নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

হার্ট যাদের বুকের ডান পাশে ( Dextrocardia )

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

একটু অবাক লাগলেও ব্যাপারটা সত্যি। আমাদের চারপাশেই এমন অনেক মানুষ আছে যাদের বুকের ডান পাশে হার্ট বা হৃদপিন্ড আছে। অথচ তারা হয়ত জানেন না।



যাদের বুকের ডানপাশে হার্ট আছে তাদের সংখ্যা প্রতি ১২ হাজারে মাত্র ১ জন। হার্টের এই অসাধারণ অবস্থান করাকে বলে Dextrocardia। অনেকে ডাক্তার Dextrocardia রুগিদের ধরতে পারে না। আমি নিজের চিকিৎসা করিয়েছিলাম দীর্ঘ ৩ বছর। তবে সেটা রিমুটিক ফিভারের জন্যে। আমার ডাক্তার কখনই ধরতে পারেনি যে আমার হার্ট ডান পাশে।



আমি বড় হবার পর একটা মেজর অপারেশানের সময় আমার এই ডাক্তার বলেন আমার হার্ট ডান পাশে। তার ১১ বছরের চিকিৎসক জীবনে আমি প্রথম পেশেন্ট। পরে আমি আমার সেই পুরাতন হার্ট স্পেশালিস্টের কাছে যাই। তিনি অবাক ও লজ্জিত হন।



যাই হোক শুনেছি, জাপানের নিন্জা বাহিনীর লোকদের মধ্যে Dextrocardia বেশি দেখা যেত। আমরা যেমন বামহাতি বন্ধুদের দেখি, তেমন অঞ্জাতসারেই হয়ত ডানহার্টি বন্ধু আছে। এটা প্রকৃতির একটা খেয়াল।



মজার ব্যাপার হল, আমার পাকস্থলিটাও উল্টো পাশে মানে ডান পাশে। ভয় পাবার কিছু নেই। অন্তত আমার কোন সমস্যা নেই। Dextrocardia নিয়ে আরও জানতে লিঙ্ক



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

বোকা ছেলে ৯৮৯ বলেছেন: আপনাকে দেখতে ইচ্ছা করছে B:-) । ডান দিকে হৃদপিণ্ড।
হার্ট বীট তো ডান দিকে হয়। পাকস্থলি ডান পাশে। B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

মশিকুর বলেছেন:
কঠিন অবাক করা বিষয়!!!

আমি কিন্তু বুকের বামপাশে হাত দিলেই অনুভব করতে পারি হার্টের ধুকপুকানি। আপনারও অনুভব করার কথা! যাইহোক বড় কোন সমস্যার কিছু নাই যেনে স্বস্তি পেলাম। ভাল থাকুন।।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: সিরিয়াসলি? আপনি নেক্সট ব্লগ ডে তে আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.