![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার আমি! স্বপ্ন বিলাসী লোক আমি স্বপ্ন দেখতে ভালবাসি। মানুষের স্বপ্ন গুলো নিয়ে কাজ করতে চাই।
গুরুত্বপূর্ণ কিছু কথা উদ্যোক্তাদের জন্য বিশেষ করে নতুনদের জন্য
১) নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যে উদ্যোগটি নিতে চাচ্ছেন তার A TO Z জেনে তারপর শুরু করুন ও সেই অনুযায়ী কাজের রোডম্যাপ তৈরি করুন ।
২) নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে কাজ শুরু করুন আর যদি মনে হয় এখনও লক্ষ্য নির্দিষ্ট হয়নি তাহলে খুঁজতে থাকুন ।
৩) প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে মার্কেটিং ও সেলিং এর ব্যাপারটি সরচেয়ে বেশি গুরুত্ব দিন ।
৪) নির্দিষ্ট বিষয়ের উপর বই পড়ুন ও কর্মজীবনে তা কাজে লাগান ।
৫) নতুন উদ্যোক্তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টিকে থাকার জন্য অর্থনৈতিক সাপোর্ট নিন ।
৬) আপনার পরিকল্পনার সাথে সামাজিক কার্যক্রম যুক্ত করুন ।
৭) কাস্টমার সাপোর্টের প্রতি গুরুত্ব দিন ।
৮) বড় টার্গেট বা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করুন
৯) উদ্যোক্তা হিসেবে প্রতি মুহূর্তে নেটওয়ার্ক স্থাপন করুন
১০) নিজের ও প্রতিষ্ঠানের পরিচিতির জন্য সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করুন
বিঃদ্র -"কথাগুলো আমরা প্রায় সবাই জানি শুধু মানতে চাই না বা মনে প্রাণে বিশ্বাস করি না"
২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
কাওসার চৌধুরী বলেছেন:
টিপস ভাল লাগলো।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: ইচ্ছা করে চাকরি বাদ দিয়ে নিজে কিছু করি। কিন্তু কিছুই তো জানি না। টাকাও নেই। লোন নিয়ে কিছু করার সাহসও নেই।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৫
রকি বিশ্বাস বলেছেন: ১) ব্যবসার এ টু জেড জানার জন্য কি কি কাজ করা যেতে পারে ?
৩) প্রডাক্টের ক্ষেত্রে মার্কেটিং বা সিলিং ই গুরুত্বপূর্ন ? তবে কি কোয়ালিটির গুরত্ব কম ? যেকোন পন্যই কি মার্কেটে সিলিং করা যায় ?
৫) নতুন উদ্দ্যোক্তাদের অর্থনৈতিক সাপোর্ট কে দেয় বা নতুন উদ্দ্যোক্তারা কি ভাবে অর্থনৈতিক সাপোর্ট পেতে পারে ?
৮) বড় টার্গেটকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়ার একটা উদাহরন দিন । আমাদের বুঝতে সুবিধা হবে ।
৯) প্রতি মুহুর্তে নেটওয়ার্ক তৈরি করা বলতে কি বুঝিয়েছেন ? নাকি ব্যবসার প্রতি ক্ষেত্রে নেটওয়ার্ক তৈরি করার কথা বলছেন ?
এমন উদ্দ্যোক্তা উন্নয়ন বিষয়ক আলোচনা বেশি বেশি হলে আমার মত ক্ষুদ্র শিল্পদ্দ্যোক্তাদের ভালই লাভ হবে ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার কোন কলকারখানা, বা ব্যবসা বাণিজ্য আছে?