নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদরই কেউ

হয়তো চিনো বা চিনোনা আমি ডাক্তার কিংবা বান্দর

নিয়মকানুন

আমি তোমাদরই কেউ। আমাকে হয়তো চিনো বা চিনোনা।আমি ডাক্তার কিংবা বান্দর বা গাধা

নিয়মকানুন › বিস্তারিত পোস্টঃ

অহিংস আন্দোলন আর সহিংস আন্দোলন-১

২৮ শে আগস্ট, ২০০৭ রাত ১:৩১

আমাদের দেশের বর্তমান রাজনীতিক পরিস্হিতি হচ্ছে সহিংস আন্দোলন। জালাও পোড়ানোর স্কেলে মাপা হয় আন্দোলনের সফলতা। আমাদের রাজনীতি বিদরা যদি ভারত আর পাকিস্তানের স্বাধিনতা আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন যে একই সাথে সহিংস এব অহিংস আন্দোলন হয়েচে। ব্রিটিস দখলদার শক্তিকে দু ভাবেই পরাভুত করার চেষ্টা করেচে স্বাধিনতা সংগ্রামীরা। কিন্তু যদি ইফেক্টিভ আন্দোলনের ব্যাপারে আসি তাহলে হিসাবে নিতে হবে কোন আন্দোলনটি সফল আর কোন আন্দোলনটি বিফল। কি ধরনের আন্দোলন বিশ্ব জনমত সৃষ্টি করতে সম্ভব হয়েচে আর কোন আন্দোলনটি জনগনের মাঝে কোন সচেতনতা সৃষ্টি তো করতে পারিনি বরং মিলিয়ে গেচে কালের কাচে।



সহিংস আন্দোলনের প্রথম রুপ বোধহয় ভারতবর্ষে আর্বিভাব ঘটে ১৮৫৭ সনের সিপাহী বিদ্রোহের সময়। মন্গল পান্ডের ফাসী আর তার পরবর্তি সিপাহী বিদ্রোহ মনে হয় সহিংস আন্দোলনের প্রথম রুপ। ব্রিটিসরা এ আন্দোলনের প্রথম দিকে অবাক হলেও পরে সামলে নেয়। এ সামলে নেয়ার বড় কারন জনসমর্থন না থাকা। প্রথম দিকে সিপাহীদের আন্দোলন জনসমর্থন ছিল। কিন্তু আস্তে আস্তে দুর্বল নেতৃত্বর কারনে সিপাহীরা জনসমর্থন হারায়। কিন্তু কেন জনসমর্থন হারায় সিপাহিরা। এর কারনে আমরা দিল্লির অরাজকতা এবং অব্যবস্হার দিকে তাকালে বুঝতে পারব। সিপাহীদের আন্দোলন সাধারনের জন্য কোন ভাল কিচু আনেনি। ইতিহাস পড়লে জানা যায়, বাহাদুর শাহ শক্ত হাতে দমন করতে পারেননি অরাজকতা। সিপাহীদের মধ্য নেতৃত্ব সুলভ কোন গুন খুজে পাওয়া যায়নি। লুট পাট এবং অব্যবস্হা ছিল নর্ম। এ কারনে সিপাহীরা জনসমর্থন হারায় খুব কুইকলি।



(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-১

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:০৬

জুবেরী বলেছেন: 'আমাদের রাজনীতি বিদরা যদি ভারত আর পাকিস্তানের স্বাধিনতা আন্দোলনের দিকে তাকান তাহলে দেখবেন যে একই সাথে সহিংস এব অহিংস আন্দোলন হয়েচে।'

ভারত ,পাকিস্তানের আর বাংলাদেশের স্বাধিনতা আন্দোলনের ইতিহাস কমন ইতিহাস তাতে এদেশের রাজনীতিকদের বিশাল ভূমিকা ছিল ।

এই আন্দোলনে গান্ধিবাদী (মূলত অহিংস)আপসকামী ধারা যেমন ছিল ।তেমন সুভাষ বোস ,ভগত সিং, সূর্য সেনের মত
আপসহীন (মূলত সহিংস)ধারা ।

'সিপাহীদের আন্দোলন সাধারনের জন্য কোন ভাল কিচু আনেনি। "
সস্ত্র সহিংস আন্দোলন তাৎক্ষণীক সাধারনের জন্য ভাল কিছু আনেনা দীর্ঘ মেয়াদের চুরান্ত আন্দোলনের
চালিকা শক্তি হয় ।

২| ২৮ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:২৬

ডঃ আইজউদ্দিন বলেছেন: জুবেরী পড়ার জন্য ধন্যবাদ। এটা প্রারম্ভিক আলোচনা আর বিষ্তারিত আলোচনার আশা রাকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.