নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আর ভালবাসা- এইতো জীবন।

আমি খুব সাধারণ এক অসাধারণ মানুষ।

আদিল শাহ্‌রিয়ার

আমি একজন শান্ত শিষ্ট চুলবিশিষ্ট প্রাণী!

আদিল শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ইমোশনাল ব্ল্যাকমেইল !!!

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫

-মোবাইলটা হঠাৎ নেচে উঠলো !!!



-সকাল ৭টা বাজে কোচিং !!



- তার জন্যই গতদিন রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম।আমাকে আবার কয়েকটা রিমাইন্ডার দিয়ে রাখতে হয়,নাইলে উঠতেই পারিনা। ৬টা ৩০ এ বের হলাম আর কোচিং করে ফিরলাম ১০টা ৫০ এর দিকে। ফিরে এসেই শুয়ে পড়লাম বিস্রাম এর আশাই। B-) কিন্তু হটাত আমার আম্মু আমার সামনে এসে হাজির।



- শাহরিয়ার, তোকে ফোন করেছিলাম,ধরিস নাই ক্যান ??



- সাইলেন্ট করা ছিলো,আর নরমাল মোডে করতে মনে নাই।



- তো, আমি আরও তোকে কিছু শাকসবজি নিয়ে আসার জন্য বলতাম,এখনতো তাও হইলো না।



- ডিম দিয়া আজকের দুপুরটা ক্লিয়ার করে ফেলেন। ডিম তো কাল শেষ হয়ে গেছে।



- X(( আমি মাত্র কোচিং থেকে আসলাম। /:) আমি পারবো না।



১০ মিনিট পর।



-কই গেলি নাকি আমি যাবো। তুই না গেলে আমাকেই বাজারে যেতে হবে আর সেগুলো এনে আবার রান্নাও করতে হবে।



- ক্লিয়ারলি এটা ইমোশনাল ব্ল্যাক-মেইল আম্মু। :-*



- তোকে হোয়াইট-মেইল দিয়ে কাজ হয়না তাই ব্ল্যাক-মেইলই করতে হয়। :P



সমাজে আমরা যতই ব্লেক-মেইল হইনা কেন,এসব ছাড়া আমরা বেঁচে থাকতে পারতাম বলে মনে হয়না আর পারতাম না এসব ভেবে মনে মনে হাঁসতে। :)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.