![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদ্ধ আলিশান জানালার পাশের সিলিং এ চুপচাপ এক কবুতর এসে বসলো।একাকিত্বতা,,সরলতা,,পবিত্রতাই সমৃদ্ধ এক কবুতর।
এখন কেও হয়তো বলবেন,,""আরেহ!কবুতর তো এমনই হয়।কখনো দেখসো কোনো কবুতরকে রাইওট করতে,,নিজ উপস্থিতি বুঝাতে বারবার পাখা ঝাপটাতে কিংবা কোনো জিনিস নিয়ে বিচলিত হতে!কবুতর এমন করে না বললেই চলে।এতো জানা বিশষণে কবুতরকে বিশেষায়িত না করলেই চলতো।""""
আমাদের চোখ মিলল,,আমরা পরস্পরকে দেখলাম।এবং অপরিচিত থাকার পুরানো বন্ধন ভাঙ্গলাম।কিন্তু পরিচিত হয়েও না দেখার ভান করলাম।সামান্য আড়চোখে তার দিকে তাকাতেই দেখলাম,,""সে একবার আকাশের দিকে তাকালো উড়ার নেশায়,,আবার পরক্ষণেই ক্লান্ত চোখে তাকালো আমার দিকে এবং বসে পড়লো।কিন্তু পুরোপুরি ঘাড় ঘুরিয়ে তার দিকে যখন তাকালাম তখন সে উড়াল দিতো।হয়তো আমি যাতে তাকে প্রাণশূন্য,, নির্জীব না ভাবি তাই উড়াল দিলো।।""
কাজে মনোযোগ ফেরানোর চেষ্টা করছি।।মনে মনে ভাবতে লাগলাম,,""ইস্!তার পাশে এসে যদি কেও বসতো,,তার মনের কথা শুনতে চায়তো,,তার কষ্টটা বুঝতে চায়তো।তাহলে সে হয়তো তার সুখ খুঁজে পেতো।কেননা তার মনের চাপা আবেগ,, অনুশোচনা সে বের করতে পারতো।যেদিন তার শরীর নিথর হবে এবং সেদিনও যদি তার মাঝে অনুশোচনা আর আবেগের বোঝা থাকে তাহলে সে আর সেই বোঝা নিতে না পেরে হয়তো এই ফ্লোর থেকেই লাফ দিবে।।""
আমার মনের কথা শুনতে পেরে হয়তো কিছু দানাপানির ব্যবস্থা করেই কবুতরটি আবার সিলিং এ এসে বসলো।আর আমি স্বচ্ছ কাঁচের মাঝে দিয়ে তার জীবন বিশ্লেষণ করতে লাগলাম।দেখলাম,,""প্রতিদিন নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়া,,কাউকে খুঁজা,,কিছু করা,,কিছু না করা,,আবার পুরানো গন্ডিতে ফিরে আসা--এটাই তার দৈনিক কাজের রুটিন।"""খুবই আশ্চর্যের বিষয় হলো দৈনিক রুটিনটি আমার দৈনিক রুটিনের সাথে হুবহু মিলে গেলো।গভীরে গিয়ে দেখলাম,,""বর্তমানে দুনিয়ার কাছে যেটি জানালা সেটি আমার আয়না এবং দুনিয়ার কাছে যেটি কবুতর সেটি আমার সত্ত্বা হয়ে গিয়েছে,, হঠাৎই।
এখন হয়তো অনেকে বলবে,,""আরেহ!আমরা মানুষ।আমরা এই সবের চেয়ে উপরে।আমরা উন্নত ও সর্বশ্রেষ্ঠ প্রাণী।"""
কিন্তু আমি বলি,,,""যদি একবার শরীরের আস্তরণ,,আকৃতি,,ম্যনুফেকচার বাদে ভাবেন তাহলে আমি ও আপনি প্রায় সকলেই সেই কবুতরই।""
২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ভেলকি বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩
স্রাঞ্জি সে বলেছেন:
তারা ঠিকই আছে। আমরা মনুষ্যরা বেনিয়মি হয়ে গেছি।