নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াছেকুজ্জামান চৌধুরী

এই ব্লগ সাইট আমার খুব পছন্দ। আমি প্রায়ই বিভিন্ন আইটেম পড়ে থাকি।

ওয়াছেকুজ্জামান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

প্রাইজ বন্ড সম্পর্কে আপনারা কতটুকু জানেন, দয়া করে বলবেন কি ?

১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৪

আমার মেয়ের কয়েক শত প্রাইজ বন্ড ছিল। প্রতি তিন মাস পর প্রতি ড্রর পত্রিকার কাটিংগুলো থেকে সে নাম্বারগুলো অনেক কষ্ট করে একটি একটি করে মিলিয়ে দেখত। তারপর একদিন এই ব্লগেই সহজে প্রাইজবন্ডের নাম্বার দেখার জন্য একটি লিংক পেয়ে তার কাজগুলো অনেক সহজ হলো। তারপর সে আরও বেশ কিছু প্রাইজবন্ড সংগ্রহ করলো। কিন্তু দু:খের বিষয় গত দশ বতসর যাবত আজ পর্যন্ত সে দশ হাজার টাকার একটি বন্ড ও জিততে পারে নাই। এমনকি আশে পাশে কেউ জীবনে প্রাইজবন্ড জিতেছিল কি না, তাও জানেনা। ২৫ লাখ টাকার বিভিন্ন লটারী ড্র হলে যে প্রথম পুরষ্কার পায় তার নাম কখন ও কখন ও জাতীয় পত্রিকায় দেখা যায়। কিন্তু প্রাইজবন্ডের বেলায় শুধু ফল প্রকাশ করা হয়। অনেকগুলো পুরষ্কার থাকলেও কখন ও শোনা যায় না কেউ ড্র জিতল কি না। এই ব্লগের লেখক এবং পাঠকদের নিকট জানতে চাই, আপনি কি কখন ও শুনেছেন কেউ প্রাইজবন্ডের পুরষ্কার পেয়েছে ? জানাবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৭

লেখাজোকা শামীম বলেছেন: আমার পরিচিত কেউ কোন দিনও প্রাইজ বণ্ডের প্রাইজ পায় নাই। কে পায় কে জানে ।

২| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৮

বটের ফল বলেছেন: কিছু প্রাইজবন্ড কিনেছিলাম বছরকয়েক আগে। এই বছরের শুরুতে সব বিক্রি করে দিয়েছি । একই সাথে আর কখনো কিনবোনা বলেও ঠিক করেছি। আসলে ড্র হয়। তবে তা আমাদের কর্তামশাই'দের পকেটেই যায় বলেই মনে হয় আমার।

ভালো থাকবেন।

৩| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৯

ভবঘুরে ভূত বলেছেন: জিন্দেগীতে পাবো বলে মনে হয় না

৪| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:০৩

ডিজিটাল বাংলা বলেছেন: লিংকটা দিন। আমার কাকা, খালু ও দুলাভাই সহ জানামতে অনেকে পেয়েছে কিন্তু আমি একটাও পাই নাই। অপেক্ষা করছি দেখি কখনো জয়ী হই কিনা। প্লিজ লিংকটা দিন।

৫| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:৫১

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: আমার পরিচিত কেউ কোন দিনও প্রাইজ বণ্ডের প্রাইজ পায় নাই। কে পায় কে জানে ।

আমিও কোনদিন পাইনি :-P

৬| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ডিজিটাল বাংলা বাংলাদেশ ব্যাংকের সাইটে গেলেই লিংক পাবেন।

@ লেখক দোয়া করেন- আগে যাতে আমি পাই- পেলে পরে এসে বলে যাবনে- ভাই ! আমি পাইছি :) :):)

৭| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৫৮

রাখালছেলে বলেছেন: Click This Link


এইখানে আপনার প্রাইজবন্ডের নাম্বার দিয়ে খোজ করলেই পেয়ে যাবেন পুরাতন নতুন সব ফলাফল। তবে একটা নিয়ম হল শেষ আটটা ফলাফল বা গত দুই বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে।

31st January, 30th April, 30th July, and 31st October each year....এই হচ্ছে বছরের চার বার ড্রয়ের তারিখ ।

বিস্তারিত Click This Link

৮| ১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

জোহরা কেয়া বলেছেন: এই লিঙ্ক থেকেও খুব সহজে আপনার প্রাইজ বণ্ডের ফলাফল জানতে পারবেন । অ্যাপ টি ডাউনলোড করুন রেজিস্ট্রেশান করুন,আপ্নার প্রাইজ বন্ড নাম্বার গুলো অ্যাড করুন । ড্র এর সাথে সাথে অ্যাপ ফলাফল পৌঁছে দেবে আপনার মোবাইলে ।
প্রাইজ বন্ড চেকার অ্যাপ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.