![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাগ ইমন।এক সময় দেশ নিয়ে, মানুষ নিয়ে লিখতাম। কবিতা লিখতাম। এখন কবিতা লিখতে বসলে দেশের সমস্যা গুলোর কথা লেখার কথা মনে পড়ে যায়। অনেক কিছু - যা নিয়ে কেউ লিখছে না। দুঃখ নেই। একটা সময় তো আজলা ভরে কাদামাটি , শীতলক্ষ্যার জল নিয়ে খেলেছি। সে খেলাও ছাড়তে হয়েছে। আছি । পেন্সিলে আঁকা ছবির মত।
৭ই মার্চ ১৯৭১ এর আগুন ছুঁইয়ে এলাম ৮ই ফেব্রুয়ারি ২০১৩’তে, সাবাশ আমার তরুণ বন্ধুরা!
দিনটা ছিলো ৭ই মার্চ ১৯৭১। বাংলাদেশের স্বাধীনতাকামী ৭ কোটি জনতা তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে , কি ঘোষণা আসে রেসকোর্সের মঞ্চ থেকে! ৭ কোটি মুক্তিপাগল জনযোদ্ধার আকুল হৃদয় , রক্তের টগবগে অগ্নি স্ফুলিঙ্গ তখন জড়ো হয়েছে একটি বিন্দুতে। এলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা – সরাসরি না হলেও রূপক অর্থে ঃ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” এরপর ২৫শে মার্চের কালো রাত্রি, আমার যুদ্ধে যাওয়া, পৃথিবীর বুকে আমার একান্ত নিজের একটি স্বাধীন দেশের মানচিত্র রুপায়নে আমার ৯ মাসের সংগ্রাম।
কিন্তু আমি ও আমার সহযোদ্ধাদের জনযুদ্ধের সে বিজয় গত ৪২ বছরে বেহাত হয়ে গেছে বলে যে মনকষ্ট ছিলো, তা মুছে দিয়ে আজকের শাহবাগ মহাসমাবেশ হতাশার অমানিশা ভেদ করে যেন এক নতুন সূর্য এনেদিলো।
সাবাশ আমার তরুণ বন্ধুরা। আমাদের যোগ্য উত্তরসুরী তোমরাই। তোমাদের প্রতিবাদের ভাষা , তোমাদের প্রতিরোধের আগুন জ্বালিয়ে , পুড়িয়ে ছারখার করে দিক সকল ষড়যন্ত্রের কালো জাল। যে মুক্তিযুদ্ধের শুরু ১৯৫২তে আমাদের পূর্বসুরীদের রক্তে, যে মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রাম অনুসরিত হয়েছে আমাদের হাতে ১৯৭১ এ, সেই যুদ্ধেরই পরবর্তী ধাপ – জনমানুষের হাতে, নাগরিকের হাতে, সাধারণ মানুষের হাতে দেশের পাপমুক্তির মাধ্যমে , দেশের নাগরিকের ক্ষমতায়নের মাধ্যমে শেষ হোক।
হে তরুণ, সংগঠিত হও, সতর্ক হও, এই যুথবদ্ধ সাধারণের বিজয় যেন হাতছাড়া না হয়, আজকে দৃপ্ত কন্ঠে যে শপথ তোমরা নিলে , তা যেন সম্পূর্ণ বাস্তবায়িত হয়।
১৯৭১ এর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধার আশীর্বাদ রইলো তোমাদের জন্য! হে নবীন, হে সাহসী বীর, হাত থেকে হাতে পৌঁছে যাক চেতনার মশাল, জনযুদ্ধের অণির্বাণ !
সূত্রঃ ব্লগ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০১
রাগ ইমন বলেছেন: যিনি লিখেছেন তাঁকে ক্রেডিট দিতেই সূত্র উল্লেখ, লেখাটা তো আমার না!
ইয়ে, ডাবল স্ট্যান্ডার্ডকে কিভাবে সমর্থন করলাম , বুঝি নাই।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯
স্টেনটোরিয়ান বলেছেন: আমার ধমনীতেও মুক্তিযোদ্ধার রক্ত বইছে, আপনার কথায় অনুপ্রানিত হলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
রাগ ইমন বলেছেন: চেতনায় উদ্দিপ্ত থাকুন, শাহবাগেই থাকুন!
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪
সিউল রায়হান বলেছেন: মিডিয়াকে ডাবল স্ট্যান্ডার্ড বলেছি আর হ্যা বলা / সাপোর্ট করা বলতে বুঝিয়েছি আপনার লেখায় এই এদের সোর্স দেয়ায়।
আপনার নিজেরই এই লেখার চেয়ে হাজারগুণ ভালো লেখার ক্ষমতা আছে। আমি জানিনা এই লেখাটাও আপনারই কিনা, যদি হয়েও থাকে তারপরেও জানবেন এরচেয়েও ভালো লেখা সম্ভব আপনাকে দিয়ে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
রাগ ইমন বলেছেন: আমার লেখা না। একজন মুক্তিযোদ্ধার লেখা। উনি সাহিত্যিক না, মুক্তিযোদ্ধা । এই আর কি।
মুক্তিযুদ্ধে ৮ নং সেক্টর- বইটাতে উনার কথা লেখা আছে । এই ব্লগেমুশে হক বলে সার্চ দিও।
আমি তাকে কি ভাবে চিনি নাইবা বললাম।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬
নিষ্কর্মা বলেছেন: সুন্দর লেখা। সাহস হারাবেন না কেউ, যা কেউ কল্পনা করে নাই, তাই হয়েছে। এর দরকার ছিল। এখান থেকেই হোক আগামীর পথ চলা। সেই দৃপ্ত শপথ নেই আজকে আরেক বার।
ধন্যবাদ রাগ ইমন, লেখাটা শেয়ার করার জন্য। মুক্তিযোদ্ধার রক্ত বলে কথা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
রাগ ইমন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫
সিউল রায়হান বলেছেন: ওকে খুঁজে দেখবো কালকে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩
রাগ ইমন বলেছেন: হা হা, দেখিও
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২
স্টেনটোরিয়ান বলেছেন: আমি দেশে নেই। দুর্ভাগ্য। প্রবাস থেকে ব্লগিং করে প্রাণপণ পরোক্ষ আন্দোলন করার চেষ্টা করে যাচ্ছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩
রাগ ইমন বলেছেন: মন প্রাণ তো বাংলাদেশে, তাই না?
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
আমি তুমি আমরা বলেছেন: শেষ না দেখে লড়াইয়ের ময়দান ছাড়া যাবে না।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
স্টেনটোরিয়ান বলেছেন: ৪ রাত ঘুমাই না। প্রতি মুহুর্তের খবরের জন্য বসে থাকি।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
ফারিয়া বলেছেন: ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই!
১০| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
ভাস্কর চৌধুরী বলেছেন:
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
রাগ ইমন বলেছেন: শুভ নববর্ষ
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৬
সিউল রায়হান বলেছেন: আপু এই "সোর্স/সূত্র" রিলেটেড জিনিসটা কেটে দেন। আমার মনে হয়না এটার কোন প্রয়োজন আছে।
মিডিয়ার এই আন্দোলনে বিন্দুমাত্র ক্রেডিট নাই এবং দিতেও রাজী না। বরং এরাই নিজেদের কাটতি বাড়াতে শাহবাগের আন্দোলন টেলিকাস্ট করে জামাতীদের মতামত নিতে দৌড়ায়। ডাবল-স্ট্যান্ডার্ডকে আপনিও যদি হ্যা বলেন তাইলে কেমনে হবে?
ভালো আছেন আশা করি। ভালো থাকুন