নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু অন্যরকম !

ভাবনা গুলো সুধায় মোরে ... এতো কিছু ভাবি... তবু ... কেন ভাবিনা তারে!

ভিনদেশী তারা

বহু কাল যেন ফেরাতে পারিনি সময় টা কে নষ্ট সময়ের হাত থেকে ...

ভিনদেশী তারা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি – শামসুর রাহমান

২৬ শে মার্চ, ২০১১ রাত ১২:৫২

স্বাধীনতা তুমি

রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।

স্বাধীনতা তুমি

কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো

মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা

স্বাধীনতা তুমি

পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা তুমি

ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা তুমি

রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

স্বাধীনতা তুমি

মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।

স্বাধীনতা তুমি

অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।

স্বাধীনতা তুমি

বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর

শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।

স্বাধীনতা তুমি

চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।

স্বাধীনতা তুমি

কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।

স্বাধীনতা তুমি

শ্রাবণে অকূল মেঘনার বুক

স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।

স্বাধীনতা তুমি

উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

স্বাধীনতা তুমি

বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।

স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

স্বাধীনতা তুমি

গৃহিণীর ঘন খোলা কালো চুল,

হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।

স্বাধীনতা তুমি

খোকার গায়ের রঙিন কোর্তা,

খুকীর অমন তুলতুলে গালে

রৌদ্রের খেলা।

স্বাধীনতা তুমি

বাগানের ঘর, কোকিলের গান,

বয়েসী বটের ঝিলিমিলি পাতা,

যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।



................................

................................

................................

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:০৫

শায়েরী বলেছেন: Oshadharon kobita!! Amar onnk valo lage!!!

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৩৪

ভিনদেশী তারা বলেছেন: সত্যিই অসাধারন কবিতা... আমার ও অসম্ভব প্রিয় ... :) ধন্যবাদ

২| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:১৪

সুমনেশখেয বলেছেন: এই কবিতাটা সুন্দর। এটা সবাই জানে তবে আমি খুশি হতাম যদি আপনি নিজের কিছু বানানো কবিতা লিখতেন।
তারপরও কষ্ট করে লিখেছেন। তাই +
ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৩০

ভিনদেশী তারা বলেছেন: আমি কোন কবি নই, তারপরও মাঝে মাঝে লিখতে খুব ভাল লাগে। আজ কেন জানি শামসুর রাহমানের প্রিয় কবিতা টা ছারা আর কিছু লিখতে ইচ্ছে হল না। ..... যা হোক, ধন্যবাদ আপনাকে।

৩| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:২১

কবীর হুমায়ূন বলেছেন:
সুন্দরকে বারবার তুলে আনাই সুন্দরের কাজ।

ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৩৭

ভিনদেশী তারা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৪| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:২৫

নীল_পদ্ম বলেছেন: এই কবিতাটা অনেকদিন ধরে খুঁজছিলাম, ধন্যবাদ আপনাকে।

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৪০

ভিনদেশী তারা বলেছেন: কথা টা শুনে কেন যানি অনেক ভাল লাগল ...... অনেক ধন্যবাদ।

৫| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৪২

রবিন-৭৭ বলেছেন: নীল_পদ্ম.. পাকি বির্য তর এই কবিতা দিয়ে কাম কি। তুই তো পাক সার জমিন সার বাদ শুনবি।

২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৫১

ভিনদেশী তারা বলেছেন: হাঃ ... হাঃ.... হাঃ.... হাঃ....... (না হেসে পারলাম না ... দুঃখিত)।

৬| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৫৫

নীল_পদ্ম বলেছেন: রবিন-৭৭ @

তুমি আয়নার সামনে গালি দিয়েছ। আওয়ামী লীগ করা মানেই মুক্তিযোদ্ধা নয়। ভাল থাকো তুমি, দেখা হবে।

২৬ শে মার্চ, ২০১১ রাত ২:০৫

ভিনদেশী তারা বলেছেন: আমি আপনার সাথে একমত।

৭| ২৬ শে মার্চ, ২০১১ রাত ২:১৪

মোঃমোজাম হক বলেছেন: এখানেও গালাগালি,হায়রে বাঙ্গালী মানুষ হবি কবে!

২৭ শে মার্চ, ২০১১ রাত ১২:৫২

ভিনদেশী তারা বলেছেন: হয়ে যাবে ......... :))

৮| ২৬ শে মার্চ, ২০১১ রাত ২:১৯

রবিন-৭৭ বলেছেন: যারা গোআ নিজামীদের বিরুদ্ধে কিছু বল্লে গালাগালি শুরু করে তাদের বাংলাদেশ নিয়ে কোন কবিতা ভালো লাগার কথা না। এগুলা সব একটিং।

২৭ শে মার্চ, ২০১১ রাত ১:০২

ভিনদেশী তারা বলেছেন: সরাসরি আক্রমন কখনই ভালো নয়। বলতে বাধ্য হলাম । দুঃখিত।

৯| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১১:৩২

কবীর হুমায়ূন বলেছেন:
ধান ভানতে শিবের গীত,
চৈত্র মাসে ভীষন শীত।

২৭ শে মার্চ, ২০১১ রাত ১:০৭

ভিনদেশী তারা বলেছেন: গীত শুনতে রাধার বারন,
শীতের রাতে ভীষন গরম । । হাঃ ... হাঃ.... হাঃ.... হাঃ......

১০| ২৭ শে মার্চ, ২০১১ রাত ৯:১১

নীল_পদ্ম বলেছেন: রবিন-৭৭@

শোন রবিন, মুক্তিযুদ্ধ/স্বাধীনতা কারও বাপের সম্পত্তি নয়। তোমরা আওয়ামী লীগ করো বলে নিজেদেরকে মুক্তিযুদ্ধের/স্বাধীনতার সোল এজেন্ট মনে করো। আর অন্যরা, যারা আওয়ামী লীগের বিরোধীতা করবে তারা রাজাকার তাই না??

১১| ২৮ শে মার্চ, ২০১১ ভোর ৫:৩৮

রবিন-৭৭ বলেছেন: নীল_পদ্ম...

গোআ নিজামীদের গালি দিলে তর মত যাদের গোআ জ্বলে উঠে তারা অবশ্যই পাকি বির্যের পয়দা/ রাজাকার। ক্লিয়ার?

২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:২০

ভিনদেশী তারা বলেছেন: রবিন-৭৭ & নীল_পদ্ম@
গালি দেয়া যদি সমাধান হতো, মানুষ সারা দিন গালি দিত। আমার ধারনা প্রতেবাদের ভাষা টাও সুস্থ এবং পরিচ্ছন্ন হওয়া উচিৎ। যা হোক, আমি নিজেও আওয়ামী লীগ কে সমর্থন করি। তবে এমন ভাষার সমর্থন করি না।দুঃখিত।

১২| ২৮ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৭

আকাশের তারাগুলি বলেছেন: শামসুর রাহমানকে মুরতাদ ঘোষনা করা হয়েছিলো, একজন মুরতাদের কবিতা ধর্মব্যবসায়ীদের ভালো লাগে কেমন করে?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.