নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

facebook.com/yousuf.khan221b

ইউসুফ খান

\"যদি তুমি নাহি বোঝো আমার নীরবতা, বুঝিবেনা-এর আড়ালে লুকিয়ে থাকা কথা\"\n©না জিগায়া কপি করিবেন না,পিলিজ©

ইউসুফ খান › বিস্তারিত পোস্টঃ

'ডিজিটাল ফুলের দোকান' !!!

১২ ই আগস্ট, ২০১১ রাত ১২:১২

গত কয়েকদিন আগের ঘটে যাওয়া একটা মজার এবং আকাশকুসুম চিন্তাভাবনার একটা ঘটনা বলি। আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম শাহবাগ । বন্ধুর মামাতো বোনের বিয়ে, তাই ফুল কিনতে গিয়েছিলাম। অনেকগুলো দোকান ঘুরেও মন মত ফুল পেলাম না। ফুলটা হল 'গোলাপ' !!!আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে 'গোলাপ' আবার না পাওয়ার কি আছে? সব দোকানেই তো পাওয়া যায়! আসল কথা হল আমরা চাইছিলাম কলি-গলাপ,যেটা পুরোপুরি এখনও ফোটেনি।ছোট অবস্থায়ে রয়েছে। সেই কলি-গোলাপ খুজতে খুজতে মগজ-ধোলাই হয়ে গেলো,তারপরও সেটা পেলাম না। হাল ছেড়ে দিয়ে বুড়া-গোলাপ কিনলাম কয়েকটা। ফুলের দোকানে দাড়িয়ে থাকতে থাকতে তখনি মাথায়ে চিন্তাটা এলো। বন্ধুর সাথে শেয়ার করলাম ব্যাপারটা। আমার আইডিয়াটা ছিল এরকম - এখনকার বাংলাদেশ হল 'ডিজিটাল বাংলাদেশ'।

সবকিছু হতে হবে ডিজিটাল। ফুলের দোকানটাও যদি হয় ডিজিটাল!!! সেটা কিভাবে??



ফুলের দোকানগুলোতে তখন আর ফুটন্ত ফুল থাকবে না। থাকবে শুধু ফুলের কলি।সেটা একটা হিমাগার এ রাখা হবে।যখন কোন কাস্টমার ফুল কিনতে আসবে তখন সে হিমাগার থেকে চয়েস করবে এবং তখনি হিমাগার এর ভিতরে সেটা কৃত্তিম উপায়ে ফোটানো হবে, হিমাগার এর ভিতরে কৃত্তিম আলো-বাতাস দিয়ে ফুলটাকে কাস্টমার এর চয়েস অনুযায়ী শেপ্ এ আনা হবে।তারপর সেটা হিমাগার থেকে বের করে কাস্টমারকে কে দেয়া হবে।সেটাই হবে ডিজিটাল ফুলের দোকান। বন্ধুরা অবশ্য ব্যাপারটা নিয়ে অনেক হাসাহাসি করেছে তবে আমি চিন্তা করছিলাম,প্রযুক্তি এখন অনেক উন্নত!!!এমন অনেক কিছুই এখন হচ্ছে যা আগে মানুষ কখনও কল্পনাও করেনি।অদূর ভবিষ্যতে এরকম কিছু হয়ত হতেও পারে!আমি ভাই কল্পনাবিলাসী মানুষ। আমার মাথায়ে এরকম অনেক চিন্তাই দিন রাত ঘুরতে থাকে। গত কয়েকদিন ধরেই ব্যাপারটা মাথায় ঘুরছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আপনারা অনেকেও হয়ত আমার এই লেখা পড়ে হাসবেন। হাসেন,কোন প্রবলেম নাই তবে আমার ব্লগ- এর শিরোনামটা একবার দেখে নিবেন আর আমার সম্পর্কে আমি শুধু দুইটা কথাই লিখেছি। আমার এরূপ চিন্তা-ভাবনার উত্তর পাবেন আশা করি।সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫০

আমি রুবেল বলেছেন: ভালু ভালু, ভালু আইডিয়্যা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.