নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

একটি ফলধারি গাছের গল্প

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

মনে করুন, কেউ একজন একটি গাছ লাগাল। তিনিই নিঃসন্দেহে গাছটির মালিক। এবার গাছটি থেকে ফল পাবার আশায় কয়েকজন পরিচর্যাকারি নিয়োগ করলেন।



এখন পরিচর্যাকারিগন, গাছটির পরিচর্যা'র চোটে গাছটির ত্রাহি ত্রাহি অবস্থা করে ফেলেন। অবস্থা খারাপ করলে কি হবে! পরিচর্যাকারিগন কিন্তু নিয়মিত গাছ থেকে ফল আদায় করে তবেই ছাড়েন! বেপারটা এরকম, দিবি না কেন? দিতেই হইব, এই টাইপের আরকি! ঐ দিকে গাছের মালিক ও তো বেজায় খুশি, 'ও! রে ফলন! এই না হইলে আমার পরিচর্যাকারি!' গাছটি যে ঐদিকে মরে মরে অবস্থা এদিকে তার খেয়াল ও নাই। তার দরকার ফল!



বিষয়টা এখানে শেষ হইলেই হইত, কিন্তু না এর থেকেও নিদারুন কষ্ট আছে। পরিচর্যাকারিগন সারা বছর নিজের জান-যৌবন দিয়ে গাছের দেখাশোনা করেন, কিন্তু গাছের মালিক শুধু তাকেই ভালবাসেন যে প্রতি মাসে তার হাতে ফল দিয়ে আসে। আরে ভাই, এইটা কি হইল? সবাই তো গাছের খেদমত করছে তাদের কাউরে আপনি দেখতে পারলেন না, শুধুমাত্র যে ফল দিয়া আসলো সে-ই ভাল? সে তো কাজ চোর ও হইতে পারে! শুধুমাত্র ফল তোলার সময় হাজির হয়ে ফল নিয়ে আপনার বদান্যতা কামাতে পারে। আর যে-ই লোক সারা বছর আপনার গাছ বুকে আগলে পাহারা দিছে, আগাছা সাফ করছে, পানি দিছে, নিত্য নতুন আইডিয়া বের করছে ফলন বৃদ্ধির জন্য সে-ই বেটা কিছু না। তা-রে মাস শেসে আপনি চিনেনও না!! অথচ এই লোকের মত কিছু লোকের জন্যই আপনার গাছ এখনও টিকে আছে। তারা ফলের চিন্তা করে না। তারা ভাবে গাছ বাচলে তারা বাঁচবে, এই আশাতেই তারা গাছের জন্য নিবেদিত প্রাণ। তাদের যাওয়ার আর কোন জায়গা নেই ভেবে তাদের সাথে যা ইচ্ছা তাই করবেন না, প্লিজ।



উপরের গল্পটি আমাদের কর্পোরেট কালচার এর। যেখানে আপ্প্রাইজাল বলে একটি বিষয় আছে। এখানে মুখ্য বিষয়টি হল শুধুমাত্র যারা আপ্প্রাইজাল পায় তারাই কি কম্পানি ট্যালেন্ট? সবাই নিজের কম্পানির জন্য কাজ করে (দু'-একটি বিচ্ছিন্ন মানুষ ছাড়া), তাই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সারভাইভালের জন্য সবাইকে নিয়ে ভাবতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.