নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

দুই রাক্ষসীর পেটে এখন ১৭১ মায়ের কলিজা

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

হাসিনা বা খালেদা, দুই জননেতা বা দেশনেতা সব কিছুই করছে দেশবাসীর জন্যে। নিজেদের জন্যে কিছুই না। খুব ভাল কথা। তাহলে এতগুলো মানুষ খুন করার অধিকার কে দিয়েছে তাদের? কাদের স্বার্থে এই অরাজাগতা ? ৪৫০০ মানুষকে পঙ্গু করা হল, তার দায় কেন বিরোধী দল নেবে না?



আমি বলছি, দেশের মানুষ ভালই আছে। শুধু ভাল নেই রাজনীতির সাথে জড়িতরা, অপরাধীরা।



আমি বর্তমান সরকার কে বলছি,

১) রাষ্ট্রের আইন কে প্রতিষ্ঠিত করুন।

২) সাধারণ জনগনের নিরাপত্তা নিশ্চিত করুন, অপরাধীদের নয়।

৩) বেকারত্ত্ব দূর করুন যাতে ৭০ টাকায় শিক্ষিত পিকেটার খুজে না পাওয়া যায়।

৪) বিরোধী দলকে মুখোমুখি নয়, বরং পাশাপাশি রেখে রাষ্ট্র পরিচালনা করুন।



বিরোধী দলের নেতাদের বলছি:

১) নিজেদের বিরোধী দল না ভেবে সরকারের পরিপূরক সরকারী দল ভাবুন।

২) অপরাধ কে প্রশ্রয় দেবেন না। যে সাপ অন্য কে কামড়াতে পারে সেই সাপ আপনাকেও দংশন করতে পারে।



একটা পিঁপড়ার কামড় হয়ত অগ্রাহ্য। কিন্তু একটা পিঁপড়ার কলোনীর কামড় হাসিনা/খালেদা কেউ সহ্য করতে পারবেন না। এখনও সময় আছে...

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

রাফি মানিক বলেছেন: আমরা এই রাজনীতিবিদ নামক হায়নাগোরে ভোট দেই পুলিশবাহিনি দিয়ে মায়ের বুক খালি করার জন্য!!
অথবা হরতাল পুড়িয়ে মানুষ মারার জন্য!!!

২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

স্পাইসিস্পাই001 বলেছেন: যুক্তিপূর্ন উপস্থাপনায় প্লাস+++++++

ধন্যবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

ইলুসন বলেছেন: পোষ্টের সাথে একমত।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

শাহীন ভূইঁয়া বলেছেন: যে কোন মৃত্যুই দুঃখের ......যারা সুড়সুড়ি দিয়ে সাধারন জনতাকে তাদের ইমোশনাল কে ব্যবহার করে চাঁদের উপর সাঈদীকে দেখা যাচ্ছে বলে রাস্তায় নামায় তাদের ও ভাবা উচিত .......যাদের ঘরে (সংসদে) বনিবনা হয় না রাস্তায় কী করে বনি বণা হবে? আমরা সুখে থাকলে ভূতে কিলোয় জাতি .......এরকম চলতেই থাকবে ........যারা সংবিধান শিকার করে না .......তাদের নিয়ে কিছু লিখলে খুশি হতাম । ধন্যবাদ আপনার সাথে সহমত।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

ইফতেখার তুহিন বলেছেন: ১০০% একমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.