![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হীরা মূল্যবান ধাতু , কিন্তু হীরা কিভাবে আসে তা জানার জন্য সবার একবার হলেও Blood Diamond ছবিটা দেখা দরকার. এক টুকরো হীরার পেছনে কত যে রক্ত , ঘৃণা আর চোখের জল মিশে আছে তা না দেখলে বিশ্বাস হবে না। সিয়েরা লিওন , কঙ্গো , নামিবিয়া আফ্রিকার এই দেশগুলোতে লক্ষ লক্ষ মানুষ দাসের চেয়েও খারাপ জীবনযাপন করছে হীরা খনিতে। ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র আর মাদক। গৃহযুদ্ধ কবলিত এইসব দেশে অস্ত্র আসে হীরার বিনিময়ে। আর এই অস্ত্র ব্যাবহার করা হই সেই দেশের সাধারন মানুষ আর হীরা খনি শ্রমিকদের দমন পীড়নে। আমেরিকা আর ইউরোপের দেশগুলো হল তাদের অস্ত্রের যোগানদাতা। তারা চাই না আফ্রিকাতে গৃহযুদ্ধ শেষ হোক। কারন গৃহযুদ্ধ শেষ হলেই বন্ধ হয়ে যাবে অস্ত্র বাণিজ্য আর হীরার যোগান। আমাদের সেনাবাহিনীর অনেক সৈনিক আর অফিসারেরা শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছে এইসব দেশে। আগে মনে হত ওদের কাজ তেমন একটা কঠিন না। কিন্তু ছবিটা দেখে মনে হল Really TIA ( This is Africa)। সে যাই হোক আমার মতে সকল বিবেকবান মানুষের উচিত(বিশেষ করে মেয়েদের) হীরাকে না বলা।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
শোকার্ত উপকূল বলেছেন: ওদের সাথে তুলনা করলে আমরা আসলে স্বর্গে আছি। অনেক কষ্ট লাগল মুভিটা দেখে
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
শরৎ চৌধুরী বলেছেন: হীরা মূল্যবান খনিজ। ধাতু নয়।
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
শোকার্ত উপকূল বলেছেন: তাহলে কি এটা ধাতু নয়?
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
টয় বয় বলেছেন: হীরা ধাতু নয়, কার্বন, খনিজ কয়লা|
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
অরুনোদয় বলেছেন: মনে রাখার মত অসাধারন মুভি......
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
মায়াবী ছায়া বলেছেন: হীরার গয়না পরার শখ নাই।এত পয়সা পামু কই।
হুম...ছবি টা দেখছি।অনেক কষ্ট লাগছে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: গহনা পড়তে পারিনা, কান ব্যাথা করে, গলায় চুল্কায়------ সো সকল অর্নামেন্টসকে না!
৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬
মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: Saw Blood Diamond a few years ago.....!
Got to admit, it's a good film.
(Sorry, i'm commenting from mobile phone)
৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
মাসুদ মারুফ বলেছেন: বিটি কঠিন মাত্রার আর্ট ফিল্ম। মেসেজটা কিন্তু অন্যরকম লাগছে আমার কাছে। সত্যি কথা হলো এই হিরার দেশের মানুষগুলো কষ্টের পেছনে মূল দায়ী আমেরিকা, যারা তাদের শুষে খাচ্ছে। এত এত মুল্যবান খনিজ সম্পদ থাকার পরও তাদের জীবনযাত্রার মান চরম রকমের খারাপ। যেন, আপনার ৩০ কাঠা জমির উপর থাকার পরও সত মা আপনাকে মাত্র ২ বেলা খেতে দেয়।
আমি নির্মাতাকে সন্মান করি তার বাস্তবধর্মী ছবিটির জন্যে।
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২
সঞ্জয় নিপু বলেছেন: ছবিটা আসলেই দুর্দান্ত ।
আপনার ফোন নম্বর টা হারিয়ে গেছে পারলে একটা কল দিয়েন ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
তাসজিদ বলেছেন: দেখেছি, অসাধারণ মুভি। বাস্তবতা কত নিলজ্জ হতে পারে তার একটি উদাহরণ হতে পারে এই মুভি।