![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ঈদের স্মৃতি)
নতুন ভোরের সূর্য উঠে
ঝগড়া বিবাদ বর্জন
নামজ শেষে কোলাকুলি
ভ্রাতৃত্বের বন্ধন।
ঈদ মানে খুশির জোয়ার
রঙ্গিন সুখের দোলা
বাঁধ ভাঙ্গা উল্লাসে
কাটে সারা বেলা।
সকাল বেলায় মিষ্টি খাবার
সেমাই কিংবা পায়েস
দুপুর বেলায় মোরগ পোলাও
ভুনাখিচুড়ি তে আয়েশ ।
গল্প আর আড্ডায়
দুষ্টুমিতে ভরা
মুচকি হাসি অট্ট হাসির
নামে খুশির ধারা।
বাড়ি বাড়ি ঘুরাঘুরি
নতুন জামা পড়া
পকেট ভরা টাকা নিয়ে
নাগর দোলায় চড়া।
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
বালক৪২০ বলেছেন: ঈদ মোবারক
২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭
মোমেরমানুষ৭১ বলেছেন:
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫২
বালক৪২০ বলেছেন: ঈদ মোবারক
৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৫
৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫
Kawsar Siddiqui বলেছেন: ঈদ মোবারক "বালক৪২০"