নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ও বলতে চাই !

ওয়াসিম ফারুক হ্যাভেন

ব্লগিং হউক সমাজ পরিবর্তনের হাতিয়ার ।

ওয়াসিম ফারুক হ্যাভেন › বিস্তারিত পোস্টঃ

ঘাটের মরাদের ফাঁসি তে উল্লাসের কিছুই নাই !

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৯

গত কাল থেকে ব্লগ আর ফেইসবুেক বেশ গরম চলছে কামারুজ্জামানের ফাঁসি নিয়ে কেউ লিখছেন জাতি দ্বীতিয় দায় মুক্তি কেউ আবার বেশ উল্লাশ করে লিখছেন রাজাকরের ফাঁসি হলো । সত্যিকারে কি তাই । এটা আমাদের আবেগ যেমন আবেগের বসে অনেকে কামারুজ্জামানকে রাজাকার বানিয়েছেন আসলে কামারুজ্জামান রাজাকার নন ! উনি ছিলেন আল-বদর বাহিনীর । তাই তাকে রাজাকার বলা নেহায়েত ভুল । দ্বীতিয়ত ফাঁসির আগ পর্যন্ত কামারুজ্জামানের বয়স হয়েছিল বাষট্টি বছর জীবনের প্রায় শেষ লগ্ন । জীবন যৌবন সবই উপভোগ করে মৃত্যর দ্বার প্রান্তে । তো একজন ঘাটের মরাকে ফাঁসি দিয়ে এতটা উল্লাস যারা করছেন তাদের কে কেন জানি আমার তাবেদার মনে হচ্ছে । জাতি যেটা করতে ব্যর্থ হয়েছে সেটা হলো ১৯৭১ এর আমাদের মহান মুক্তি যুদ্ধের পাক সেনাদের বাংগালী দোষরদের দেশ স্বাধীন হওয়ার পর পর ই বিচারের মাধ্যমে শাস্তি কার্যকর করা । তা হলে যেটা হতো যে এই পরাজিত শক্তি তাদের জীবন ও যৌবন কে উপোভোগ করে নেতা বা মন্ত্রী হতে পারতো না আর বাংলাদেশ আজ কোন ভাবেই উগ্র ধর্মীয় সন্ত্রাসীদের আশ্রমের পরিনত হতো না । তাই ঘাটের মরাদের ফাঁসি তে উল্লাসের কিছুই নাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.