নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উদাসী ফাহিম নিক ফেরত চাই

উদাসী ফাহিম নিক ফেরত চাই

যাইম জাকেরীন

যাইম জাকেরীন › বিস্তারিত পোস্টঃ

বিএনপি পক্ষে লিখলেই ব্যানড!!!উদাসী ফাহিম নিক ফেরত চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

বিএনপির পক্ষে লিখলেই সামু ব্যানড করে কেন? এই ব্লগে রাজাকাররা লাফায়,লিগাররা লাফায় নাস্তিকরাও মত প্রকাশা করতে পারে। শুধু বিএনপিকে নিয়ে লিখলেই ব্যানড। এরকম না করে বলে দিলেই হয় এখানে বিনেপির প্রবেশ নিষেধ।

উদাসী ফাহিম নিক কাল বিএনপি নিয়ে একটি ছোট লিখা লিখায় ব্যানড। এতে কার স্বার্থ রক্ষা হল। পাঠিক আপ্নারা পড়ুন, বলুন তো এতে কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে। উদাসী ফাহিম নিক ফেরত চাই



লিখাটি নিম্ন রুপ ছিলঃ

আমার লিখাটি ছিল নিম্ন রুপঃ

১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।

১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে নৃশংসভাবে হত্যা ।

১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দখল করার জন্য ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনকে গুলি করার পর তাদের হাত-পায়ের রগ কেটে হত্যা ।

১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা । ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ. হত্যা।

১৯৯৬ সালে জাসাস বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।



২০০২ সালে সিলেটে মদন-মোহন কলেজে ছাত্রদল নেতা জুয়েল হত্যা।



উপরোক্ত হত্যা কারা করেছে, সবাই জানি। দলের আদর্শ রচনা করতে গিয়ে এরা শহিদ হয়। তাদের রক্তের সাথে বেইমানি করে,লাশের উপর পাড়া দিয়ে খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না।



এখন আপনারাই বলুন এতে সামুর কোন নীতি লঙ্ঘন করেছি?

মডুদের প্রতি আবেদন উদাসী ফাহিম নিক ফেরত চাই

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

বাংলার মানুষ ২০১০ বলেছেন: সহমত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

যাইম জাকেরীন বলেছেন: ভাই এই লিখায় কেউ ব্যান্ড হয়?
উদাসী ফাহিম নিক ফেরত চাই

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

অজানা এক আমি বলেছেন: টাকা পয়সা খাইসে আর কি...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

যাইম জাকেরীন বলেছেন: এই লিখাটি ছিল ইতিহাস নির্ভর, শিবিরের হাতে খুন হওয়া ছাত্রদলের নেতাদের নিয়ে। এতে সামুর আতে ঘা লাগল কেন?


৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

একজন ঘূণপোকা বলেছেন: সহমত

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

যাইম জাকেরীন বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: সহমত
শুধু সহমত না দিয়ে একটু আওয়াজ তুলুন ভাই।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

ডাব্বা বলেছেন: আমার এই লেখাটি পড়ুন।
ধরে আনতে বলেছে, তো বেঁধে নিয়ে যাচ্ছে মডারেটরবৃন্দ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

যাইম জাকেরীন বলেছেন: বিএনপিকে নিয়ে লিখা উদাসী ফাহিম নিক ব্যানড খাইছে। এই ব্লগে লিখা সম্ভব হবেনা ভবিষ্যতে

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

বাংলার মানুষ ২০১০ বলেছেন: সামুর আতে ঘা লাগবেই ; কেননা সামু এখন পুরা আওয়ামিলীগ আর বামে ভরা।
আমিও আমার দেশ পত্রিকার কিছু অনুসন্ধানী রিপোর্ট এর ব্যাপারে মতামত জানতে চাইছিলাম.. আর এতেই সামু আমার পোস্ট ব্যানড কইরা দিল....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

যাইম জাকেরীন বলেছেন: বিএনপিকে নিয়ে লিখা উদাসী ফাহিম নিক ব্যানড খাইছে। এই ব্লগে লিখা সম্ভব হবেনা ভবিষ্যতে

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

নেক্সাস বলেছেন: সহমত। বাক স্বাধীনতা ও গনতন্ত্রের টুটি চেপে ধরার এই হটকারী নীতি সামু কেন বা কার চাপে গ্রহন করল বোধগম্য নয়।

সামু যদি বিএনপির বিপক্ষে অবস্থান নেয় তবে এটা যেন তারা জেনে রাখে যে সামু তাহলে দেশে ৪০% মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।


উদাসী ফাহিম নিক ফেরৎ চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

যাইম জাকেরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪০% মানুষ যদি এটা ছেড়ে যায় তাইলে যে এরব্রান্ড ভ্যালু কমবে তা কেন সামু বুঝেনা?

বিএনপিকে নিয়ে লিখা উদাসী ফাহিম নিক ব্যানড খাইছে। এই ব্লগে লিখা সম্ভব হবেনা ভবিষ্যতে

স্বচ্চতার স্বার্থে উসাসী ফাহিম ও (manush2010 নিক ফেরত চাই

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

বাংলার মানুষ ২০১০ বলেছেন: খাইছে এখন আমারে... (এই ব্লগটি(manush2010 ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে, ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে । )

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

যাইম জাকেরীন বলেছেন: স্বচ্চতার স্বার্থে উসাসী ফাহিম ও (manush2010 নিক ফেরত চাই

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

তাওহীদ বলেছেন: মাঝে মাঝে দেখছি সামু ছাগুদের আপত্তিকর পোষ্ট রেখে দিচ্ছে দিনের পর দিন......
এমন হতে পারে সামুর মাথা আউলায়া গ্যাছে...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

যাইম জাকেরীন বলেছেন: সামু লিগ+বাম + নাস্তিক দের সাথে রাজাকারদের আলোচনা উপভোগ করতেছে। এখানে বিএনপির ঠাই নাই।
স্বচ্চতার স্বার্থে উসাসী ফাহিম ও (manush2010 নিক ফেরত চাই

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

কেনজিয়া বলেছেন: সামুতে বিএনপি'র পক্ষে লিখাতো কবিরাহ গুণা!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

যাইম জাকেরীন বলেছেন: এইটা প্রকাশ্যে বলার মত ্নৈতিক সাহস কি সামুর নাই? বলে দিক, আমরা অন্য ব্লগে চলে যাই।
যদি এক পক্ষের বা লিগ জা-শি রাখতে রাখুক আমরা চলে যাই। লুকিয়ে কাজ কেন? কোন নিয়ম লঙ্ঘন হয়েছে তাও তো বলেনা।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

হ্যারিয়ার টু বলেছেন: বিম্পির মুখোশ পইরা কেউ চিপা দিয়া জাশি তোষন করলে ব্যান খাবেই। সময় পাল্টাইছেনা?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

যাইম জাকেরীন বলেছেন: ১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।
১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে নৃশংসভাবে হত্যা ।
১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দখল করার জন্য ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনকে গুলি করার পর তাদের হাত-পায়ের রগ কেটে হত্যা ।
১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা । ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ. হত্যা।
১৯৯৬ সালে জাসাস বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।

২০০২ সালে সিলেটে মদন-মোহন কলেজে ছাত্রদল নেতা জুয়েল হত্যা।

উপরোক্ত হত্যা কারা করেছে, সবাই জানি। দলের আদর্শ রচনা করতে গিয়ে এরা শহিদ হয়। তাদের রক্তের সাথে বেইমানি করে,লাশের উপর পাড়া দিয়ে খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না।

এখানে কি বললাম বলুন তো?

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

বাংলার মানুষ ২০১০ বলেছেন: হ্যারিয়ার টু ; হক কথা কইছেন! আওয়ামীলীগ এর বিরুদ্ধে কিছু কইলেই জাশি!?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

যাইম জাকেরীন বলেছেন: এটা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা না হয় বিএনপি বিরুধিতা। বলে দিক বিএনপি নিয়ে কথা বলা যাবেনা। তাইলে এখানে আসব না অন্য ব্লগে নিক খুলব।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

ফলাফল বলেছেন: নেক্সাস বলেছেন: সহমত। বাক স্বাধীনতা ও গনতন্ত্রের টুটি চেপে ধরার এই হটকারী নীতি সামু কেন বা কার চাপে গ্রহন করল বোধগম্য নয়।

সামু যদি বিএনপির বিপক্ষে অবস্থান নেয় তবে এটা যেন তারা জেনে রাখে যে সামু তাহলে দেশে ৪০% মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

যাইম জাকেরীন বলেছেন: ১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।
১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে নৃশংসভাবে হত্যা ।
১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দখল করার জন্য ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনকে গুলি করার পর তাদের হাত-পায়ের রগ কেটে হত্যা ।
১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা । ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ. হত্যা।
১৯৯৬ সালে জাসাস বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।

২০০২ সালে সিলেটে মদন-মোহন কলেজে ছাত্রদল নেতা জুয়েল হত্যা।

উপরোক্ত হত্যা কারা করেছে, সবাই জানি। দলের আদর্শ রচনা করতে গিয়ে এরা শহিদ হয়। তাদের রক্তের সাথে বেইমানি করে,লাশের উপর পাড়া দিয়ে খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না।

এখানে কি বললাম বলুন তো?

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

সিউল রায়হান বলেছেন: ব্যানটা সুশীল ভেক ধরে জামাত-শিবিরের পক্ষে লেখার জন্যে কপালে জুটছে। আমি এবং আরো অনেকে রিপোর্ট করসিলাম /:)

"আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে ___" টাইপের ডায়লগ দিলে কোন মাফ নাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

যাইম জাকেরীন বলেছেন: ১৯৮৮ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।
১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল হকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ মুছাকে নৃশংসভাবে হত্যা ।
১৯৯৭ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট দখল করার জন্য ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিনকে গুলি করার পর তাদের হাত-পায়ের রগ কেটে হত্যা ।
১৯৯৩ সালের ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর সশস্ত্র হামলা । ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ. হত্যা।
১৯৯৬ সালে জাসাস বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা।

২০০২ সালে সিলেটে মদন-মোহন কলেজে ছাত্রদল নেতা জুয়েল হত্যা।

উপরোক্ত হত্যা কারা করেছে, সবাই জানি। দলের আদর্শ রচনা করতে গিয়ে এরা শহিদ হয়। তাদের রক্তের সাথে বেইমানি করে,লাশের উপর পাড়া দিয়ে খুনিদের সাথে আতাত করে ক্ষমতায় যাওয়া যায়, আদর্শ তৈরী করা যায়না, আদর্শের বুলি কপচানো যায়না।

এখানে কি বললাম বলুন তো?


১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

সিউল রায়হান বলেছেন: ৪২ বছর ধরে এই শুয়রগুলোর শাস্তি পেন্ডিং......আর এই আন্দোলনের সময় অন্য যেকোন কথা টানার মানে একটাইঃ তুই এই আন্দোলনের সাথে নাই এবং তুই রাজাকারদের বিচার চাইস না।


এর মানেঃ তোর কাছে রাজাকারের বিচার মানে কিছু সো-কলড শুয়রের বিচার এবং তুই কষ্ট পাইস কেন আওয়ামী/বিএনপি এগুলির রাজাকাররে ঝুলানো হচ্ছে না। অপেক্ষা কর, আগে পালের গোদা গুলোরে ঝুলানো হোক তারপরে ঐগুলিরেও ঝুলানো হবে।


রাজাকারের বিচারের সময় অন্য যেকোন টপিক টানা মানেই হলো তুই সবার নজর অন্যদিকে ঘুরাতে চাইস........তোকে গদাম।


পোস্ট রিপোর্টেড

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

যাইম জাকেরীন বলেছেন: দূর ছাগলের বাচ্চা ছাগল। কি বাল বুঝছ তুই।
গাদার বাচ্ছা গাদা।আসলেই তুই একটা জারজ।
এটা দিলাম কেন জানিস, যে সকল জাতীয়তাবাদি জা-শি পক্ষে লাফায় তাদের স্বরণ করাতে, শিবির ছাত্রদলের বিপক্ষে কি করেছে, গাদার দল তোদের তো মগজ নাই, এগুলো বোঝার ক্ষমতাও আল্লাহ দেননি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.