নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার ঘরে বাস করে কারা ও মন জান না!

রাইটার্স আনব্লক

রাইটার্স আনব্লক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের নতুন সব ফিচার-আপনার জন্য যাযা জানা জরুরী

১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫

ফেসবুকের বার্ষিক এফ৮ সম্মেলন এ মুহূর্তে সানফ্রান্সিস্কতে অনুষ্ঠিত হচেছ। দু দিনের এ কনফারেন্সে ঘোষণা করা হয়েছে অনেক নতুন নতুন টুল আর আপডেট।
এত সব ছোট বড় আপডেটের ভীড়ে তাল সামলানো কঠিন।তাই যেসব আপডেট বেশি জরুরী তার একটা সংক্ষিপ্ত তালিকা এখানে দেয়া হল-
• নতুন ভিডিও প্রোফাইল ইমেজ
গত বছর ফেসবুক ভিডিও প্রোফাইল ইমেজ সৃষ্টি চালু করেছিল।সাধারণ বা স্থির প্রোফাইল ইমেজকে আরও গতিশীল আর আকর্ষণীয় করার জন্য এটি করা হয়েছিল।এবার এই কাজটি সহজতর হয়েছে।

একটি নতুন টুল সংযুক্ত করা হয়েছে যার মাধ্যমে অন্যান্য ভিডিও টুল যেমন ভাইন, ইন্সত্রাগ্রামের বুমেরাং বা MSQRD(যার মালিক বর্তমানে ফেসবুক)-থেকে সরাসরি ভিডিও আপলোড করা যাবে।
যারা ক্যামেরা অ্যাপস তৈরি করেন, ফেসবুক তাদের কাছে এই নতুন টুলটি সহজলভ্য করে দিয়েছে, যাতে তারা নানান রকম সৃষ্টিশীল অ্যাপস বানাতে পারেন।
• সেভ বাটন
২০১৪-তে ফেসবুক একটি সেভ বাটন যুক্ত করেছিলো যার ফলে ব্যাবহারকারীরা তাদের পছন্দ করা পোষ্টগুলো পরবর্তীতে পরতে পারেন।
এই সেভ বাটনটি দারুন জনপ্রিয়তা পায়-এখন প্রতি মাসে ২৫০ মিলিয়ন মানুষ এটি ব্যাবহার করে-এর ফলে এবার ফেসবুক এর কার্যকারিতা আরও বাড়িয়েছে।

এখন আপনি যদি অন্য কোন বাইরের সাইটেও থাকেন তবে সেটি আপনি আপনার ফেসবুক সেভ লিস্টে যোগ করতে পারবেন।
এটা অনেকটা পকেট ডাটার মত ব্যাপার-যেখানে আপনি সহজেই পরে ব্যাবহার করার জন্য ডাটা রাখতে পারবেন।তাছাড়া, এসব সেভ কনটেন্ট এর মাধ্যমে ফেসবুক জানতে পারবে আপনি ঠিক কি ধরণের পোস্ট বা সাইট পছন্দ করেন।
আজ থেকে বিভিন্ন পাবলিশররা তাদের নিজস্ব সাইটে ফেসবুক সেভ বাটন টি যোগ করতে পারবেন।
• মেসেঞ্জার এডস
ফেসবুক আজ থেকে Messenger Bot Platform নামে একটি গুরুত্তপূর্ণ নতুন টুল যোগ করেছে।তবে এর সবচে বড় প্রশ্নটি হছেছ মেসেঞ্জার এর সাথে অর্থনৈতিক লেনদের এর ব্যাপারটি।

মেসেঞ্জার প্রধান ডেভিড মারকাস এ বিষয়ে বলেছেন প্রাতিষ্ঠানিক ভাবে শুধু তাদের কাছেই re-engagement ম্যাসেজ যাবে-যারা আগে থেকেই সেচ্ছায় সংযুক্ত ছিল।
তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে-সিমিত আকারে মাত্র কাজ শুরু করেছে।
একটি ব্যাপারে ফেসবুককে সতর্ক থাকতে হবে যে re-engagement ম্যাসেজ কিছুটা অনধিকার চর্চার বিষয় হয়ে যেতে পারে-বিশেষ করে এক সাথ অনেক গুলো ম্যাসেজ চলে আসলে। তবে মারকাস একথা বলে আশ্বস্ত করেছেন যে সম্ভাব্য বিরুপ প্রতিক্রিয়া ঠেকাবার জন্য এ ধরণের ম্যাসেজ সীমিত আকারের হবে।এমনকি একটি ব্লক বাটনও থাকবে অনাকাঙ্খিত ম্যাসেজ আটকাবার জন্য।
• ভিডিও রাইটস
অনেকেই, অন্যদের ভিডিও ফেসবুকে নিজের নামে আপলোড করে দেন।তাই ফেসবুক, রাইটস ম্যানেজার নামে একটি নতুন টুল ঘোষণা করেছে।

এর ফলে একজনের ভিডিও অন্য জন কপি করতে পারবেনা, কারণ প্রথম ফাইল টিকে রেফারেন্স হিসেবে দেখা হবে।
এমনকি লাইভ ভিডিও নিয়ন্ত্রন করা যাবে, ফলে পে পার ভিউ জাতীয় বেআইনি স্ক্রিমিইং বন্ধ করা যাবে।
কোট শেয়ারিং
আরেকটি ছোট অথচ মজার সাম্প্রতিক সংযুক্তি হচেছ টেক্সট ফিচার।

যেমনটি স্ক্রীন শটে দেখা যাচেছ- এর মাধ্যমে আপনি একটি টেক্সট এর নির্দিষ্ট অংশটুকু ফেসবুকে শেয়ার করতে পারবেন-অনেকটা যে ভাবে মিডিয়াম এর মাধ্যমে টুইটারে কোট শেয়ার করা যায়।
• পরবর্তী প্রজন্মের ভার্চুয়াল বাস্তবতা

কনফারেন্সে ভার্চুয়াল বাস্তবতা ছিল একটি আলোচিত বিষয়।ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ এরকথা অনুযায়ী,তারা অনুসন্ধান করছেন কিভাবে একে গতানুগতিক চ্চিন্তাধারার বাইরে আরও সার্বজনীন ও প্রাসঙ্গিক করা যায়।
• আগামির পথ
ফেসবুক তার পরবর্তী দশ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেছে।সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক কিভাবে তার কর্তৃত্ব ধরে রাখতে পারে-এটি নিঃসন্দেহে একটি বড় চেলেন্জ।ধারাবাহিক গবেষণা আর বেবসা পরিকল্পনা এখেত্রে মুল ভুমিকা রাখবে।

এফ৮ কনফারেন্সের দ্বিতীয় দিনে আসছে আরও নতুন নতুন আপডেট আর ফিচার।হোয়াটসঅ্যাপস কি মেসেঞ্জার এর মত একটি ই কমার্স হাবে পরিবর্তিত হবে কিনা- সেটাও অনেকের আগ্রহের বিষয়।
মার্ক জুকারবার্গ একবার বলেছিলেন সবচে বড় ঝুঁকি হচ্ছে- কোন ঝুঁকি না নেয়া-তাই অপেক্ষা করুণ আগামী চব্বিশ ঘণ্টা!







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

গোল্ডেন গ্লাইডার বলেছেন: কামের পোস্ট

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

mmasudalam বলেছেন: দরকারী একটি পোষ্ট অনেক তথ্যবহুল। বাংলা টিউটোরিয়াল

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

এরশাদ বাদশা বলেছেন: তাহলে ভার্চূয়াল পৃথিবী গুগল আর ফেসবুক ভাগাভাগি করে দখলের প্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছে?? :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.