![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি খবরে কাওমি মার্দাসা নিয়ে একটা হস্যকর ঘটনা দেখলাম। চট্টগ্রামে হেফাজতে ইসলামের দায়িত্ব্যপ্রাপ্ত একজন বলছেন, "সরকার যদি কাওমি মার্দাসার দিকে হাত বাড়ায়, তাহলে তার অবস্থা আলীয়া মার্দাসার মত হবে। সেখানে ছেলেমেয়ে একসঙ্গে লেখাপড়া করবে। যা হতে দেয়া যাবে না। যদি সরকার কাওমি মার্দাসার দিকে চোখ তোলে, তাইলে গ্রহযুদ্ধ শুরু করব .... "
হাস্যকর বললাম এই জন্যে যে, তার যুক্তি ছিল, ছেলে মেয়ে একসাথে ঞ্জানার্জন করবে, আর সেটার জন্যেই গৃহযুদ্ধ। বুঝিনা, এরা কেন পেছনের দুনিয়াকে ধরে রাখতে চায়, কেন তারা এখনও মানুষ বা শিক্ষার্থী হিসেবে বিবেচনা না করে , ছেলে মেয়েতে পার্থক্য করে?
চোরের মন পুলিশ পুলিশ, মনে হয় এরা জীবনে এত এত পাপ করেছে যে, এরা সবকিছুতেই ভয় পায়।
যারা এইসব মার্দাসায় মুক্ত হস্তে দান করেন, পরকালের খাতিরে, তাদের উচিত, এখন থেকে একটু হলেও এই সব মার্দাসায় দানের ব্যাপারে চিন্তাভাবনা করা। দেখা উচিত তাদের দান সঠিক সুন্দর পথে ব্যয়ীত হচ্ছে কিনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
চারশবিশ বলেছেন: আপনার দান আপনি যেখানে খুশি সেখানে খুশি করবেন
কিন্তু কুরবানির সময় হলে ঐ মাদ্রাসার ছাত্রদের হন্যে হয়ে খুজেন