নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুম.......

!!

শূণ্য উপত্যকা

পথ ভীষন টানে, চলতে হবে তাই সমুখ পানে......

শূণ্য উপত্যকা › বিস্তারিত পোস্টঃ

হাজার বছর আগের বিমান।যে রহস্যের নেই শেষ।

০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:০৯

আমরা জানি মানুষ প্রথম আকাশে উড়তে পারে ১৭৮০ সালে বেলুন আবিষ্কারের মাধ্যমে।১৯০৩ সালে রাইটরা আবিষ্কার করে উড়োজাহাজ।

যা মানুষের শূন্যে উড়ার স্বপ্নকে আরও সহজ করে তুলে। আমাদের জানা ইতিহাস তাই বলে।কিন্তু পৃথিবীতে এমন কিছু রহস্যময় নিদর্শন পাওয়া যায় যার ফলে আমরা ধারনা করতে পারি আমাদের জানা ইতিহাসের অনেক আগেই মানুষ উড়তে পারত।আমি প্রতিটি ধর্মর উপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলতে চাই ধর্মগ্রন্থ বা পুরাণে এমন অসংখ্য কাহিনীর বর্ণনা দেওয়া আছে যা যদি সত্যি হয় তাহলে এটা নিশ্চিত করেই বলা যায় আরও হাজার হাজার বছর আগেই মানুষ বিমান বা এজাতীয় কোনও উড্ডয়ন যন্ত্রের মাধ্যমে উড়তে পারত।উদাহরনস্বরুপ বলা যায় হিন্দু দেবতাদের রথ, মুসলমানদের বোরাক বা বিভিন্ন পুরাণে বর্ণিত দেবতাদের অগ্নিরথের কথা।এগুলো কিন্তু স্পষ্টতই উড়ার প্রমাণই দেয়। কারণ আপনি আর যাই করেন না কেন অলৌকিক এমন কিছু বিশ্বাস করতে পারেন না যার আসলেই কোনও ভিত্তি বা ব্যাখ্যা দেওয়া একেবারেই অসম্ভব।

এবার আসুন আমরা এমন কিছু নমুনা দেখি যা দেখে মনে হতে পারে আসলেই প্রাচীনকালে বিমানজাতীয় কিছু ছিল।



মিশরের বিমান-

নীচের মডেলটি



১৮৯৮ সালে মিশরের সাক্কুয়ারার একটি মন্দির থেকে আবিষ্কার করা হয়। কাঠের এ মডেলটি লম্বায় ৫.৬ ইঞ্চি এবং এর পাখার দৈর্ঘ্য ৭.২ ইঞ্চি।পরীক্ষার মাধ্যমে জানা যায় এটি তৈরি করা হয়েছিল আনুমানিক ২০০ খ্রি:পুর্বাব্দে।বর্তমানে এটি রক্ষিত আছে কায়রো জাদুঘরে।



এই মডেলটি পুনরায় নজরে পড়ে ড: খলিলের যিনি বিভিন্ন প্রাচীন মডেল নিয়ে গবেষণা করেন। মিশর সরকার এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্ব-সহকারে দেখে এবং একাধিক বিজ্ঞানীদের নিয়ে একটি কমিটি গঠন করে। যারা পরীক্ষানিরীক্ষা করে রায় দেয় এটি একটি বিমানের মডেল!এ সিদ্ধান্তের পিছনে তারা ব্যাখ্যা দেয় এই মডেলটির গঠন একটি আধুনিক পুশার গ্লাইডার(ইঞ্জিনবিহীন ছোট খেলনা বিমান যা উড়তে পারে) এর অনুরূপ।এই টাইপ গ্লাইডার বাতাসে ভেসে থাকতে সক্ষম এমনকি যদি এতে ছোট ইঞ্জিন বসানো হয় তাহলে ৪৫-৬৫ কিমি বেগে উড়তেও সক্ষম।

তবে সবচেয়ে কৌতূহলজনক হল এই মডেলটির পাখার গঠন।মডেলটিতে আকা পাখার নীচের দিকে বাঁকানোর অনুপাত একটি বিমানের গতিকে বাধাগ্রস্থ না করেই সর্ব্বোচ্চ উচ্চতায় তুলতে সক্ষম।যা আধুনিক কনকর্ড বিমানে ব্যবহৃত হয়! যদি আমরা তারপরও ধরি এটি কোনও বিমানের মডেল নয় ছিল কোনও খেয়ালী শিল্পীর কাজ তবু প্রশ্ন থেকে যায় কি দেখে সেই শিল্পী এমন একটি মডেল এঁকেছিলেন ২০০০ বছর আগে? কি করেই বা এই মডেলটি বর্তমান সময়ের বিমানের মডেলের মত আধুনিক ও নিখুঁত হল?



এইটা কি হেলিকপ্টার না?

প্রাচীন মিশরীয়রা বিমান আবিষ্কার করতে পেরেছিল কিনা তা নিশ্চিত করে বলার কোনও উপায় নেই কারণ মিশরের কোথাও কোনও বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় নি। তবে নীচের ছবিটি দেখুন।



এটি মিশরের অ্যাবিডস এর এক মন্দিরের দেয়ালে খোদাইকৃত চিত্র।

উপরের ছবিটি দেখুন। হুবহু আধুনিক হেলিকপ্টারের মত না?নীচেরটাও কি বিমানের মত দেখায় না? ড: রুথ হভার প্রথম যখন এই চিত্রের ছবি প্রকাশ করেন তখন সবাই ধরে নিয়েছিল এটা কোনও হোয়াক্স। হভার হয়ত ছবিকে কিছু পরিবর্তন করে হেলিকপ্টার আকৃতি করেছেন। কিন্তু পরে নৃতত্ত্ববিদরা পরীক্ষা করে দেখেন এই ছবিটি সত্যি সত্যি খোদাইকৃত আছে ঐ মন্দিরে।তবে এতদিন এটা প্রকাশ না পাওয়ার পিছনের কারণ হল চিত্রটির উপর আরেকটি চিত্রকর্ম আকা হয়েছিল। প্রত্নতত্ত্ববিদ এবং ঐতিহাসিক গন এই চিত্রটির ব্যাখ্যা দেন এভাবে- দেয়ালটিকে প্যালিম্পসেস্ট রূপে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দেয়ালে একাধিকবার চিত্র খোদাই করা হয়। একাধিক চিত্রের মিশ্রণে তৈরি এই হাইয়ারগ্লিপিকস।

আমার কাছে ব্যাখ্যাটা মানসিক ডাক্তারদের অবচেতন আর চেতন মনের সংঘর্ষ জাতীয় কপচাকপচির মতই মনে হয়েছে আর কিছুই না। একাধিক চিত্রের মিশ্রণে একটি হেলিকপ্টার আর বিমান ও ফ্লাইং সসারই কেন হবে?অন্য কিছু কেন নয়? ব্যাখ্যা না দিতে পার ওমনি বসিয়ে দাও উল্টাপাল্টা ট্যাগ।যত্তসব।

এখন কথা হল এই চিত্র কি প্রমাণ দেয় প্রাচীন মিশরীয়রা হেলিকপ্টার আবিষ্কার করেছিল?

হ্যাঁ এবং না দুটো উত্তরই আসে। এই চিত্রটি কোনও খেয়ালি শিল্পীর কল্পনা হতে পারে। তবে একটা কথা হল শিল্পীরা কোনও মডেল অনুসরণ করেই ছবি আকে। যা কোনোদিন দেখে নাই তা কি তাদের পক্ষে আকা সম্ভব? এমন হুবহু মিল কি সত্যিই কোনও খেয়ালি শিল্পীর কাজ? সত্যিই কি সবকিছু এত সহজ?



চলুন আমরা এবার দঃ আমেরিকান বিমানের মডেল দেখি।



নীচের এই অলংকারটি(?) পাওয়া গেছে মধ্য আমেরিকাতে।



এটি প্রি কলম্বিয়ান এরোপ্লেন মডেল নামে পরিচিত। যা পাওয়া গেছে খ্রিস্টপূর্ব ৫০০-৮০০ সালের মধ্যে। এটি সোনার তৈরি বলে এর সঠিক বয়স নির্ধারণ করা সম্ভব হয় নি। যদি আমরা পাওয়ার সময়ই তৈরি করা হয়েছে ধরি তবু এর বয়স কমপক্ষে ২৫০০ বছর হয়।প্রত্নতত্ত্ববিদ-গন মডেলটির গায়ে প্রাণী আকৃতি বস্তু বলে ট্যাগ বসিয়ে দিয়েছেন।কিন্তু সত্যিই কি এটি কোনও জীব জন্তুর মডেল?



বেশীরভাগ প্রত্নতত্তবিদদের ধারনা এটি মাছের মডেল।এর কারণ হিসাবে বলা হয়েছে এটি দেখতে মাছের মত। এর লেজ আছে। আছে পাখনা।আছে চোখের স্পষ্ট চিহ্ন। যদিও বেশকিছু বিসদৃশতা লক্ষ করা যায় মাছের সাথে তবু বলা যায় ঐসময় নিশ্চয় এমন মাছ ছিল।

ভাল কথা। আসুন দেখি এটি মাছ কিনা।

এই মডেলটির সামনে রয়েছে দুটি গোলাকৃতি বস্তু।



যা চোখ বলে ধরা হয়েছে। কিন্তু আমরা জানি সাধারণত মাছের চোখের অবস্থান হয় বডিলাইনের মাঝামাঝি। মাথার সামনে নয়। কেউ কেউ আবার বলেছেন তাহলে মডেলটির নাকের উপর যে দুটো পেঁচানো চিহ্ন আছে তাই চোখ। কিন্তু এখানেও সমস্যা আছে। কারণ নাকের ঐ পেঁচানো চিহ্ন মডেলটির পাখনার মধ্যেও আছে।দুই স্থানে চোখ হয় কিভাবে? লেজের ক্ষেত্রে পার্থক্যটা আরও বেশী।কোনও মাছের লেজই একটি অংশে সোজা খাড়া নয়।কিন্তু এই মডেলটির লেজ এমন।এই লেজের কাঠামোর সাথে এলভেটর(বিমান যন্ত্রাংশ) এর বেশ ভালো তুলনা চলে।লেজটির আয়তাকৃতি গঠন এবং এর গায়ে কিছু দুর্বোধ্য চিহ্ন লেজটিকে জ্যামিতিক সেপড বলেই ধারনা দেয়। যা কোনও প্রাণীর লেজের চেয়ে যন্ত্রাংশর সাথে অধিক তুলনীয় বলে ধরা যেতে পারে। এবার আসি পাখাটির গঠন নিয়ে। পাখাটি পাশ থেকে দেখলে মনে হয় সমান্তরাল কিন্তু সামনে থেকে লক্ষ্য করলে দেখা যায় নীচের দিকে সামান্য বাঁকানো যা বিমানের পাখার সাথে সাদৃশ্যপূর্ণ। এতকিছুর পর যদি ধরা হয় এটি মাছ তবে রয়েছে এরচেয়েও বড় সমস্যা।এই বস্তটির মাথা খণ্ডিত।

মাছই যদি হয় তবে কেন এর মাথা কেটে শিল্পী মডেলটি তৈরি করতে যাবেন?



সবচেয়ে বড় কথা হল খণ্ডিত অংশের ভিতরের গঠন আরও জটিল।ভিতরে রয়েছে অর্ধবৃত্তাকার খাজ।আছে স্কুপ। এটি এমন নয় যে কোন চিড় যার ফলে এটিতে চেইন আটকানো যাবে। যা মডেলটিকে অলংকার প্রমাণে সহায়তা করতে পারে।তাছাড়া কাঠামোটির আরও ভিতরে রয়েছে আয়তকার আরও একটি বস্তুর চিহ্ন।

এখন সবকিছু বিবেচনায় নিলে বস্তুটিকে কোনও প্রাণীর মডেল এর চেয়ে কোনও যন্ত্র বিশেষ করে বিমান কাঠামো বলে ধারনা করাই অধিক যুক্তিসংগত হতে পারে। এই মডেলটি এরোডাইনামিকস এর অনেক ইঞ্জিনিয়ার দ্বারাই পরীক্ষা করানো হয়েছে।তেমনি একজন "আর্থার ইয়ং"। ইনি "বেল হেলিকপ্টার এন্ড আদার এয়ারক্রাফট" এর একজন ডিজাইনার।যিনি পরীক্ষা করে বলেছেন এই মডেলটিতে একটি আধুনিক বিমানের অনেক বৈশিষ্ট্য আছে।

তবে কি এটা একটি বিমান বলে আমরা নিশ্চিতভাবে ধরে নিব?

না!

কারণ হিসাবে প্রথমই বলা যায় পাখার অবস্থান। এর পাখা আরও সামনে থাকার কথা। নাহলে উড়া সম্ভব না। তাছাড়া সামনের (যে অংশটাকে আমরা নাক ধরছি)অংশটা কোনও বিমানের মডেলের সাথে সাদৃশ্যপূর্ণ নয়।আরও কিছু বৈশিষ্ট্য যা বিমানের মডেলের সাথে মিলে না।

তবে আমরা এবার যদি একটু অন্যরকমভাবে মডেলটির কল্পনা করি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে।ধরি নাকটি একটি জেট।বিমান নামানোর সময় জেট প্রবাহ কাজে লাগানো হতে পারে। কিন্তু এটা তখনি সম্ভব যখন ধরা যাবে নাকটি তথা জেটটি বস্তুটির একটি মোভেবল অংশ। যা বিমানটি নামার সময় পিছনে থাকে। এবং এই কাঠামোর ফলে পাখার অবস্থানও সঠিক অবস্থানে চলে আসে।



যা উড্ডয়নের জন্য সহায়ক।এখন শুধু বাকি থাকে নাক তথা জেট এবং পাখাতে অবস্থিত পেঁচানো দুটি চিহ্নের ব্যাখ্যার। এ দুটোর ব্যাপারে বলা যায় এগুলো বিমান উঠানামার সংকেত হিসাবে ব্যবহৃত হত।



অনেক তো জ্ঞান কপচানো হল এবার চলুন ভারতে চলে আসি।

প্রাচীন ভারতীয় রাজা অশোক ৯জন বিজ্ঞানীর একটি গুপ্ত সংঘটন চালু করেছিলেন। ধারনা করা হয় তারা প্রত্যেকেই একটি করে বই লেখেন। যার একটি হল সিক্রেট অফ গ্যাভিটেশন।এই বইটির কথা ইতিহাসবিদ গন জানতেন এবং ধারনা করা হত বইটি খুব সম্ভবত তিব্বতের কোথাও আছে।

যাই হোক কয়েক বছর আগে চীন সরকার কিছু প্রাচীন সংস্কৃত ডকুমেন্ট আবিষ্কার করে তিব্বতের লাসা থেকে।এবং এগুলো অনুবাদের জন্য পাঠানো হয় চণ্ডীগড় ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ রুথ রেয়নার কাছে। যিনি জানান এই ডকুমেন্টগুলোতে স্পেশসীপ কিভাবে নির্মাণ করতে হবে তা নিয়ে তথ্য আছে!

চীন সরকার এটাকে গুরুত্বের সাথে নিলেও ভারত তখনও তেমন কোনও প্রতিক্রিয়া দেখায় নি। পরে চীন দাবি করে তারা এই ডকুমেন্টগুলো তাদের স্পেস প্রোগাম কোর্সে অন্তর্ভুক্ত করেছে।

ডকুমেন্টগুলোতে অবশ্য স্পষ্ট কোনও বিবরণ নাই যে প্রাচীন ভারতীয়রা বিমানে/উড্ডয়ন যন্ত্রে করে কোনও গ্রহে বা চাদে গিয়েছিল কিনা বা আকাশেই উড়েছিল কিনা তবে একথা স্পষ্ট আছে যে তারা কোনও মানুষকে গ্রহে বা চাদে পাঠাতে সক্ষম ছিল।

এখন যেটা ধারনা করা হয় সম্রাট অশোকের বইটিই চীন আবিষ্কার করেছে।

আর যাতে রয়েছে স্পেসসীপ তৈরির নানা কথা।



প্রাচীন ভারতের সম্পূর্ণ ইতিহাস আমরা জানি না। অনেক কিছু নিয়েই আছে বিতর্ক।যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রামের গুরুত্ব অনেক তবে ইতিহাসবিদদের দৃষ্টিতে এটা নিশ্চিত না রাম ও লক্ষন এর যুদ্ধ মিথ নাকি সত্যি। তবে ইদানীং রাম এর অস্তিত্বের কথার ভাল কিছু প্রমাণ পাওয়া যায়। রামায়ণে একাধিকবার বিমানের কথা আছে পুষ্পক এর কথা আছে যাও একধরনের বিমান। আছে বিমানের আকৃতি ও গঠনের কথা।

রামায়ণের বর্ণনায় ডাবল ডেক বিশিষ্ট বৃত্তাকার বিমানগুলোতে আছে গুম্বজ। যা আমাদের ফ্লাইং সসারের কথাই মনে করিয়ে দেয়। এছাড়াও আরও তিন ধরনের বিমানের কথা আছে যার একটির বর্ণনা সিগার সেপড এয়ারশিপ এর সাথে মিলে।



প্রাচীন ভারতীয় আরেক গ্রন্থ সমর সূত্রধারাতে বিমান নির্মাণ,আরোহণ-অবতরণ সহ বিমানের নানা খুঁটিনাটি দিক নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে।

ওখানে বলা আছে হালকা শক্ত ও টেকসই ধাতু দ্বারা তৈরি বিমান দেখতে হবে পাখির মত।এর ভিতর রাখতে হবে হিটিং সিস্টেমসহ পারদ ইঞ্জিন। পারদ উত্তপ্ত হলে বিমান বৃত্তাকার ভাবে উড়তে এবং নামতে পারবে। বিমান তেরচাভাবে পিছনে বা সামনে যেতে সক্ষম।এবং এতে করে মানুষ আকাশে উড়তে পারবে ও স্বর্গীয় দেবতfরা ধরাতে আসতে পারবে। ফ্লাইং সসারের সাথে তাজ্জব মিল! তাই না?

ইঞ্জিনের গঠন নিয়েও বিস্তারিত লেখা আছে বইটিতে।তাতে বলা আছে বৃত্তাকার বিমান কাঠামোর ভিতরে সোলার মার্কারি(পারদ) বয়লার সহ মার্কারি ইঞ্জিন বসাতে হবে। চারটি পারদ বিশিষ্ট শক্তিশালী কনটেইনার স্থাপন করতে হবে ভিতরে।যেগুলো সৌর শক্তিতে উত্তপ্ত হয়ে ইঞ্জিন চালু হবে! সোলার প্ল্যান্ট? কত হাজার বছর আগে? খায়সে! ভাল কথা সমর সূত্রধারা কিন্তু বেদ থেকে প্রাপ্ত তথ্য থেকে লেখা। এই লেখার আরও হাজার হাজার বছর পর মার্কারি ইঞ্জিন আবিষ্কার নিয়ে গবেষণা শুরু করে নাসা!



১৮৭৫ সালে ভারতের এক মন্দির থেকে প্রাচীন এক গ্রন্থ পাওয়া যায়। যা রচনা করেছেন সাধু বারতবাজি খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে। বইটি কোনও মৌলিক গ্রন্থ নয় এটি লেখতে তিনি প্রাচীন বেদ ও রামায়ণের সাহায্য নিয়েছিলেন।মজার ব্যাপার হল বইটির নাম বৈমানিক শাস্ত্র। বইটি বিমান নির্মাণ,বিমান অদৃশ্যকরণ,শত্রু বিমান ধ্বংস-করন সহ মোট আটটি অধ্যায়ে সাজানো।বইটিতে তিন ধরনের বিমান(রুকমা,সাকুনা,ত্রিপুরা)



এর গঠনের কথা উল্লেখ আছে। আছে বিমানের নানা যন্ত্রের বর্ণনা এবং বিমানের জ্বালানির কথাও উল্লেখ আছে।



বই এর বর্ণনামতে একটি বিমান ছিল বৃত্তাকার এবং এগুলো দ্বারা আকাশে উড়া যায়!



বিমানের জ্বালানিতে ব্যবহার করা হত পারদ আবার কখনও হলুদেটে সাদা তরল। খুব সম্ভবত তিনি গ্যাসোলিন এর কথা বলেছেন। উনার বিবরণ দ্বারা বুঝা যায় বিমানগুলোতে কম্বাসচন ইঞ্জিন এবং পালস-জেট ইঞ্জিন দুই ধরনের ইঞ্জিনই ব্যবহার করা হত। যে পালস-জেট ইঞ্জিন নিয়ে হাজার বছর পর নাৎসিরা গবেষণা শুরু করে।তাদের রকেটে ব্যবহার করার জন্য। যেভাবেই হোক হিটলার প্রাচীর ভারতের এই গ্রন্থগুলো সম্পর্কে জানতেন এবং এগুলো সংগ্রহ করার জন্য তার প্রতিনিধিদের ভারতবর্ষে পাঠিয়েছিলেনও।



এছাড়াও রামায়ণ বেদ মহাভারতে নানা স্থানে বিমান(কখনও বা পুষ্পক কখনও বা অগ্নিরথ মূলত সবই এক)এর কথা আছে। তবে পুরাণ নিয়ে আমি নিজে তেমন একটা বিশ্বাসী না তাই এসব নিয়ে কথা বাড়ালাম না।

এখন মূল কথা হল বৈমানিক শাস্ত্র ও সমর সূত্রধারার প্রাচীনতা নিয়ে কোনও সন্দেহ না থাকলেও বিমান গঠন এর বর্ণনা ও যেসমস্ত নকশা আকা আছে তার বৈজ্ঞানিক সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। বর্ণিত বিমানগুলো কি সত্যিই উড়তে পারত? এগুলো কি নির্মাণ সত্যিই সম্ভব?

সব প্রশ্নের উত্তরই সন্দেহের মুখে।বৈমানিক শাস্ত্র নিয়ে অনেক সন্দেহ আছে।আধুনিক বিমানের গঠনের সাথে বৈমানিক শাস্ত্রে আকা বিমানের গঠনের তেমন একটা মিল নাই। তবে মজার ব্যাপার হল বৈমানিক শাস্ত্র ফলো করে সত্যিই কিন্তু বিমান তৈরি করা হয়েছিল।

কবে জানেন?

১৮৯৫ সালে। এবং সেই বিমান মুম্বাই বিচে উড়েছিল ১৫০০ ফিট উপরে। তারপর হয়েছিল ধ্বংস।আবিষ্কারক হল শিবসংকর তেলপদ। একজন ভারতীয়!

মাই গড! অবাক হওয়ার মত ব্যাপার,তাই না? রাইট ভাইগন যে তাহলে পথে বসে যায়। কারণ বিমান আবিষ্কারের কৃর্তত্ব দেওয়া আছে তাদের। যারা আবিষ্কার করে ১৯০৩ সালে। কিন্তু মূল সমস্যাটা হল শিবসংকর এর এই বিমান উড়া নিয়ে আছে নানা সন্দেহ। যদিও অনেকেই নিজ চোখে তার বিমান উড়তে দেখেছেন কিন্তু বেশীরভাগই আবার দাবী করেন বিমান একটা তিনি তৈরি করেছিলেন বটে নাম ছিল তার মারুত শক্তি তবে তার এই বিমান উড়তে পারত না। শিবসংকর এর উড়োজাহাজ নিয়ে গবেষণা অবশ্য থেমে গিয়েছিল বারোদার রাজার জন্য। ধারনা করা হয় ব্রিটিশ সরকারের পরোক্ষ নির্দেশে উনাকে থামিয়ে দেওয়া হয়। যার ফলে ইতিহাসের এইদিকটা থেকে যায় অন্ধকারেই।



পৃথিবীতে অনেক কিছুই আছে যার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। এই মডেলগুলোও তেমন। হয়ত প্রাচীনকালে বিমান ছিল হয়ত ছিল না। তবে এই নিদর্শনগুলো আমাদের জন্য রেখে গেছে অনেক প্রশ্ন। আমরা যে ইতিহাস জানি মানবসভ্যতার তা কি ঠিক? নাকি মাঝখানে অনেককিছুই বাদ পড়ে গেছে?

তথ্যসূত্র- সূত্র১

সূত্র২

সূত্র৩

এছাড়া্ও আরো কিছু সাইট থেকে তথ্য নেওয়া হয়েছে।



এই সিরিজের আগের পর্ব-

বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২

মন্তব্য ২৯১ টি রেটিং +১৬১/-০

মন্তব্য (২৯১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:১৫

মাহী ফ্লোরা বলেছেন: আমি এট্টু আধুনিক বিমানে চড়তে চাই। /:)

০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

শূণ্য উপত্যকা বলেছেন: আপু এটা তোমার জন্য। :)

২| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:১৬

ফাহিম আহমদ বলেছেন: দারুন পোষ্ট মনে হচ্ছে , প্রিয়তে নিলাম সময় করে পড়ব। ধন্যবাদ

০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:২০

শূণ্য উপত্যকা বলেছেন: ঠিক আছে। পড়ে জানাবেন কেমন লাগল।

৩| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:১৬

নাআমি বলেছেন: চমৎকার একটা লেখা পেলাম...ভীষন ভাল লাগল......


অনেক কিছুই জানলাম.....।

অজশ্র ধন্যবাদ......।

০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৩৯

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা রইল আপু।

৪| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:১৭

নাআমি বলেছেন: প্রিয়তে......

০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস। :)

৫| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:১৮

দূর্যোধন বলেছেন: বাপ্রে !!!! অনেক কিছু জানলাম !!!


আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা পোস্টের জন্য :)

০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা সবসময়।

৬| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:২৩

বনছায়া বলেছেন: বড় লেখা তাই প্রিয়তে নিলাম। পরে পড়ে নিবো।

০১ লা মার্চ, ২০১১ রাত ১০:১৪

শূণ্য উপত্যকা বলেছেন: পড়ে জানাবেন কেমন লাগল।

৭| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:২৩

জুবেরী বলেছেন:
বাড়ি কই ??????????

০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:২৯

শূণ্য উপত্যকা বলেছেন: !!

৮| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন: বিমান আবিষ্কারের অনেক আগেই সাইন্সফিক্সান লেখকরা বিমান বা হেলিকপ্টারের কথা লিখেছিলেন। জুলভার্ন লিখেছিলেন হেলিপ্লেন এক কথা

০১ লা মার্চ, ২০১১ রাত ১০:২৪

শূণ্য উপত্যকা বলেছেন: জুলভার্ন একজন লেখক বটে। তিনি যা ভেবেছিলেন তার বেশীরভাগই আবিষ্কৃত হয়েছে পরে।

৯| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:৩৭

আধার রাতের মুসাফির বলেছেন: প্রিয়তে নিলাম।

০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:৪১

অাল অামীন বলেছেন: সংগ্রহে রাখলাম। প্রায় সবটুকুই আমার অজানা ছিল।

০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১১| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:৪৮

সায়েম মুন বলেছেন: কালকা পড়েছিলাম। আজকা আর একবার নজর বুলাইলাম।
সেই পুরনো আমলের বিমান নাড়াচাড়া করা হৈল যেন। গ্রেট জব।

০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: কালকে আমাকে সামুর ফার্মগেটের জ্যামে পায়সিল। পোস্ট দিয়ে দেখি লিংক দেয় নাই। আর কিছু ইনফোতে গরমিল। ঠিক করতে গিয়ে লাগল আধঘন্টা। দেন দেখি পোস্টের কোনো খবরই নাই প্রথম পাতায়। মেজাজ হল আলুভর্তা। দিলাম মুছে।:(

১২| ০১ লা মার্চ, ২০১১ দুপুর ২:৪৯

কাঠফুল বলেছেন: প্রিয়তে রাখলাম। খুবই কৌতুহলোদ্দিপক ব্যাপার! শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ @ শূণ্য উপত্যকা...

০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৫৯

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস কাঠফুল।

১৩| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:০৪

কৃষ্ণনগর বলেছেন: প্রিয়তে।

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:১১

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১৪| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক তথ্যবহুল পোষ্ট।

অনেক ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:২০

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১৫| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:০৭

কাকপাখি ২ বলেছেন: হুম

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: উমমমমম:)

১৬| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:১০

খানসামা বলেছেন: হাজার আবালামি পোস্টের ভীড়ে একখান তথ্যবহুল, জ্ঞানগর্ভ পোস্ট। সরাসরি প্রিয়তে গেল।

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১৭| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:১৪

নষ্ট কবি বলেছেন: অনেক কিছু জানলাম !!!

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: জানাতে পেরে ভাল লাগল।

১৮| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:২০

অর্ফিয়াস বলেছেন: হেভি একটা পোষ্ট। ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১১ রাত ১১:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১৯| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:২৮

ফাইরুজ বলেছেন: অনেক কিছু জানা গেল। ধন্যবাদ চমত্‍কার একটা পোস্ট দেবার জন্য

০২ রা মার্চ, ২০১১ রাত ১২:০৩

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা রইল আপু।

২০| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:২৯

অস্তমিত গন্তব্য বলেছেন: ইদানিং সামুতে এত আজেবাজে পোস্ট আসে যে সামুতে আসাই ছেড়ে দেব ভাবছিলাম ... আপনার পোস্ট টি বোধ করি তা আর ও দীর্ঘায়িত করলো ...

ভালো লাগল পড়ে ...

০২ রা মার্চ, ২০১১ রাত ১২:১০

শূণ্য উপত্যকা বলেছেন: ব্লগিং করে আসলে কি হয়? আমারও ব্লগ ভাল লাগে না। মুলত রাতের এইসময়টা কিছু করার থাকে না বলে ব্লগে আছি। খুব সম্ভভত মে মাস থেকে আরো বিজি হয়ে যাব তখন ব্লগে আর না আসার সম্ভাবনাই বেশী।

২১| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:৩২

জয় রাজ খান বলেছেন: শূণ্য ভাই আমার শূণ্যে উড়তে ইচ্ছে করে!! :#>

অনেক অজানা তথ্য জানতে পারলাম থেঙ্কু &++++ :)

০২ রা মার্চ, ২০১১ রাত ১২:১১

শূণ্য উপত্যকা বলেছেন: জয় ভাই চলেন পালাই। :)

২২| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:৩৮

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: মিশরের মডেলটা পড়লাম... বাসায় গিয়ে পুরো পোস্টটা পড়ব.. শুনেছিলাম লিওনার্দো দ্য ভিঞ্চিও আকাশযানের মডেল একেছিলেন...!! তাহলে কি সভ্যতা কি কোন একটি সার্কেলের মধ্য দিয়ে ঘুরে আবার একই জায়গায় অবর্তীণ হচ্ছে?

০২ রা মার্চ, ২০১১ রাত ১২:২৫

শূণ্য উপত্যকা বলেছেন: মজার ব্যাপার হল ভিঞ্চি কে বেশিরভাগ মানুষই চিত্রকর হিসাবে জানে। অথচ তিনি ছিলেন একজন শৈলবিদ,একজন উদ্ভাবক,একজন চিত্রকর। বিজ্ঞানের প্রায় সব শাখাতেই উনি ছিলেন আগ্রহী।
আকাশযানের মডেল তিনি একেছিলেন এটাও সত্যি। আমার মতে মধ্যযুগের সবচেয়ে প্রতিভাবান তিনি।

আপু বাসায় গিয়ে কি ঘুমিয়ে পড়লেন নাকি?:)

২৩| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:৪০

রেজোওয়ানা বলেছেন: এহে হে এইটা কি হলো, এই মন্তব্যটা মোছ :(

০২ রা মার্চ, ২০১১ রাত ১২:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: হে হে। দিছি তো।

২৪| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৩:৪১

রেজোওয়ানা বলেছেন: দারুন দারুন দারুন, খুবই ইন্টারেস্টিং একটা টপিকস!

ভারতীয় মন্দিরেরও শিখর দেউল স্টাইলটাও কিন্তু এই স্টাইলে বানানো,
নীচের ছবিটা দেখো, সর্ব ডানের মন্দিরটা হলো শিখর দেউল। উচু শিখরের অংশটাকে শাস্ত্রীয় ভাবে কিন্তু 'বিমান' বলা হয়!



ডান দিকের মন্দিরটার চুড়োর সাথে রকেটের আকৃতির মিল আছে না?

০২ রা মার্চ, ২০১১ রাত ১২:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: প্রাচীন আকাশযান নিয়ে সবচেয়ে বেশী আলোচনা কিন্তু ভারতেই পাওয়া যায়। এটা নিশ্চিত যদি প্রাচীনকালে বিমান থেকে থাকত তাহলে হয় আটলান্টিস বা ভারতে প্রথম আবিষ্কৃত হয়েছিল।

ডানের মন্দিরটা তো ইন্টারেস্টিং। বেশ মিল আছে। তুমি কি ওখানে গিয়েছিলে?

২৫| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৫:৩৫

কি নাম দিব বলেছেন: তথ্যবহুল পোস্ট। তবে সবটা পড়ে শেষ করতে পারিনাই। :| যতটুকু পড়সি ভাল্লাগসে। :)

০২ রা মার্চ, ২০১১ রাত ১:০৪

শূণ্য উপত্যকা বলেছেন: কিনাপ্পি তোমার মুখ দেখছি এতেই খুশি। যাও পোস্ট পড়তে হবে না।
ব্লগ ছেড়ে দিছ কিনা তাই ভাবছিলাম।:(

২৬| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৫:৪৪

রিফাত ইকবাল বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা পোস্টের জন্য.........।

০২ রা মার্চ, ২০১১ রাত ১:১২

শূণ্য উপত্যকা বলেছেন: শুভেচ্ছা।

২৭| ০১ লা মার্চ, ২০১১ বিকাল ৫:৫২

নতুনছেলে বলেছেন: অনেক তথ্যসমৃদ্ধ পোস্ট, জানানোর জন্য ধইন্যা।

০২ রা মার্চ, ২০১১ রাত ১:২৯

শূণ্য উপত্যকা বলেছেন: এই আপনি গেমস খেলেন না কেন? ঘটনা কি?

২৮| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৭

বড় বিলাই বলেছেন: দারুণ সব তথ্য জানা গেল। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা মার্চ, ২০১১ রাত ১:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা আপু।

২৯| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৫

কবির চৌধুরী বলেছেন: খুঁটিয়ে খুঁটিয়ে পুরো লেখাটা পড়লাম। চরম ইন্টারেস্টিং টপিক।
আপনি নিশ্চয় এরিক ভন দানিকেনের বই পড়েছেন।এলিয়েন থাকা না থাকা নিয়ে পুরাকীর্তির নানা নিদর্শন নিয়ে আলোচনা। পুরা মাথা নষ্ট হয়ে যাবার মত তথ্য উপাত্ত হাজির করেছেন উনি।

০২ রা মার্চ, ২০১১ রাত ১:৩৮

শূণ্য উপত্যকা বলেছেন: এরিকের বেশ কিছু লেখা আমি পড়েছি। তবে এ লেখাতে তার কোনো ছাপ নেই।
এরিকের একটা সমস্যা হল উনি এলিয়েনের ব্যাপারে বেশ একঘুয়ে। যেভাবেই হোক না কেন এলিয়েন হাজির করেই ছাড়বেন।

৩০| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:২৩

কালীদাস বলেছেন: চমৎকার পোস্ট শূন্য উপত্যকা, চমৎকার!
আছেন কেমন?

০২ রা মার্চ, ২০১১ রাত ১:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস কালী ভাই।
আমি ভালো মন্দের মাঝামাঝি আছি। নানা কারনে মন ঠিক নেই।
আপনি কেমন?

৩১| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫১

সকাল রয় বলেছেন:

জানলাম অনেক কিছু

ধন্যবাদ এই রকম পোস্টের জন্য

০২ রা মার্চ, ২০১১ দুপুর ১২:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা কবি। ব্লগে নিয়মিত হন না কেন?

৩২| ০১ লা মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৩

এস বাসার বলেছেন: বরাবরের মতোই চমৎকার লেখা, যা পড়তে ভালো লাগে আবার ভাবতেও ভালো লাগে।

০২ রা মার্চ, ২০১১ দুপুর ১২:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ বাসার ভাই।

৩৩| ০১ লা মার্চ, ২০১১ রাত ৮:১৬

সারথী মন বলেছেন: সামুতে যখন ভাল লেখার প্রচন্ড দৈণ্যতা-তখন আপনার অসাধারন সুন্দর লেখা পড়ে পরিতৃপ্তিতে মনটা ভরে যায়! আপনার লেখা পড়া মানেই অনেক কিছু শেখা, অনেক কিছু জানা।

০২ রা মার্চ, ২০১১ দুপুর ১:০৪

শূণ্য উপত্যকা বলেছেন: লজ্জা পাচ্ছি। :#>
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৪| ০১ লা মার্চ, ২০১১ রাত ৮:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
খুব ভাল একটা পোষ্ট। জানার আছে অনেক কিছু ।

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: অনেক কিছুই বাকি মামা। ভাল থেকো। শুভকামনা।

৩৫| ০১ লা মার্চ, ২০১১ রাত ১০:১৮

শিপু ভাই বলেছেন: এই পোস্টের প্রথম মন্তব্যটা ছিল আমার!
কই গেল???:| :| :|

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:২৮

শূণ্য উপত্যকা বলেছেন: শিপু ভাই পরশু রাতে যদি করেন তবে নাই। এই পোস্ট পরশু রাতে দেওয়ার পরপরই এডিট করার জন্য ঢুকি। তারপরই দেখি সামুর ঐতিহাসিক জ্যামে আমি আটকা। অনেক চেষ্টার পর এডিট করে বের হয়ে দেখি পোস্টের নামগন্ধও নাই প্রথম পাতায়। মেজাজ হল গরম।পোস্ট দিলাম মুছে।:(

আপনাকে অনেক ধন্যবাদ আবার কমেন্ট করার জন্য। শুভকামনা।

৩৬| ০১ লা মার্চ, ২০১১ রাত ১০:২২

সুরঞ্জনা বলেছেন: অনেক দিন আগে পড়া সেবা প্রকাশনীর "ভীন গ্রহের মানুষ রহস্য ও প্রমান" বইটির কথা মনে পড়ে গেলো। খুব সুন্দর করে লিখেছ শূণ্য। টানটান উত্তেজনা, পড়া শুরু করলে শেষ না করে উপায় নেই।
এমনি আরও লেখা দাও। শুভেচ্ছা নিরন্তর!

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: আপা সেবা আর হুমায়ুন আহমেদ এই দুই এর কাছে আমার আজীবনের কৃতজ্ঞতা। এদের জন্যই আমার বই পড়া। আজও সেবার যেকোন বই এবং হুমায়ুন আহমেদের বই এক নিঃশ্বাষে পড়ে শেষ করি আমি।
ভাল থেকো তুমিও।

৩৭| ০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৩৭

সরল মানুষ বলেছেন: অনেক কিছু জানা হলো..................:)

ধন্যবাদ শূন্য

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা সরল মানুষ।

৩৮| ০১ লা মার্চ, ২০১১ রাত ১০:৫৭

স্পেলবাইন্ডার বলেছেন: good post

০২ রা মার্চ, ২০১১ রাত ৮:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৩৯| ০১ লা মার্চ, ২০১১ রাত ১১:০৪

হিরম্ময় কারিগর বলেছেন:
অনেক কিছু জানলাম। কোনটাই নিশ্চিত নয়, সবকিছু সম্ভাবনা কিংব হলেও হতে পারে জাতীয়।

০২ রা মার্চ, ২০১১ রাত ৯:১১

শূণ্য উপত্যকা বলেছেন: শুধু সম্ভবনা না বেশ ভালো সম্ভাবনা বলা যায়।

৪০| ০১ লা মার্চ, ২০১১ রাত ১১:০৯

গরম কফি বলেছেন: nice

০২ রা মার্চ, ২০১১ রাত ৯:১২

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৪১| ০১ লা মার্চ, ২০১১ রাত ১১:২০

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: আমি খম্বিত! অসাধারণ লিখেছেন!

০২ রা মার্চ, ২০১১ রাত ৯:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

৪২| ০১ লা মার্চ, ২০১১ রাত ১১:২৭

ইসরা০০৭ বলেছেন: অনেক ভালো পোষ্ট বিমান সম্পর্কে.......মানুষের জানার শেষ নেই।

শূন্য চমৎকার লিখেছ।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:২৬

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ আপু। তোমার খবর কি? খেল না কেন এখন?

৪৩| ০১ লা মার্চ, ২০১১ রাত ১১:৩৩

ধূর্ত শিকারি বলেছেন: দুর্দান্ত পোস্ট।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:৩৫

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

৪৪| ০২ রা মার্চ, ২০১১ রাত ১২:৪৪

মিরাজ is বলেছেন: তথ্যবহুল পোষ্ট । ভাল লাগল জেনে । আমার কেন জানি মনে হয় প্রাচীণ মানুষেরা আমাদের থেকে বেশি জ্ঞানী ছিলেন । আমরা আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছি । :(

০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:৪০

শূণ্য উপত্যকা বলেছেন: ব্যাপারটা হয়ত এমন আমাদের জানার বাইরে অতীতে এক বা একাধিক উন্নত সভ্যতা ছিল যা পরে ধ্বংস হয়ে গেছে।

৪৫| ০২ রা মার্চ, ২০১১ রাত ১:৩৭

রাজসোহান বলেছেন: চরম ইন্টারেস্টিং!

০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকু।:)

৪৬| ০২ রা মার্চ, ২০১১ রাত ৩:৫৬

স্বদেশ হাসনাইন বলেছেন:
আলেকজান্দ্রিয়ার লাইব্রেরীটা ধ্বংশ হয়ে যাওয়ায় অনেক কিছুই আমরাদের আর জানার উপায় রইল না। কত শত জিনিস আবারও আবিষ্কার করতে হচ্ছে। প্রায় মাসখানের অর্ধেক উপস্থিতির পর নেটে ফিরছি। এসেই লেখাটা পেলাম।

পরিশ্রমী একটি পোস্টের জন্য অভিনন্দন, শূণ্য

০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:৫৪

শূণ্য উপত্যকা বলেছেন: কত কিছু যে হারিয়েছে কে জানে। কিছু নিদর্শন ভাবায় আমাদের অন্যরকম।
তারপর হাসনাইন ভাই কেমন আছেন? অনেকদিন কথা হয় না।

৪৭| ০২ রা মার্চ, ২০১১ সকাল ১১:৪২

মৈত্রী বলেছেন: ভাই শুন্য উপত্যকা......
ভালো আছেন আশাকরি। আপনার লেখাটি পড়লাম, ভালো লাগলো এবং এক কথায় অসাধারণ।

আপনি ঢাকায় আসবেন কবে? ঢাকায় আসলে আপনাকে আমাদের কার্যক্রম দেখাতে পারতাম।
আমরা ডিভাইন উইসডোম সেসাইটি এর সদস্যরা এইসব রহস্যময় বিষয় নিয়ে গবেষণা করি।
আপনি ঢাকায় এ্যাভেইলাবল হলে আপনাকেও আমাদের সদস্য করে নিতাম। মাত্র ২ সপ্তাহ আগে আমাদের একটি সেমিনার হয়ে গেল কোরআনের আলোকে ভিন-গ্রহের প্রাণীর উপরে। যেখানে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি (এবং প্রমাণ করেছি) যে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহে বুদ্ধিমান প্রানীর অস্তিত্ব আছে এবং তাদের সাথে এই পৃথিবীর বাসিন্দাদের যোগাযোগও হয়!

আগামি পরশু আমাদের একটা সেমিনার আছে কোরআনের আলোকে অতীতে ধ্বংসপ্রাপ্ত সভ্যতার উপর। মানে কোরআনে বর্ণিত আদ-সামুদ জাতি, লুতের কাওম (কাওমে লূত) ইত্যাদি জাতির ইতিহাস, এদের আকাম-কুকামের কারনে ধ্বংস হবার কাহিনী এবং বর্তমান পৃথিবীর ম্যাপে এদের অবস্থান কৈ ছিল, এগুলা আরকি......

ঢাকায় থাকলে আপনি অনেক উপভোগ করতেন গ্যারান্টেড!!

ইভেন্টের ফেসবুক লিন্ক দেখুন View this link

আপনাকে অনেক ধন্যবাদ!!!

০২ রা মার্চ, ২০১১ দুপুর ১২:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: মৈত্রী আপনাকে ধন্যবাদ।আপনাদের কাজ আমার ভাল লেগেছে কিন্তু আমি ঢাকায় খুব কম আসি। বছরে এক- দুইবার। এর পরেরবার আসলে আপনার সাথে আমার দেখা হবে নিশ্চয়।আপনাদের সাইটটি দেখলাম আমি বুকমার্ক করে রেখেছি। দেখা হবে নিয়মিত।
আর অনলাইনে তো আমি আছিই। তথ্য আদানপ্রদানে আমার সহযোগিতা অবশ্যই পাবেন। আমি এসব বিষয়ে খুবই আগ্রহী।

৪৮| ০২ রা মার্চ, ২০১১ সকাল ১১:৪৯

রেজোওয়ানা বলেছেন: এইটা একটা স্কেচ কোন মন্দিরের তার নাম জানিনা দাক্ষিনাত্যের গুলোতে গিয়েছিলাম তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের অস্ত্রের বর্ননা পড়েছো? আধুনিক মারনাস্ত্রের সাথে অনেক সামঞ্জস্য পাবে!

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:০০

শূণ্য উপত্যকা বলেছেন: আপা তুমি তো মনে হয় মহাভারতের গল্প পড়েছ। এটা যদি সত্যি হয় তবে ১০০ ভাগ নিশ্চিত থাক ঐসময়ের সভ্যতা এখনকার মতই আধুনিক ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যে সকল অস্ত্রের বর্ননা দেওয়া আছে তাতে এটা বুঝা যায় ঐ সময় আনবিক অস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।
একটা অদ্ভুত ব্যাপার হল অযোধ্যার অনেক প্রাচীন কিছু খুলির তেজস্ক্রিয়তার হার শুধু হিরোশিমা বা নাগাসাকির সাথেই মিলে। ঘটনাটি বুঝ এবার।

৪৯| ০২ রা মার্চ, ২০১১ দুপুর ১:২৬

ঘটলা বলেছেন: অনেক সুন্দর করে লিখছেন শূণ্য ভাই। যে কয়েকজন ব্লগারের লেখা পড়ার জন্য সামুতে পড়ে থাকি, আপনি তাঁদের একজন। আমাদের মত পাঠকদের জন্য আশাকরি নিয়মিত লিখবেন।

ভাল থাকবেন।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:০৯

শূণ্য উপত্যকা বলেছেন: ব্লগিংটা আসলে আপনাদের জন্য ছাড়তে পারি না। নাহলে কবে ছেড়ে দিতাম। পত্রিকায় লেখার চেয়েও অনেক আকর্ষনীয় ব্লগে লেখা।

৫০| ০২ রা মার্চ, ২০১১ বিকাল ৫:৫০

হাম্বা বলেছেন: ভাল লেখা, ভাল লাগল

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস হাম্বা।

৫১| ০২ রা মার্চ, ২০১১ রাত ৯:০০

সুচিন্তিত মতবাদ বলেছেন: অপুর্ব সুন্দর পোস্ট। সামু ব্লগে যতজন ব্লগার আছেন-যাদের লেখা পড়া মানেই অনেক কিছু শেখা-আপনি তাঁদের মধ্যে অন্যতম।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:২২

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা।

৫২| ০২ রা মার্চ, ২০১১ রাত ৯:২৪

কুন্তল_এ বলেছেন: প্রিয়তে নিলাম। আবারও আমাকে বিস্মিত করলেন বিষয়ের বিচিত্রতা ও বিপুল তথ্যসম্মৃদ্ধ এই লেখা দিয়ে। ভাল থাকুন। :)

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:৩৬

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ। আপনার ভ্রমণ কেমন চলছে? আবার কবে বের হবেন?

৫৩| ০২ রা মার্চ, ২০১১ রাত ৯:৩২

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: অনেক ভাল পোষ্ট।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

৫৪| ০২ রা মার্চ, ২০১১ রাত ১০:২৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কালকে পড়েছিলাম, কমেন্ট করা হয়নি। আজ আবার আসলাম।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: অনেক শুভকামনা। ভাল থাকবেন সবসময়।

৫৫| ০২ রা মার্চ, ২০১১ রাত ১০:৪১

এক রাশ তরঙ্গ বলেছেন: Erich von Däniken এর মতে হাজার বছর আগে ভিন গ্রহ থেকে উন্নত প্রাণীরা এসে পৃথিবীর লোকজনকে অনেক জ্ঞ্যান দিয়ে গেছে। এই জন্যই নাকি অনেক পুরাকীর্তিতে ওইসব প্রাণীদের যানবাহনের ছবি পাওয়া যায়। আবার অনেক ধর্মের কাহিনীতেও এইসব আকাশে দেবদেবীদের উড়া উড়ির ব্যাপার আছে। যদিও এই নিয়ে অনেক দ্বিমত আছে।
পোস্ট পড়ে অনেক কিছু জানলাম :)

০৩ রা মার্চ, ২০১১ রাত ২:০৫

শূণ্য উপত্যকা বলেছেন: পুরান গুলো অনেক রহস্যময়।অনেক গল্প আছে যা পড়লে মাথা চক্কর দেয়।

৫৬| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১২:৪২

হানিফ রাশেদীন বলেছেন: শুভ কামনা রইলো।

০৩ রা মার্চ, ২০১১ রাত ২:০৭

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস ব্রো। কেমন আছেন?

৫৭| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১:৩৬

বাবুই চড়ুই বলেছেন: ভাইরে আপনেরে চুম্মা সহকারে প্লাস B-) B-) এত পরিশ্রম কৈরা আজকাল আর কেউ পোস্টায়না।
প্রিয়তে।

০৩ রা মার্চ, ২০১১ রাত ২:০৯

শূণ্য উপত্যকা বলেছেন: কেউ কেউ করে। আমি দেখেছি। আসলে আমি সময় পাই না নাহলে এই সিরিজটা এতদিনে শেষ করে দিতাম।
শুভকামনা চড়ুই।

৫৮| ০৩ রা মার্চ, ২০১১ রাত ২:১৫

বাবুই চড়ুই বলেছেন: Art Forgery নিয়ে আমার পস্তানোর খুব ইচ্ছা ছিল, আপনার মত ধৈর্য আমার নাই। পারলে পোস্টায়েন।

আমার ফেবু View this link আইডি দিলাম, আপত্তি না থাকলে অ্যাড দিয়েন।

আপনিও ভালো থাকেন।

০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: রিকো পাঠালাম। :)
ধৈর্য নিয়ে আমার সমস্যা নাই সমস্যা হল সময় নিয়ে। সকালে দু কাপ চা খেয়ে এখন মাত্র লাঞ্চ করতে আসলাম। বুঝেন ঠেলা।:( তবে আমি চেষ্টা করব।

৫৯| ০৩ রা মার্চ, ২০১১ রাত ৩:৪৮

উদাসী স্বপ্ন বলেছেন: এলিয়েন ফেলিয়েন ভূয়া! এইটার যুক-তি খুবই সাধারন। টাইম মেশিন ভবিষ্যতের কোনো একসময় আবিসকার হইবো আর তারা সভ্যতার উন্নয়ন তরান্বিত করতে এ ধরনের কিছু প্রযুক্তি অতিপ্রাচীন কালে দেখায়া আসে!


ইদানিং তো পোসট সিটিসির এক্সপেরিমেন্টাল কনসেপ্ট দিয়া গ্রান্ড ফাদার প্যারাডক্স আর কোয়ান্টাম এনট্যাঙ্গলম্যান্টের টাইম ডোমেইনে যে অতীতের পরিবর্তন সম্ভব এইটা প্রমানিত সত্যঘইয়া গেছে! যদিও এইটা নিয়া পোস্টানোর টাইম পাইতাছি না! সামনে এক্সাম!

০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: এলিয়েন নিয়ে আমি বিশ্বাষ অবিশ্বাষের মাঝামাঝিতে আছি। তবে এসব আমার মনে হয় অতীতের কোনো উন্নত সভ্যতার কাজ। যাদের ইতিহাস যেভাবেই হোক হারিয়ে গেছে।আমরা যার কোনো খবর রাখি না।

উদাসী ভাই টাইম মেশিন নিয়ে আমি খুবি আগ্রহী। এটা নিয়ে লেখেন প্লিজ।

৬০| ০৩ রা মার্চ, ২০১১ ভোর ৫:৩৬

ইসরা০০৭ বলেছেন: আর তেমন খেলতে ভালো লাগেনা মনে হয় খেলার বয়স চলে যাচ্ছে =p~ =p~ =p~

আমি ভালো আছি । তুমি কেমন আছো?

০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৩:৫৮

শূণ্য উপত্যকা বলেছেন: আমি জানি না আপু। মনে হয় ভাল।:(

৬১| ০৩ রা মার্চ, ২০১১ দুপুর ২:০৮

ডুব সাঁতার বলেছেন: তথ্য তথ্য তথ্য তথ্য তথ্য তথ্য তথ্য...
ভালো লাগছে ভাইয়া :) :)

০৩ রা মার্চ, ২০১১ বিকাল ৪:০৪

শূণ্য উপত্যকা বলেছেন: কেমন আছ? পড়াশোনা কেমন হচ্ছে?

৬২| ০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:৫৫

মাহী ফ্লোরা বলেছেন: নতুন কিছু জানতে চাই :-B

০৩ রা মার্চ, ২০১১ রাত ১০:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: নতুন কি জানতে চাও আপু?:)

৬৩| ০৩ রা মার্চ, ২০১১ রাত ৯:০৪

আলিম আল রাজি বলেছেন: প্রিয়তে নিতেই হলো।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১০:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস রাজি।

৬৪| ০৩ রা মার্চ, ২০১১ রাত ৯:১১

উদাসী স্বপ্ন বলেছেন: এইটা নিয়া লেখছি তবে এগুলান নিয়া এখন খুব একটা সন্দিহান হইয়া গেছি রিসেন্ট কোলাইডার রেজাল্ট দেইখা তাও পড়বার পারেন একটা হইলো এইটা
আর আরেকটা হইলো একটু জার্নাল টাইপ লেখা!

০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:০৩

শূণ্য উপত্যকা বলেছেন: উদা ভাই টাইম মেশিনঃ সম্ভাবনাটা সামুতে নিয়ে আসেন। সবার পড়া উচিৎ।
তবে টাইম মেশিন আবিষ্কার যদিও হয় তা আমরা দেখে যেতে পারব না বলেই আমার ধারনা।
লার্জ হেড্রন কোলাইডর একটু জটিল। সবার জন্য না।:)

৬৫| ০৩ রা মার্চ, ২০১১ রাত ৯:৩৬

বিপ্লব কান্তি বলেছেন: যন্ত্রের বিমান বা হেলিকপ্টারের সাথে রামায়নের পুস্পক রথের সাথে কোন ধরনের মিল নেয়া বা দেয়া কষ্টকর, কারন ওগুলো আধ্যাত্নিক বা ঈশ্বরীক ব্যাপার-স্যাপার ।

তবে রামায়নের পুস্পক রথ নামার জায়গাটি এখন ও আছে, শ্রীলংকানরা জায়গাটিকে তটোপল কান্দা (পাহাড়ি বন্দর) বলে , এ লিংকে তারই একটি সংক্ষিপ্ত বর্ননা আছে

আর তার (ক্যাবল) যোগাযোগে যতদূর জানা যায় , আটলান্টিসয়ে (বর্তমান আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চলে) রামায়নের সমসাময়িক সময়ে বর্তমান ফাইবার যোগাযোগের মত যোগাযোগ স্হাপিত হয়েছিল , পরে সেই এলাকাটি ধ্বংস হয়ে গেছে ।

এগুলো ধর্মের মতই বিশ্বাসের ব্যাপার, কোন ভিডিও বা সুস্পস্ট প্রমান নেই ।

আবার আধ্যত্নিকতায় বা সব সময়ের শ্রেষ্ট ধর্ম সনাতনে ফিরি , সনাতনে কিন্তু বর্তমান যুগের আমিকে (চলমান সময়কে) দূর্বলতম হিসেবে বলা হয়েছে । জ্ঞান , সাধনা , ঐশ্ব্যরিক যোগাযোগ কোনটাতেই আমার কোন প্রাধান্য থাকবে না এমনটিই বলে দেয়া হয়েছে , আগেকার সনাতন ধর্মগ্রন্হ গুলোতে । এমনকি ধর্মকাজ ও আচরন এমন সংক্ষিপ্ত করে দেয়া হয়েছে । সবকিছুই করা হয়েছে চলমান সময়ের লোকজন সবদিক থেকেই দূর্বলতর বলে ।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:১২

শূণ্য উপত্যকা বলেছেন: বিপ্লব ভাই আমি আলৌকিকতায় তেমন একটা বিশ্বাষী না। তবে আমার নীতিবোধ ও শিক্ষা সকল ধর্মকে সম্মান করতে শিখিয়েছে। তাই আপনার সাথে আমি এসব নিয়ে কথা বলতে আগ্রহী না।

৬৬| ০৩ রা মার্চ, ২০১১ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: প্রিয় শুণ্য উপত্যকা, তোমার লেখাগুলো এতোটাই তথ্য নির্ভর যা পড়ে শুধু আনন্দই পাওয়া শেষ কথা নয়। তোমার লেখা পড়লেই জ্ঞানের রাজ্যে ক্ষুধার্ত মানুষেরমতো ঝাপিয়ে পরি-জানার জন্য, শেখার জন্য-এই লেখাও তার ব্যাতিক্রম নয়। সব থেকে বড় বিষয় তোমার লেখায় একধরনের মাদকতা থাকে-যা পাঠকদের নিমগ্ন পাঠক হতে বাধ্য করে।

শুভ কামনা সব সময়ের জন্য।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:২১

শূণ্য উপত্যকা বলেছেন: কবীর ভাই এখন কেমন আছেন?

৬৭| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:২৭

জুন বলেছেন: অনেক কিছু জানলাম শুন্য যার কিছু কিছু জানা ছিল । এখন জানলাম পরিপুর্ন ভাবে।তথ্য নির্ভর লেখাটা অনেক ভালোলাগলো শুন্য।

০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:৩৩

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আপু। শুভকামনা।

৬৮| ০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:৩১

আমার দেশ আমার গর্ব বলেছেন: খুবই তথ্যবহুল পোষ্ট।
সোকেসে না রেখে উপায় নেই++++

০৩ রা মার্চ, ২০১১ রাত ১১:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস। আপনার নিকটা সুন্দর। অনেক।

৬৯| ০৪ ঠা মার্চ, ২০১১ রাত ১২:০২

এস এইচ খান বলেছেন: চমৎকার পোস্ট। প্রিয়তে।

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

৭০| ০৪ ঠা মার্চ, ২০১১ রাত ১২:৩৮

রুদ্রপ্রতাপ বলেছেন: দারুন লাগলো রে!

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: পার্টি কই? :)

৭১| ০৪ ঠা মার্চ, ২০১১ সকাল ৭:৫৮

এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন: পরে পড়ব, এখন কিছু কাজ আছে, ওয়াচে নিয়ে রাখলাম... ভালো থাকবেন শুন্যদা...।


অনেক দিন পর সামুতে একটা পোস্ট দিয়েছি--- :)

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: আচ্ছা তাই! ঠিক আছে দেখব।

৭২| ০৪ ঠা মার্চ, ২০১১ বিকাল ৫:৩৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: এই ধরনের লেখা পড়তে সব সময়ই ভালো লাগে। বিশ্বাস করতে চাই, আবার করতেও পারি না, তবুও পড়তে ভালো লাগে। :)

০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: বিশ্বাষ অবিশ্বাষের মাঝেই তো বেচে থাকা।:)
তারপর কেমন আছেন?

৭৩| ০৪ ঠা মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৫

ইণ কোযেসট অব ট্রুথ বলেছেন: Thanks.

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:০৭

শূণ্য উপত্যকা বলেছেন: শুভেচ্ছা।

৭৪| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:২০

ডুব সাঁতার বলেছেন: ভালো আছি ভাইয়া :) । আপনি তো ইদানিং কম কম লিখছেন, তাই পড়াটা ভালো হচ্ছে না :( । আরো বেশি করে লেখেন।

আপনি কেমন আছেন ভাইয়া?

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:২৮

শূণ্য উপত্যকা বলেছেন: সময় পাই না যে ভাইয়া।:(
এইতো ভাল আছি। পড়াশোনা কর নিয়মিত। শুভকামনা সবসময়।

৭৫| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৬

সামিউর বলেছেন: জটিল পোস্ট। পুরাই পাংখা। :)

প্রিয়তে নিয়া গেলাম। :D

০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: কতদিন পর আসলা? কেমন আছ?

৭৬| ০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:২৬

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ভালো লাগল

০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:০৩

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকু।

৭৭| ০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:০৬

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার পোস্ট। অনেক তথ্যবহুল। অনেক ভাল লাগল। :)

০৬ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ আদনান।

৭৮| ০৬ ই মার্চ, ২০১১ রাত ২:২৯

দীপান্বিতা বলেছেন: বাঃ! দারুন তো! শেষ পর্যন্ত পোস্টটা দিলেন! অনেক অভিনন্দন! :)

০৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: অনেকদিন ধরেই পোস্টটা বস্তাবন্দী অবস্থায় আর্তনাদ করছিল। শেষপর্যন্ত ওকে মুক্ত করলাম।:)

৭৯| ০৬ ই মার্চ, ২০১১ রাত ২:৫৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: ভালো বিপদে আছি শূণ্যদা। ফলো লিস্টে অনেক লেখা জমে আছে। সাহস করে পড়া শুরু করতে পারছি না, আবার পোস্ট লেখাতেও হাত দিতে পারছি না। আপনি কেমন আছেন?

০৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: শুরু করে দিন। আল্লাহ ভরসা।:)
আমি আবার ব্যাস্ততায় ফিরে যাচ্ছি। মাঝে কয়েকটা দিন অবসরে ছিলাম। প্রচুর টিভি দেখলাম। ঘুরলাম। লাইফটা সত্যিই মজার আমিনুল ভাই।:)

৮০| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৩৭

ফাহাদ চৌধুরী বলেছেন:

এত্ত বছর আগে ইন্ডিয়ান, মিশর, আর দঃ আমেরিক্যান চিন্তাধারা দেইখা আশ্চর্য হলাম , মাঝে মাঝে মজাও পেলাম! দারুন পোষ্ট!

০৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৯

শূণ্য উপত্যকা বলেছেন: অনেক প্রতিভাবান ছিল তাই না? আচ্ছা এমনও তো হতে পারে আমাদের চেয়ে আধুনিক ছিল সে সভ্যতা তারপর পারমাণবিক যুদ্ধে সব ধ্বংস হয়ে গেল।

৮১| ০৬ ই মার্চ, ২০১১ সকাল ৯:৪০

কক বলেছেন: তথ্যপুর্ন চমৎকার একটা পোস্ট.......সরাসরি প্রিয়তে।

০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:১৯

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

৮২| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১:৪২

আমি জলকন্যা বলেছেন: চমৎকার একটা লেখা.... প্রিয়তে না থাকার প্রশ্নই ওঠে না ........

০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস জলকন্যা।

৮৩| ০৬ ই মার্চ, ২০১১ দুপুর ২:০৬

মা-নবি০৩ বলেছেন: আপনাকে মজার একটা তথ্য দেই যদিও রেফারেন্স মনে নেই

১৮০০ সালের কোন এক সময় ১৮৩০ সম্ভবত ফ্রেন্চ রয়েল সাইন্স একাডেমী বলেছিল : জ্ঞান বিজ্ঞানের এই উন্নতির যুগে এসে ও কেউ কেউ বিশ্বাস করে আকাশ থেকে পাথর পড়ে (উল্কা প্রসংগে = গ্যালিলিও র সময়ে ও যার বর্ণনা দেয়া হয়েছিল ) কিন্তু আমরা জানি আকাশ থেকে পাথর পড়া সম্ভব না কারন আকাশে পাথর নাই । হাজার হাজার বছর অাগের বিজ্ঞান আর ২০০ বছর আগের বিজ্ঞান দেখেন কোনটা উন্নত । আসলে মানুষের উতি হাস কিংবা বিজ্ঞানের ইতিহাস সম্ভবত এক রৈখিক না । সভ্যতার পতনের সাথে সাথে সব প্রযুক্তি আর জ্ঞানের পতন বিনাশ সাধন হয়েছে আর আমরা মনে করছি যে আমাদের সভ্যতাই সবচে উন্নত ।

আবার নিউটনের পরে ইউরোপীয় রেনেসার সময় কোন কোন বৈজ্ঞানিক বলেছিলেন আর কিছু আবিষ্কারের নেই আমরা সব আবিষ্খার করে ফেলেছি
সুতরাং হয়তো অনেক গুলো সভ্যতা আমরা হারিয়েছি যার কনা হচ্ছে এ সব বিষয় জুলভার্নের ইটার্নাল অ্যাডাম একটা সাইন্স ফিকশন আছে পড়ল মজা পাবেন

আচ্চা এবার একটা সর্ম্পুর্ন উল্টা হাইপোথিসিস দেই : ধরেন আমাদের বর্তমান সভ্যতা প্ুরোই ধ্বংস হয়ে গেল । কয়েক হাজার বা লাখ বছর পরে কোন ভাবে স্টার ওয়ারস বা অ্যাভাটার মুভির ধ্বংসাবশেষ বা খেলনার মডেল বা বই পাওয়া গেল । তার পর সে সভ্যতার লোক জনের ধারনা কি হবে ? এ সব জিসনস সর্ম্পকেও একই কথা খাটে


মজার ব্যাপার মানুষের কল্পনা কিন্তু এক সুত্রে গাথা তাই রুপ কথার দানব আধুনিক রুপ নেয় জেনেটিকাল মিউটেশনে সৃষ্ট গডজিলায় । জ্বীন পরি এলিয়েনে ।মানবের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কোন সত্তায় বিশবাস কিংবা কল্পনার কিন্তু অভাব হয় না







০৭ ই মার্চ, ২০১১ রাত ১:২৭

শূণ্য উপত্যকা বলেছেন: আপনাকে অনেক পড়ুয়া মনে হচ্ছে।:)
মার্ক টোয়েনের some learned fables for good old boys and girls গল্পটা পড়বেন। বেশ মজার।

৮৪| ০৬ ই মার্চ, ২০১১ বিকাল ৪:১২

শ।মসীর বলেছেন: আমরা যে ইতিহাস জানি মানবসভ্যতার তা কি ঠিক? নাকি মাঝখানে অনেককিছুই বাদ পড়ে গেছে?

যতটুকু জানি ঐটা নিয়াই গ্যাড়াকলে আছি, আরো কিছু জানলেত ;)

০৭ ই মার্চ, ২০১১ রাত ১:৫০

শূণ্য উপত্যকা বলেছেন: অবস্থা শেষ! :)

৮৫| ০৭ ই মার্চ, ২০১১ রাত ১:৪০

মা-নবি০৩ বলেছেন: ধন্যবাদ , মার্ক টোয়েনের some learned fables for good old boys and girls এক নজর দেখলাম পরে পঢ়ব অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে । পরে পুরোটা পঢ়ব । ধন্যবাদ

০৭ ই মার্চ, ২০১১ রাত ১:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: পড়া শেষ হলে আমাকে জানাবেন।
শুভকামনা।

৮৬| ০৭ ই মার্চ, ২০১১ সকাল ১০:৩২

সাহারা খাতুন বলেছেন: আপনার জানার গভীরতা দেখে অবাক হয়ে যাই!

০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা আপু।

৮৭| ০৭ ই মার্চ, ২০১১ সকাল ১০:৪০

চর্যা পদ বলেছেন: অনেক কিছু জানলাম

০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৪২

শূণ্য উপত্যকা বলেছেন: খুশী হলাম জানাতে পেরে।

৮৮| ০৭ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৪

লিটল হামা বলেছেন: দুর্দান্ত পোস্ট!

০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস হামা ভাই।শুভকামনা।

৮৯| ০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:০৩

স্বাধীনতার বার্তা বলেছেন: চরম পোস্ট।
আপনাকে অনেক ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।

৯০| ০৮ ই মার্চ, ২০১১ সকাল ৭:২৩

ইসরা০০৭ বলেছেন: কি নতুন লেখা নাই কেন?খালি খালি গেইম খেলা তোমাগো নিয়া আর পারলাম না =p~ =p~ =p~ =p~

০৯ ই মার্চ, ২০১১ রাত ১০:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: আপা একটু বিজি। কাল পরশুর মধ্যে লেখব।
কি আর করব বল? তোমাকে দেখি না তো তাই। :(

৯১| ১০ ই মার্চ, ২০১১ রাত ২:১১

দীপান্বিতা বলেছেন: খুব ভাল করেছেন :)...আমি ভাবছিলাম আপনি বুঝি এটা আর দিলেন না!...ভাল করে আবার পড়তে হবে...

১০ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: না দেওয়ার পথেই ছিল। এপ্রিল এ ব্লগিং ছেড়ে দিচ্ছি মে বি। তাই ড্রাফট পোস্টগুলো দিয়ে দিব।

৯২| ১৪ ই মার্চ, ২০১১ রাত ২:৩১

মি: জবরদস্ত বলেছেন: অসম্ভব ভাল হয়েছে। এধরনের পোস্ট এই ব্লগে খুব কমই দেখা যায়। প্রিয়তে নিলাম।
আপনার জন্য শুভকামনা।

১৪ ই মার্চ, ২০১১ রাত ১০:০৮

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

৯৩| ১৪ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৫

বালক বন্ধু বলেছেন: চমৎকার পোস্ট। সরাসরি প্রিয়তে। ভাবতে অবাক লাগে এত আগে মানুষের এত প্রতিভা ছিল কি করে?

১৪ ই মার্চ, ২০১১ রাত ১০:২৭

শূণ্য উপত্যকা বলেছেন: হয়ত পুরো একটা সভ্যতার খবরই হারিয়ে গেছে যারা অনেক কিছু জানত।

৯৪| ১৪ ই মার্চ, ২০১১ রাত ৮:০৪

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: প্রাচীণ ভারতের স্পেসশীপের কথা পড়ে যারপরনাই আশ্চর্য হলাম.. রাইট ভাইয়েরা তাহলে আধুনিক বিমানের জনক.. প্রাচীণ যুগের জ্ঞান গুলো যদি প্রচার হত, তবে এতদিনে আমরা এ গ্যালাক্সি ছাড়িয়ে যেতাম... হয়তো গ্যালাক্সির চেয়ে বিশাল কিছুর সন্ধান পেয়ে যেতাম.. আমাদের চেয়েও বুদ্ধিমান প্রাণী বা অপ্রাণী নতুন কিছুর সন্ধান পেয়ে যেতাম..! কি মজা হত না?

১৪ ই মার্চ, ২০১১ রাত ১০:৫৫

শূণ্য উপত্যকা বলেছেন: আপা কিছু ব্যাপার স্যাপার কিন্তু অন্যরকম ভাবে ভাবায়। যেমন ধরেন মানুষের উন্নতির যে গ্রাফ আমরা জানি তা কিন্তু একটু চমকজাগানো। লাখ লাখ বছর ধরে জঙ্গলে বাস করা মানুষ হঠাৎ করেই ২-৩ হাজার বছরেই উন্নতির শিখরে পৌছে গেল। পিছনে কেউ নেই তো? এই ধরেন টাইম মেশিনে করে ভবিষ্যত থেকে কেউ এসে কাজটা করল বা স্পেশসীপে করে বাইরের গ্রহ থেকে কেউ এসে শিক্ষকের ভূমিকা নিল। নাহলে কিন্তু কেমন জানি ধাধার মত থেকে যায় সব। অথবা সহজ সমাধান হল অনেক উন্নত এক বা একাধিক সভ্যতা যা অতীতে ছিল কিন্তু এখন তার কোনো খবরই আমরা জানি না।

৯৫| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১১:০১

আজিব পোলা বলেছেন: অনেক দিন পর ব্লগে। আর এসেই চমৎকার লেখাটি পড়ে ভালোই লাগলো। সবচেয় ভাল লাগলো মানুষের প্রতিভা দেখে। ন্যাচারাল ট্যালেন্ট ইজ দ্যা বেস্ট ট্যালেন্ট লেখাটি পড়ে আন্দাজ করতে পারলাম।

১৪ ই মার্চ, ২০১১ রাত ১১:৩৬

শূণ্য উপত্যকা বলেছেন: আপনি এতদিন কোথায় ছিলেন?

৯৬| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৭

পাহাড়ের কান্না বলেছেন: ব্যাপক গবেষনালব্দ পোষ্ট। জানলাম অনেক কিছু। অনেক ধন্যবাদ শূণ্য

১৬ ই মার্চ, ২০১১ রাত ১১:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা রইল পাকা ভাই।

৯৭| ১৮ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

নন্দন কানন বলেছেন: দানিকেনের প্রায় সবগুলো বই-ই পড়ছিলাম ১০/১৫ বছর আগে। শেষ দিকে এসে ভদ্রলোক কেমন যেন সব আউলায় ফেললেন। তারপর থেকে এই ধরনের বিষয়গুলোর প্রতি আর আগ্রহ পাই না।
আপনার লেখাটা বেশ ইন্টারেস্টং হয়েছে।
প্রশ্ন থেকে যায়, লক্ষ বছর আগের এত ডাইনোসরের ফসিল পাওয়া যাচেছ আর একটা অরিজিনাল প্লেনের ধবংসাবশেষও কি পাওয়া যাবে না?

১৯ শে মার্চ, ২০১১ রাত ৯:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: সব ভাল করে খোজা দরকার। কিছু না কিছু বের হয়ে যেতে পারে।

৯৮| ১৯ শে মার্চ, ২০১১ রাত ১০:০৩

অন্ধ আগন্তুক বলেছেন: আসলেই আকাশে ঊড়ার প্রচেষ্টা বোধহয় অনেক আগেই থেকেই জোরেশোরে চলছিলো ! আর এলিয়েনবিদ দানিকেন তো বলেই দিয়েছিলেন যে , ভিনগ্রহবাসীদের অবদানেই পিরামিড আর অন্যান্য সব বিস্ময়কর স্থাপনার জন্ম । আর এলিয়েনদের বাহন তো উড়ন্ত কোন যানই হবে ! এই ধারণা্র অবশ্য খুব একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা নাই ।

এই পোস্টের জন্য আপনাকে স্যালুট না দিলে অন্যায় হবে ! শোকাসায়িত করলাম ।

এত চমকপ্রদ আর কষ্টসাধ্য এই পোস্টের জন্য আপনাকে অনেক অনেক থ্যাংস ।

১৯ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৬

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস প্রিয় আগন্তুক। ভাল থাকা হোক।

৯৯| ১৯ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৭

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ব্যাপক পোষ্ট। ++++

১৯ শে মার্চ, ২০১১ রাত ১১:০৫

শূণ্য উপত্যকা বলেছেন: কই থাক মনসুর ভাই।:(

১০০| ১৯ শে মার্চ, ২০১১ রাত ১১:০১

মাসুদুল হক বলেছেন: পুরোটা মনযোগ দিয়ে পড়লাম,এ ধরনের বিষয়গুলো সচরাচর যেটা ঘটতে দেখেছি তা হল হোয়াক্স, তবে জগৎ রহস্যময়, সে রহস্যগুলোর ব্যাখ্যাতীত আর ব্যাখ্যাযুক্ত দুই দিকই খোলা থাকে মানুষের জন্য। যে যেটা গ্রহণ করে।

পোষ্ট ভাল লেগেছে। ভারতীয় যে পুথি গুলোর কথা বলেছেন তা জেনে অবাক হলাম।পুরো বিষয়টা সময় পেলে ভালভাবে খতিয়ে দেখার ইচ্ছা রইল ।।

১৯ শে মার্চ, ২০১১ রাত ১১:১৮

শূণ্য উপত্যকা বলেছেন: কিছু রহস্য থাক না? কি বলেন? সব রহস্য শেষ হয়ে গেলে পৃথিবীর মানুষগুলো সব রোবট হয়ে যাবে।

১০১| ২১ শে মার্চ, ২০১১ দুপুর ২:৪৫

শিরীষ বলেছেন:
অসাধারণ কৌতুহল উদ্দীপক পোস্ট! চমৎকৃত হলাম শূন্য।

২১ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা কবি।

১০২| ২৫ শে মার্চ, ২০১১ সকাল ১১:৫৬

যীশুমন বলেছেন: চমৎকার পোস্ট। অনেক তথ্যবহুল। অনেক ভাল লাগল।

২৫ শে মার্চ, ২০১১ রাত ১১:২২

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১০৩| ২৫ শে মার্চ, ২০১১ দুপুর ১২:০৮

শায়েরী বলেছেন: Totho bohul post...valo laglo

২৬ শে মার্চ, ২০১১ রাত ১২:১১

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আপু।

১০৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১:৫৩

রেজওয়ান তানিম বলেছেন: শূণ্য দা , চরম একটা পোস্ট. আগেই কমেন্ট করেছিলাম কিন্তু আসেনি ।

আপনি নাকি ব্লগ ছাড়ছেন, শুনে খুব দু:খ পেয়েছি । কেন কেন কেন ???

০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০১

শূণ্য উপত্যকা বলেছেন: একেবারে ছেড়ে যাওয়া নয়। আগস্ট পর্যন্ত খুব ব্যাস্ত থাকব। না আসার সম্ভাবনাই বেশী।

১০৫| ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৫৮

শাহেদ খান বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা পোস্টের জন্য

পোস্ট প্রিয়তে !

০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা কবি।

১০৬| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সংগ্রহে রাখার জন্য প্রিয়তে নিলাম।

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৩

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১০৭| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৪

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন:

২৪ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩৫

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।:)

১০৮| ০২ রা মে, ২০১১ বিকাল ৫:১৩

শুটকাভাই বলেছেন: ১৮৬০ সালে তোলা একদল আফিমখোরের ছবি

০৯ ই মে, ২০১১ রাত ১২:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: সুন্দর।

১০৯| ০৪ ঠা মে, ২০১১ দুপুর ২:২৯

রাষ্ট্রপ্রধান বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০৯ ই মে, ২০১১ রাত ১২:৫৯

শূণ্য উপত্যকা বলেছেন: :)

১১০| ১৭ ই মে, ২০১১ রাত ১:৪৯

তৌফিক জোয়ার্দার বলেছেন: তীব্র কৌতূহল এবং টানটান উত্তেজনা নিয়ে এক নি:শ্বাসে লেখাটা পড়লাম। ভাল লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১১ রাত ১০:০৫

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।

১১১| ১৮ ই মে, ২০১১ রাত ৩:৫৮

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: +++++সহ প্রিয়তে।

অনেক সুন্দর একটা পোষ্ট দিলেন।
অনেক কিছু জানলাম।
ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১১ রাত ১০:০৬

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১১২| ০৮ ই জুন, ২০১১ রাত ১০:৩১

অনিক আহসান বলেছেন: আপনার চিন্তায় দানিকেনের প্রভাব আছে...।
তবে আলেকযন্দ্রিয়া লাইব্রেরী ধংস না হলে আরো অনেক অনেক কিছু জানা যেত...

০৯ ই জুন, ২০১১ রাত ১১:২৩

শূণ্য উপত্যকা বলেছেন: এই লাইব্রেরিটা নিয়ে আমারও একই মত।

১১৩| ১৩ ই জুন, ২০১১ রাত ৮:৪২

মিন্ট বলেছেন: অসাধারণ, !:#P !:#P !:#P
প্রিয়তে নিলাম আর বুকমার্কও করে রাখলাম ..

২১ শে জুন, ২০১১ রাত ১২:৪৫

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১১৪| ২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৮

বুবলা বলেছেন: +++++++++

২১ শে জুন, ২০১১ রাত ১:১১

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১১৫| ২০ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৭

আমি-মুসাফির বলেছেন: +++++++++++

এটি কিন্তু প্লাস না, কাটা তারের বেড়া!!

২১ শে জুন, ২০১১ রাত ১:১৪

শূণ্য উপত্যকা বলেছেন: :)

১১৬| ০২ রা জুলাই, ২০১১ রাত ১১:৫২

মেঘেরদেশ বলেছেন: সেই রকম লাগল,অনেক দিন এম ন কিছু পড়ি না:) :) :) :) :) :) :) :)

১১৭| ০২ রা জুলাই, ২০১১ রাত ১১:৫৫

মেঘেরদেশ বলেছেন: সেই রকম লাগল,অনেক দিন এম ন কিছু পড়ি না:) :) :) :) :) :) :) :)

০৬ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৭

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১১৮| ২৮ শে জুলাই, ২০১১ বিকাল ৩:২৪

নদ বলেছেন: আমার সামুতে পাওয়া সেরা পোস্ট । চমতকার হয়েছে ।

৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:০১

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১১৯| ৩০ শে জুলাই, ২০১১ রাত ৮:৪৩

শামীম শরীফ সুষম বলেছেন: আমি পেশায় বৈমানিক হয়েও এগুলো জানতাম না ...............


অভিবাদন গ্রহণ করুন অসাধারণ পোস্টের জন্য

৩০ শে জুলাই, ২০১১ রাত ১০:০২

শূণ্য উপত্যকা বলেছেন: একদিন আপনার বিমানে উঠাবেন? :)

১২০| ০১ লা আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৬

ঘুমন্ত আমি বলেছেন: অসাধারন পোষ্ট ।তবে আমি একটা ফ্রাইংসসার এর মালিক হতে চাই:D

০১ লা আগস্ট, ২০১১ রাত ১১:৩২

শূণ্য উপত্যকা বলেছেন: হলে আমিও সাথে আছি।

১২১| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১১:১১

হাছুইন্যা বলেছেন: অত্যন্ত সুন্দর পোষ্ট, এরকম আরো চাই। আমিও আপনার মত এসব ব্যাপারে কৌতুহলী.........এ+ দেয়া গেল।

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৮

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: দারূণ পোষ্ট। অনেক কিছউ জানলাম :) +++

১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৯

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫২

সমকালের গান বলেছেন: অনেক গবেষনা করে লিখেছেন মনে হচ্ছে। ধন্যবাদ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৩

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।

১২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫৬

ঢাকা ভাই বলেছেন: ALHUMDULLIAH......

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৫

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।

১২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০০

শাহেদ খান বলেছেন: শূণ্যদা, আমার আরও বন্ধুদের দেখানোর জন্য আমি এই পোস্ট-এর লিঙ্ক শেয়ার করছি, আপত্তি নেই তো?

এমন পোস্ট সচরাচর পাওয়া যায় না...অথচ সবার জানা দরকার।

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৪৭

শূণ্য উপত্যকা বলেছেন: পাগল নাকি?
কোনো আপত্তি নাইরে ভাই। আমার লেখার কোনো স্বত্ত্বটত্ত্ব এসব নাই। :)

১২৬| ০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৫

ভ্রমন কারী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।

১২৭| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৮

রুদ্রপ্রতাপ বলেছেন: তোর এই লেখাটি এখানে দিয়েছি- http://www.khobor24.com/?p=3136

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: ওকে। :)

১২৮| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৫৯

শত রুপা বলেছেন:


++++++++++++++++++++++++++++++++++

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১২৯| ০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩

গাজী সালাহউদ্দিন বলেছেন: ++++++++

১৩০| ০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩

গাজী সালাহউদ্দিন বলেছেন: ++++++++

১৩১| ০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩

গাজী সালাহউদ্দিন বলেছেন: ++++++++

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৪

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১৩২| ০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৪

রিফাত বিন সাদিক বলেছেন: +++++++

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১৩৩| ০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:১২

আগামি বলেছেন: দারুন গবেষণাসমৃদ্ধ পোস্ট। প্রিয়তে গেল। অনেক কিছু জানলাম।

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:১৬

শূণ্য উপত্যকা বলেছেন: শুভকামনা।

১৩৪| ১৬ ই নভেম্বর, ২০১১ ভোর ৪:১৯

আরিয়ানা বলেছেন: চমৎকার একটা পোস্ট!

১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:৫২

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস আপি।

১৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১১ রাত ২:৪১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুবই ভালো লাগলো । অনেক ভালো পোস্ট । প্রিয়তে নিলাম আর ++++++ রেখে গেলাম ।

২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৯

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ।

১৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৫

বাবুনি সুপ্তি বলেছেন: পড়তে পড়তে ঘোর লেগে গেল! এক টানা পরেছি! কত কিছুই আমাদের অজানা!

২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১০

শূণ্য উপত্যকা বলেছেন: অনেক কিছু্ই বাকি।

১৩৭| ০১ লা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১

মুহসীন৮৬ বলেছেন: ভাই আপনারে স্যালুট....।ফেবু তে না দেখলে তো এই পোষ্ট মিস করতাম.......:(

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: ভালো আছেন তো?

১৩৮| ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১১:১৮

জন ঢাকা বলেছেন: ওনেক তথ্য পূর্ন একটি লেখা পড়লাম অনেক ভাল লাগল।

ফেবুতে লিঙ্ক না পেলে এই চমৎকার লিখাটি সত্যিই মিস করতাম।

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৪

শূণ্য উপত্যকা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

১৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ২:২৩

শত রুপা বলেছেন:

যদি মনে করো ভালবেসে তুমি কোনোও ভুল করো নাই.....................

Click This Link

১০ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

শূণ্য উপত্যকা বলেছেন: দেখা যাক কিছু করতে পারি কিনা।

১৪০| ২৪ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৭

বীলজেবাব বলেছেন: অসাধারণ :)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৮

শূণ্য উপত্যকা বলেছেন: থ্যাংকস।

১৪১| ১৭ ই মে, ২০১২ বিকাল ৩:৪০

রুদ্র ছায়া বলেছেন: ;)

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: ;)

১৪২| ৩০ শে মে, ২০১২ রাত ১০:১৫

অসীম বেস্ট বলেছেন: খুবই ভাল লাগল। অনেক কিছু জানালেন।

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৩

শূণ্য উপত্যকা বলেছেন: পড়ার জন্য থ্যাংকস।

১৪৩| ৩১ শে মে, ২০১২ সকাল ৯:২৭

ডট কম ০০৯ বলেছেন: খুব ভাল একটা লেখা আগে পড়ি নাই কেন আফসুস হইতাছে।

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৫

শূণ্য উপত্যকা বলেছেন: :)

১৪৪| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১:০৬

আত্নভোলা বলেছেন: ওহ ম্যান আই এম ইন টাসকি........... B:-) B:-) B:-)

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৭

শূণ্য উপত্যকা বলেছেন: টাসকি কাটছে? B-)

১৪৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

নীলপথিক বলেছেন: আমি কিছুটা জানতাম আগে। একটা ডকুমেন্টরি দেখেছিলাম। মায়ান আনুনাকি গড সম্পর্কে। ওখানে বলা হয়েছিলো আনুনাকি নাকি বিমানে উড়তেন। তাছাড়া মায়ান সভ্যতার নিদর্শন হিসেবে একটা রানওয়েও দেখা যায়। সূত্র আমি আপনাকে কোন একসময় জানাবো (যদি মনে থাকে)।

১৪৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

্বর্ষণ কবির বলেছেন: অ্যানসিয়েন্ট এলিয়েন্স নামের সিরিজে এর প্রচুর তথ্য আগেই জানা ছিল। যাই হোক, অনেক রহস্য ভিনদেশী মানুষের ব্যানারে লুকিয়ে আছে। যার কোন মীমাংসা নেই। যেমন আটলান্টিস। রহস্য অনেক থাকে। ইতিহাসের কিছু সুতো হারিয়ে যাওয়ায় সঙ্কটটা দেখা দিয়েছে। না হলে আমরা এতো রহস্যর পিছু ধাওয়া করি কেনো? আমাদের পূর্ব পুরুষরা আমাদের চেয়ে স্মার্ট ছিলেন এ ব্যাপারে কোন সন্দেহ চলে না।

১৪৭| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

বিষণ্ণ বালক বলেছেন: এনসাইয়েন্ট এসট্রনাট থিওরির (Click This Link) প্রবক্তা এরিখ ফন দানিকেনের (Click This Link) প্রায় সবগুলো বইই পড়েছি। সত্যিই, হাজার বছরের প্রাচীন ইনকা, মায়া, মিশরিও, ব্যাবিলনিয়, এজটেক, আটলান্টিস, এসিরিও সভ্যতার আধুনিক জ্ঞান-বিজ্ঞান, অংকশাস্ত্র, জ্যাতিরবিজ্ঞান আজও আমাদের হতবাক করে। তবে কেউ কি এসেছিল বাইরে থেকে? দিয়ে গিয়েছিল তাদের এই জ্ঞান? বেদ-বাইবেল-পুরান, প্রাচীন পুথিপত্রে আজও লুকিয়ে আছে কত অজানা রহস্য। ইস্টার দ্বীপ, পিরামিড, নাজাকা মরুভূমি, এনখের পুঁথি, মায়া পঞ্জিকা আরও কত কি! বিজ্ঞানের ব্যাক্ষাতিত কোনকিছু পেলেই তা আমরা অগ্রহণযোগ্য বলে ফেলে দিই। কিন্তু এইসব জলজ্যান্ত প্রমানের উত্তর কিন্তু বিজ্ঞান আজওব্দি দিতে পারেনি। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
http://www.daniken.com/e/
http://ancientastronauts.de/

১৪৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮

খেয়া ঘাট বলেছেন: আমরা যে ইতিহাস জানি মানবসভ্যতার তা কি ঠিক? নাকি মাঝখানে অনেককিছুই বাদ পড়ে গেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.