নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

এটা দ্বারা বোঝাল যে বিএনপির উপর খালেদার আস্থা নেই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

নিজের দলের উপর আস্থা নেই বলেই, গ্রেফতার হবার আগে নিজের আপন জনদের দেশের বাইরে পাঠিয়ে দিল খালেদা জিয়া। কারনটা খুব পরিষ্কার। নিজের দলের কর্মীদেরও আজ অনেকে স্বজন হারা। প্রতিশোধের আগুনে তারা উত্বপ্ত লোহার মত লাল হয়ে আছে।

আজ যেসব কর্মী পথে নামছে, হয় তারা নেশা খোর, না হয় দাগী আসামী। আর না হয় অশুভ শক্তির কাছে পরাজিত, মৃত্যু ভয়ে শঙ্কিত। হুমকি ধামকিতে অস্তিত্বের পরিচয় দিচ্ছে ।

আমি হলফ করে বলতে পারি, যদি খালেদা সরকার আবার আসে, সব তার হাতের মুঠোর মধ্যেও থাকে, তাহলেও সে অস্ত্রধারী সরকারি বা সন্ত্রাসী বাহিনী ছাড়া একা একটা গাড়িতে ঢাকার এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেতে পারবে না।

দেশের মানুষ জানে দুই নেত্রীর রাজনীতি কিসের জন্যে। যখন এক একটা পোড়া লাশ দেখি, মনে হয় যেন, ওদের কেউ একজন পোড়ে না কেন? এত অত্যাচার সব খেটে খাওয়া মানুষের উপর কেন?

যে বাস বা ট্রাকের শ্রমিক ড্রাইভাররা বুকে সাহস নিয়ে তার উপার্জনের একমাত্র সম্বল গাড়িটি নিয়ে হাইওয়েতে বের হয়েছে,আমার চোখে তো ওরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। ৭১ এর যুদ্ধের চেয়ে এটা কম ভয়ঙ্কর নয়।

এপর্যন্ত ৬০ জনের পোড়ার রুগির মৃত্যুর খবর শুনলাম গত ২৯ দিনে, আরও ১২৪ জন ছটফট করছে। আর কত লাশ লাগবে কে জানে ? এতসবের পরেও কি বাঙ্গালির শিক্ষা হবে না? কোনটা ভাল কোনটা মন্দ সেটা বুঝবে না?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

নিষ্‌কর্মা বলেছেন: এর আগে স্বৈরাচার এরশাদের আমলেও বিরোধী নেতাদের এত অত্যাচার করা হয় নাই। সেইটা স্মরণ থাকলে আলোচনায় সুবিধা হয়!

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

দখিনা বাতাস বলেছেন: নিষ্করমা সাহেব, এরশাদ আমলের কি দেখচেন? খালেদা হাসিনারে থানায় নিয়া সারা রাত কাঠের বেন্চে বসাইয়া রাখার ঘটনাও আছে। এরশাদ আমলের মাত্র একটা ঘটনা বললা।

এর আগে কোন নেত্রিরে গ্রেনেড দিয়া মারার চেস্টা করা হয় নাই-সেইটা স্বরনে রাখলে আলোচনায় আরোও বেসি সুবিধা হয়

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০

রঙতুলি বলেছেন: নিষ্‌কর্মা বলেছেন: এর আগে স্বৈরাচার এরশাদের আমলেও বিরোধী নেতাদের এত অত্যাচার করা হয় নাই। সেইটা স্মরণ থাকলে আলোচনায় সুবিধা হয়

দলকানাদের সাথে আলোচনার মানেই হয় না ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

অেসন বলেছেন: যে বা যারাই পেট্রোল বোমা হামলার জন্য দায়ী হোক না কেন, সুযোগ পাচ্ছে অবরোধ/হরতালের কারনে। যে কর্মসূচী মানুষকে কয়লা বানায় সেই কর্মসূচী থেকে সরে এসে অন্য কোন আন্দোলনের পথে যাওয়া উচিত।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

কলাবাগান১ বলেছেন: এর আগে কোন নেত্রিরে গ্রেনেড দিয়া মারার চেস্টা করা হয় নাই-সেইটা স্বরনে রাখলে আলোচনায় আরোও বেসি সুবিধা হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.