নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যেখানে যখন যেমন...।

ওয়ারা করিম

ওয়ারা করিম › বিস্তারিত পোস্টঃ

এম্পায়ার স্টেট বিল্ডিং

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৬

গত জানুয়ারিতে নিউ ইয়র্কে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম দু'দিনের জন্য। অনেক অনেক বছর পর কোন বান্ধবীর বাড়িতে থাকা। শেষ থেকেছিলাম যখন ইউনিভার্সিটিতে পড়ি। যাই হোক, দু'জন মিলে আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এম্পায়ার স্টেট বিল্ডিং এর উপর উঠে নিউ ইয়র্ক শহর দেখব।



এক সোমবার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তৈরি হলাম, বের হবার আগে অনলাইনে টিকেট কেটে নিলাম। ওতে ঝামেলা কম। কি দরকার লম্বা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটবার! এক একটি টিকেট নিল $৩২। এই টিকিটে আমরা এম্পায়ার স্টেটের ৮৬ তলার অবজারভেটরি ডেকে যেতে পারব। পরিষ্কার দিনে ৮৬ তলার ছাদ থেকে প্রায় ৮০ মাইল দূর পর্যন্ত চোখ যায়। নিউ ইয়র্ক ছাড়াও দেখা যায় নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচ্যুসেটস এবং পেনসিলভেনিয়া। ডেক থেকে স্ট্যাচু অফ লিবার্টিকে মনে হয় ছোট্ট একটি পুতুল।



অত উঁচুতে কখনও উঠিনি, উপর থেকে নিচে তাকাতেই মাথা কয়েক সেকেন্ডের জন্য শুন্য হয়ে গিয়েছিল। নিউ ইয়র্কে জানুয়ারি মাস বলে কথা, প্রচন্ড ঠান্ডায় জমে যাবার মত অবস্থা। ছবি তুলতেও বেশ কষ্ট হচ্ছিল। গ্লাভস্‌ খোলার কয়েক সেকেন্ডের মধ্যে মনে হচ্ছিল আঙ্গুল বুঝি জমে অবশ হয়ে যাবে! কিন্তু অত ঠান্ডাতেও পর্যটকের অভাব নেই সেখানে। প্রায় দু'ঘন্টা শুধু লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল অবজারভেটরি ডেকে উঠবার জন্য। গ্রীষ্মে আরও লম্বা সময় লাইনে দাঁড়াতে হয়, তখন ভীড় থাকে আরও অনেক বেশি।



এম্পায়ার স্টেট বিল্ডিং এর নির্মান যখন ১৯৩১ সালে শেষ হয় তখন এটি পৃথিবীর উঁচুতম ভবন ছিল। এবং পরবর্তী প্রায় ৪০ বছর এটি ছিল পৃথিবীর সবচাইতে উঁচু ভবন। ১০২-তলা এই ভবনে সারা পৃথিবী থেকে মানুষ আসে সারা বছর ধরে। এই পর্যন্ত ১১০ মিলিয়নেরও বেশি পর্যটক ঘুরে দেখেছে এই স্থাপনা। অনেক সিনেমা এবং টেলিভিশন প্রোগ্রামে জায়গা করে নিয়েছে এবং নেয় এই সুদৃশ্য এবং সুউচ্চ ভবনটি। স্লিপলেস ইন সিয়াট্‌ল, এন এফ্যায়ার টু রিমেমবার অথবা কিংকং এর মত সিনেমাগুলো দেখে থাকলে ওগুলোতে হয়তো আপনার চোখে পড়েছে এম্পায়ার স্টেট বিল্ডিং। রাতের বেলায় অপূর্ব দেখায় এই ভবনটি। অনেকে বলেন নিউ ইয়র্ক শহর ঘুরতে গেলে এম্পায়ার স্টেট বিল্ডিং দেখা আপনার চাইই চাই।



*জানিনা কেন কোনো ছবি এট্যাচ করতে পারলাম না লেখাটিতে। আপশনটি কাজ করছিল না।





মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২১

চার্লি বলেছেন: +++++

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

ওয়ারা করিম বলেছেন: :) ধন্যবাদ।

২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: হুম দারুন অনুভূতি...
বূর্জ খালিফা দেখার লাইনে দাড়িয়ে মনে হয়েছিল বাসা থেকে টিকেট নিয়ে যাওয়া উচিত ছিল।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ওয়ারা করিম বলেছেন: জ্বী! আগে থেকে টিকেট কেটে গেলে অনেকটা সময় বাঁচে। :)

৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫০

যোগী বলেছেন:
ছবি তুলছেন আর পোষ্টে ছবি দিলেননা কামডা কী ঠিক হইল?

আমিও একবার খুব উঁচা একটা বিল্ডিং এ উঠেছিলাম। তবে অন্যরকম কোন অনুভূতি পাইনি :(

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ওয়ারা করিম বলেছেন: আপনি ভাই যোগী মানুয, আপনার হাবভাব আলাদা। আমি তো অতি সাধারণ। :( ছবি তো দিতেই পারছিনা। এখনও আবার চেষ্টা করলাম। আপলোডিং হতেই থাকে...আপলোড আর হয়না।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট । এম্পেয়ার স্টেট বিল্ডিং এর ছবির অপেক্ষায় থাকলাম ।

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

ওয়ারা করিম বলেছেন: পারছিনা ভাইয়া! :( এখনও চেষ্টা করলাম আবার। আপলোডিং লেখা শুধু উঠে থাকে, আপলোড আর হয়না। মনটাই খারাপ হয়ে গেল।

৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
+++

১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

ওয়ারা করিম বলেছেন: :) ধন্যবাদ।

৬| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধূর, বিল্ডিং এর ছবি না দেখতে পেরে মনটাই খারাপ হয়ে গেল... :(

৭| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫১

ক্ষতিগ্রস্থ বলেছেন: আপনার পক্ষে আপাতত ছবিগুলা আমিই দিলাম...

০৬ ই মে, ২০১৫ সকাল ৮:৩০

ওয়ারা করিম বলেছেন: দারুণ! অনেক অনেক ধন্যবাদ! :)

৮| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪২

যোগী বলেছেন:
আমি বড়াই করে কিণ্তু বলিনি; এমনি এমনি বলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.