| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**********বাবা দিবসের স্পেশাল ********
হয়তো সকালে সবার ঘুম ভাঙতো পাখির ডাকে , আমি শুনতাম সুপরিচিত একটা কণ্ঠতে কে যেন বলছে ............নবাবজাদা ঘুম ভাঙ্গে নাই , রাতে কি চুরি করতে গেছিলা ?
কথাগুলা শুনে ভাবতাম, কার এতবড় হাসের পর্দারে ? তাৎক্ষনিক চোখের পাতা খুলে দেখি আমি বাপের হোটেলে আছি । )
কে কার কথা শুনে ...হাত মুখ ধুয়ে, কয়ডা সরকারী ভাঁত গিলে বের হতাম আড্ডা দিতে ।
বাবা প্রায়ই বলতো , বুঝবি একদিন বুঝবি..................মনে হতো বাবা এত জ্ঞ্যান না দিলে পারে না ?
...........................................................................................................................
আজ বাবা দিবস , যাদের পাশে তাদের বাবারা আছে তারা আজ দুনিয়ার সবথেকে ধনী । আজকের দিনটায় নতুন নতুন আবদার করতে পারতাছে বাবার কাছে স্নেহ আর ভালবাসা পাচ্ছে । যেটা আমি এখন চাইলেও আর পারব না । আজকের দিনেও বাবা আমায় কোন উপহার দিতে আসবে না । কেন জানি মাঝে মাঝে সকালে মনে হয় বাবা ডাক দেবে । জানি সেটা আর সম্ভব না , তবুও ......... সভাবগত কারনে সবসময়ের মত এখনও প্রতিদিন রাত জাগি , কিন্তু একবারও আসে না বাবা বকা দিতে ।
এখন আর খুব সকালে শুনতে পাইনা, তাঁর গরজ্ কন্ঠে ভেসে আসা ফজর নামাযের খুদবা । শুনিনা আর তাঁর কণ্ঠে কোরআন তেলাওয়াত । শিখতে পারিনা তার কাছ থেকে নতুন কোন তালিম ।কেন বাবা ?
আমি জানি আমি তোমায় কখনোই বুঝতে পারিনি । তাই বলে এতটাই রাগ করে চলে গেলে তুমি ?
বুঝি বাবা আমি এখন সবই বুঝি ......শুধু তোমায় দেখতে পারি না ,তোমায় বুঝাতে পারি না ............
মনে হয় একদিনের জন্যেও যদি আসতে তুমি ...............!!!
আর লিখতে পারতাছি না ,চোখের পানিতে T-shirt ভিঁজে গেছে । আজ রাতে হয়তো আর ঘুম হবে না । সবাইকে ‘’শুভ রাত্রি’’ এবং বাবা দিবসের শুভেচ্ছা ।
............... ( ইয়াসিন Sk )
©somewhere in net ltd.