নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হলুদডানা

অনেক চিন্তা করি, লিখি অনেক অল্প তবুও_

হলুদডানা

অনেক চিন্তা করি।

হলুদডানা › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞানের রাজ্যে- একটি শিক্ষামূলক গেমস রিভিউ

০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বাচ্চাদের নিয়ে বই মেলায় গিয়েছিলাম, আগেই পোস্ট দিয়েছি। একটা স্টলে ট্যাবের সাহায্যে বাচ্চাদের কিছু দেখানো হচ্ছিল। জানতে পারলাম- বিজ্ঞানের রাজ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় মোবাইল গেম, যা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দিকে লক্ষ্য রেখে a2i এবং ড্রিম৭১ এর সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে।



এই সমগ্র মোবাইল গেমটি বানানো হয়েছে রাজিব নামের একটি ছোট বালককে নিয়ে। সে বিদ্যালয়ের অবসরে তার বাবা মা এর সাথে জাহাজে করে ঘুরতে যায় । হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে রাজিব তার বাবা মা এর কাছ থেকে বিছিন্ন হয়ে একটি নির্জন দ্বীপে হারিয়ে যায়।

এরপর অসহায় রাজিব নানা ভাবে তার বিপদের থেকে উদ্ধার পাবার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে। অতঃপর রাজিব জানতে পারে, দ্বীপটিতে একটি গ্রাম রয়েছে। গ্রামটি মুলত গ্রামের অধিবাসীদের একে অপরের সাহায্য সহযোগিতায় গড়ে উঠে।

পরবর্তীতে রাজিব তার পাঠ্য বই এর বিজ্ঞান শিক্ষাকে কাজে লাগিয়ে গ্রামের মানুষদের সাহায্য করতে থাকে। এভাবে ধাপে ধাপে সে নিজ গ্রামে পৌঁছানোর উপকরণ যোগাড় করতে থাকে।

গেমসটির গ্রাফিকস ভালো। গেমসটি আমার বাচ্চাদের ভালো লেগেছে। আপনিও বিবেচনা করতে পারেন।
কৃতজ্ঞতাঃ গুগল প্লে।

ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:
দেখি কেমন!

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: এই রকম গেমসই আমি খুঁজছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.