![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাদ বিলাসীতায় ক্ষয়ে যায় জীবনরস,
কাব্যিক পরিসর তাই খুঁজিনা
কাব্যের জ্বালানী বিষাদ।
হর্ষোচ্ছ্বাসে সীমালঙ্গন হয়,
কাব্য-গাঁথার নকশী তাই বুনিনা
কাব্যের জ্বালানী হর্ষোচ্ছ্বাস।
হর্ষ-বিষাদের দোলাচালে
মোনালিসা মন
শুধু চেয়ে থাকে এক অচিনের পানে ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আমি কাব্যের জ্বালানী খুজি না আর!!
উন্মত্ত যখন মন,
কেবলই তখন
কলম ছলে দুর্বার।