![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক পাওয়া যাচ্ছে না তাই আমিই লেখক...
রাত সোয়া একটা বাজে । নদীর তীর শান্তভাবে ঘুমিয়েছে । চারদিক নীরবতা ।মাঝে মধ্যে টুকটাক পানির এবং শুনশান বাতাসের শব্দ ।হঠাৎ একটা গাড়ি এসে তীরে থামলো । অন্ধকার আলোয় বোঝা যাচ্ছে পুলিশের গাড়ির মতই, কয়েকজন পুলিশ তাড়াহুড়ো করে নামাতে তা নিশ্চিত হওয়া গেল । তারা হ্যান্ডকাপ পোড়ানো দুইজন আসামিকে টানা হেচড়া করে নামাচ্ছে গাড়ি থেকে । টর্চের আলোয় সেইরকমই মনে হলো । একে একে আরও সাতটি বস্তাও নামালো ।বস্তাগুলোর ভেতর কি যেন নড়ছে ।খোলার পর দেখা গেলো হাত পা বাঁধা জলজ্যান্ত সাতজন লোক । তাদের মাথা কালো কাপড়ে মোড়ানো ।পুলিশের বড়কর্তা আদেশ করলেন আসামীদের হ্যান্ডকাপ খুলে দিতে ।হ্যান্ডকাপ খোলার পর তাদের হাতে ধারালো চুরি দিয়ে বললেন এই সাতজনকে ভালো ভাবে সাইজ করবি যেন কোন প্রমাণ না থাকে । পানিতেও যেন ভেসে না উঠে ।এই কাজটি করতে পারলে তোদের সাজা মওকুফ করা হবে ।তারা এগিয়ে গেল লোকগুলোর দিকে ।এরপর কিছুক্ষণ পোঁচপাঁচ এবং ঘোঙ্গানোর শব্দ বাতাসে ভেসে বেড়ালো ।
আসামীদের থেকে “স্যার খতম” শব্দ দুটো শোনার সাথে সাথেই টানা দুটো গুলির শব্দ হলো ।এক ঢিলে দুই পাখি পড়লো- এনকাউন্টার করা এবং এমপি সাহেবের কুকীর্তি ডাকা ।টাকার বান্ডিল হাতে নিয়ে ঘ্রাণ শুকতে শুকতে বড়কর্তা এক বিদঘুটে হাসি দিল । স্পষ্ট বোঝা গেল এই হাসিতে বিষাক্ত পাপ লুকিয়ে আছে ।শুধুই নির্লিপ্ত কিছু বোবা প্রকৃতি তা দেখেছে ।।
…..
তখন একজন জর্জরিত কবি কল্পনায় লিখে যায়…..
পৃথিবী কিছু কিছু নিষ্পাপকে ভালবাসেনি
তাই প্রকৃতিকে দিয়ে দেয় নিঃশ্বাস নেওয়ার জন্য
-আইনের সত্তা কর্তৃক-
পকেটের মূল্য ভারী সত্তাদের বিচারে
খুনি দিয়ে মারে নিষ্পাপ,
পরিত্যক্তা খুনিরা মরে আইনের হাতে ;
এই কোন হাত যাহা উপভোগ করে দ্বিমুখীতা ?
এই হাত নিয়মের অজু হাত,
যাহা হিংস্রতার আদরে পালিত
যাহা পাপী নয়, মহাপাপী ।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০
কলমের কালি শেষ বলেছেন: ভাল খারাপ সবজায়গায় আছে । তবে কিছু আছে অনেক বেশী হিংস্র প্রজাতি যাদের কোন প্রকারের আক্ষেপ থেকে না ।
ধন্যবাদ খেলাঘর মন্তব্যে ।
ভাল থাকবেন ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খেলাঘরের সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। অল্প দশমিক শতাংশও যদি হয় তাহলেই কিছু ভালো মানুষ অবশ্যই আছে। নাহলে মানুষ বেঁচে আছে কিভাবে?
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩২
কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন । সকল সেক্টরই টিকে থাকে এই কিছুসংখকদের জন্য ।
ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা ।
শুভ কামনা ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: এই কোন হাত যাহা উপভোগ করে দ্বিমুখীতা ।
খুব ভাল লাগল । ভাল থাকুন ।
২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৩
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা সুন্দর কমেন্টে ।
ভাল থাকুন ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯
ডি মুন বলেছেন: হুম। নিষ্ঠুরতার গল্প। +++++
শুভকামনা রইলো।
২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১
কলমের কালি শেষ বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই ।
ভালো থাকবেন সবসময় ।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪
জাফরুল মবীন বলেছেন: অর্থ,বিত্ত ও পেশীশক্তি যখন নৈতিকতার উর্ধ্বে উঠে যায় তখন এ ধরণের ঘটনা খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়ায়
২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯
কলমের কালি শেষ বলেছেন: এইটাই কি পৃথিবীর নিয়ে ? এই পশুসুলভ কাজগুলো এইসব লোকেরা খুব সাধারনভাবেই করে যায় । অথচ অন্যদিকে অনেক পরিবার সারাজীবন কালো অন্ধকারে ডুবে যায় ।
ধন্যবাদ জাফরুল ভাই ।
শুভ কামনা রইল ।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭
আধখানা চাঁদ বলেছেন: আপনার অন্যরকম একটা গল্গ। অনেক ভাল হয়েছে।
০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪১
কলমের কালি শেষ বলেছেন: পাঠে এবং সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ আধখানা চাঁদ ভাই ।
ভাল থাকবেন ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
অদৃশ্য বলেছেন:
বাহ্, দারুন ভাবেই উপস্থাপন করলেন...
শুভকামনা...
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ অদৃশ্য ।
ভালো থাকুন সবসময় ।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
জাহিদ জুয়েল বলেছেন: এই হাত নিয়মের অজু হাত,
যাহা হিংস্রতার আদরে পালিত
যাহা পাপী নয়, মহাপাপী
আর কতকাল চলবে এই ভাবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
কলমের কালি শেষ বলেছেন: হুম ....
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ জাহিদ জুয়েল ভাই ।
ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৬
খেলাঘর বলেছেন:
বাংলাদেশের ৮০ হাজার পুলিশের বাহিনীর প্রতিটি সদস্য ডাকাত; আর্মির অর্ধেক ডাকাত।