নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলুদডানা

অনেক চিন্তা করি, লিখি অনেক অল্প তবুও_

হলুদডানা

অনেক চিন্তা করি।

হলুদডানা › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বই মেলা ২০১৮

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

গত শুক্রবার বই মেলায় গিয়েছি। বউ বাচ্চারাও সাথে ছিলো। ওদেরকে বই কিনে দিয়েছি। বই মেলায় ওরা আমার সাথে আসতে পেরে অনেক খুশি হয়েছে। ঘরে ফিরে ওদের জন্যে কেনা বই গুলো দেখে কিছুটা বিরক্ত হলাম। কিছু বইতে বানান ভুল। বাচ্চারা ভুল বানানে বই পড়বে! ওদেরকে এও বলতে পারছিনা যে, এই বই পড়িও না। প্রকাশক গণ যদি আর একটু সচেতন হতেন, আমি/ আমরা উপকৃত হতাম।

ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


বইমেলাতে অনেক দুর্বল লেখকদের লেখাও প্রকাশিত হচ্ছে, মেন হয়!

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাঃ হাঃ হাঃ। বাংলাদেশে এখন কী-বোর্ড টেপা আর দু'একটি বাক্য লেখা শিখলেই বই প্রকাশ করে ফেলে। ;)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: শেষ মেষ যোগ্যরাই টিকে থাকবে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

সুমন কর বলেছেন: হুম, সেটাই চিন্তার বিষয় !!

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

হলুদডানা বলেছেন: তোরা সব জয়ধ্বনি কর
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
-- কাজী নজরুল ইসলাম।

আমার মনে হয়, কবি নূতনদের যে ভাবে জয়ধ্বনি করে স্বাগত জানিয়েছেন, প্রকাশক গণ সে ভাবে তাদের স্বাগত জানাতে পারেন নি। হয়তো এটাই তাদের সীমাবদ্ধতা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.