নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কেউ কখনই বেশী কিছু জানতে পারে না, আমিও এর উর্ধে নই, জানার আপ্রাণ চেষ্টায় তাই ছুটে চলছি সবসময়.

জীবন সার্কাস\'ময়! যে চশমা পড়ে সে চশমা ছাড়া থাকতে চায়, যে চশমা পড়ে না সে চশমা পইড়া থাকতে চায়!!

ভাঙ্গা দূরবীন

নামটা ভাঙ্গা দূরবীন হলেও আমি যে রক্তমাংসের একজন স্বাভাবিক মানুষ এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই!!

ভাঙ্গা দূরবীন › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন

২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৩৭


আজ ভার্সিটি লাইফের প্রথম ফাইনাল পরীক্ষা,
আমি ডেস্ক চেয়ারে বসে লিখতেছি,
লিখতেছি বললে ভুল হবে, আসলে গত ৩০মিনিট যাবত প্রশ্নপত্রটা দেখতেছি, কিছু শব্দব্যাতীত সমস্ত প্রশ্নটাই হিব্রু ভাষায় লেখা মনে হচ্ছে,
স্যার যে হিব্রু ভাষাও জানেন সেটা আগে বলেন নাই, আসলে মহত্‍-ব্যক্তিরা সবকিছু বলে বেড়ায় না, এবারের এক্সাম শেষ হলে স্যারের কাছে যেয়ে ভাষাটা শিখে নেবো ভাবতেছি, ভবিষ্যতে চাকরী কিংবা বিয়েতে নিজের বায়োডাটায় মুক্তহস্তে সরবরাহ করা যাবে!

এসব ভাবতে ভাবতে কলমের মাথাটা চিবাইতেছি, matador pinpoint কলম, এটা আমার না, বামপাশের ব্যক্তির থেকে ধার নেয়া, তবে নকল মনে হচ্ছে কলমটা, এত শক্ত মাথা চিবানো যায়? তাও চিবাইতেছি,
ভাবতেছি ডানপাশেরজনের কাছে থেকে পেনসিলটা নিয়ে চিবাবো, সে গত মিনিট পাঁচেক হলো আকিঁবুকিঁ নিয়ে ব্যাস্ত, এই ছেলে এখানে ফিজিক্সের উত্তর না দিয়ে চারুকলায় পড়লে ভালো করতো, ভবিষ্যতের লিওনার্দো দ্যা ভিঞ্চি হয়ে যেতো, আমিও নিজের একটা পোট্রেট আকায় নিতে পারতাম,

গত কিছুক্ষন হলো দেখতেছি সামনের স্যার আমার দিকে তাকায় আছে, এইটার দুইটা অর্থ হতে পারে,
১) স্যার ভাবতেছে আমি এখনো লেখা শুরু করিনাই ক্যান,
অথবা ২) যদি স্যারের মেয়ে থাকে তাহলে স্যার মেয়েজামাই হিসেবে আমাকে পছন্দ করে ফেলছে! চেহারাসুরূত তো খুব একটা খারাপ না! যাহোক এসব পরে ভাবা যাবে,
খাতাটার দিকে একটু দেখতেছি, কি সুন্দর মায়াভরা হলদেটে খাতা, এটা বোধহয় সাদা রংএর ছিলো এককালে, ব্যাপার না সার্ফএক্সেল দিয়ে ধুইলেই ঠিক হয়ে যাবে, এতো সুন্দর খাতাটায় কলমের কালো কালি ফেললে সেটার সৌন্দর্য্যেহানি ঘটবে, আমি আবার জনৈক কবির মতো সমগ্র সৌন্দর্য্যের পূজারী,
ও হ্যা এক্সামটা কয় মার্কের সেটাইতো দেখা হয়নাই, প্রতিটা প্রশ্নে স্যার কত মার্ক করে দিছেন সেটাও গুনতে হবে, তারপর সবগুলোর যোগ করে দেখতে হবে স্যার সঠিকভাবে পূর্নমান লিখছেন কিনা, এইটা একটা ইম্পোর্টেন্ট জিনিস, অথচ কেউই ব্যাপারটা দেখেনা,

কিছুক্ষন থেকে খেয়াল করতেছি একটা চড়ুই পাখি জানালায় বসে আমাকে দেখতেছে, বোধহয় আমার কলম চিবানো দেখে লোভ লেগেছে, ভাবতেছি ডানপাশের লিওনার্দো দ্যা ভিঞ্চির কাছ থেকে পেনসিলটা নিয়ে পাখিটাকে চিবানোর জন্য দিয়ে দিবো, এরইমধ্যে আমার পিছনের ব্যক্তি বেশ কয়েকবার আমার খাতার দিকে উকিঁঝুকি দিছে, কিন্তু আমার খাতার সৌন্দর্য্য দেখে হতাশ হয়ে গেছে বোধহয়, কাউকে হতাশ করা ঠিক না, এক্সাম শেষে সরি বলতে হবে,
এখন কয়টা বাজে বুঝতেছিনা, সময়ের হিসেব রাখা জরুরি, সময়, স্রোত, টিভির এড, আর নেতাদের মিথ্যা কথা বলা কখনো থেমে থাকেনা, একটার পর একটা চলতেই থাকে, সামনেরজনকে সময়টা জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্ত উনি কি যেনো লিখতেছেন তাই ডিসটার্ব করা উচিত হবেনা, একটু ভেবে দেখলাম, ফাকাঁ খাতা দিলে স্যার যদি খাতার সৌন্দর্য্যে হতাশ হয়ে সুইসাইড করে তাহলে তো আমার আর হিব্রু শেখা হবেনা! তাই কিছু লেখা উচিত,

স্কুলে থাকতে সমাজবিজ্ঞান ম্যাম ১৮৫৭ সালের নীল বিদ্রোহ টপিকটা ঠাডা মুখস্ত করায় নিছিলেন, ম্যামের সামনে ফার্স্ট বেঞ্চে বসে অনেক কষ্টে মুখস্ত করছিলাম, ভাবতেছি ঐখান থেকে কয়েকটা লাইন ঝেড়ে দিবো, অনেক জ্বালাময়ী একটা ইতিহাস, স্যারকে মনে করায় দেয়া জরুরী, অবশ্য স্যার নাম্বার দিবেন কিনা বুঝতেছিনা, কিন্তু কবি বলেছেন, "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন" স্যারের এটা বোঝা উচিত, ভাবতেছি এটা শর্টনোটে লিখে দিবো!

যাই হোক, অনেক প্লান করলাম, এবার শুরু করি,
ডিয়ার স্যার,
আপনি একটি মহামূল্যবান খাতা দেখার সুযোগ পাচ্ছেন! কংগ্রাচুলেশন!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:

পড়লাম

২| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৯

ভাঙ্গা দূরবীন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.