![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর রণ-তূর্য !
শেখ হাসিনার পৈত্রিক নিবাস ইন্ডিয়াতে হাসিনার দিদি "জয় ললিতা", "মায়াবতি", "রাড্রি দেবী", "ওমা ভারতী"রা ক্ষমতায় থাকা কালীন নিজ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও সড়ক মোড়ে নিজের বিশাল বিশাল মুর্তি স্থাপন করে কাঙ্কিত ও কলংকিত যেমন হয়েছিল তেমনি রাষ্ট্রের সম্পত্তি তছরুপ করে নিজের প্রচার ও সম্পত্তির প্রসার ঘটিয়েছিলেন। বাংলাদেশে মূখ্য মন্ত্রির দায়িত্ব নিয়ে হাসিনা তার দিদিদের মতো রাস্তার মোড়ে মোড়ে নিজের মুর্তি স্থাপনের মতো ঝুঁকি না নিয়ে বিভিন্ন দিসব ও তার সরকারের উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি দিয়ে ঢাকা সহ পুরো দেশে বিলবোর্ড দখল রাষ্ট্রিয় খরছে মাসের পর মাস এমনি বছর পর্যন্ত নিজের ছবি দিয়ে ভরিয়ে রেখেছে। বাংলাদেশে সংখ্যাগুরু জনগোষ্টি মুসলিম আর ইসলামে মুর্তি- পুঁজা/ বানানো/ রক্ষনাবেক্ষন নিষিদ্ধ তাই মেইন স্ট্রিম পাবলিক সেন্টিমেন্টের কথা মাথায় রেখে সরাসরি মুর্তিতে না গিয়ে কৌশলে ছবির মাধ্যমে নিজের মুর্তি দিয়ে পুরো দেশ ভরিয়ে ফেলেছে। অথচ ইসলামে মুর্তি ও ছবি একই রকম দোষনিয়। ব্যাক্তির ছবি ঘরে রাখা যেমন দোষনিয় তেমনি কোন ব্যাক্তির ছবিযুক্ত কাপড় পরিধান করে নাময আদায় করলে নামায হবে না। মোট কথা ইসলামে ছবি পুঁজা আর মুর্তি পুঁজা একই ভাবে নিষিদ্ধ।
অথচ ঈদের শুভেচ্ছা জানানোর বাহানায় রাষ্ট্রের কোটি কোটি টাকা খরছ করে ঢাকার অলি-গলি রাজপথ জুড়ে হাসিনার বিশাল বিশাল মুর্তিতে (ছবিতে) বসানো হয়েছে। সবচাইতে দৃষ্টিকটু ভাবে দৃষ্টিগোছর হচ্ছে ভিআইপি সড়ক (ঢাকা এয়ার পোর্ট থেকে ফার্মগেট হয়ে পল্টন-গুলিস্তান হয়ে বঙ্গভবন পর্যন্ত) যেদিকে আগামি কাল ঈদের নামায আদায়ের জন্য রাষ্ট্রের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কুটনীতিকরা জাতীয় ঈদগাহে যাবে বা চলাচল করবে সেই সড়কে সবচেয়ে বিশাল আকারের কয়েক হাজার মুর্তি স্থাপন করেছে হাসিনা তার নিজের। যা ইসলামে নিষিদ্ধ এবং ঈদের পবিত্রতা নষ্টকারী কাজ। মুসল্লিরা বাইতুল মোকাররম বা জাতীয় ঈদগাহে নামায আদায় করতে আসা যাওয়ার পথে একজন মহিলার এত বড় মাপের কয়েক হাজার ছবি দেখে দেখে আসবে ও বেরুবে ফলে অজু নষ্ট হওয়া এবং নামায আদায় না হওয়ার সম্ভবনা থেকে যায়।
এত মুসল্লির নামায নষ্ট করার এখতিয়ার হাসিনার আছে কি না তা জাতীর বিবেকের কাছে প্রশ্নতো বটেই নিজের মুর্তি বানানোর মাধ্যমে রাষ্ট্রিয় সম্পত্তি তছরুপের এই মহোৎসব শেষ হবে কবে?
২| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৪৫
রানার ব্লগ বলেছেন: ওহ!! কতই না পর্যালোচনা মুলক লেখা দেখে মন ভরে গেছে, বেগম খালেদা ফালুর বাড়ি যেন কই? ভাইজান বি এন পি এর আমলের কথা মনে হয় ভুলে গেছে, স্বাভাবিক ভাইজান যেহেতু আমাদের সম্প্রদায়ের লোক তাই তার সৃতি বিভ্রাট ঘোটতেই পারে, কাউ কে গালি দেয়ার আগে নিজের পাজামার ফিতা শক্ত করে বাধুন।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৪
নন্দীত নরকে বলেছেন: শক্ত করে বাঁধাই আছে দাদা। হাসিনার পৈত্রিক নিবাস ইন্ডিয়াতে বলার কারন হলো "ইউকিপিডিয়া"। ইউকিপিডিয়ার দেয়া তথ্যমতে হাসিনার জন্ম স্থান ইন্ডিয়া।
৩| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৬:০৫
গোধুলী রঙ বলেছেন: একজন নারী প্রধানমন্ত্রীর ছবি দেখলে আপনার ওজু নষ্ট হয়!!! নামাজে যাবার পুর্বে আপনার মানসিক incestism এর চিকিৎসা জরুরী।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৭
নন্দীত নরকে বলেছেন: একজন নারীর এত বিশাল বিশাল ছবি দেখে আপনার যদি ওযু নষ্ট না হয় তাহলে বুঝতে আপনার পুরুষত্বে সমস্যা আছে ! ছবি পুঁজা আর মুর্তি পুঁজা একই ব্যাপার তাই মুর্তি সাথে রেখে বা দেখে নামায আদায় হবে না !
৪| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৬:০৯
কলাবাগান১ বলেছেন: "আসা যাওয়ার পথে একজন মহিলার এত বড় মাপের কয়েক হাজার ছবি দেখে দেখে আসবে ও বেরুবে ফলে অজু নষ্ট হওয়া এবং নামায আদায় না হওয়ার সম্ভবনা থেকে যায়।"
হায়রে মানসিকতা!!!!
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৮
নন্দীত নরকে বলেছেন: দাদারও মনে হয় পুরুষত্বে সমস্যা আছে ?
৫| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৪৪
শ্রীঘর বলেছেন: আসেন চলেন ফাকি যাই
ঐখানে তো এসব
বেদাত নাই।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩১
নন্দীত নরকে বলেছেন: আমি ফাকি/পাকি/ভাদা/ভাকু কুচতা নেহি চুদেগা ! আপকা মুলক ম্যাঁয় আপ যায়্যে ..
৬| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৪
রেজওয়ান26 বলেছেন: নন্দীত নরকে- আপনার লেখায় অনেকে অনেক কষ্ট পেয়েছে মনে হচ্ছে। তবে যে যাই বলুক আপনার লেখায় জনগনের ভাষা ফুটে উঠেছে।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০
নন্দীত নরকে বলেছেন: ধন্যবাদ ভাই ! তবে আমি আর আপনি একলা জনগন নয়, যারা এই লেখার বিরোধীতা করছে তাদের কথাও আমাদের মানতে হবে কারন তারাও জনগন। সন্তান খারাপ হলে মেরে সঠিক পদ্ধতি নয় তাকে সুস্থ করে তোলাই ভাল পন্থা ।
৭| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
মাহমুদ তূর্য বলেছেন: খোয়াড় থেকে ছাড়া পাইলেন কবে ?????
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
নন্দীত নরকে বলেছেন: রতনে রতনে চেনে - বানিয়া চেনে সোনা ! দাদা কোন বেডে ছিলেন যেনো ?
৮| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
জাহাঙ্গীর জান বলেছেন: মতপার্থক্য থাকা স্বাভাবিক তাই বলে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা ভাষা ব্যবহার হীন মানসিকতার পরিচয় তাও পবিত্র ঈদের দিন । প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদাঃ জিয়া মায়ের বয়সী মহিলা তাঁদের সন্মানের সাথে দেখা উচিত, দুঃখিত মায়েদেরকি ভাবে সন্মান করব, মায়েদের বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে আসা জাতি আমরা ।
২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৮
নন্দীত নরকে বলেছেন: ধন্যবাদ দাদা ! মায়ের সম্মন বাঙ্গালীরা দিতে না জানলেও বাংলাদেশীরা জানে। একজন প্রধানমন্ত্রী বা মায়ের বয়সি কোন মহিলাকে অসম্মান বা অশ্রদ্ধা বা অপমান বা ছোট করার জন্য কোন কথা বলা হয়নি। একজন নারীর ছবি দেখে দেখে রাস্তায় হাঁটা আর একটা নারী মুর্তির দেখে রাস্তায় হাঁটা একই কথা ! আপনি যদি ইসলামে দাখিল থাকতে চান তাহলে ইসলামে পরিপূর্ন দাখিল থাকতে হবে। ইসলামের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না তা হবে না।
৯| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭
জাহাঙ্গীর জান বলেছেন: মতপার্থক্য থাকা স্বাভাবিক তাই বলে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা ভাষা ব্যবহার হীন মানসিকতার পরিচয় তাও পবিত্র ঈদের দিন । প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদাঃ জিয়া মায়ের বয়সী মহিলা তাঁদের সন্মানের সাথে দেখা উচিত, দুঃখিত মায়েদেরকি ভাবে সন্মান করব, মায়েদের বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে আসা জাতি আমরা ।
১০| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪২
সুমন্ত বলেছেন: শুধু এদেশ না পৃথিবীর অনেক দেশে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ও সড়ক মোড়ে সরকার/রাষ্ট্র প্রধানের বিশাল বিশাল মুর্তি স্থাপন করা হয়ে থাকে।
১১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৫
নন্দীত নরকে বলেছেন: ক্ষমতার মসনদের অপব্যবহার করে মুর্তি বসানো শাষকদের উদ্দেশ্যে দুইটা ঘটনা মনে পড়ে যায়ঃ
*সাদ্দাম হোসেনের পতনের পর বাগদাদের রাস্তায় বসানো সাদ্দাম হোসেনে বিশাল এক মুর্তি ইরাকের বহিরাগত বিরোধীরা ক্রেন দিয়ে টেনে হিঁছড়ে ভেঙ্গে ফেলছে আর মুর্তির চারপাশে উল্লাসরত সাধারন ইরাকিরা !
*"হিরক রাজা দেশে" ছবির শেষ দৃশ্য- "দড়ি ধরে মারো টান-রাজা হবে খান খান" !
১২| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: জামাতিদের ফাশি দেয়া হবে , আসুন হাত তালি দেই
১৩| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
শ্রীঘর বলেছেন: লেখক বলেছেন: আমি ফাকি/পাকি/ভাদা/ভাকু কুচতা নেহি চুদেগা ! আপকা মুলক ম্যাঁয় আপ যায়্যে ..
বাংলাদেশ রে ছবি, মূর্তিবিহীন করতে পারলে আফগান-তালেবান, পাকিস্তানের কাছাকাছি দেশে পরিনত করা সম্ভব। আর সেটাই আপনি চাচ্ছেন। তবে চুদ-মোদন এইগুলি কি আডমিনরা দেখে না? নাকি এখানেও আপনার কারিশমা আছে!
১৪| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
লেখোয়াড় বলেছেন:
ছি ছি হাসিনা এত খারাপ! তা আপনি কোন হাসিনার কথা বলছেন? আমাদের পাড়ার হাসিনা? নাকি প্রধান মন্ত্রী। মুখ্যমন্ত্রী হাসিনারে তো চিনলাম না?
সুন্দর লিখেছেন।
আপনি হচ্ছেন এ দেশের সবচেয়ে খাঁটি মুসলমান। আপনার তুলনা নেই। তা এদেশ থেকে ওই হাসিনা সহ অুমসলিমদের তাড়িয়ে দিলে হতো না? আসেন তাই করি। অথবা কোন কায়দায় মরে ফেলা যেতে পারে। তাহলে এদেশে শুধু মুসলিমরাই থাকত। তখন আপনার কোন অসুবিধা হতো না, আপনি খুশি মনে শান্তিতে ঘুমাতে পারতেন।
তাই না?
ভুল বললাম? ভুল হলে মাপ করে দিয়েন।
১৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮
ইমরান হক সজীব বলেছেন: বাংলা হবে তালেবান, আমরা হব আফগান ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৫
নন্দীত নরকে বলেছেন: ক্ষমতার মসনদের অপব্যবহার করে মুর্তি বসানো শাষকদের উদ্দেশ্যে দুইটা ঘটনা মনে পড়ে যায়ঃ
*সাদ্দাম হোসেনের পতনের পর বাগদাদের রাস্তায় বসানো সাদ্দাম হোসেনে বিশাল এক মুর্তি ইরাকের বহিরাগত বিরোধীরা ক্রেন দিয়ে টেনে হিঁছড়ে ভেঙ্গে ফেলছে আর মুর্তির চারপাশে উল্লাসরত সাধারন ইরাকিরা !
*"হিরক রাজা দেশে" ছবির শেষ দৃশ্য- "দড়ি ধরে মারো টান-রাজা হবে খান খান" !