![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আছিস তুই নেই তারতম্যের প্রহর
কত পথ ছুঁয়ে গেছে কষ্টের পাথর
কত সময় পেরিয়ে গেছে নিরব সূর্য স্লানে ।
সারি সারি গাছের পাতায় ঝিম ধরা ঘুমে
বারবার মনে করিয়ে দেয় একাকী জোছনায়
ভিতর বাহির অগোছালো করে দেয়
তোর মাতাল হাসির ছন্দে
কত ভুল জমে গিয়ে পাহাড় হয়েছে ভুলে
কতটা পথ হাঁটতে হাঁটতে পথ যায় থেমে
মরুভূমি পেরিয়ে সমুদ্র সমুদ্র পেরিয়ে মরুভূমি
আর কতটা পথ হাঁটতে হলে ভাঙ্গবে অভিমান ।
আকাশের মত বিশাল হয়ে পাখির মত সুর হয়ে
বসন্তের মত রঙ্গিন হয়ে সূর্যের মত আলো হয়ে
বর্ষার মত বৃষ্টি হয়ে ফিরে আয় ফিরে আয়
এক দিন এসে বলবি আমি করেছি প্রত্যাবর্তন
তখন আমি মৃত্যু পথযাত্রী হয়তো থাকবে কিছুক্ষণ
গভীর থেকে গভীরে ভেসে ভেসে চলে এলি নিবিড়ে
হায়!এ কেমন তোর অবাক প্রত্যাবর্তন ।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
বালক৪২০ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
পেন্সিল স্কেচ বলেছেন: সুন্দর লিখেছেন
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৮
বালক৪২০ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
বোকামন বলেছেন:
ভিতর বাহির অগোছালো করে দেয়
অগোছালো হয়ে যাওয়া নিজেকে গোছালো করতেই অবাক প্রত্যাবর্তনের প্রয়োজন। ফিরে আসুক যেকোন বেশে....।
সুন্দর কবিতায় ভালোলাগা রইলো :-)
ভালো থাকুন ।।