![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাইছে আমারে
কোটি টাকার বিলবোর্ড
নিতে পারছে না কেউ
উন্নয়নের লোড।
কেউ বলছে ভাঙ্গা কোমর
উঠে দাঁড়ানোর নেই শক্তি
দেশের টাকা ধ্বংস করা
নেই তো কোন যুক্তি।
নিজের ঢোল নেজেই পেটায়
হয়ে গিয়ে নাঙ্গা
ঘরে ঘরে পৌঁছে গেছে
মুড়ি ভরা টোঙ্গা।
কথা বলে চিবিয়ে চিবিয়ে
ভাত খাওয়া গরু
শহর থেকে গ্রামে যাবে
এইতো কেবল শুরু।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
পেন্সিল চোর বলেছেন: দারুন লিখেছেন কবিতা !!
প্লাস দিলাম!!
তয় ব্লগার এত কম কেন??সবাই কি দেশে ভাগছে নাকি!!!!