![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যত দূর মনে পরে বিটিভি র রোবোটিক খবরের তুলনার একুশের খবর ছিল একদম অন্যরকম। এটা শুরুর কথা। কিন্তু এখন একুশে টিভির খবর আর ভাল লাগে না। এখানে খবর মানেই রক্তারক্তি, খুন, অপরাধ, গা শিউরানো ঘটনা। আশা যোগায় বা ভাল কোন খবর হাসি মুখে তুলে ধরা হয়না। হাসি মুখ দেখা যায় যখন নিউজ রিপ্রিজেনটার খবর শিরনাম পড়ে বা খবর শেষ করে।
মানুষের মন আর কতটা প্রেসার নিতে পারে? এমনিতেই রাস্তায়, অফিসে, কাজের জায়গায় অনেক অনেক যন্ত্রনা, তারউপর সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরেও যদি মিডিয়ার সামনে এমন সব মানসিক চাপের ভেতর দিয়ে যেতে হয়, তাহলে কেমন লাগে?
সেদিক বিচার করলে চ্যানেল আই, গাজি টিভি, মাছ রাঙ্গা, এনটিভি আমার ভাল লাগে। আর বাজে তালিকায় একুশে টিভি, এটিএন, একাত্তর, আরটিভি। এদের অনুষ্ঠান, নাটকও আমার ভাল লাগে না।
তবে গানের চ্যানেল হিসেবে চ্যানের সিক্টিন দারুন ভাল লাগে ।
আমার মতে , সব চ্যানেলের উচিত, অনুষ্ঠান নির্বাচনে মনোবিঞ্জানীদের পরামর্শ নেয়া উচিত।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
অেসন বলেছেন: একুশের খবরকে কি খবর বলা যায় ? খবরের শুরুতেই তাদের নিজস্ব রিপোর্ট দেখানো হয়। অথচ অপেক্ষায় থাকি দিনের শীর্ষ খবরগুলোর জন্য।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭
অেসন বলেছেন: একুশের খবরকে কি খবর বলা যায় ? খবরের শুরুতেই তাদের নিজস্ব রিপোর্ট দেখানো হয়। অথচ অপেক্ষায় থাকি দিনের শীর্ষ খবরগুলোর জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩
কোবিদ বলেছেন: