নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী ফাহিম নিক ফেরত চাই

উদাসী ফাহিম নিক ফেরত চাই

যাইম জাকেরীন

যাইম জাকেরীন › বিস্তারিত পোস্টঃ

সামু মত প্রকাশের স্বাধিনতায় নয় বিএনপি বিরুধী বলে আবারো প্রমাণিত।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

সামু মত প্রকাশের স্বাধিনতায় নয় বিএনপি বিরুধী বলে প্রমাণিত। এই স্মাউতে বার বার দেখি আওয়ামীলিগে,জামাত-শিবির অ নাস্তিকদের প্রমোট করে। কিন্তু বিএনপি এর পক্ষে লিখলেই খড়গ নেমে আসে। আমি যতদুর জানি এটার এডমিন এর অনেকেই নাস্তিক, তাই নাস্তিকদের প্রমোট করবে এটা স্বাভাবিক। আর নাস্তিক ও বাম ঘরানার সাথে আ'লীগের আত্নার সম্পর্ক তাই অবাক নই। লিগকেও তারা সাপোর্ট করে।

টাকার দরকার ব্লগ চালাতে তা জামাত-শিবিরের লিখাও প্রমোট করে।

কিন্তু বিএনপির পক্ষ লিখলেই খড়গ নেমে আসে।

গত কাল একটি লিখা লিখেছিলাম, আমার ব্লগ স্তগিত করা হল।

পাঠক আপনারাই বলেন এতে সামুর কি নিয়ম লঙ্ঘন করা হয়েছিল??





আমার লিখাটি ছিল নিম্ন রুপঃ

১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।

১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে নৃশংসভাবে হত্যা ।

১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দখল করার জন্য ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনকে গুলি করার পর তাদের হাত-পায়ের রগ কেটে হত্যা ।

১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা । ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ. হত্যা।

১৯৯৬ সালে জাসাস বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।



২০০২ সালে সিলেটে মদন-মোহন কলেজে ছাত্রদল নেতা জুয়েল হত্যা।



উপরোক্ত হত্যা কারা করেছে, সবাই জানি। দলের আদর্শ রচনা করতে গিয়ে এরা শহিদ হয়। তাদের রক্তের সাথে বেইমানি করে,লাশের উপর পাড়া দিয়ে খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না।



এখন আপনারাই বলুন এতে সামুর কোন নীতি লঙ্ঘন করেছি?

আমি উদাসীফাহিম আইডি ফেরত চাই। এখানে রাজাকাররা কথা বলতে পারে, নাস্তিকরা বলতে পারে, আওয়ামিলীগ পারে, বিএনপির ধারনা প্রকাশ করার অধিকার ফেরত চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.