন: তাইলে মজা দেওয়ার জন্য একটা ধন্যবাদ তারে দেন।

৩৫| ৩১ শে অক্টোবর, ২০১১ ভোর ৫:২৪

শয়তান বলেছেন: বাম হাত কাধের জয়েন্ট থেকে কিরকম যেন ঝি ঝি ধরা পেইন ।এন্টাসিড খেলে কিছুক্ষনের জন্য সেরে যায় । আবার ঐ হাতেরই একটা আঙ্গুলের আগাতে সবসময় শক্ত শক্ত অনুভব করি ।

এটাকি কোন রোগ ? ডরে ভয়ে আছি :(

৩১ শে অক্টোবর, ২০১১ সকাল ৭:১৯

রাগ ইমন বলেছেন: কোন কারণে পাকস্থলীতে গ্যাস হলে (যেমন- এসিডিটি থেকে) মাঝে মাঝে স্ফীত অবস্থায় হৃদপিন্ডের উপর চাপ দিতে পারে। এতে করে হার্ট এটাকের মত সিম্পটম (বাম কাঁধ থেকে আঙুল পর্যন্ত ব্যথা, ঝি ঝি করা) হতে পারে। চাপ কমে গিয়ে হার্ট ঠিকমত পাম্প করতে শুরু করলে সিম্পটম চলে যায়।

হাইপার এসিডিটির চিকিৎসা নিলে ভালো হয়। ডাক্তারের সাথে পরামর্শ করতে অনুরোধ করা হলো।

৩৬| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৪

শয়তান বলেছেন: অনেক ধন্যবাদ .. অন্যটা ভাবতেছিলাম এতদিন .. ভয় কেটে গেল :)

০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:২১

রাগ ইমন বলেছেন: কাজটা কি ভালো করলাম? ভয় থাকলে তো মনে হয় একটু সাবধান হইতেন!!

৩৭| ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৮

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শুভ উদ্যোগ !! তবে হেমায়েতপুরীর সাথে একমত !!

০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:২৮

রাগ ইমন বলেছেন: আচ্ছা

৩৮| ৩১ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৪

প্রকৌশলী আতিক বলেছেন: ভাই কঠিন সমস্যা।
দেশে থাকতে মাঝে মাঝে ভদকা খাইতাম, তাও দুই এক ঢোক। কিন্তু বাইরে আসার পরে দেখলাম পানির চেয়েও বিয়ার সস্তা। বাঙ্গালী যেখানে ফ্রী পাইলে আলকাতরা খায়, সেখানে বিয়ার, হুইস্কি অনেক ভাল জিনিস।
দেশে কখনও সমস্যা হয়নাই। কিন্তু এখানে একদিন ভরপুর ড্রিঙ্কস করে ঘুমাইলাম। সকালে উঠার পরে দেখি আমার হাত ও পায়ের তালু প্রচন্ড চুলকাস্সে।
হাতপায়ের আঙ্গুল গুলো ফুলে কালো হয়ে গেল। শীতকালে যেমন চামড়া উঠে ঐরকম চামড়া ভয়াবহ ভাবে উঠতে লাগল।
কিছু আলাট্রল ছিল খাইছি। এরপর থেকে আর সেরকম ড্রিকংস করিনা।
আমার বয়স ২৪, অন্য কোনো খাদ্যে এলার্জির সমস্যা নাই।
পরামর্শ চাই।

০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:২৯

রাগ ইমন বলেছেন: হার্ড ড্রিংক্স বাদ দেন। আদতে অপকার ছাড়া উপকার তেমন নাই।

৩৯| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ২:৪৬

মাসুদুল হক বলেছেন: ভালো উদ্যোগ আপু! ব্লগে টেকি বিষয়ক নানা পরামর্শ আসে অথচ আমার জানামতে অনেক ডাক্তারও আছেন এখানে। সে হিসেবে এ ধরনের উদ্যোগ আরো থাকা উচিত মনে করি।

০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:৩০

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ। সবাই তো আর একই উদ্দেশ্যে ব্লগিং করে না। বাকিদের যদি ইচ্ছা হয়, তাহলে পরামর্শ দিতেই পারে।

৪০| ০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:৪১

নাজনীন১ বলেছেন: ওয়েলকাম ব্যাক ডাক্তার আপা! :)

আপনের ফ্রি হওয়া দেখে আমার কিন্তু সিরিয়াসলী হিংসা লাগতেছে। :(

আচ্ছা, মাঝে মাঝেই ঘাড়ের কাছে পিঠের উপরের দিকে দু হাতের জয়েন্টের মাঝখানে মাসল পেইন হয়। দুই মাস আগে হঠাৎ জোরে হাঁচি এসেছিল, এরপরেই ঘাড়ের শিরায় টান পড়ে। ডাক্তার বলেছে মাসল পুল হয়েছে, প্রথমে এক্সরে করতে চেয়েছিল। পরে মাসল পুলের ট্যাবলেট খেতে দিলো, বলেছে দুইদিন অনজার্ভ করতে, এরপর না কমলে কার্ডিয়াক চেকআপ করতে হবে অতিসত্ত্বর। Poxen tablet (ingradients: Naproxen sodium, 275 mg) খেতে দিয়েছিল তিনবেলা।আর রেস্টে থাকতে বলেছিল। দুইদিনে ব্যাথা কমে যাওয়াতে আর যায়নি ডাক্তারের কাছে।

কিন্তু কথা হলো কিছুদিন পরপরই এই মাসল পেইনটা ফিরে ফিরে আসছে, আগের মতো তীব্র হয় না, একটু হলেই আমি একপাতা poxen কিনে খেয়ে শেষ করি। ভাবছি আমার এখন কি করা উচিত। এভাবে নিজে নিজে ঔষধ কিনে খাওয়াটা কি ঠিক হচ্ছে? নাকি আবারো ডাক্তারের কাছে গিয়ে শেয়ার করা উচিত যে ব্যাথাটা মাঝে মাঝে ফিরে আসছে? আপনার কোন পরামর্শ বা কোন পথ্য? উপকৃত হতাম।অগ্রীম ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৪

রাগ ইমন বলেছেন: অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ইনফ্লামেশন হয়ত পুরোপুরি সারেনি। অন্য কিছু কিনা সেইটাও জানা দরকার। জাস্ট টু বি সেইফ। ফিজিওথেরাপি লাগতে পারে। আবার কোন কারণে ইনফেকশন হঈলো নাকি - সেইটাও এক্সক্লুড করা দরকার।

মোদ্দা কথা, হেলা ফেলা করিও না। হয়ত হার্টের কিছু না। তবু দেখিয়ে সিওর হয়ে নাও।

আর এত গিয়ানী হয়ে তুমি নিজে নিজে ডাক্তারি ফলাচ্ছো, ওষুধ কিনে খেয়ে ব্যথার কারণ না জেনে স্রেফ ব্যথা দমিয়ে রাখছো- তোমারে কি মাইর দেওয়া উচিৎ না?

একটা কঠিন মাইর তোমার পাওয়া থাকলো। ভাইরে , সবার আছে স্বাস্থ্য - তারপর রিসার্চ। :(

৪১| ০১ লা নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৩

নাজনীন১ বলেছেন: @ মাসুদুল হক, আহমেদ হেলাল ছোটন নামে একজন শিশু বিষয়ক ডাক্তার আছেন যিনি ব্লগারও, এবং উনিও ব্লগে শিশুদের নানাকিছু নিয়ে পোস্ট দেন। উনার নাম লিখে সার্চ করলেই পাবেন।

০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৬

রাগ ইমন বলেছেন: খুবই ভালো তথ্য।

আচ্ছা, আমি আপনিতে ডিমোশন হইলাম কবে আবার? :(

তুমি ছিলাম না?

৪২| ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১২:০১

রূপকথার রাজকন্যা বলেছেন: @ ইমন আপু.....খুবই ভাল একটা উদ্যোগ। আপনি অবশ্যই ডাক্তার হিসেবে আমার থেকে সিনিয়র এবং মোর এক্সপেরিয়েন্সড। তাই রোগীদের ব্যপারে আমি মাতবরি করার সাহস করব না। তবে ফার্মাসিউটিক্যাল এ চাকরী করি বলে এদের কোনটার মান কেমন এবং একই জেনেরিকের কম দামের ওষুধের জন্য কোন ধরনের কোম্পানীর ওষুধে সুইচ করতে পারেন এই টাইপ সাজেশন দিতে পারি। (যদি আপনার পারমিশন থাকে)

আর @ হেমায়েতপুরী.......হা হা হা হা এখানেও নেগেটিভ প্রশ্ন ???

০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:২৯

রাগ ইমন বলেছেন: আল্লাহর অশেষ রহমত। উনিই তোমাকে এখানে পাঠিয়েছেন। (নাচানাচির ইমো)

অনুমতি মানে?

স্বাগতম, সুস্বাগতম।

ঈয়া আল্লাহ, এই মানুষটার ঘর সুখে , শান্তিতে ভরিয়ে দাও। এই ভালো মানুষটার এই শুভ উদ্যোগকে তুমি সফল করার তৌফিক দাও, কবুল করে নাও। (আমিন)

৪৩| ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ১:০০

এলোমেলো রকস বলেছেন: NEORAL-100mg.ciclosporin এর বিকল্প কম দামী কোন ট্যাবলেট এর নাম জানালে উপকৃত হব।

০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:৩০

রাগ ইমন বলেছেন: রুপকথা, এই যে প্রশ্ন চলে এসেছে!

কোন অবস্থার জন্য দেওয়া হয়েছে- এইটা জানালে সুবিধা হইত।

রোগের সাথে ওষুধের সম্পর্ক তো- তাই ।

৪৪| ০১ লা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮

নাজনীন১ বলেছেন: ও হ্যাঁ, তাইতো! তুমি করেই তো বলেছিলাম কিছুদিন আগে। ঐ কমেন্টগুলো করার সময়ে একটুও মনে ছিল না। :P স্যরি।

ঠিকাছে, ডাক্তার আপা তাইলে তোমার কথাই রইলো। সময় বের করে ডাক্তার দেখিয়ে আসবো। আমার হেলথ ইনস্যুরেন্সের টাকাটাও কিছু উসুল হবে। ব্যাটারা এবার ম্যালা টাকা নিয়েছে! :X অসুখ দুই-একটা ইচ্ছে করেও বাঁধানো দরকার টাকা উসুলের জন্য। ;)

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:৪৪

রাগ ইমন বলেছেন: কি বললো ডাক্তার?

৪৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১০:০১

হেমায়েতপুরী বলেছেন: @ রুপকথার রাজকন্যা, নেগিটিভ প্রশ্ন? মতের অমিল থাকতেই পারে, তাই না!

সবার সুস্বাস্থ্য কামনা করছি। ইমনকেও অভিনন্দন। রোগ বিষয়ে আলাপ করে কেউ যদি মানসিক পরিতৃপ্তি পায় তবেই পোস্ট সার্থক :)

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:৪৬

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ।

সার্থকতার মাপকাঠি হিসেবে "তৃপ্তি" পরিমাপটা মনে হয় আপনার। আমাদের কেউ কেউ অন্যভাবেও দেখতে পারি, তাই না?

৪৬| ০২ রা নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৪

রূপকথার রাজকন্যা বলেছেন: @ এলোমেলো রকস
NEORAL-100mg.ciclosporin.....এটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীর ওষুধ। তাই দাম টা একটু বেশী। 100mg.ciclosporin এর দাম ১৫০ টাকা । দেশি কোম্পানীর মধ্যে শুধু ইনসেপটা ফার্মার এই ওষুধ আছে। নাম "স্পোরিয়াম"। তবে ওটা ক্যাপসুল না সলিউশন। ১০০ মিগ্রা ক্যাপসুলের পরিবর্তে ১ মিলি সলিউশন খেতে হবে। আপেল জুস বা অন্যান্য ফলের জুসের সাথে মিশিয়ে খেতে হবে।কমলা, আংগুর বা জাম্বুরার রসের সাথে মিশিয়ে খাওয়া যাবেনা।
স্পোরিয়াম ৫০ মিলি র বোতলে পাওয়া যায়। ৫০ মিলির দাম ২৩৮৫ টাকা। ১ মিলি তে থাকে 100mg.ciclosporin। ৫০ মিলি তে পাবেন ৫০০০ মি্গ্রা Cyclosporin। মানে NEORAL 100mg.ciclosporin এর ৫০ টি ক্যাপসুলের সমান।

দামের ক্ষেত্রে যে সুবিধা আপনি পাবেন:
NEORAL-----Cyclosporin 100 mg-------- ১৫০ টাকা
SPORIUM---Cyclosporin 100 mg---------৪৭.৭ টাকা

অসুবিধা:
আপনাকে ২৩৮৫ টাকা দিয়ে একবারে একবোতল কিনতে হবে।
NEORAL এর মত প্রতিদিন একটা ক্যাপসুল বা ২টা ক্যাপসুল কিনতে পারবেন না।

আপনি SPORIUM র ব্যপারে আরও ডিটেইলস জানতে চাইলে ইনসেপটার ওয়েব সাইটে গিয়ে দেখতে পারেন।
Click This Link
অথবা ওদের হেড অফিসে ফোন করে SPORIUM এর ব্র্যান্ড ম্যানেজার এর সাথে কথা বলে দেখতে পারেন। হেড অফিস ফোন নাম্বার-৮৮৯১৬৮৮-৭০৩।
অষুধ ওদের ডিপো থেকে কিনলে মার্কেট প্রাইসের থেকে ৮-৯% দাম কম পাবেন।
@ ইমন আপু---- উনাকে খুব সম্ভবত কীডনি ট্রান্সপ্লান্ট অথবা রিউমাটয়েড আর্থরাইটিস এর জন্য এই ওষুধ দেয়া হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৩৪

রাগ ইমন বলেছেন: অনেক ধন্যবাদ রুপকথা। এই রকম ডিটেইল্ড ইনফো দেওয়া বেশ কঠিন কাজ।

আবারো ধন্যবাদ।

৪৭| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:১৪

আমি রুবেল বলেছেন: চোখ ওঠার চিকিৎসা সম্পর্কে জানতে চাই

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫

রাগ ইমন বলেছেন: ভালো পরামর্শ তো পেয়েই গেছেন। নতুন করে কিছু বলার নেই।

৪৮| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪১

আমি রুবেল বলেছেন: আমি যাদেরকে এখানে ফলো করি, তাদেরকে ফেইসবুকে ফ্রেন্ড বানাতে চাই। আপনার কোন আপত্তি না থাকলে- http://www.facebook.com/rubelbd08 আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করার অনুরোধ করছি।

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫

রাগ ইমন বলেছেন: এইখানেই বন্ধু হিসেবে গ্রহণ করলে হয় না? :)

৪৯| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৫:৪০

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেছেন: হায় হায় ব্লগার রাগ ইমনরূপকথার রাজকন্যা !!!!!
কি শুরু করলেন আপনারা? B:-) B:-) B:-)

আপনারা এইখানে মানে ব্লগে কন্সাল্ট্যান্সি শুরু করলে আমার/আমাদের বাপ দের কি হবে (যারা পেশায় চিকিৎসক)?
:( :((

এই হল ব্লগের কুফল! X(
ভাগ্যিস আমার বাপ এইসব ব্লগিং, ফেসবুকিং, বাংলা টাইপিং জানেন না । জানলে আপনাদের খবর ছিল!!
সরকারী চাকরির পর একটু প্র্যাকটিস করার সুযোগ পান বলেই না ঢাকা শহরে খেয়ে পরে বেঁচে আছি, বড় হতে পেরেছি। এখন আমাদেরকে পেটে ভাতে মারতে চান? তেব্র দেক্কার! X(
আমাদেরকে পেটে ভাতে মারার জন্য আপনাদেরকে কষে মাইনাস ! X(












হা হা হা হা হা হা! :) :D :D
লল!

চালিয়ে যান। খুব ভালো উদ্যোগ।
আশা করি এই সহায়তাটা অব্যাহত থাকবে।

আব্বুর সাথে এরকম একটা ব্লগসাইটে লেখা ও ব্লগ একাউন্ট খোলার ইচ্ছে নিয়ে বেশ আগেই একবার কথা বলেছিলাম। আমি দেশে ফিরলে এরকম একটা উদ্যোগ নেবার ইচ্ছে রাখি। আমি আব্বুর হয়ে একটা ব্লগ একাউন্ট খুলে দিব। আব্বু প্রশ্ন পড়ে উত্তর বলবেন। আর তাতে টাইপ করে আমি প্রশ্নের উত্তর লিখে দেব। দেখি। সপ্তাহে একদিন হলেও সময় দেবার ইচ্ছে আছে এই কাজে।

আমার যে প্রফেশন তাতে যদি এই কাজ করি, তাতে নির্ঘাত আমি সহ আমার ভবিষ্যৎ পরিবারবর্গ পেটে ভাতে মারা পড়বে! :((

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭

রাগ ইমন বলেছেন: কি যে আপনি বলেন না। ডাক্তারের যেই জিনিসটার বিকল্প কোন প্রযুক্তিই কখনো হতে পারবে না- তাহলো - দা হিলিং টাচ। ঐ ম্যাজিকের জন্য ডাক্তারের কাছে যেতেই হবে।

আপনার এবং আপনার আব্বুর সময় হোক। দোয়া করি।

৫০| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:১২

রূপকথার রাজকন্যা বলেছেন: @হ্যামিলনের বাঁশিওয়ালা ধন্যবাদ। তবে এই উদ্যোগের জন্য পুরো ধন্যবাদ পাবেন এই পোস্টের লেখিকা মানে ইমন আপু।

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮

রাগ ইমন বলেছেন: উহুঁ। ধন্যবাদ প্রযুক্তিকে, রুপকথাকে, ব্লগারদেরকে আর এক কাপ চা-কে। :)

৫১| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:০৯

অগ্নির বলেছেন: আপু আমার সমস্যাটা বলি । কয়েকদিন আগে ঠান্ডা লেগে মাথায় তীব্র ব্যথা হতে থাকে আর বাম কান একেবারে বন্ধ হয়ে যায় । কিছুই শুনতে পাইনা । ইএনটি স্পেশালিস্ট দেখালে তিনি মাথার একটা এক্সরে করে বলেন সর্দি জমে এই অবস্থা । ঔষধ দিলেন সিপ্রোজিড, সিটিন, ফাস্টপ্লাস আর রাইনোজল নামে নোজড্রপ । মেন্থল দিয়ে গরম পানির ভাপ । ২৪ঘন্টার মধ্যে উন্নতি না হলে নাকি ওয়াশ করাতে হবে ।

আমি মেন্থল ব্যবহার করলাম । ঔষধগুলোও খাচ্ছি । মাথাব্যথাটা প্রায় সাথে সাথেই কমে গেছে । নাকও পরিষ্কার কোন সর্দি নেই । কিন্তু মুশকিল হলো , আমার কান এখনও আগের মতই বন্ধ । কানে আর মাথায় যে প্রেশারটা অনুভব করি সারাক্ষন সেটাও আছে আগের মতই । শোয়া বা বসা থেকে হঠাৎ উঠে দাড়ালে দপদপ করে মাথাব্যথা করে ওঠে । এখন আমার প্রশ্ন হচ্ছে , ঔষধগুলো চালিয়ে গেলেই কি কান ঠিক হবে ? নাকি এজন্য নাকে নলটল ঢুকানো লাগবে ? আমি এটা খুবই ভয় পাই ।

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৪

রাগ ইমন বলেছেন: সার্জারি করতেই হবে এমন কোন কথা নেই। নির্ভর করছে আপনার নিজের উন্নতির উপর। সেইটা আপনার কান মাথা যিনি পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন - তিনিই ভালো বলতে পারবেন।

কান-এর একেবারে ভিতরে একটা তরল পদার্থ থাকে যার কাজ হইলো শূন্যের সাথে আমাদের অবস্থান নির্নয় করা। অর্থাৎ শরীরটা ঠিক কোন পজিশনে আছে এবং নড়াচড়ার সময় ব্যালেন্স রাখা এর দায়িত্ব। কোন কারণে প্রদাহ হইলে কান বন্ধ, মাথা ঘুরা, মাথা ব্যথা ইত্যাদি হয়।

এইটারে ঠিক করা একটু ঝামেলা। সময় লাগে। তাছাড়া বুঝেনই তো, একটা বদ্ধ নালা থেকে পানি সরতে তো সময় লাগবেই- তাই না? ওষুধের পাশাপাশি পরামর্শ হলো প্রচুর পানি খাবেন আর ঘামার চেষ্টা করবেন।

০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৫

রাগ ইমন বলেছেন: এইটা পড়ে দেখতে পারেন

৫২| ০৪ ঠা নভেম্বর, ২০১১ বিকাল ৫:১৯

েমা আশরাফুল আলম বলেছেন: Thanks for starting a nice topic.
Off topic question,
My feild of research is obesity related cardiac complications in animal model (rat).
"Echocardiographic images of rats were obtained using the Hewlett Packard Sonos 5500 (12MHz frequency fetal transducer) at an image depth of 3 cm using two focal zones. A short axis view of the left ventricle (LV) at the level of the papillary muscles was obtained and used for direct acquisition of M-mode images of the LV for measurement of diastolic anterior wall thickness, diastolic posterior wall thickness, left ventricular internal systolic dimension, and left ventricular end-diastolic dimension. Measurements were taken in accordance with the guidelines of the American Society of Echocardiography using the leading-edge method (Sahn and Allen, 1978)."
All these procedures were done in Prince Charles Hospital echocardiography unit with a cardiologist. I would like to continue this research after my return to Bangladesh. I need help about this mater to find out interested medical professional and hospital facilities. I hope this research may not produce a big outcome but may produce some good impact factor journal publications which help some of our graduate student getting scholarship abroad.
Do you have any information about interested cardiologist and hospital.

০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫

রাগ ইমন বলেছেন: দুঃখিত , এই ব্যাপারে কিছু সাহায্য করতে পারছি না।

অন্য কেউ ?

৫৩| ০৫ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৩

এলোমেলো রকস বলেছেন: অনেক ধন্যবাদ রুপকথা। ওটা আসলে আমার অফিসের একজনের মায়ের জন্য সাজেস্ট করা...ও বলছিল ওর মায়ের শরীরে ছোট ছোট গোটার মত উঠেছে...ঔষধের দামের কারনে বেচারার পক্ষে কেনা সম্ভব হচ্ছেনা,,,আমি আমার নামে ঔষধ দেয়ার জন্য আমাদের হাসপাতালে পাঠালাম...তারা বলল দামী ঔষধ বিধায় প্রেসক্রিপশন লাগবে...তাই আর আনা হয় নাই

০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৬

রাগ ইমন বলেছেন: এখন কি অবস্থা?

৫৪| ০৬ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫৭

নয়ন বলেছেন: সরাসরি প্রিয়তে। অসাধারণ উদ্দ্যোগ রাগপু। চালিয়ে যান।

অনেকদিন পর মনমতো একটা ব্লগ পাইছি - এইবার চিকিৎসা বিষয়ক যতো কুশ্চেন মাথার মইদ্দ্যে চক্কর মারে সবগুলারে এইহানে আপুনিগর কাছে করণ জোহরের রেপিড কুশ্চেন আকারে পেশ করুম।

অনলাইনে এ্যাকটিভ প্রত্যেকটি ডাক্তার যদি এইভাবে অনলাইনে অল্পবিস্তর কিছু সোস্যাল দায়িত্ব পালন করতো। তাহলে এই বিংশ শতাব্দীতে ও বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যাপারে এতো অজ্ঞ এবং অবহেলিত থাকতো না। আশা করছি যেই উদ্দ্যোগ শুরু করেছেন তা অব্যাহত থাকবে এবং দেখাদেখি অন্যরাও অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে।

(ধুর এমনেই সামুতে এত্তো বাগ তার উপরে আমার অপেরা ও এমন ডিস্টার্ব দিতাসে ইমোর উইন্ডোই অপেন হয় না!)

০৮ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩৭

রাগ ইমন বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ, অন্যরাও এগিয়ে আসুক।

৫৫| ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২২

রাজীব বলেছেন: তবে প্রিয়তে রাখলাম,
সুন্দর উদ্যোগের জন্য অভিনন্দন!

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৩৩

রাগ ইমন বলেছেন: অনেক ধন্যবাদ

৫৬| ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: দুর্দান্ত পোস্ট । প্রিয়তে ।

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৩

রাগ ইমন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৫৭| ১৬ ই নভেম্বর, ২০১১ সকাল ৭:৪৩

আরজু পনি বলেছেন: ভালো লাগা সহ সোজা প্রিয়তে :) :) :)

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৩

রাগ ইমন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৫৮| ১৬ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৪

রাজীব বলেছেন: আমার মেয়ে যার বয়স ২৩ মাস (২ বছরের কম), সে ৬ মাস বয়স থেকে প্রায় প্রতি মাসেই অসুস্থ হয়ে পড়ে। প্রথমদিকে চর্মরোগের মতো ছিল, পড়ে এলার্জি, সাথে জ্বর। আর প্রতিবার জ্বর হলে অনেক জ্বর হতো ও এন্টিবায়োটিক ছাড়া অন্য ঔষধে ভালো হতো না। ২ বার জ্বর থেকে খিচুনী হয়েছিল। গত ৩-৪ মাস আগে জ্বরের সাথে শ্বাস কষ্ট দেখা দেয়।

শ্বাসকষ্ট হলে খুব বেশী হয়। এবং প্রতি মাসে ১বার করে এমন হচ্ছে। শ্বাসকষ্ট হলে হাসপাতালে নিয়ে যাই। সেখানে অক্সিজেন দেওয়া হয়, সাথে কর্টান ও শক্তিশালী এন্টিবায়োটিক (কটসন ১এমজি) ইন্জেকশান। সাধারনত ২-৩ দিন পর কিছুটা ভালো হয়।

ডাক্তার বলছে চাইল্ডহুড এ্যাজমা।
ডাক্তার এখন নিয়োমিত ঔষধ দিয়েছে:
১। বেক্লোমিন ইনহেলার দিনে ২ বার ১পাফ করে
২। মন্ট্রিল ৪এমজি ট্যাবলেট দিনে ১টি করে

তারপরও গত সপ্তাহে একবার হাসপাতালে থাকতে হয়েছে।

আপনার কাছে প্রশ্ন
১।এরকম প্রতিমাসে একবার করে হাই এ্যান্টিবায়োটিক (থার্ড জেনারেশন যেমন সেফ৩) দেয়াতে কোন সমস্যা আছে কি?
২। এর ভালো কোন চিকিৎসা আছে কি?

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৮:৪৫

রাগ ইমন বলেছেন: ওষুধের সাইড ইফেক্ট তো থাকবেই । দেখতে হবে উপকারের তুলনায় অপকার কতটা করতে পারে। সেইটা দেখে সিদ্ধান্ত ।

চাইল্ড হুড এজমার ভালো চিকিৎসা অবশ্যই আছে ।

বার বার এন্টিবায়োটিক কেন দিতে হচ্ছে ? প্রোফাইল্যাকটিক হিসাবে?

একটু কনফার্ম করেন আমাকে।

৫৯| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪২

জাফর সািদক রুমী বলেছেন: ভুঁড়িটা দিন দিন বেয়াড়া হয়ে যাচ্ছে । জরূরি ভিত্তিতে ভুঁড়ি কমাতে চাই ।
উপায়টা বলবেন? ব্যয়াম বা ান্য কোন দির্গ মেয়াদি পদ্ধতি না, লাইপোসাকশন বা এই ধরণের কোন পদ্ধতি সম্পর্কে জানেন? কত খরচ পড়তে পারে? সাইড ইফেক্ট আছে? জানলে আওয়াজ দেন, দুনিয়া ও আখিরাতের অশেষ নেকী হাসিল করুন..

মেডফো নামের একটা ঔষধ ভালই বিকোচ্ছে, অনেকে নাকি ভালই ফল পাচ্ছে...................।খেয়ে দেখবো? ওজন কমতে পারে, ভূঁড়িতো কমার কথা না.....

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৩

রাগ ইমন বলেছেন: মেডফো নামের একটা ঔষধ ভালই বিকোচ্ছে -- পুরা নাম দেন।

৬০| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১০

রাজীব বলেছেন: বার বার এন্টিবায়োটিক কেন দিতে হচ্ছে ? প্রোফাইল্যাকটিক হিসাবে?

"প্রোফাইল্যাকটিক" বুঝলাম না, আসলে ডাক্তারি টার্ম খুবই কম বুঝি।

প্রথমদিকে জ্বর বেশী হতো ও ৩-৭দিন থাকতো, এন্টিবায়োটিক ছাড়া ভালো হতো না। তাই এন্টিবায়োটিক।

যখন থেকে শ্বাসকষ্ট দেখা দিল (চার মাসে ৪ বার) প্রথমবার নিউমোনিয়া ধরা পড়ে, তখন থার্ড জেনারেশন এন্টিবায়োটিক দেয়া হয়। পরের দুইবার ও ফুসফুসে ইনফেকশান ধরে পড়ে।

চতুর্থবার ৩দিন জ্বরের পর শ্বাসকষ্ট শুরু হলেই ডাক্তার এন্টিবায়োটিক দেয়।

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১০:২৯

রাগ ইমন বলেছেন: ব্যাক্টেরিয়াল ইনফেকশন থাকলে এন্টিবায়োটিক লাগবে। প্রোফাইল্যাকটিক মানে - সতর্কতাবশত - মানে প্রতিরোধের জন্য দেওয়া ওষুধ ।

ওর শ্বসনতন্ত্র মনে হয় বেশ দুর্বল । একটু সাবধানে রাখেন যেন এজমা ট্রিগার না করে।

পাফ কি বেবি ইনহেলার মেশিন দিয়ে দিচ্ছেন ?

এজমা সাধারণত নিয়ন্ত্রনের উপর নির্ভর করে । ওকে যথা সম্ভব ট্রিগার বা এলারজেন থেকে দূরে রাখার চেষ্টা করুন।

ভিটামিন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খাওয়ান।

নিয়মিত রাতে ব্রাশ করে দিবেন। মুখ পরিষ্কার রাখবেন। খাবার খাওয়ার পরে প্রচুর পানি খাওয়াবেন যাতে মুখে খাবার না থাকে। কুলি করা শেখান ।

ঘাম থেকে ঠান্ডা লাগে কি না খেয়াল করুন। ঘেমে গেলে মুছে দিন।

রাতে সরাসরি ফ্যানের বাতাসে রাখবেন না।

এইভাবে চলে দেখুন কি হয়।

এখনো কি বুকের দুধ খায়?

৬১| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৩২

নিমপাতা১২ বলেছেন: ধন্যবাদ এমন একটি উদ্যেগের জন্য, আমার সমস্যা হল সমস্যা হল , আমি কিছু খেলে এখন বুক কেমন জানি জ্বালাপোরা করে আমি এ বিষয়ে কোন ডাক্তার দেখাইনি, রাতে ভাত খাওয়ার পর পরই ঘুমাতে পারি না মনে হয় সব খাবার মুখ দিয়ে বের হয়ে যাবে, ঘন্টা ২ পর আবার ঠিক হয়ে যায়, এন্টারসিড প্লাস খেলে কিছুটা কমে, এর জন্য কি করা যায়,
আমার ধারনা গ্যাসষ্টিক, যথাযথ ঔষধ এর নাম বললে বিশেষ উপকার পাইতাম,

১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:২৬

রাগ ইমন বলেছেন: শুনে মনে হচ্ছে ইসোফিজিয়াল রিফ্লাক্স । খাবার স্টমাকে যাওয়ার পরে উলটা দিকে চলে আসে।

১। ঘুমানোর ৪ ঘন্টা আগে শেষ খাবার খাবেন। একবারে অনেক না খেয়ে অল্প করে বারে বারে খাবেন।

২। রাতের খাবার মসলা, মাংস, ডাল ইত্যাদি বাদ দিয়ে মূলত সাদা ভাত আর শাক - সবজি দিয়ে খাবেন। সালাদ বা ফল খাইতে পারেন ( টমেটো, তেতুল বাদে, লেবুজাতীয়)। এসিডিটি বাড়ায় এমন রিচ ফুড বাদ দিন। শুকনা মরিচের গুড়া তরকারিতে খাওয়া বাদ দেন।

৩। রাতে শোবার সময় বাম দিকে কাত হয়ে বা পিঠের নিচে দুই তিনটা বালিশ দিয়ে উচু করে শোবেন।

৪। অতিরিক্ত মোটা হলে অবশ্যই ওজন কমাবেন।

আমি যেহেতু আপনাকে পরীক্ষা করে দেখতে পারছি না, কোন ওষুধের নাম দিব না। ওটা ডাক্তারকে দেখিয়েই খাবেন।

৬২| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩২

রাজীব বলেছেন: প্রোফাইল্যাকটিক মানে - সতর্কতাবশত - মানে প্রতিরোধের জন্য দেওয়া ওষুধ ।

মনে হয় গতবার প্রতিরোধের জন্যই দিয়েছিলো, আসলে ৩দিন জ্বর থাকার পর শ্বাসকষ্ট শুরু হলে আমিই এণ্টিবায়োটিক শুরু করি, তবে এক ডোজ খাওয়াবার পর ডাক্তার দেখালে তিনিও সেটি সাপোর্ট করেন।

ইনহেলার নরমালটি (বেবি নয় ) দিচ্ছি।
বাচ্চা এখনো বুকের দুধ খায়।

আমার কেন যেন মনে হয় আমাদের এখানকার ডাক্তাররা ভলো করে চিন্তা করে না।

ভালো কোন ডাক্তারের ঠিকানা জানা থাকলে দিতে পারেন।

৬৩| ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৬

রাজীব বলেছেন: আরেকটি ব্যাপার,
মাসে একবার করে এন্টিবায়োটিক কি রকম ক্ষতি(সাইড এফেক্ট) করতে পারে?

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় নষ্ট করে আমাদের সাহায্য করার জন্য।

৬৪| ২০ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৬

রূপকথার রাজকন্যা বলেছেন: রাজিব @ আপনার বাচাকে এ বয়সেই এত বার এন্টিবায়োটিক দিচ্ছেন?? পরবর্তীতে সব এন্টিবায়োটিক রেজিসট্যান্ট হয়ে গেলে তখন কি করবেন??
যাই হোক ....আসলে আপনার বাচ্চাকে যে ডাক্তার দেখবেন উনি ই ভাল জানবেন কি করতে হবে।
তবে এসমা কি কারনে হচ্ছে তা বের করার চেষ্টা করুন। ওখান থেকে দুরে রাখুন। বাচ্ছাদের এজমা হতে পারে....ভাইরাস ইনফেকশন থেকে, ধুমপানের ধোয়া থেকে, টেমপারেচার পরিবর্তনের জন্য, ধুলা, ময়লা থেকে।

৬৫| ২১ শে নভেম্বর, ২০১১ রাত ৯:১৫

রাজীব বলেছেন: রূপকথার রাজকন্যা-কে ধন্যবাদ। আমি আপনার ব্লগেও এ নিয়ে লিখবো ভাবছিলাম। ভালোই হলো আপনাকে এখানে পেয়ে।

আসলে ডাক্তারের পরামর্শেই ঔষধ দেয়া হচ্ছে। আর প্রতিবার শ্বাসকস্ট দেখাদিলে কি যে খারাপ অবস্থা হয়! এন্টিবায়োটিক ছাড়া কাজ হয় না।

ভাবছি ইন্ডিয়া গেলে একটু ভালো চিকিৎসা পাবো কি?

৬৬| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১২:৩১

রূপকথার রাজকন্যা বলেছেন: @ রাজীব ভাই.....বাচ্চার ব্যপারে রিস্ক না নেয়াই ভাল। ইন্ডিয়া গিয়ে ডায়াগনোসিস প্লাস ট্রিটমেনট করিয়ে আসতে পারেন।
তবে আপনার বাচ্চার শ্বাসকষ্টের কারন টা আপনি বের করতে পারলে দেখবেন সমস্যার সমাধান স হজ হয়ে গেছে।
বারে বারে শুধু এজমা (শ্বাসকষ্ট) হচ্ছে নাকি নিউমোনিয়া(ফুসফুসের ইনফেকশন) হচ্ছে তা পরিষ্কার করে বুঝতে পারছিনা আপনার লেখা থেকে। কারন আপনি লিখছেন জ্বর প্লাস শ্বাসকষ্ট। এটা নিউমোনিয়ার ই লক্ষন।
তবে ডাক্তার এতগুলো স্টেরয়েড কেনো দিচ্ছেন তা বুঝতে পারছিনা। কর্টান মানে---প্রেডনিসোলোন, এটা একটা স্টেরয়েড। আবার সাথে কটসন ও দিলেন। কটসন হল হাইড্রোকর্টিসন, ওটাও আরেকটা স্টেরয়েড, এন্টিবায়োটিক নয়। হয়ত তখন শ্বাসকষ্ট তারাতারি কমানো জরুরী ছিল তাই ২ ধরনের স্টেরয়েড একসাথে দিয়েছেন।
পরে আপনার বাচ্চাকে দেয়া হয়েছে বেক্লোমেন ইনহেলার। ওটাও একটা স্টেরয়েড । জেনেরিক নাম বেক্লোমিথাসন।
এরপর প্রতিবার শ্বাসকষ্টে দেয়া হয়েছে থার্ড জেনারেশন এন্টিবায়োটিক। আপনি বলছেন প্রতি মাসেই জৃর হয় আর প্রতি মাসেই সেফ ৩ দেয়া লাগে। প্রতি মাসে সেফ ৩ কেন দিবেন??
ডাক্তার চাইল্ড হুড এজমা বললেও এজমার কারন কি সেটা জানতে হবে। কারন টা কি ডাক্তার আপনাকে বলেছেন? না বললে ওটা জানতে চান।
বারে বারে জ্বর আর শ্বাস কষ্ট হলে ওটা শুধু চাইল্ডহুড এজমা (শ্বাসকষ্ট) না। রিকারেন্ট চাইল্ডহুড নিউমোনিয়া বাংলায় যাকে বলা যায় শিশুদের বারে বারে হয় এমন ফুসফুসের ইনফেকশন। সেক্ষত্রে নিউমোনিয়ার কারন জানতে হবে।
নিউমোনিয়ার কারন হতে পারে ব্যকটেরিয়া বা ভাইরাস। ব্যকটেরিয়া হলে স্টেপটোকক্কাস নামের একটা ব্যকটেরিয়া হওয়ার সম্ভাবনা বেশী। এটার ভ্যাক্সিন পাওয়া যায়। আর ভাইরাস হলে হেমোফাইলাস ইনফ্লুয়েনজি হবার সম্ভাবনা বেশী। সেক্ষেত্রে ওসেলটামিভির নামে একটা ওষুধ পাওয়া যায়।
আপনি ইন্ডিয়াতে গিয়ে ঠিক মত ডায়াগনোসিস করিয়ে জেনে নিন কি হয়েছে, কেন হয়েছে। ট্রিটমেন্ট কি হবে? "কি" এবং "কেন" এর উপরেই বাচ্চাদের নিউমোনিয়ার ট্রিটমেন্ট ডিপেন্ড করে। এই ২ টা না জেনে খালি স্টেরয়েড আর এন্টিবায়োটিক চালানো উচিত হবে না।
আরও কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন।
ধন্যবাদ আপনাকে।

৬৭| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০১

রাজীব বলেছেন: আজও ডাক্তারের কাছে গিয়েছিলাম (বার বার জ্বর ও কাসি হয় বলে), উনি বললেন যে persistent asthma
এই অবস্থায় নাকি বাচ্চারা খুব কম সময় সিনটমস মুক্ত থাকে।

বলেছিলাম যে নিউমোনিয়ার ভেক্সিন নিলে কোন উপকার হবে কিনা।
উনি বললেন যে বাচ্চার রোগটি নিউমোনিয়া নয় এ্যাজমা। উনি একজন সহযোগী অধ্যাপক। বলেছিলাম বিদেশে নিলে ভালো হবে কি না?
বললেন যে, যে কোন দেশে এই একই চিকিৎসা দিবে।
তবে বললেন যে, আমাদের দেশে শিশুদের এ্যাজমার অভিজ্ঞ চিকিৎসক ডাঃরুহুল আমীন কে একবার দেখাতে।

৬৮| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:০৭

রাজীব বলেছেন: আপনি কোথায় থাকেন (দেশে না বিদেশে) জানি না। দেশে হলে আপনার সাথে একবার কথা বলতাম। যদি ইন্ডিয়ার কোন ভালো ডাক্তারের ঠিকান জানা থাকে জানালে ভালো হতো।

সময় নিয়ে অনেক কিছু লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


আসলে আমাদের দেশের ডাক্তাররা কেন যেন রোগ নিয়ে বেশী কথা বলতে চান না। কোন ঔষধ কেন দিল এবং কোনটার কি সাইড এফেক্ট এসব কখনোই বলেন না।

৬৯| ২২ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১৬

রাজীব বলেছেন: আমি একটি ভুল করেছি। সিনটমস কম থাকলে (শ্বসকস্ট কম থাকলে) কর্টান সিরাপ ও সেপ৩ সিরাপ দেয়া হয়। আর
শ্বসকস্ট বেশী হলে কটসন ইন্জেকশান ও সেফট্রন ১ গ্রাম ইন্জেকশান দেয়া হয়।


(কর্টান ও কটসন কখনো একসাথে দেয়া হয়নি, আমি সেফট্রনকে ভুলে কটসন লিখেছি)

৭০| ২৩ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৮

রূপকথার রাজকন্যা বলেছেন: রাজিব ভাই @ আমি দেশেই থাকি।
শ্বাসকষ্ট হচ্ছে বুঝলাম। এটাকেই এজমা বলে। কিন্তু শ্বাসকষ্টের সাথে জ্বর হচ্ছে কেনো?? নিশ্চয়ই ইনফেকশন হচ্ছে সাথে। কোথায় ইনফেকশন হচ্ছে??ফুসফিসে হলে সেটাই তো নিউমোনিয়া। আপনার লেখা থেকে বোঝ যাচ্ছে আপনার বাচ্চার প্রায় প্রতি মাসে জ্বর হয়।
যাই হোক।
সেফ ৩(এটা সেফিক্সিম) কতদিন দিতে বলেছেন?? বারে বারে জ্ব র হবে আর বারে বারে সেফ ৩ চলতেই থাকবে?? এত এন্টিবায়োটিক প্রিতী আসলে ভবিষ্যতের জন্য ভাল হচ্ছে না।
আবার শ্বাসকষ্ট বেশী হলে সেফট্রন(সেফট্রিয়াক্সন) দিতে বলেছেন।
কোনো ইনহেলার দেন নি?? ইনহেলার এর নাম কি?? পুরো প্রেসক্রিপশন দিয়ে দিলে বুঝিয়ে বলতে পারতাম কোন ওষুধ কেনো দিয়েছে।
তবে ব্রিটিশ থোরাসিক সোসাইটির গাইডলাইনে দেখলাম ওরা একিউট কেস মানে যখন শ্বাসকষ্ট হবে তখনই ইনহেলার দিতে বলেছে। ইনহেলার এর ওষুধ থাকবে "বিটা ২ এগোনিস্ট" মানে সালবিউটামল, সালমেটেরল এগুলা। সাথে প্রেডনিসোলোন ১০ মিগ্রা ৩ দিন পর্যন্ত। শ্বাসকষ্ট বেশী হলে ইনহেলার এ "বিটা ২ এগোনিস্ট" এর সাথে ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড দিতে হবে।
ইনডিয়াতে ভাল ডাক্তারের নাম জেনে আপনাকে জানাবো। চিন্তা করেন না। আপনার বাচ্চা সুস্থ হয়ে উঠবে তারাতারি।

৭১| ২৩ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:১০

রাজীব বলেছেন: বেক্লোমিন ইনহেলার চলছে, ডেইলী সকালে ও রাতে একপাফ করে।
সাথে মনটেয়ার ৪ এমজি দিনে একটি করে।
ডাক্তার বলেছে, এ ২টি ঔষধ সব সময় চলবে।

জ্বর হলেই সেফ৩ দিচ্ছি এমন নয়, জ্বর ৩দিনে না গেলে তখন সেফ৩ দেয়া হয়। তবে সমস্যা হলো কিছুদিন পর পরই (৩-১০দিন) জ্বর দেখা দেয়। মাঝে মাঝে নাপাতেই চলে। তবে মাসে একবার শরীর বেশী খারাপ হলে তখন ২-৩দিন জ্বরের পর সর্দি-কাশী শুরু হয় তার পর শ্বাসকস্ট। তখন কর্টান ও সেফ৩ দিতে হয়।

আমার ই-মেইলে আপমার মেইল এড্রেস দিলে প্রেসক্রিপশন গুলো স্ক্যান করে পাঠাতে পারতাম
[email protected]

৭২| ২৬ শে নভেম্বর, ২০১১ রাত ৮:২৬

নবজন্ম বলেছেন: এত দেরিতে হলেও আমনের বিবেকের দ্বার যে খুলছে,
আর আমনে মানু সেবায় মন দিছেন , সেইডার লইগ্যা ধইন্যাপাতা।
ও আর একটা কতা রাগডা একটু কমাইয়েন।

০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:১৬

রাগ ইমন বলেছেন: পুরান পাপী ? কাউকে না চিনে তার সম্পর্কে এত উপদেশ দেওয়াটা আহাম্মকির লক্ষণ।

৭৩| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ৩:০৮

আমি রুবেল বলেছেন: আমার মায়ের(৪০) অনেকদিন ধরেই গ্যাস্ট্রিক/গ্যাস্ট্রাইটিসের সমস্যা। অনেক দিন ধরে কয়েকজনের চিকিৎসা ও নিচ্ছেন। সর্বশেষ গিয়েছেন চমেক'র এনাটমী বিভাগের একজন লেকচারারের কাছে। তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেছেন{ নোভেলটা সিরাপ, নেক্সাম২০ ক্যাপসুল ও মোটিগাট২০(ডমপেরিডন)} প্রায় চারমাস। কিছুদিন এই ওষুধে ভালো থাকলেও মাস দুয়েক আগে আবার আগের অবস্থা। ডাক্তারের শরনাপন্ন হলে তিনি এন্ডস্কোপি করালেন- কিছুই আসেনি।
এখন মাস দেড়েক ধরে ম্যাক্সপ্রো ৪০, অমিডন ২০ আর নভেলটা সিরাপ সেবন করছেন। তারপরও পেট একটু খালি হলেই(খিদে পেলে) জ্বালাপোড়া শুরু হয়, আবার খেলেও কিছুক্ষণ পরেই শুরু হয়। ঝাল(মশলাযুক্ত) কিছু না খেলেও হয়, এগুলো ছাড়া খেলেও হয়। এখন আপনার কাছে পরামর্শ চাই বিশেষত অন্য কোন ওষুধের/কোনো নির্দিষ্ট ডাক্তারের ধরনের কিংবা ভালো কোনো বিশেষগ্গের নাম-ঠিকানা সম্পর্কে। কিংবা অন্য যে কোনো ধরনের পরামর্শ। (dnlmonster এট gmail.কম)

০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:১৯

রাগ ইমন বলেছেন: আমি সত্যি দুঃখিত অনেক দিন ব্লগে আসতে পারি নাই তাই। মায়ের বয়স বা আগের মেডিকেল হিস্ট্রি কিছু বলেন নাই। উনি এখন কেমন আছেন?

পাকস্থলীর প্রদাহ যদি সঠিক ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে ভালো হইতে সময় নেবে। এর বাইরে না দেখে বেশি কিছু বলা ঠিক হবে না।

উনার কি অন্য কোন অসুখ আছে?

৭৪| ২৭ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৪

ফাহীম দেওয়ান বলেছেন: আপু, আমার বাবার কিডনীর সমস্যা আছে। তার বয়স ৭০। প্রায় ৭/৮ মাস যাবৎ চিকিৎসা করাচ্ছি। দুবার ডাক্তার পরিবর্তন করিয়েছি। একবছর যাবৎ তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিক। প্রথমে ২৯৭ umol/L ছিলো, সাথে ছোট ছোট কিছু সিষ্ট পাওয়া যায়। সিষ্টের ব্যপারে ডাক্তার তেমন উৎসাহ দেখান নি। একজন মেডিসিনের ডাক্তার এ বি এম মুসা কে দেখাচ্ছি। তিনি মিরপুর ডিজি ল্যাবে বসেন। ডাক্তার বলেছেন আমার বাবা নিয়মিত ভাবে প্রেসারের ওষুধ সেবন করেন নাই, তাই এমনটি হয়েছে। তার ডায়াবেটিস নেই। কয়েক মাসের চিকিৎসার পর ২ মাস আগে ক্রিয়েটিনিন ২৩৬ /২৩৯ umol/L ছিলো। ডাক্তার বলেছেন কিছু ক্ষতি হয়ে গেছে, তাই এখন যেনো আর ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খাওয়া দাওয়ায় ব্যপক মেনে চলেন আমার বাবা। ডাক্তারের বলে দেয়া সব মেনে চলেন। গতকাল টেষ্ট করিয়েছি। এখন ২৫৩ umol/L।

কিন্তু বাবার শুধু একটাই কথা এই ক্রিয়েটিনিন এর মাত্রা কি স্বাভাবিক হবে না ?? এর প্রভাবে কি বাবার কিডনী আস্তে আস্তে খারাপ হতে থাকবে ? এর ভালো চিকিৎসা কি সম্ভব ?

দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো।

০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:২৩

রাগ ইমন বলেছেন: কিডনী ঠিক মত কাজ না করলে কিডনী যে সব জিনিস শরীরের বাইরে বের করে দেয়, তাদের মাত্রা রক্তে বেড়ে যায়। কারণ কিডনী হইলো রক্তের ছাকনি।

কিডনী সম্পূর্ণ ভালো ভাবে কাজ না করলে রক্তের মাত্রা ঠিক রাখা মুশকিল। বিষয়টা হইলো, যা কিছু শরীরের জন্য ক্ষতিকর, হয় সেইটা শরীরে ঢুকানো যাবে না। অথবা বের করে দিতে হবে। কিডোনী যদি বের করে দিতে না পারে তখন দরকার হয় "ইনটেক কমানো" বা অন্য কোন উপায়ে রক্ত থেকে কমানো।

আপনার বাবার যে বয়স তাতে কঠোর ভাবে নিয়ন্ত্রনই ভরসা। ক্ষতিকর জিনিসের মাত্রা কম রাখতে পারলে তেমন কোন ক্ষতি হবে না। কিন্তু স্বাভাবিকের চেয়ে বাড়তি মাত্রায় রক্তে থেকেই গেলে কিছু ক্ষতি তো হবেই।

ভয় পাবেন না। রেগুলার চেক আপে রাখুন। নিয়মতান্ত্রিক জীবন যাপন করতে সাহায্য করুন। ইনশাল্লাহ, ভালো থাকবেন।

৭৫| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৫

ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন:


amar bloger aagontukder jonno niye jacchi.sathei aachi,je ja bolbe boluk.poster jonno ++++++++++++++

০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:২৪

রাগ ইমন বলেছেন: ুঝলাম না। তবে ধন্যবাদ।

৭৬| ১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০০

থার্ড-আই-ব্লগ বলেছেন: এখন ডাক্তার নেই : সৌজন্যে থার্ড-আই-ব্লগ

০২ রা নভেম্বর, ২০১২ রাত ১২:২৪

রাগ ইমন বলেছেন: ানে কি দাঁড়াইলো?

৭৭| ০৬ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫১

কোরাল আহ্‌মেদ বলেছেন: ফিতাক্রিমি কি নরমাল স্টুলটেস্টে ধরা পরে? না ওন্য কোনো টেস্ট করাতে হয়?

৭৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

কপালপোড়া বলেছেন: আমার পায়ে হঠাৎ ব্যথা শুরু হয়। কোন পেইন কিলার এ কমছিল না। তখন টেস্ট করে দেখা গেল আমার HLA B27 Positive. OPSONIN এর Salazine খাওয়ার পর ব্যথা কমেছে। কিন্তু ডাক্তার আর থামতে বলেনি। খেয়েছি ২ বছর। ডাক্তার আরও খেতে বলেছে। বলেছে চালিয়ে যেতে। একরকম বিরক্ত হয়েই ছেড়ে দিয়েছি। আজীবন একটা ওষুধ দিনে চার পিস করে খাওয়া সম্ভব কিনা....

আমার প্রশ্ন হল এখন তো আমি ওষুধ না খেয়েও ভাল আছি। ব্যথা করছে না। এটা কি আবার ফিরে আসার সম্ভাবনা আছে? আজীবন কি আমি একটা রিস্ক এর মধ্যে থেকে যাচ্ছি???

এটা যতদুর জানি জেনেটিকাল রোগ। পরবর্তী প্রজম্নে এই রোগটি প্রবাহিত হবার সম্ভাবনা কতটুকু???

৭৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: রুপেক্স কি সাইনাসে খাওয়া চলে?

৮০| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪

আদরসারািদন বলেছেন: ডাক্তার আসতে মনে হয় দেরি হবে। :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.