![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরনো দিন মরচে পড়া
হতাশার জলে ডুবে
অথই জলে বাঁচতে শেখা
স্রোতের প্রতিকুলে
ঠিকানাহীন পথের শিশু
জীবনের পথে ছুটে
স্বপ্ন দেখে ঘুমিয়ে যেত
আকাশের তারা গুনে।
আর অনেক গল্প আছে
পাহাড় সম কান্নায়
অনেক অনেক কষ্টমালা
অনেক স্মৃতির ভিড়ে
খুঁজতে গিয়ে হারিয়ে যাওয়া
মনের খেয়াল চিরে।
স্বপ্ন থাকুক স্বপ্ন বাঁচুক
হাজারও কষ্ট ভুলে
অই উঠেছে নতুন সূর্য
লাল সবুজের বুকে।
শুভ নববর্ষ ২০১৪
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭
ড্রাকুলার রক্ত বলেছেন: হ্যাপি নিউ ইয়ার