![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূণ্যে কি ভাসতে পারে মানুষ?
ইদানিং শূণ্যে ভেসে আছি -
কখনও কাত হয়ে, কখনও চিৎ হয়ে,
কখনও উপুড় হয়ে শূণ্যে ভাসছি।
কখনওবা পা’গুলো আকাশের দিকে
আর মাথাটা পাতালের কাছাকাছি।
কিন্তু, পায়ের তলায় একটু মাটি থাকা চাই,
সোজা হয়ে মাটিতে পা ঠেকিয়ে
আকাশের পানে তাকানো চাই,
অবস্থান শক্ত করার জন্য একটা কিছু
শক্ত হাতে ধরা চাই,
আরামের জন্য একটা গাছে হেলান দেয়া চাই,
গাছের ছায়া থাকা চাই,
গাছের ডালে কোন সুমিষ্টকণ্ঠ পাখির গান গাওয়া চাই।
কখনও কখনও মানুষ শূণ্যে ভাসে।
©somewhere in net ltd.