নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মাটি হবো মাটি

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...

ভিয়েনাস

মেঘরংগা চোখে লজ্জা তার বাসা বাধে...

ভিয়েনাস › বিস্তারিত পোস্টঃ

সৎপাত্র..... সুকুমার রায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০৭











শুনতে পেলাম পোস্তা গিয়ে—

তোমার নাকি মেয়ের বিয়ে ?

গঙ্গারামকে পাত্র পেলে ?

জানতে চাও সে কেমন ছেলে ?

মন্দ নয় সে পাত্র ভালো

রঙ যদিও বেজায় কালো ;

তার উপরে মুখের গঠন

অনেকটা ঠিক পেঁচার মতন ;

বিদ্যে বুদ্ধি ? বলছি মশাই—

ধন্যি ছেলের অধ্যবসায় !

উনিশটিবার ম্যাট্রিকে সে

ঘায়েল হয়ে থামল শেষে ।

বিষয় আশয় ? গরীব বেজায়—

কষ্টে–সৃষ্টে দিন চলে যায় ।

মানুষ তো নয় ভাইগুলো তার—

একটা পাগল একটা গোঁয়ার ;

আরেকটি সে তৈরী ছেলে,

জাল করে নোট গেছেন জেলে ।

কনিষ্ঠটি তবলা বাজায়

যাত্রাদলে পাঁচ টাকা পায় ।

গঙ্গারাম তো কেবল ভোগে

পিলের জ্বর আর পাণ্ডু রোগে ।

কিন্তু তারা উচ্চ ঘর,

কংসরাজের বংশধর !

শ্যাম লাহিড়ী বনগ্রামের

কি যেন হয় গঙ্গারামের ।—

যহোক, এবার পাত্র পেলে,

এমন কি আর মন্দ ছেলে









মন্তব্য ৯৪ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১৮

প্রশংসা বলেছেন: ++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৯

ভিয়েনাস বলেছেন: :) :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৭

ইসরা০০৭ বলেছেন: সুকুমার রায় কবিতা অনেক প্রিয়।

ধন্যবাদ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৫

ভিয়েনাস বলেছেন: সুকুমার রায়ের কবিতা গুলো পড়লে মন ভরে যায়।

ধন্যবাদ আপু :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৭

একজন বাউন্ডুলে বলেছেন: +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৯

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩২

কামরুল হাসান শািহ বলেছেন: দারুন, আগে পড়ি নাই।

শেয়ারের জন্য ধন্যবাদ :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৭

ভিয়েনাস বলেছেন: আজ সুকুমার রায়ের কবিতা পড়লাম,মাঝে মাঝেই পড়া হয়। পড়তে ভালো লাগে।ভাবলাম একটা পোস্ট করি :)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৫

নাফিজ মুনতাসির বলেছেন: কঠিন কবিতা.....+++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৪

ভিয়েনাস বলেছেন: মজার কবিতা :) :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৮

েমা ফয়সাল হাসনাইন বলেছেন: দারুন এক ছড়া , এক সময় ,দল বেধে স্টেজে বলতাম ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪০

ভিয়েনাস বলেছেন: বাচ্চা পুলাপান স্টেজে ছড়া বলার জন্য সুকুমার রায়ের কবিতা বেশী পছন্দ করে :) :)

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩১

জালিস মাহমুদ বলেছেন: :) :) :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৪৪

ভিয়েনাস বলেছেন: :) :)

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৬

ফারিয়া বলেছেন: কবিতাটা আগে পড়ি নি, বেশ আসোলেই!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০১

ভিয়েনাস বলেছেন: সুকুমার রায়ের সব কবিতা গুলোই খুব মজার...

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৬:১৪

কাকঁন বলেছেন:
খুব সুন্দর,মজার কবিতা:)
শেয়ারের জন্য ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৫

ভিয়েনাস বলেছেন: কাঁকন আপু সুকুমারের প্রায় সব গুলো লিখায় সুন্দর আর মজার :) :)

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫০

ছোট্ট রাজকণ্যা বলেছেন: :D :D :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬

ভিয়েনাস বলেছেন: ছোট রাজকণ্যাকে ব্লগে স্বাগতম :) :)

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫১

বাক স্বাধীনতা বলেছেন: 'আরে আরে জগমোহন, এসো এসো এসো
বলতে পারো কোথায় থাকে
আর্দ্যনাথের মেসো? '

-এই ছড়াটিও অনেক মজার ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

ভিয়েনাস বলেছেন: হুম এটাও মজার...

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক মজার কবিতা,,,,,,,,,,,,,,,,ধন্যবাদ শেয়ার করার জন্য। কিন্তু হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৬

ভিয়েনাস বলেছেন: সুকুমারের হারিয়ে খোঁজা ছড়াটাও চমৎকার...

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৯

উচ্ছল বলেছেন: মনে করিয়ে দিলেন ভাই, ছোট বেলায় + ভার্সিটিতেও শিশুদের ওপর কাজ করতে গিয়ে নাটক করতে গিয়ে এই কবিতা আবৃত্তি করতাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৭

ভিয়েনাস বলেছেন: ছোটদের জন্য সুকুমারের সব ছড়া গুলোই চমৎকার।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:২৪

আমি তানভীর বলেছেন: দারুণ +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০১

ভিয়েনাস বলেছেন: :) :)

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

প্রথমবার পড়লাম।
বেশ লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪২

ভিয়েনাস বলেছেন: হুম ভালো লাগারি কথা :#)

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৯

সৈয়দ নাসির আহমেদ বলেছেন: সুকুমার রায়ের ছড়া গুলো
পড়তে ভারি চমৎকার
এই বিষয়ে সবাই জানে
বলো দেখি অমতকার

সুকুমার রায়ের অন্য লেখার মতো এটাও খুব ভালো লাগলো।
ধন্যবাদ পোস্টের জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৪

ভিয়েনাস বলেছেন: সুকুমার মানেই মজার কিছু...

ধন্যবাদ পড়ার জন্য

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩১

জানালার বাইরে বলেছেন: সুকুমার রায় সব পড়া
++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৫

ভিয়েনাস বলেছেন: শুনে ভালো লাগলো :)

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৫২

সাইফুলহাসানসিপাত বলেছেন: সুন্দর কবিতা , আগেই পড়েছি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৬

ভিয়েনাস বলেছেন: পড়ার মতোই কবিতা :)

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:১০

ঈষাম বলেছেন: +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৬

ভিয়েনাস বলেছেন: :) :)

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৯

মিজান আনোয়ার বলেছেন: দারুন হয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৫৫

ভিয়েনাস বলেছেন: সুকুমার রায়ের কবিতা দারুন তো হবেই :) :)

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৪

অপর্না হালদার বলেছেন: খুবই ভালো লাগলো ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৫

ভিয়েনাস বলেছেন: থেংকু অর্পনাদি :)

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:১৬

~মাইনাচ~ বলেছেন: সুকুমার আমার প্রিয়,


কবিতাটি অনেক সুন্দর

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১২

ভিয়েনাস বলেছেন: মন খারাপে সুকুমার রায়ের কবিতা ভালো কাজ দেয় :#)

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আমার খুব খুব প্রিয় !!! আপনাকে +++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৪

ভিয়েনাস বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ :) :)

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮

অচল স্বপ্ন বলেছেন: অনেক দিন পর আবার পড়ে ভাল লাগল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৮

ভিয়েনাস বলেছেন: এসব জিনিস মাঝে মাঝে পড়া ভালো। মন ভালো হয় :) :)

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৮

জোবায়ের নিয়ন বলেছেন: প্রথমবার পড়লাম।

শেয়ারের জন্য ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:১৯

ভিয়েনাস বলেছেন: কেমন লাগলো :) :)

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

সায়েম মুন বলেছেন: বেশ মজার ছড়া। আনন্দে পড়লাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২০

ভিয়েনাস বলেছেন: আনন্দ দিতে পেরে ভালো লাগলো :) :)

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৪

ফারজুল আরেফিন বলেছেন: +++++++ :) :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩০

ভিয়েনাস বলেছেন: :) :)

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১০

আজমান আন্দালিব বলেছেন: সুকুমার রায়ের কবিতা যখনই পড়ি নতুন মনে হয়...

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩২

ভিয়েনাস বলেছেন: আজমান আন্দালিব বলেছেন: সুকুমার রায়ের কবিতা যখনই পড়ি নতুন মনে হয়...

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২১

মিরাজ is বলেছেন: ভালোলাগা কবিতারা। +++

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৩

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ মিরাজ ভাই :) :)

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: হা হা হা


অনেক অনেক মজার আর প্রিয় কবিতা!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৪

ভিয়েনাস বলেছেন: সুকুমার রায়ের মজাদার কবিতা :) :)

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৪

নিশাচর ভবঘুরে বলেছেন: অবশেষে বিষণ্ণতার জানালা খুলে আলো এলো। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৩৫

ভিয়েনাস বলেছেন: বিষন্নতা তো দেখলাম আপনার আংগিনায় তাই এখানে জানালা ভরা আলো পড়েছে B-) B-)

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪৪

কামরুল হাসান শািহ বলেছেন: সুকুমার রায়ের সব কবিতাই মজার। আরো শেয়ার করুন

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৩

ভিয়েনাস বলেছেন: মাঝে মাঝে শেয়ার করলে মন্দ হয়না :)

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:০১

রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা সহ ++

ধন্যবাদ শেয়ার করার জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৩

ভিয়েনাস বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ :)

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:০২

~মাইনাচ~ বলেছেন: সুকুমারের অনেক কবিতা আমার কাছে আছে, ভাবছি সবগুলো দিয়ে একটা পোষ্ট দেব। এক মাইল লম্বা পোষ্ট দিলেনা আবার মডু রাগ করে /:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৪

ভিয়েনাস বলেছেন: শেয়ার করুন...

মডুরা পড়ে খুশী হবে :#)

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫২

নাঈম আহমেদ আকাশ বলেছেন: এই কবিতাটা আগে পড়া হয় নাই । আপনাকে অনেক ধন্যবাদ । :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৬

ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ গৃহীত হইলো :)

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৩

ঘুমন্ত আমি বলেছেন: দারুন কবিতাতো আগে পড়াই হয় নাই ।প্লাস

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৬

ভিয়েনাস বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ :)

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৫

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ২১নং প্লাস

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪২

ভিয়েনাস বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই...

৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৫

সকাল রয় বলেছেন:
:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪২

ভিয়েনাস বলেছেন: :) :)

৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:০২

কামরুল হাসান শািহ বলেছেন: আপনার ফেসবুক লিংকটা দিন

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৪৩

ভিয়েনাস বলেছেন: সরি ভাই আমি ফেসবুক ইউজ করিনা :(

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

তিথির অনুভূতি বলেছেন: +++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৯

ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ তিথির :)

৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৫৫

রবিন মিলফোর্ড বলেছেন: সুকুমার রায় অনেক প্রিয় ।


+++++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫০

ভিয়েনাস বলেছেন: সুকুমারের কবিতা মানেই মজার কবিতা...

৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০১

শিপু ভাই বলেছেন:
সুকুমার রায় প্রিয়!!!
এই ছড়াটাও খুব প্রিয়!!!


+++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৮

ভিয়েনাস বলেছেন: ধন্যবাদ শিপু ভাই :)

৪৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৭

জুল ভার্ন বলেছেন: সুকুমার রায়ের খুব মজার একটা ছড়া কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার অনেকগুলো লেখা আজ পড়েছি-আপনি খুব ভাল লিখেন।

দুই ডজন প্লাস পূর্ণ করে দিলাম।

শুভ কামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৭

ভিয়েনাস বলেছেন: আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লাগছে।মাঝে মাঝে কিছু লেখার চেষ্টা করি কিন্ত খুব ভালো লেখি কিনা জানিনা।

প্লাসের জন্য অনেক ধন্যবাদ।

শুভকামনা সব সময়ের জন্য :) :)

৪৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৭

শহিদুল ইসলাম বলেছেন: আমার প্রিয় ছড়াকার :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪২

ভিয়েনাস বলেছেন: :) :)

৪৫| ০৯ ই মে, ২০১২ সকাল ৮:৩৪

মৌ রি ল তা বলেছেন: ছবিটা ভালো হইছে..:p

১৫ ই মে, ২০১২ রাত ১০:১১

ভিয়েনাস বলেছেন: গংগারাম...

ছবিটা আমারো ভালো লেগেছে।

৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
মজার খুব :) ||

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

ভিয়েনাস বলেছেন: হুম... সুকুমার মানেই মজার কিছু :)

অনেক ধন্যবাদ মুন

৪৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

গেদির বাপ বলেছেন: ছুটুকালে এইটা ভালো লাগতো খুব।আমার গেদিরে পইড়া শুনাই গিয়া :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

ভিয়েনাস বলেছেন: গেদির কি কবিতা শোনার বয়স হয়েছে ??? যদি না হয় তাইলে একটা সুপরামর্শ দিতে পারি :) ....

গেদির মা কে শোনাতে পারেন ;)

অনেক ধন্যবাদ গেদির বাপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.